PDA

View Full Version : ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন নি



InstaForex Sushantay
2014-02-03, 07:08 PM
প্রিয় ট্রেডারগণ,
লক্ষ্য করা যাচ্ছে যে, ইদানিং অনেক ট্রেডার তাদের অজ্ঞতায় কারনে ভেরিফিকেশন সমস্যায় পড়েন। কেননা তারা তাদের অনেকগুলো অ্যাকাউন্টের ভেরিফিকেশন এর জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্ট পাঠায় এবং তা ইন্সস্টাফরেক্স কোম্পানির দ্বারা ভেরিফিকেশন প্রত্যাখ্যানে হলে বিভিন্ন ফোরাম ও সোশাল মিডিয়া নেটওয়ার্কে উলট-পালট ও যুক্তিহীন কথা বলে থাকে। তাই আপনাদের সঠিক তথ্য ও অ্যাকাউন্টটি নির্ভুলভাবে ভেরিফিকেশন করার জন্যই, আমার এই পোস্টটি।

ভেরিফিকেশন বা মূল্যায়ন মানে হল গ্রাহক চিহ্নিতকরণ বা খোঁজ নেওয়া। এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে। তাই সর্বপ্রথমেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করুন।
ইন্সটাফরেক্স চুক্তির শর্তানুসারে, ট্রেডিং অ্যাকাউন্ট মূল্যায়ন একটি ঐচ্ছিক বিষয়। যদিও, শুধুমাত্র মূল্যায়িত অ্যাকাউন্টের জন্য ইন্সটাফরেক্সের কিছু বিশেষ অফার আছে। অ্যাকাউন্ট মূল্যায়ন পদ্ধতি আপনার তহবিল পরিচালনায় কোন প্রভাব ফেলেনা। যেকোনো সময় অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য আপনাকে স্বাগতম।
অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি হ্রাস করার জন্য নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।

ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। আপনার অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য দয়া করে এই পাতাটিতে প্রবেশ করুন (https://www.instaforex.com/bd/verification.php) এবং আপনার ব্যক্তিগত পরিচয়পত্র এবং অন্যান্য প্রমানপত্রের স্ক্যানকৃত অনুলিপি প্রেরন করুন। আপলোড এর ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।

ratul
2014-02-03, 07:34 PM
আমি এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি ।

FXSam
2014-02-03, 09:13 PM
আমি এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি ।

আপনি অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনার মেইলের রিপ্লাই আপনি পেয়ে যাবেন । আর সাধারন ভাবে আপনার ডকুমেন্ট এ কোন সমস্যা থাকলে তা রিজেক্ট করে দেওয়া হয় । আপনি ফাস্ট লেভেল এর জন্য আপনার জাতীয় আই কার্ড এর দুই সাইট আপলোড করুন এবং দ্বিতীয় লেভেল এর জন্য পাসপোর্ট অথবা আপনার ঠিকানা সংবলিত ডকুমেন্ট এর স্ক্যান কপি আপলোড করুন ।

shihab
2014-02-04, 03:17 PM
কছুদিন আগে আমিও আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন নিয়ে বেশ সমস্যার মদ্দে পরেছিলাম পড়ে ইনিস্তা সাপোর্ট এর এর কথা বলে জানতে পারলাম আমার আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে পাঠাতে হবে, পড়ে শেভাবেই পাথালাম আর আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন ও হয়ে গেল।

shezankhan
2014-02-09, 11:36 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।

zaman
2014-02-13, 09:26 AM
আমি আমার অ্যাকাউন্ত ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি।কারন আমি সব কিছু লিগ্যাল করেছি।তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে।

kamrul12
2014-02-13, 10:55 AM
আমি ইনেস্টাফরেক্সে নতুন তাই আমার ইনেস্টাফরেক্সের একাউন্ট ভেরিফিকেশন করতে প্রথমে আমার অনেক সমস্যা হয়েছে।পরে আমার ট্রেডার আমার সব সমস্যা সমাধান করে দিল।আমার এখন কোন সমস্যা নেই।ইনেস্টাফরেক্সে কোন তথ্য ভুল হলে সব শেষ।

kawsar42nt
2014-02-13, 11:41 AM
ইনস্তা ফরেক্স এর এ্যাকাউন্ট ভ্যারিফিকেশন করতে যারা নতুন তাদের খুব জামেলা হয়। কিছু দক্ষ ট্রেডারের সাহায্য নিয়ে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। ইনস্টা ফরেক্সএ ব্যাংক স্ট্যাটমেন্ট, আইডি কার্ড ভ্যারিফিকেশন করা খুবই গুরুত্ত্বপুর্ন। তা না হলে প্রফিট তুলতে অনেক জাএলা হয়।

MasterFX2014
2014-02-17, 01:41 PM
আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।

ovimani
2014-02-25, 11:36 AM
ইন্সাটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে আমি প্রথমে অনেক সমস্যায় পড়ছিলাম তারপর মেইলের মাধ্যমে বাংলাদেশ ইন্সাফরেক্স অফিসে যোগাযোগের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেছি । আপনাদের কোন সমস্যা হলে মেইল করতে পারেন clients@instaforex.com এই মেইলে ।

kawsar42nt
2014-02-25, 12:02 PM
ইন্সটাফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন করা একটা সহজ কাজ। একাউন্ট ভেরিফাই করতে আইডি কার্ড অথবা রিয়াল পাসপোর্ট এর প্রয়োজন এবং এড্রেস ভেরিফিকেশন এর জন্য ব্যাংক স্ট্যাটমেন্ট এর স্কেন কপি প্রয়োজন হয়।

jaki
2014-02-25, 12:56 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারে।ইনস্টা ফরেক্সে এ্যাকাউন্ট ভ্যারিফিকেশন খুবই গুরুত্ত্বপুর্ন।

saidul1234
2014-02-25, 02:05 PM
আমি যখন ফরেক্স এ নতুন আসলাম তখন আমার একাউন্ট নিয়ে অনেক সমস্যা হয় । আমি কিছুই বুঝতে পারতাম না তখন আমার ট্রেডিং মাস্টার আমার সব সমস্যা সমাধান করে দিয়েছে । একাউন্টে ভেরিফিকেশন করা অত্যান্ত জরুনী , কোন কারনে ভুল হলে আপনার একাউন্ট নষ্ট হয়ে যেতে পারে । তাই অনেক সাবধানে একাউন্ট কেনার দরকার ।

kolim
2014-02-25, 02:31 PM
ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। আপনার অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য দয়া করে

kolim
2014-02-25, 02:31 PM
আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন

munz
2014-03-05, 05:40 PM
কছুদিন আগে আমিও আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন নিয়ে বেশ সমস্যার মধ্যে পরেছিলাম।

mamun4earn
2014-03-05, 07:05 PM
প্রিয় ট্রেডারগণ,
লক্ষ্য করা যাচ্ছে যে, ইদানিং অনেক ট্রেডার তাদের অজ্ঞতায় কারনে ভেরিফিকেশন সমস্যায় পড়েন। কেননা তারা তাদের অনেকগুলো অ্যাকাউন্টের ভেরিফিকেশন এর জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্ট পাঠায় এবং তা ইন্সস্টাফরেক্স কোম্পানির দ্বারা ভেরিফিকেশন প্রত্যাখ্যানে হলে বিভিন্ন ফোরাম ও সোশাল মিডিয়া নেটওয়ার্কে উলট-পালট ও যুক্তিহীন কথা বলে থাকে। তাই আপনাদের সঠিক তথ্য ও অ্যাকাউন্টটি নির্ভুলভাবে ভেরিফিকেশন করার জন্যই, আমার এই পোস্টটি।

ভেরিফিকেশন বা মূল্যায়ন মানে হল গ্রাহক চিহ্নিতকরণ বা খোঁজ নেওয়া। এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে। তাই সর্বপ্রথমেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করুন।
ইন্সটাফরেক্স চুক্তির শর্তানুসারে, ট্রেডিং অ্যাকাউন্ট মূল্যায়ন একটি ঐচ্ছিক বিষয়। যদিও, শুধুমাত্র মূল্যায়িত অ্যাকাউন্টের জন্য ইন্সটাফরেক্সের কিছু বিশেষ অফার আছে। অ্যাকাউন্ট মূল্যায়ন পদ্ধতি আপনার তহবিল পরিচালনায় কোন প্রভাব ফেলেনা। যেকোনো সময় অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য আপনাকে স্বাগতম।
অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি হ্রাস করার জন্য নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।

ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। আপনার অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য দয়া করে এই পাতাটিতে (https://secure.instaforex.com/client/index.php/Client_verification) প্রবেশ করুন এবং আপনার ব্যক্তিগত পরিচয়পত্র এবং অন্যান্য প্রমানপত্রের স্ক্যানকৃত অনুলিপি প্রেরন করুন। আপলোড এর ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।


