PDA

View Full Version : পার্ট টাইম কাজের জন্য ফরেক্স ট্রেডিং উত্তম!!



Romjan1989
2020-10-25, 12:11 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা হল একটি স্বাধীন ব্যবসা এই ব্যবসাতে আলাদা কোন সময় লাগেনা। যে কাজের পাশাপাশি করা যায় এবং এখানে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন কারার সুযোগ র*য়েছে। ফরেক্স ট্রেডিং ব্যবসা টি ঘরে বসে কোব সহজেই করা যায় তাই আমি বলব যারা পার্ট চাকরি খুজতে তারা যদি চাকরির পিছনে না ঘুরে ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে পারেন তাহলে সব থেকে ভালো।

EmonFX
2020-10-25, 12:55 PM
ফরেক্স বর্তমানে অনলাইন বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্যবসা। ফরেক্স একটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা বিধায় এখানে চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য যে কোন পেশার পাশাপাশি যে কেউই ফরেক্স ট্রেডিং করতে পারেন। শুধু ইন্টারনেট সংযোগ সহ একটি ডেক্সটপ, ল্যাপটপ অথবা একটি স্মার্ট ফোন হলেই ফরেক্সে ট্রেডিং করা যায়। আসলে আমরা অনেকেই ফরেক্সের পাশাপাশি অন্যান্য কাজ করে থাকি। কেউ চাকরি, ব্যবসা বা অন্য কিছু করে থাকি। অবশ্য এতে করে ফরেক্সে কনসেন্ট্রেশন ব্রেক হয়, পুর্ন কনসেন্ট্রেশন দেয়া যায় না ফলে আমরা ফরেক্সে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি না। আমি যখন একই সাথে দুটি কাজ করবো তখন আমার মনোযোগ ও ব্রেন দু’দিকে কাজ করবে। এতে করে কোনটাই সঠিক ভাবে সম্পাদন করা হয় না।

যদিও আমি বর্তমানে পার্টটাইম হিসেবে ফরেক্স করছি বাট আমার ইচ্ছা আছে যদি ফরেক্সে ভালো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারি তাহলে ফরেক্সকে ফুলটাইম বা প্রধান পেশা হিসেবে নিতে চাই। আমি মনে করি কেউ যদি এখানে পুর্ন সময় দেয় তাহলে অন্যান্য যে কোন পেশার থেকে এখানে ভালো করার যথেষ্ঠ সুযোগ আছে। আমরা লেখাপড়া শেষ করতে জীবনের অর্ধেক সময় ব্যয় করে ফেলি। সে তুলনায় আমরা যদি পাঁচ বছর ব্যয় করি তাহলে ফরেক্সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

FREEDOM
2020-10-25, 01:16 PM
পার্টটাইম কাজের জন্য অবশ্যই ফরেক্স উত্তম একটি মাধ্যম হতে পারে। আমিও নিজেও ফরেক্সকে পার্টটাইম হিসেবেই বেছে নিয়েছি। তবে এজন্য ভালো করে ফরেক্স জানতে ও বুঝতে হবে এবং তারপর এগোতে হবে।

K.K.BABY
2020-10-25, 01:21 PM
পার্ট টাইম কাজের জন্য ফরেক্স অবশ্যই একটি উত্তম কারন আপনি ফরেক্স এর পাশাপাশি যদি কোন ব্যাবসা অথবা জব করেন তাহলে আপনি টেনশন মুক্ত থাকবেন।আপনার যদি লস ও হয় তাহলে আপনি জবের সালারি দিয়ে আপনি আপনার অর্থনৈতিক চাহিদা মেটাতে পারবেন।কিন্তু যদি শুধুমাত্র ফরেক্স এর উপর নির্ভরকরে আপনি আপনার অর্থনৈতিক চাহিদা মেটানোর কথা চিন্তা করেন তাহলে আপনি বড় ভুল করবেন।তাই জবের পাশাপাশি ফরেক্স মার্কেটে ব্যাবসা করা উচিত।

md mehedi hasan
2020-10-26, 06:23 AM
ফরেক্স হচ্ছে এমন একটি অনলাইন ভিত্তিক বিজনেস প্লাট ফরম যেখানে চাইলে যে কোন পেশাজিবী লোক ট্রেড করে অর্থ ইনকাম করতে পারে।আপনি চাকরিজীবী বা স্টুডেন্ট বা ব্যবসা করেন।কোন সমস্যা নেই আপনার একান্ত চাওয়া থাকলে মাত্র এক বা দুই ঘন্টা ফরেক্স মার্কেটে ব্যায় করে বার্তী ইনকাম করতে পারেন।অর্থাৎ পার্টটাইম জব হিসাবে ফরেক্স করতে পারেন।আপনাকে চাকরি বা পড়াশুনা ছেরে ফরেক্স করতে হবে এমন কোন কথা নেই।যাস্ট আপনার অবসর সময় থেকে এক বা দুই ঘন্টা ফরেক্স মার্কেটে ব্যায় করলেই চলবে।

Fahmida1
2020-10-26, 11:10 AM
যারা ফরেক্স মার্কেট ছাড়া অন্যান্য পেশায় নিয়োজিত আছে তারা পার্টটাইম ফরেক্স করে থাকে। যেমন আমি একজন গৃহিণী হিসেবে পার্টটাইম ফরেক্স করে থাকি। কেননা আমার পরিবারের অনেক কাজ সামলাতে হয়। তাছাড়া আমি একজন ছাত্রী ও বটে পড়াশোনা করতে হয় আমি যখনই সময় পাই তখনই ফরেক্স করে থাকি। এছাড়া আমি যখনই সময় পাই তখনই ফরেক্স সম্পর্কে এনালাইসিস করে থাকি। ফরেক্সে থেকে যা ইনকাম করি তা দিয়ে আমার খরচ আমি নিজেই বহন করে থাকি পরিবারের কারোর উপর নির্ভরশীল হতে হয় না বরং আমি আরো পরিবারকে সহযোগিতা করে থাকি।