আমি এই সমস্যায় ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল না।এখনো ভুগছি আমি।আমার প্রথম লেভেলে ভেরিফাই এর জন্য পাসপোট স্ক্যান করা কপি দেই এবং তা তারা ভেরিফাই করে এবং আমক দ্বিতীয় লেভেল ভেরিফাই এর জন্য বলে।আমি দ্বিতীয় লেভেল ভেরিফাই আমার জাতীয় পরিচয় পএ দেই তা তারা ভেরিফাই করে না।এখন আমি কি দিলে তারা আমার দ্বিতীয় লেভেল ভেরিফাই নিবে দয়া করে আমাকে জানান।

munz
2014-03-07, 07:15 PM
মাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।

munz
2014-03-13, 11:40 PM
আমি আমার অ্যাকাউন্ত ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি। কারন আমি সব কিছু লিগ্যাল ভাবে করেছি। তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে।

zahidbd9
2014-03-17, 10:55 PM
ইনস্টা ফরেক্স ব্রোকার এশিয়া মহাদেশের জন্য অন্যতম আদর্শ একটি ব্রোকার মোটা মোটি সকল ট্রেদার এর এ ফরেক্স এর হাতে খড়ি হয় এই ব্রোকার এর মাধ্যমে সকল ট্রেদার এর কাসেই ইনস্টা ফরেক্স ব্রোকার জনপ্রিয় একটি ব্রোকার বর্তমানে ইনস্টা ফরেক্স ব্রোকার এর সিকেউরিটি বাড়ানো হয়েসে যার কারণে ইনস্টা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই এর জন্য অনেক কিসু স্টেপ অনুসরণ করা হয়ে থাকে তবে সব ডকুমেন্ট ঠিক থাকলে তারা ৩ দিনেই একাউন্ট ভেরিফাই করে দেয়

zhbony
2014-03-28, 09:36 AM
আপনার বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ। তবে তথ্যগুলো কিছুদিনে আগে পেলে আমার অনেক সুবিধা হত। আমি প্রথমে আমার ছদ্মনাম দিয়ে ইন্সটা একাউন্ট খুলে পরে জানতে পারি আমার জাতিয় পরিচয় পত্রের নাম দিতে হবে। পরে তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি নামের বানান চেঞ্জ যোগ্য কিন্তু নাম পরিবর্তন যোগ্য না। এখন আমাকে ২মাস অপেক্ষা করতে হবে, নতুন একাট একাউন্ট খুলে ফোরামের এটাচ করার জন্য। তাই আমি বর্তমানে খুবই অসুখি। আমি মনে করি আপনার তথ্যগুলো অনান্যদের খুব কাজে আসবে।

riad2014
2014-03-28, 12:28 PM
আমি তো নতুন তাই আমি এখনি ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট খোলিনি । তবে আমি ইন্সটা ফরেক্স সম্পর্কে জানি তার ভাল মানের ব্রোকার এবং এশিয়ার ১ নাম্বার এ আছে । আমি ইন্সটা ফরেক্স এ অ্যাকাউন্ট খোলব আশা করি ।

munz
2014-03-28, 02:10 PM
আমি আমার এ্যাকাউন্ট ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি।কারন আমি সব কিছু লিগ্যাল করেছি।তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে।

amitbd
2014-03-28, 04:51 PM
সুন্দর একটি বিষয় , অনেকেই এই সমসার পড়ে থাকে । আমরা যারা ট্রেডর বিভিন্ন কারনে ভেরিফিকেশন করি না । কিন্তু এটা আমাদের জন্য অতান্ত একটি জরুরী বিষয় ।
এ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিলে টাকা হারানোর ভয় থাকেনা । সবচেয়ে ভালো হয় ইন্সটাফরেক্স এ এ্যাকাউন্ট ভেরিফিকেশনে কোন সমস্যা হলে তাদের হট লাইনে যোগাযোগ করা ।

shaddam_hossain
2014-06-16, 12:22 PM
আমার মনে হয় একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।

sakib
2014-06-16, 08:13 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।

Babu11
2014-12-16, 07:56 PM
ইন্সতাতরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেসন খুবই গুরুত্বপূর্ণ। এটি ২ টি লেভেলে হয়......। ১। আপনার জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করুন। ২। আপনার পাসপোর্ট অথবা ঠিকানা সম্বলিত কোন দকমেন্ত স্ক্যান করে আপলোড করুন ।

qpionee
2014-12-17, 07:34 AM
আমি আমার একাউন্ট ভ্যারিফাই এর জন্য আমার জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠ আপলোড করেছিলাম তাতেই আমার ভ্যারিফিকেশন সমপূ্রন হয়েছিল।

ali.kamal
2014-12-17, 02:34 PM
আপনি যদি বোনাস পোস্টিং করা ডলার আপনার ইন্সটাফরেক্স লাইভ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্সটাফরেক্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। আপনি খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্রের প্রতিচ্ছবি প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন।

sumonmia
2014-12-18, 12:19 PM
কছুদিন আগে আমিও আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন নিয়ে বেশ সমস্যার মদ্দে পরেছিলাম পড়ে ইনিস্তা সাপোর্ট এর এর কথা বলে জানতে পারলাম আমার আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে পাঠাতে হবে, পড়ে শেভাবেই পাথালাম আর আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন ও হয়ে গেল।

hripon
2014-12-18, 03:12 PM
আমার পাসপোর্ট নাই।আমি গ্রামের ছেলে তাই ইউটিলিটি বিল ও নাই আমি কিভাবে ভেরিফাই করব? ন্যাশনাল আইডি কার্ড আছে। অনুগ্রহ করে সাহায্য করুন আর কিভাবে ভেরিফাই করা যায়?

ahmed
2015-01-18, 07:03 PM
চমৎকার এই পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছিনা।আমাদের মাঝে অনেকে আছে,যারা এখনও তাদের ট্রেডিং একাউন্ট টি ভেরিফাই করেনাই অথবা জানেনা কিভাবে ভেরিফাই করতে হবে।আশা করি তারা এই পোষ্টের মাধ্যমে সবকিছু বুঝতে পারবে।

FHGCXB
2015-02-15, 08:45 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রথম লেভেলে আইডি কার্ড হাতে ছবি, আইডি কার্ড এর দুই পিঠ স্ক্যান করে আপলোড করতে হবে। ২য় লেভেল ভেরিভিকেশন এর জন্য বিদ্যুৎ অথবা ডিশ বিল এর কপি আপলোড করতে হবে।

জাহাঙ্গীর
2015-02-15, 11:31 AM
ধন্যবাদ ইন্সটা গ্রুপ এর জনসংযোগ পরিচালকে এ ধরনের একটি পোস্ট দেয়ার জন্য। আমরা যারা নতুন, তারা প্রায় সবাই অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে থাকি। আপনার দেয়া পোস্টটি পড়ে সে মোতাবেক কেউ ভেরিফাই করার চেষ্টা করলে অবশ্যই তার অ্যাকাউন্টি সফল ভাবে ভেরিফাই হয়ে যাবে।

Bappy01
2015-05-23, 11:50 AM
ইন্সটাফরেক্স এ একাউন্ট করেই আপনার ভেরিফাই করা উচিত বলে আমি মনে করি। কারন আপনি যদি অাপনার ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।

shimulmoni
2015-05-28, 10:46 PM
ইনস্টাফরেক্স একাউন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ধারনের ডকুমেন্ট লগবে সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আমাদেরকে জানিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারন এতে করে বিভিন্ন নতুন ট্রেডার দের প্রভৃত উপকার হবে বলে আমি মনে করি কারন অনেক নতুন ট্রেডার আছে যারা তাদের একাউন্ট ভেরিফাই করা নিয়ে খুবই মুশকিলে পড়ে। ধন্যবাদ।

TselimRezaa
2015-06-27, 03:30 PM
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার এই গুরুত্বপুর্ন এবং দারুন পোস্তের জন্য। আমরা অনেকেই ফরেক্সে ট্রেড করতে আগ্রহী। এজন্য আমরা অনেকেই বেছে নেই ইন্সটা ফরেক্সকে। কিন্তু অনেকেই জানিনা কিভাবে একাউন্ত ভেরিফাই করতে হয়। অথচ একাউন্ত ভেরিফাই খুবই গুরুত্বপুর্ন । কারন একাউন্ট ভেরিফাই না হলে মানি উইথড্র করা যায় না। আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ।

raju0000
2015-06-27, 11:32 PM
একাউন্ট ভেরিফিকেসন জরুরি, কারণ এতে একাউন্ট এর নিরাপত্তা বেবস্থা জড়াও হয়, আসলে দিনে দিনে ফরেক্স মার্কেট এ অনেক ই দুরন্দর বেক্তি আছে যারা ট্রেডিং এ কেবল মাত্র কোনো ফক ফোকর খুঁজে যাতে ব্রোকার কে ধরা দিয়ে কিছু উপার্জন করা যায়. সুতরাং এখন অকোউন্ট ভেরিফিকেসন করা জরুরি. এতে আপনার তাকাও সুরিখিত থাকে.

Reja101
2015-07-25, 01:11 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার । আমি প্রথম অবস্তায় এরকম প্রবলেমে পড়তে হয়েছে । দক্ষ একজন ট্রেডারের মাধ্যমে আমার এই প্রবলেম থেকে রক্ষা পাইছি । আসলে আমি এত কিছু জানতাম না । আপনাদের পোস্ট পরে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ ।

sumonyahoo24
2015-09-24, 01:51 PM
আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে।যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে। কিছু দক্ষ ট্রেডারের সাহায্য নিয়ে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। ইনস্টা ফরেক্সএ ব্যাংক স্ট্যাটমেন্ট, আইডি কার্ড ভ্যারিফিকেশন করা খুবই গুরুত্ত্বপুর্ন।

sopon
2015-09-26, 10:30 AM
ফরেক্স মার্কেটে যে ব্রকার গুল আছে তার সব ব্রকার গুল আমি দখি যে রিয়াল একাউন্ট করার পর একাউন্ট ভেরিফাই করতে হয় তবে ইন্সটা ফরেক্স ব্রকার ভেরিফাই করার জন্য লাগে যে নেশানাল আইডি কার্ড হাতে ধরে একটি ছবি তুলে আপ লোড করতে হবে আর সেই সাথে একটি বাংক স্টেটমেন্ট দিতে হবে তাহলে ফরেক্স ব্রকার ভেরিফাই হয়ে যাবে ।

onlyfx
2015-10-23, 08:39 PM
আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপুর্ন পোস্টটির জন্য । হ্যাঁ আমিও দেখেছি অনেকে ভেরিফাই করতে পারে না নিজেদের কিছু ভুল এর কারনে । আর একটা ব্যাপার আপনাদের কারোও যদি ভেরিফাই করার জন্য উপযুক্ত ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা আপনাদের পরিবারের অন্য সদস্যদের নামে তাদের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারেন । তাছাড়া আপনার যদি ন্যাশ্নাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি একটি পাস্পোর্ট বানিয়ে নিতে পারেন যা আপনার সব সময় কাজে লাগবে ।

M M RABIUL ISLAM
2015-11-24, 12:07 PM
আপনি যদি অাপনার ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।

dinner
2015-11-25, 10:39 AM
ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স না থাকে, তবে আপনি ভেরিফাই করতে পারবেন না। ফরেক্স ব্রোকাররা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থাকলে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্য বাংলায় থাকায় অল্প কিছু ব্রোকার তা গ্রহন করে না।

sharifulbaf
2015-12-28, 12:31 PM
ইনিস্ট্রা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই করার জন্য ডকুমেন্ট স্ক্রেন করে নিতে হবে তা রঙ্গিন হতে হবে, প্রথম ধাপে,ন্যাশনাল আইডি কার্ড এর সামনের ও পেছনের আলাদা স্ক্রেন কপি,তার পরে আইডি কার্ড হাতে রেখে মুখমণ্ডল সহ ছবি,দ্বিতীয় লেভেলে ব্যাংক স্ট্রেট মেন্ট এর স্ক্রেন কপি, আপলোড করতে হবে

Selim BU
2015-12-28, 12:45 PM
হ্যা একাউন্ট ভ্যারিফিকেশনে অনেকেই সমস্যায় পড়ে কারন একাউন্ট ভ্যারিফিকেশন নিয়ে অনেকেরই সুষ্ঠ ধারনা থাকেনা। একারনে অনেকেই ব্রোকার কে দায়ী করে বিভিন্ন উলটাপালটা কথা ফোরামে ছড়িয়ে বেড়ান। আমার মতে আগে ভালোভাবে এবং সঠিক ভাবে ভ্যারিফিকেশন করা শিখতে হবে।

lima1
2015-12-28, 07:46 PM
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে গেলে বা ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যে ব্রকারে ফরেক্স ট্রেড করতে হবে সেই ব্রকারে একটি একাউন্ট করতে হয় আর সেই একাউন্ট ভেরিফাই করা লাগে যেহেতু ভেরিফাই করার জন্য কিছু কাগজ পত্র লাগে সেগুল হোল ন্যাশনাল আই ডি কার্ড আর বাংক স্টেট্মেন্ট দিয়ে ফরেক্স একাউন্ট ভেরিফাই করতে হয় ।

MotinFX
2015-12-28, 07:51 PM
আমার একাউন্ট ১ম লেভেল ভেরিফিকেশন হয়েছে কিন্তু ২য় লেভেল ভেরিফিকেশান করতে আমার অনেক সমস্যা হচ্ছে। আমি কয়েকবার ভেরিফিকেশান করার জন্য ব্যাংক স্টেট মেন আপলোড করি। দেখি কি হয়।

AbuRaihan
2015-12-28, 08:15 PM
বিস্তাারিত জানানোর জন্য আমরা অনেক উপকৃত হলাম ৤ তাছাড়া ট্রেডিং একাউন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হল একাউন্ট ভেরিপাই কিংবা বৈধতা যাচাইবাছাইকরণ ৤ আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যেহেতু অনেক টাকার লেনদেন করি সেহেতু আমাদের পরিচয় ও ডকুমেন্ট্সগুলো হতে হবে যথার্থ যা দ্বারা ব্রোকার একজন ট্রেডারকে সঠিকভাবে চিহ্নিত করতে পারে ৤ তাই প্রতিটা ট্রেডারেকে উক্ত নিয়মসমূহ অনুসরণ পূর্বক নিজেদের একাউ্ন্ট ভেরিপাই করিয়ে নিতে হবে ৤

basaki
2015-12-28, 09:26 PM
ইন্সটা ফরেক্সে আপনার একাউন্ট ভেরিফিকেশন করাতে চাইলেই অতি সহজে তা করাতে পারেন। তার জন্য আপনার দরকার হবে ভোতার আইডি কার্ডের এপিট অপিট ছবি এবং ব্যাংক স্টেইটমেন্ট।কিনতি অনেকে তিকমত তা দিতে পারে না বলে অনেকে আযে বাজে কথা বলে থাকে।

Marufa
2015-12-28, 09:30 PM
ইন্সটাফরেক্স এ একাউন্ট ভেরিফিকেশন হয় মূলত দুটি ধাবে । প্রথম লেভেল ভেরিফিকেশন এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন । প্রথম লেভেল ভেরিফিকেশন এর জন্য ভোটার আইডি আর দ্বিতীয় লেভেলের জন্য বাংক স্টেটমেন্ট থাকলেই যথেষ্ট ।

MdRazu128890
2015-12-28, 11:29 PM
ইন্সটা ফরেক্সে অ্যাকাউন্ট খোলার পরে সেই ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নেওয়াটা সকল ট্রেডারের দায়িত্ব বলে আমি মনে করি কারন এতে করে ব্রোকার হাউজের কাজে আপনার একটি সঠিক আইডেনন্টি বা পরিচয় থাকে যা আপনার অ্যাকাউন্টকে অনেক বেশি নিরাপদ রাখবে বলে আমি মনে করি। পাশাপাশি আপনার প্রফিট উঠানোর সময়ও কোন জটিলতা তৈরি হবে না।

samrat
2015-12-29, 07:01 AM
ইন্সাটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে
আমি এখনো অনেক সমস্যায় আছি। কিন্তু তা এখন মনে হয় সংসোধন করা পারব। উপরের পোস্ট গুলো দেখে। ধণ্যবাদ আপনাদের কে।

uzzalbd
2015-12-29, 08:45 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে এখন অনেক ঝামেলা করে।আপ্নার সবকিছু ঠিক থাকার পর ও ভেরিফাই অনেক সময় করে না। তবে দুই বছর আগে এরকম ছিল না। আগে শুধু একটা আইডি দিয়ে হাই লেভেল করা যেতো। কিন্তু এখন করে না।

anita
2015-12-31, 08:50 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা ব্যবসা করার জন্য যে ব্রকারে ফরেক্স ট্রেড করবো সেই ব্রকারে একটি রিয়াল একাউন্ট খুলতে হবে যেমন আমি ইন্সটা ফরেক্স ব্রকারে একটি রিয়াল একাউন্ট করার পর একাউন্ট ভেরিফাই করতে হবে সেই একাউন্ট ভেরিফাই করার জন্য কিছু ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা লাগে ।

golam0000
2015-12-31, 09:48 PM
এই পোস্ট দেয়ার মাধ্যমে আপনি আমার কাছ থেকে ধন্যবাদ আদায় করলেন.এই পোস্ট অন্ভারিফিয়েদ একাউন্ট হোল্ডার দের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি.এবং যারা ভারিফিকাতীয়ন করতে গিয়ে বের্থ হয়েছেন তারা ও এই পোস্ট এর মাধ্যমে সঠিক ভাবে ভারিফিকাতীয়ন করতে পারবে.একটা একাউন্ট পরিচালনার ক্ষেত্রে অনেক জরুরি যেমন ফোরাম বোনাস দিয়ে ট্রেড যারা করে তাদের প্রফিট তলারে ক্ষেত্রে ভারিফিকাতীয়ন অনেক জরুরি.

Realifat
2016-04-30, 07:29 AM
অ্যাকাউন্টে ভেরিফাই সম্পর্কে আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লাগলো। আসলেই বর্তমানে অনেকেই আন্দাজে না বুঝে ভেরিফিকেশন করতে গিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হয় আর পরে বিভিন্ন জায়গায় এসব তুলে ধরে।মূলত নিয়মঅনুযায়ী ডকুমেন্ট আপলোড না করলে অ্যাকাউন্টে ভেরিফিকেশন সম্পন্ন হবেনা তাই বুঝেশুনে ভালো ডকুমেন্ট আপলোড করুন।

Moon
2016-06-17, 11:35 PM
বিস্তারিত ভাবে একাউন্ট ভেরিপিকেশন সম্পর্কে বলায় অনেক ধন্যবাদ । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে বিশেষ করে নতুন ট্রেডাররা এ ধরনের সমস্যর সম্মুখীন বেশিরভাগই হয়ে থাকেন । তাই আমাদেরকে অভিজ্ঞরা এ ব্যাপারে গাইডলাইন করতে তাতে আমরা উপকৃত হতে পারতাম । আর ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে ট্রেড করতে পারতাম ।

MD ALAMIN ARIF
2016-06-18, 04:34 PM
আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযায়ী দিতে হবে।আপনাদের কোন সমস্যা হলে মেইল করতে পারেন clients@instaforex.com এই মেইলে ।

Sahed
2016-07-30, 04:18 PM
। ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে ।

SAHADAT
2016-08-12, 09:36 PM
আপনি যদি অাপনার ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।

uzzal05
2016-08-13, 11:07 AM
আসলে ভেরিফাই না হওয়ার বিভিন্ন কারন থাকতে পারে। আর তাছারা বর্তমানে সব ব্রোকারই একটু কড়াকড়ই করছে। বিভিন্ন স্পাম গত সমস্যা বা হ্যকার বা অন্য কোন প্রব্লেম এর কাওরনে ব্রোকার আপ্নাকে যাচাই করছে। আপনি আপনার ডকুমেন্ট গুলো সঠিকভাবে দিলে অব্যশই ব্রকার আপনাকে ভেরিফাই করে দিবে।

Achraf
2016-08-31, 07:38 AM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।

Challange
2016-09-03, 08:10 PM
ভেরিপিকেশন নিয়ে অনেক ট্রেডারকে সমস্যয় পড়তে দেখা যায় । তাই আমিমনে করি যে সেঠিক গাইডলাইন থাকলে কোন ভাবেই অাপনি সমস্যর মুখোমুখি হতে হবে না । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে প্রতিটা স্টেপেই আমাদেরকে সতর্কতা ও সেই বিষযের উপর জ্ঞানের লেবেলকে আরো বৃদ্ধি করতে হবে । এতে করে আমরা ফরেক্সে মার্কেটের যে কোন পরিস্থিতিতে নিজেদের অবস্থাকে ভাল পর্যায়ে নিয়ে যেতে পারব ।

vodrolok
2016-09-04, 04:19 PM
একাউন্ট ভেরিফিকেশন নিয়ে একটা দুঃখের কাহিনী বলবো। যারা বাংলাদেশ থেকে একাউন্ট ভেরিফিকেশন করতে চায় আমার মনে হয় তাদের অনেকেরই এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সমস্যাটা হচ্ছে দুই ডকুমেন্টের সমস্ত তথ্য এর মধ্যে মিল না থাকা। এর পর যেকোনো একটা সংশোধন করতে গেলে নানাহ ভোগান্তি। আমরা যেহেতু জন্মের পর থেকেই আমাদের কাগজ পত্র এবং তারিখ বানান ইত্যাদির বিষয়ে যত্নবান হই না এবং বড় হওয়ার আগে অনেক ক্ষেত্রে তার প্রয়োজনও হয় না এখন থেকেই বাধে বিপত্তিটা। দেখা যায় যে বড় ভাই পিতার নাম লিখেছে ইংলিশে ডাবল o আর বাংলায় দীর্ঘউকার দ্বারা আর ছোট ভাই ইংলিশে u আর বাংলায় রস্যুকার দ্বারা। তারপর বড় ভাই ছোট ভাইয়ের রেজিস্ট্রেশন পূরণ করে দিলো নিজের মতো করে। এর পর ছোট ভাই যখন তার পূরণ করা এবং বড় ভাইয়ের পূরণ করা দুই কাগজ কোথাও সাবমিট করে তখন আর তা গ্রহণ হয় না। তাই কাগজ করার সময়েই সচেতন হোন এবং সাবমিট করার আগে তথ্যগুলো মিলিয়ে নিন। এই ফেরে পড়ে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন আমার এখনো সম্পন্ন হয় নাই। ফলাফল, অনেক সার্ভিসে থেকে বঞ্চিত !

Md Sanuwar Hossain Hossai
2016-09-04, 05:07 PM
ফরেক্স ট্রেডিং এ একাউন্ট ভেরিফিকেশন খুবই জরুরী বিশয়।। ফরেক্স খুবই জরুরী বিষয় হল একাউন্ট ভেরিফিকেশন করা।। একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করা খুবই রিস্কি তাই এ বিষয়ে আমাদের অবশ্যই জ্ঞান থাকা আবশ্যক।। ফরেক্স করে আমরা আমাদের একাউন্ট দুইটি ধাপে ভেরিফাই করতে হবে।। প্রথম লেভেলে আমাদের ন্যাশনাল আইডি এর স্ক্যান কপি অথবা পাসপোর্ট এর স্ক্যান কপি।।। ২য় লেভেল ভেরিফাই করতে ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারি।।।

Shimul77
2016-09-04, 05:17 PM
ফরেক্স এ যারা নতুন তাদের ই ভেরিফিকেশন এর সমস্যা হতে পারে।আমিও এই সমস্যায় পরেছিলাম।ফরেক্স সমন্ধে যারা অভিজ্ঞ তাদের কাছথেকে যেনে নিতে হবে।

sheam
2016-10-26, 10:40 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারে।ইনস্টা ফরেক্সে এ্যাকাউন্ট ভ্যারিফিকেশন খুবই গুরুত্ত্বপুর্ন।

md sahid howladar99
2016-10-26, 10:44 PM
সত্যি বলতে আমি এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি ।

aida
2016-11-15, 12:56 AM
আপনি যদি বোনাস পোস্টিং করা ডলার আপনার ইন্সটাফরেক্স লাইভ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্সটাফরেক্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। আপনি খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্রের প্রতিচ্ছবি প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন।

vampire
2016-12-07, 10:32 AM
ভাই আমার এক বন্ধুর একাউন্ট ভেরিফাই করতে গিয়ে এই প্রব্লেম হয়ছিল।পরে কোম্পানিকে মেইল করলে ঐ মেইল অনুযায়ি করলে একাউন্ট ভেরিফাই করে দিছিল।

nazib72
2016-12-07, 12:07 PM
ফরেক্স এ ঝামেলা মুক্ত ভাবে ট্রেড করতে হলে প্রথমেই একাউন্ট ভেরিফিকেশান করে নিতে হবে, তা না হ্লে পরে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে।একাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনার আই কার্ডের দুই পাসের স্ক্যান কপি প্রথম পর্জায়ে সাবমিট করতে হবে ২য় পর্যায়ে আপনার বাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি অথবা আপনার পরিচয় বা অবস্থান সম্বলিত ডকুমেন্ট এর স্ক্যান কপি উপ্লদ করতে পারেন।তাহলেই আপনার একাউন্ট ভেরিফাই হবে এবং আপনার একাউন্ট বৈধতা পাবে।

ONLINE IT
2016-12-07, 12:31 PM
ফরেক্স এ যারা নতুন আসে বা যারা নতুন ট্রেডার তারা প্রায়ই এই ভেরিফিকেশন সমস্যায় পড়ে থাকে। আসলে তারা বুঝতে পারে না কি ভাবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে সবার জন্য আমার পরামর্শ হল আপনার যদি ড্রাইভিং লাইসেন্স এবং পার্সপোর্ট থেকে থাকে তাহলে আপনি উক্ত ডকুমেন্ট সবমিট করুন। এ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আপনাকে কোন রকম সমস্যায় পড়তে হবে না।

Skfarid
2016-12-07, 12:51 PM
ফরেক্স ব্রোকারে ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে একা্িউন্ট করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা তা য্চাই - বাচাই করা । ভেরিফাই করতে প্রয়োজনিয় ডকুমেন্টস দরকারঃ তা হল 1.আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স,ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে - এর কম্পিউটার স্ক্যান কপি 2.আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস , প্রথম স্তরের জন্য আপনার খেকে72 ঘন্টা সময় নিবে । দ্বিতৃয় স্তরে ভেরিফাই করতে প্রায় এই রকম সময় প্রয়োজন হয় ।

Hassan Raja
2016-12-07, 11:38 PM
ভেরিফিকেশনে কারো সমস্য হয়নি এমন ট্রেডার নাই । আপনার পোষ্টর এজন্য ধন্যবাদ । আমি বার বার চেষ্ট করে প্রথম লেভেল ভেরিফিকেশন করতে পরি দ্বিতীয় টা পারিনা । তবে ব্যাংক ষ্টেটমেন্ট দিয়ে এখনে চেষ্ট করিনাই ।

IFXRasel
2016-12-08, 09:37 AM
ভেরিফিকেশনে কারো সমস্য হয়নি এমন ট্রেডার নাই । আপনার পোষ্টর এজন্য ধন্যবাদ । আমি বার বার চেষ্ট করে প্রথম লেভেল ভেরিফিকেশন করতে পরি দ্বিতীয় টা পারিনা । তবে ব্যাংক ষ্টেটমেন্ট দিয়ে এখনে চেষ্ট করিনাই ।

আপনার অভিযোগটি সত্য নয়। কারণ আমাদের হাজার হাজার ক্লায়েন্ট কোনো প্রকার সমস্যার সম্মুখীন ছাড়াই তাদের ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন করছে। ট্রেডরা ভেরিফিকেশনের নির্দেশনা ভালভাবে না পড়ে না বুঝে ডকুমেন্ট আপলোড করে যার জন্য হয়রানির সম্মুখিন হয়। যদি ভেরিফিকেশনে আপনারদের কোন সমস্যা থাকে তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে আমাদের জানাতে পারেন। আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php
ধন্যবাদ

azri
2016-12-30, 08:53 PM
আপনার বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ। তবে তথ্যগুলো কিছুদিনে আগে পেলে আমার অনেক সুবিধা হত। আমি প্রথমে আমার ছদ্মনাম দিয়ে ইন্সটা একাউন্ট খুলে পরে জানতে পারি আমার জাতিয় পরিচয় পত্রের নাম দিতে হবে। পরে তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি নামের বানান চেঞ্জ যোগ্য কিন্তু নাম পরিবর্তন যোগ্য না। এখন আমাকে ২মাস অপেক্ষা করতে হবে, নতুন একাট একাউন্ট খুলে ফোরামের এটাচ করার জন্য। তাই আমি বর্তমানে খুবই অসুখি। আমি মনে করি আপনার তথ্যগুলো অনান্যদের খুব কাজে আসবে।

Ajobja12
2017-01-18, 06:41 PM
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন আমি ফরেক্স করার জন্য অনেক আগ্রহি আমি ভাবছি ফরেক্স মাকেটে ভেরিফিকেশন করতে হলে অনেক প্রব্লেম হবে আপনার কথা শুনে আমি অনেক সাহস পায়ছি এখন মনে হচ্ছে ফরেক্স মাকেটে ভেরিফিকেশন করতে পারব আর ফরেক্স মাকেটে আয় করতে পারব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথা গুল বলার জন্য |

uzzal05
2017-06-20, 09:22 AM
আমি অনেক দিন ভেরিফাই নিয়ে ঝামেলায় পড়েছিলাম। প্রথম লেভেল ভেরিফাই এর জন্য আমি আইডি কার্ড দিয়েছিলাম। আবার অনেক সময় ভেরিফাই না হলে নিজে হাতে আইডি কার্ড তুলে একটা ছবি দিলে ভেরিফাই হয়ে যায়। আর ২য় লেভের জন্য আপনার ঠিকানা যাচাই করবে ইন্সটাফরেক্স। এজন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের স্কান কপি দিতে হবে।

Mamun13
2018-01-26, 09:12 PM
যখনই কোনো রিয়েল একাউন্ট ওপেন করবেন তখনই সাথে সাথে ভেরিফিকেশান করে নেওয়া দরকার৷একাউন্টটি ভেরিফাইড থাকলে একাউন্টটির পুঁজি সহ প্রফিট ও সকল তথ্যাদি সুরক্ষিত থাকবে,নিরাপদ থাকবে৷ভেরিফিকেশনের জন্য আপনার n.i.d কার্ড এবং ব্যাংকের একটা স্ট্যাটমেন্টের স্ক্যান কপির প্রয়োজন হবে৷

Rion
2019-11-24, 12:06 PM
আমি আমার এ্যাকাউন্ট ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি।কারন আমি সব কিছু লিগ্যাল করেছি।তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে।

Fatimamoni00
2019-11-24, 12:47 PM
ধন্যবাদ জানায় আপনাকে আপনার সহায়ক পোস্টটার জন্য কারন একাউন্ট ওপেন করার পরে একাউন্ট ভেরিফিকেশন এর সমস্যা নিয়ে প্রবলেম ফেস করে নি এমন ট্রেডার সংখ্যা নেহাতই কম। তবে আমার কাছে ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট বেশি জটিল লাগে কারন আমি আমার এক্সনেস ট্রেডিং একাউন্ট যে ডকুমেন্ট দ্বারা ভেরিফাই করেছি সেই একই ডকুমেন্ট ইনস্টা ফরেক্স থেকে রিজেক্ট হয়েছে বাট এখন আমি ইনস্টার চাহিদা বুঝলাম। ধন্যবাদ।

KGF
2019-11-24, 01:16 PM
আমি আমার অ্যাকাউন্ত ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি। কারন আমি সব কিছু লিগ্যাল ভাবে করেছি। তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে।

ARD1
2019-11-24, 01:24 PM
হ্যাঁ এটি থেকে উত্তোলনের আগে আপনার অ্যাকাউন্টটি যাচাই করা আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সমস্ত মুদ্রা জোড়া এবং সমস্ত ধাতব ক্ষেত্রেও মুনাফা নিতে পারেন তবে আপনি নিজের অ্যাকাউন্ট যাচাই না করে সেই লাভটি প্রত্যাহার করতে পারবেন না। আমি আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আপনার অ্যাকাউন্ট যাচাই করার জন্য আপনাকে কেবল আপনার আইডি কার্ড এবং আবাসনের ছবি আপলোড করতে হবে। আপনি কেবল আপনার অ্যাকাউন্টের 2 পদক্ষেপ যাচাই করে আপনার লাভ প্রত্যাহার করতে পারেন। ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট থেকে লাভ প্রত্যাহারের জন্য আপনার অ্যাকাউন্টের যাচাইকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্ট যাচাই করা কঠিন নয়। আপনি কেবল দ্বিগুণ পদক্ষেপে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে পারেন।
প্রথম পদক্ষেপে আপনাকে উভয় পক্ষ থেকে আপনার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে যা ভাল স্ক্যান করে মডারেটরের কাছে পরিষ্কার হবে। দ্বিতীয় ধাপে আপনাকে আবাসস্থল বা পাসপোর্টের ছবি আপলোড করতে হবে যাতে আপনার ঠিকানাটি স্পষ্টভাবে মডারেটরের কাছে উল্লিখিত হয়েছে।

Hredy
2019-11-24, 02:12 PM
ইন্সটাফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন করা একটা সহজ কাজ। একাউন্ট ভেরিফাই করতে আইডি কার্ড অথবা রিয়েল পাসপোর্ট এর প্রয়োজন এবং এড্রেস ভেরিফিকেশন এর জন্য ব্যাংক স্ট্যেটমেন্ট অথবা বিদ্যুৎ বিলের স্ক্যান কপি প্রয়োজন হয়।

martin
2019-11-24, 10:27 PM
ইন্সটাফরেক্স এ একাউন্ট করেই আপনার ভেরিফাই করা উচিত বলে আমি মনে করি। কারন আপনি যদি অাপনার ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।

uzzal05
2019-12-30, 08:43 PM
অনেক সময় ট্রেডাররা তাদের পরিচয়পত্রটি ক্লিয়ার ভাবে আপলোড করতে পারে না। আমাদের স্কান কপিটি পরিষ্কার হতে হবে। তা না হলে অনেক সময় না বুঝার কারনে ব্রোকাররা একাউন্ট ভেরিফাই করে না। সেজন্য স্পষ্ট যদি থাকে আইডি কার্ড তাহলে খুব তারাতারি একাউন্ট ভেরিফাই হয়ে যায়।

samun
2019-12-30, 09:33 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।

PK_SHIKDER
2019-12-30, 10:00 PM
আমি ও আমার ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথম পর্যায়ে ভালো ঝামেলায় পড়েছিলাম । পরবর্তীতে আমি আমার বন্ধুর মাধ্যমে আমার ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করতে সক্ষম হয়েছি । এখন আমার এই ইন্সটাফরেক্স আইডি সম্পূর্ণভাবে ভেরিফাই নিশ্চিত এবং বিপদমুক্ত । আপনারা ও যদি এমন বিপদে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আশেপাশের পরিচিত ভাই বা বন্ধু যারা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত তাদের পরামর্শ নিয়ে আপনার একাউন্ট ভেরিফাই কে নিন ও বিপদমুক্ত থাকুন,,, ধন্যবাদ ।

Leee
2019-12-30, 10:19 PM
আমি এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি ।

saraa
2020-02-25, 03:22 PM
হ্যাঁ এই তিনটি কারণ এই বাজারে আমাদের ভয়ের কারণ, কারণ আমরা যখন প্লেন ছাড়াই বাণিজ্য করি তখন এটি সর্বদা ভাল হয় না কারণ বিমানের সাথে লেনদেন আমাদের সর্বদা বাজারে নিয়ন্ত্রণে নিয়ে যায় যখন আমাদের বাণিজ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ট্রেড করা খুব ঝুঁকিপূর্ণ এবং সর্বদা আমাদের বড় ক্ষতির দিকে নিয়ে যায় কারণ যখন আমরা ঝুঁকি ব্যবস্থাপনার সাথে বাণিজ্য করি আমরা ক্ষতির ব্যবসায় বন্ধ করতে পারি এবং এটি অন্য কোনও ব্যবসায়ের সাথে ক্ষতিপূরণ দিতে পারি তবে এটি ছাড়া আমাদের ব্যবসায়ের সময় আমাদের সমস্ত অর্থ হারাতে পারে এবং বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের বিপক্ষেও চলে যায় may আমাদের আবেগের ভিত্তিতে আমরা আরও ভুল করব কারণ আমাদের বিভ্রান্তি তাই আমাদের সবসময় ভ্রমন এবং মানি ম্যানেজমেট ট্রেড করতে হবে যাতে এই ভুলগুলি এড়াতে পারে যা আমাদের ট্রেডিংয়ের সময় সর্বদা ভয় এবং উদ্বেগের দিকে পরিচালিত করে

Rion83
2020-02-25, 03:34 PM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রথম লেভেলে আইডি কার্ড হাতে ছবি, আইডি কার্ড এর দুই পিঠ স্ক্যান করে আপলোড করতে হবে। ২য় লেভেল ভেরিভিকেশন এর জন্য বিদ্যুৎ অথবা ডিশ বিল এর কপি আপলোড করতে হবে

amreta
2020-02-25, 03:54 PM
আপনি যদি সফল হতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনি ধনী হয়ে উঠবেন এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।এটি রাত হয়েছে এবং আপনার ভাল কথা হয়েছে এবং তারপরে আপনি এতে এবং আপনি ভাল দেখতে সক্ষম হবেন

Sapna1212
2020-02-25, 04:07 PM
যদি আপনার অ্যাকাউন্ট ইনস্ট্যাফরেক্সে যাচাই করা না হয়, তাহলে আপনি কখনোই এর জন্য একটি কারণ নিতে পারেন না, তাই আমি আপনাকে এর মধ্যে কাজ করতে বলব, আপনার অ্যাকাউন্ট ইন্সটিংক্ট-পার্সন যাচাই করুন এবং পরবর্তীতে এর মধ্যে ট্রেডিং শুরু করুন । আপনি এখনও সফলভাবে এটি কাজ করে ভাল উপার্জন করতে সক্ষম হবে.

Hredy
2020-04-17, 06:21 PM
ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। আপনার অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য দয়া করে

rakib.r
2020-04-18, 08:29 PM
ভেরিফিকেশন নিয়ে কম বেশি সবাই সমস্যায় পড়েছেই। আমি নিজেও যখন আমার একাউন্ট ভেরিফাই করতে গিয়েছিলাম তখন সমস্যায় পড়েছিলাম। আমি স্ক্যান কপি দিয়েছিলাম কিন্তু নিইয়ম কিছুটা চেঞ্জ হও্যাতে আমার ডকুমেন্ট এপ্রুভ হয় নি সেখানে বলে দেওয়া হয়েছিলো আমার ডকুমেন্ট যেনো হাতে ধরে তুলে দেই। তারপর আমি হাতে ধরে তুলে দিয়েছিলাম আর পরে আমাএ একাউন্ট ভেরিফাই হয়েছিলো

KF84
2020-04-19, 12:18 AM
এই পোস্ট যেমন আন-ভেরিফাইড একাউন্ট হোল্ডার দের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি এবং যারা ভেরিফিকেশন করতে গিয়ে বের্থ হয়েছেন তারাও এই পোস্ট এর মাধ্যমে সঠিক ভাবে ভেরিফিকেশন করতে পারবেন । ভেরিফিকেশন ছাড়া একটি একাউন্ট থেকে কার্যত কোন কাজই করা যায় না । যদিও ট্রেড করা যায় কিন্তু লাভক্রিত অর্থ উত্তলন করা যায় না । এছাড়া ডিপোজিট তোঁ সম্ভবই নয় ।

Hridoy6763
2020-04-19, 09:22 AM
ইন্সটা ফরেক্স এ একাউন্ট ভেরিফাই করা খুব কঠিন কাজ নয়,আপনি খুব সহজে একাউন্ট ভেরিফাই করতে পারবেন,এর জন্য আপনাকে আপনার ভোটার আই ডি কার্ড এর সামনের এবং পিছনের ছবি তুলে দিতে হবে প্রথম লেভেল ভেরিফাই এর জন্য,এবং ২য় লেভেল এর জন্য ব্যাংক ডকুমেন্ট দিয়ে হবে এবং থার্ড লেভেল ভেরিফাই এর জন্য আপনাকে ভোটার আইডি কার্ড টা হাতে নিয়ে ছবি তুলে দিতে হবে।

KGF3010
2020-04-24, 11:19 AM
ইন্সটাফরেক্স এ একাউন্ট ভেরিফিকেশন হয় মূলত দুটি ধাবে । প্রথম লেভেল ভেরিফিকেশন এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন । প্রথম লেভেল ভেরিফিকেশন এর জন্য ভোটার আইডি আর দ্বিতীয় লেভেলের জন্য বাংক স্টেটমেন্ট থাকলেই যথেষ্ট ।

Fardin02
2020-04-24, 11:39 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রথম লেভেলে আইডি কার্ড হাতে ছবি, আইডি কার্ড এর দুই পিঠ স্ক্যান করে আপলোড করতে হবে। ২য় লেভেল ভেরিভিকেশন এর জন্য বিদ্যুৎ অথবা ডিশ বিল এর কপি আপলোড করতে হবে।

SR12
2020-04-24, 12:53 PM
ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন আমরা এখান থেকে পুরো ডিটেইলস বুজতে পারলাম। আসলে নতুন ট্রেডাররা ভেরিফাই করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে । আপনার এই পোস্টের হয়তো তাদের সমস্যা দুর করার উপায় তারা বুজতে পারেবে। কি কি ডকুমেন্ট লাগবে কি আপলোড দিতে হবে কিভাবে দিতে হবে সব খুব সুন্দরভাবে বুজিয়ে বলার জন্য ধন্যবাদ।

smbiplob
2020-04-24, 03:18 PM
কাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করা খুবই রিস্কি তাই এ বিষয়ে আমাদের অবশ্যই জ্ঞান থাকা আবশ্যক ফরেক্স করে আমরা আমাদের একাউন্ট দুইটি ধাপে ভেরিফাই করতে হবে প্রথম লেভেলে আমাদের ন্যাশনাল আইডি এর স্ক্যান কপি অথবা পাসপোর্ট এর স্ক্যান কপি দ্বিতীয় লেভেলের জন্য আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিলের স্ক্যান কপি । আপনি যদি এসব ডকুমেন্ট আপলোড করে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ।

souravkumarhazra6763
2020-04-24, 04:53 PM
অনেক এই ইন্সটা ফরেক্স ব্রোকার এ একাউন্ট ভেরিফাই করার জন্য সমস্যা তে পড়ে থাকে,কিন্তু আমি কখনোই একাউন্ট ভেরিফাই এর সমস্যার সম্মুখীন হয় নি,ইন্সটা ফরেক্স ব্রোকার এ একাউন্ট ভেরিফাই করা খুব সহজ,আপনি আপনার আই ডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে খুব সহজে একাউন্ট ভেরিফাই করতে পারবেন,কিন্তু ডকুমেন্টস গুলো লিগ্যাল থাকতে হবে।

FX7
2020-04-24, 05:10 PM
আমার অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে কখনোই সমস্যা করতে হয় নাই কখনোই বলতে ও সোনা একবার আমার রিজেক্ট হয়েছিস এইবার আমি বুঝতে পারছিলাম যে আমার ডকুমেন্টস টা ভুল ডুকুমেন্টারী আপলোড করেছি পরে যখন ডকুমেন্টস ঠিক করে আমি আপলোড করি তখন সেটা কোনো সমস্যা ছাড়াই আপলোড দিয়ে না এবং আমার প্রেস্টিজ ভেরিফাই নিয়ে নে ধন্যবাদ ইন্সটাফরেক্স কি আমার একাউন্টে কোন বিনা ঝামেলায় ভেরিফাই করে দেয়ার জন্য

Suriya Sultana Hira
2020-04-24, 05:33 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করা খুবই জরুরী কাজ । ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই না করলে ট্রেডিং একাউন্ট থেকে কোনো প্রকার প্রফিট অর্থ উত্তলন করা যায় না । তাই আমাদের ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করা খুবই জরুরী ।
ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় তা নিম্নে প্রদান করা হলো :-
প্রথম লেভেল ভেরিফাই পদ্ধতি :-
★ ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের স্ক্যান কপি ।
★ ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি ,,, অবশ্যই সেই ছবি স্পষ্ট হতে হবে এবং ২ মেগাবাইট এর মধ্যে হতে হবে ।

দ্বিতীয় লেভেল ভেরিফাই পদ্ধতি :-
★ পাসপোর্ট,,, ব্যাংক স্টেটমেন্ট,,, ড্রাইভিং লাইসেন্স,,, বিদ্যুৎ বিল অথবা পানির বিলের স্ক্যান কপি ।
★ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি ,,, অবশ্যই সেই ছবি স্পষ্ট হতে হবে এবং ২ মেগাবাইট এর মধ্যে হতে হবে ।

তৃতীয় লেভেল ভেরিফাই পদ্ধতি :-
★ ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি ,,, অবশ্যই সেই ছবি স্পষ্ট হতে হবে এবং ২ মেগাবাইট এর মধ্যে হতে হবে ।

Fxxx
2020-04-25, 02:28 AM
আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপুর্ন পোস্টটির জন্য । হ্যাঁ আমিও দেখেছি অনেকে ভেরিফাই করতে পারে না নিজেদের কিছু ভুল এর কারনে । আর একটা ব্যাপার আপনাদের কারোও যদি ভেরিফাই করার জন্য উপযুক্ত ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা আপনাদের পরিবারের অন্য সদস্যদের নামে তাদের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারেন । তাছাড়া আপনার যদি ন্যাশ্নাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি একটি পাস্পোর্ট বানিয়ে নিতে পারেন যা আপনার সব সময় কাজে লাগবে ।

Jid13
2020-04-25, 02:32 AM
আপনার বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ। তবে তথ্যগুলো কিছুদিনে আগে পেলে আমার অনেক সুবিধা হত। আমি প্রথমে আমার ছদ্মনাম দিয়ে ইন্সটা একাউন্ট খুলে পরে জানতে পারি আমার জাতিয় পরিচয় পত্রের নাম দিতে হবে। পরে তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি নামের বানান চেঞ্জ যোগ্য কিন্তু নাম পরিবর্তন যোগ্য না। এখন আমাকে ২মাস অপেক্ষা করতে হবে, নতুন একাট একাউন্ট খুলে ফোরামের এটাচ করার জন্য। তাই আমি বর্তমানে খুবই অসুখি। আমি মনে করি আপনার তথ্যগুলো অনান্যদের খুব কাজে আসবে।

Soh1952
2020-07-15, 08:44 PM
ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।আপনি খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্রের প্রতিচ্ছবি প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন।

Md.shohag
2020-07-15, 08:47 PM
আমি এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি ।

konok
2020-07-28, 08:56 PM
অনেকে ভেরিফাই করতে পারে না নিজেদের কিছু ভুল এর কারনে । আর একটা ব্যাপার আপনাদের কারোও যদি ভেরিফাই করার জন্য উপযুক্ত ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা আপনাদের পরিবারের অন্য সদস্যদের নামে তাদের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারেন । অনেক সময় ভেরিফাই না হলে নিজে হাতে আইডি কার্ড তুলে একটা ছবি দিলে ভেরিফাই হয়ে যায়। আর ২য় লেভের জন্য আপনার ঠিকানা যাচাই করবে ইন্সটাফরেক্স। এজন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের স্কান কপি দিতে হবে।

milu
2020-07-28, 09:11 PM
ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।কিছু দক্ষ ট্রেডারের সাহায্য নিয়ে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। ইনস্টা ফরেক্সএ ব্যাংক স্ট্যাটমেন্ট, আইডি কার্ড ভ্যারিফিকেশন করা খুবই গুরুত্ত্বপুর্ন।

FREEDOM
2020-07-28, 09:42 PM
ইনস্টা ফরেক্স ব্রোকার এশিয়া মহাদেশের জন্য অন্যতম আদর্শ একটি ব্রোকার মোটা মোটি সকল ট্রেদার এর এ ফরেক্স এর হাতে খড়ি হয় এই ব্রোকার এর মাধ্যমে সকল ট্রেদার এর কাসেই ইনস্টা ফরেক্স ব্রোকার জনপ্রিয় একটি ব্রোকার বর্তমানে ইনস্টা ফরেক্স ব্রোকার এর সিকেউরিটি বাড়ানো হয়েসে যার কারণে ইনস্টা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই এর জন্য অনেক কিসু স্টেপ অনুসরণ করা হয়ে থাকে তবে সব ডকুমেন্ট ঠিক থাকলে তারা ৩ দিনেই একাউন্ট ভেরিফাই করে দেয়

muslima
2020-08-08, 01:13 AM
আমরা যারা নতুন, তারা প্রায় সবাই অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে থাকি। আপনার দেয়া পোস্টটি পড়ে সে মোতাবেক কেউ ভেরিফাই করার চেষ্টা করলে অবশ্যই তার অ্যাকাউন্টি সফল ভাবে ভেরিফাই হয়ে যাবে। আসলেই বর্তমানে অনেকেই আন্দাজে না বুঝে ভেরিফিকেশন করতে গিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হয় আর পরে বিভিন্ন জায়গায় এসব তুলে ধরে।মূলত নিয়মঅনুযায়ী ডকুমেন্ট আপলোড না করলে অ্যাকাউন্টে ভেরিফিকেশন সম্পন্ন হবেনা তাই বুঝেশুনে ভালো ডকুমেন্ট আপলোড করুন।

Sid
2020-08-20, 08:01 PM
কছুদিন আগে আমিও আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন নিয়ে বেশ সমস্যার মদ্দে পরেছিলাম পড়ে ইনিস্তা সাপোর্ট এর এর কথা বলে জানতে পারলাম আমার আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে পাঠাতে হবে, পড়ে শেভাবেই পাথালাম আর আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন ও হয়ে গেল।

zakia
2020-08-24, 10:54 AM
অনেক সময় ট্রেডাররা তাদের পরিচয়পত্রটি ক্লিয়ার ভাবে আপলোড করতে পারে না। আমাদের স্কান কপিটি পরিষ্কার হতে হবে। তা না হলে অনেক সময় না বুঝার কারনে ব্রোকাররা একাউন্ট ভেরিফাই করে না। সেজন্য স্পষ্ট যদি থাকে আইডি কার্ড তাহলে খুব তারাতারি একাউন্ট ভেরিফাই হয়ে যায়। ভেরিফিকেশনে কারো সমস্য হয়নি এমন ট্রেডার নাই । আপনার পোষ্টর এজন্য ধন্যবাদ । আমি বার বার চেষ্ট করে প্রথম লেভেল ভেরিফিকেশন করতে পরি দ্বিতীয় টা পারিনা । তবে ব্যাংক ষ্টেটমেন্ট দিয়ে এখনে চেষ্ট করিনাই ।

IFXmehedi
2020-08-25, 01:38 PM
আমি এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি ।

আসলে আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে তাহলে আপনি কোন একাউন্ট ভেরিফিকেশন এ প্রবলেমে পড়বেন না । ইন্সতাফরেক্স এ অ্যাকাউন্ট করার পরে আপনি যদি ভেরিফাই করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স । এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই ইন্সতাফরেক্স এ অ্যাকাউন্ট সম্পূর্ণ রূপে ভেরিফাই করে নিতে পারবেন । এজন্য আপনার কারো কাছে সাহায্য চাওয়া বা সমস্যায় পড়ার কিছু নেই ।

jimislam
2020-08-25, 04:06 PM
এই পোস্ট দেয়ার মাধ্যমে আপনি আমার কাছ থেকে ধন্যবাদ আদায় করলেন.এই পোস্ট অন্ভারিফিয়েদ একাউন্ট হোল্ডার দের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি.এবং যারা ভারিফিকাতীয়ন করতে গিয়ে বের্থ হয়েছেন, নিজে হাতে আইডি কার্ড তুলে একটা ছবি দিলে ভেরিফাই হয়ে যায়। আর ২য় লেভের জন্য আপনার ঠিকানা যাচাই করবে ইন্সটাফরেক্স। এজন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের স্কান কপি দিতে হবে।

FRK75
2020-10-26, 09:24 PM
ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন।

ABDUSSALAM2020
2020-10-26, 11:32 PM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন নি
প্রিয় ট্রেডারগণ,
লক্ষ্য করা যাচ্ছে যে, ইদানিং অনেক ট্রেডার তাদের অজ্ঞতায় কারনে ভেরিফিকেশন সমস্যায় পড়েন। কেননা তারা তাদের অনেকগুলো অ্যাকাউন্টের ভেরিফিকেশন এর জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্ট পাঠায় এবং তা ইন্সস্টাফরেক্স কোম্পানির দ্বারা ভেরিফিকেশন প্রত্যাখ্যানে হলে বিভিন্ন ফোরাম ও সোশাল মিডিয়া নেটওয়ার্কে উলট-পালট ও যুক্তিহীন কথা বলে থাকে। তাই আপনাদের সঠিক তথ্য ও অ্যাকাউন্টটি নির্ভুলভাবে ভেরিফিকেশন করার জন্যই, আমার এই পোস্টটি।

ভেরিফিকেশন বা মূল্যায়ন মানে হল গ্রাহক চিহ্নিতকরণ বা খোঁজ নেওয়া। এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে। তাই সর্বপ্রথমেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করুন।
ইন্সটাফরেক্স চুক্তির শর্তানুসারে, ট্রেডিং অ্যাকাউন্ট মূল্যায়ন একটি ঐচ্ছিক বিষয়। যদিও, শুধুমাত্র মূল্যায়িত অ্যাকাউন্টের জন্য ইন্সটাফরেক্সের কিছু বিশেষ অফার আছে। অ্যাকাউন্ট মূল্যায়ন পদ্ধতি আপনার তহবিল পরিচালনায় কোন প্রভাব ফেলেনা। যেকোনো সময় অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য আপনাকে স্বাগতম।
অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি হ্রাস করার জন্য নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।

ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। আপনার অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য দয়া করে এই পাতাটিতে প্রবেশ করুন এবং আপনার ব্যক্তিগত পরিচয়পত্র এবং অন্যান্য প্রমানপত্রের স্ক্যানকৃত অনুলিপি প্রেরন করুন। আপলোড এর ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

sss21
2020-12-19, 11:01 PM
বিস্তাারিত জানানোর জন্য আমরা অনেক উপকৃত হলাম ৤ তাছাড়া ট্রেডিং একাউন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হল একাউন্ট ভেরিপাই কিংবা বৈধতা যাচাইবাছাইকরণ ৤ আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যেহেতু অনেক টাকার লেনদেন করি সেহেতু আমাদের পরিচয় ও ডকুমেন্ট্সগুলো হতে হবে যথার্থ যা দ্বারা ব্রোকার একজন ট্রেডারকে সঠিকভাবে চিহ্নিত করতে পারে ৤ তাই প্রতিটা ট্রেডারেকে উক্ত নিয়মসমূহ অনুসরণ পূর্বক নিজেদের একাউ্ন্ট ভেরিপাই করিয়ে নিতে হবে ৤

sss21
2021-02-28, 11:00 PM
ইনস্টা ফরেক্স ব্রোকার এশিয়া মহাদেশের জন্য অন্যতম আদর্শ একটি ব্রোকার মোটা মোটি সকল ট্রেদার এর এ ফরেক্স এর হাতে খড়ি হয় এই ব্রোকার এর মাধ্যমে সকল ট্রেডারএর কাছে ইনস্টা ফরেক্স ব্রোকার খুবই জনপ্রিয় ব্রোকার বর্তমানে ইনস্টা ফরেক্স ব্রোকার এর সিকেউরিটি বাড়ানো হয়েছে যার কারণে ইনস্টা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই এর জন্য অনেক কিছু স্টেপ অনুসরণ করা হয় তবে সব ধরনের ডকুমেন্ট ঠিকঠাক থাকলে ২/ ৩ দিনেই একাউন্ট ভেরিফাই হয়ে যায়।

Mas26
2021-02-28, 11:54 PM
িকছুদিন আগে আমিও আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন নিয়ে বেশ সমস্যার মদ্দে পরেছিলাম পড়ে ইনিস্তা সাপোর্ট এর এর কথা বলে জানতে পারলাম আমার আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে পাঠাতে হবে, পড়ে শেভাবেই পাথালাম আর আমার অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন ও হয়ে গেল।

EmonFX
2021-03-01, 11:19 AM
ট্রেডিং এর ক্ষেত্রে একাউন্ট ভেরিফিকেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একাউন্ট ওপেন করার পরে অবশ্যই আমাদের একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিত। একাউন্ট ভেরিফাই ভবিষ্যতে একাউন্ট সুরক্ষা ও প্রফিট উত্তোলন সহ জটিলতা থেকে মুক্তি দিতে পারে। অবশ্যই ট্রেডিং করার আগে ট্রেডিং একাউন্ট top-level ভেরিফিকেশন কমপ্লিট করে নেয়া উচিত। ভেরিফাই ছাড়া ফরেক্স ট্রেডিং সম্ভব, তবে অবশ্যই নিজের স্বার্থে, নিজের একাউন্ট সুরক্ষার স্বার্থে একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিত যাতে করে ভবিষ্যতে জটিলতায় পড়তে না হয়। ফরেক্সে একাউন্ট ভেরিফাই একটা গুরুত্বর্প একটা বিষয়। আপনাকে রিয়েল ট্রেডে যাওয়ার আগে অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে দরাকার হবে আপনার এনআইডি এর স্কান কপি এবং ব্যাংক স্টেটমেন্টের স্কান কপি। আপনানার যদি এসবের কিছু না থাকে টেনশনের কিছুই নাই। আপনার অবিভাবক যেমন মা, বাবা অথবা ভাই যে কারও তথ্য হলেই চলবে। এমনকি কাছের কোন বন্ধর ডকুমেন্টসও নিতে পারেন। তবে এসব্ ক্ষেত্রে নিজেদের ফ্যামিলির কারোটা ব্যবহার করা উত্তম। একাউন্ট ভেরিফাইয়ের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি এর ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে যেনো হুবহু মিল থাকে। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিলে সাধারনত বর্তমান ঠিকানা দেয়া হয়। তাই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে আপনার এনআইডির সাথে মিল রেখে স্থায়ী ঠিকানা দিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। এটার জন্য আপনার একাউন্ট ভেরিফাই করতে সহজ হবে এবং হাই ভেরিফাই হবে। তাতে করে পরে আপনাকে উইথড্র সংক্রান্ত কোন জটিলতায় পড়তে হবে না।

Starship
2021-03-02, 06:53 PM
ফরেক্স ট্রেডিং একাউন্ট তিনটি লেভেলের ভেরিফিকেশন করতে হয়। তার মধ্যে দুটি ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। দ্বিতীয় লেভেল ভেরিফাই না এপ্রোভ হওয়ার পূর্ব মহুর্তে প্রফিট উইড্রো দেওয়া যায় না। সঠিক তথ্য এবং ডকুমেন্ট সাবমিট করলে প্রথম অবস্থায় একাউন্ট ভেরিফাই হয়ে যায়। সঠিকভাবে তথ্য সাবমিট না করতে পারার কারনে অনেক অজ্ঞ ট্রেডার রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালায় ব্রোকার সম্পর্কে। প্রথম লেভেল আইডি ভেরিফিকেশন করতে হয়। যা এন আইডি স্ক্যান করে সাবমিট করতে হয়। দ্বিতীয় লেভেলে এড্রেস ভ্যারিফাই করতে হয়। যেখানে ব্যাংক স্টেটমেন্ট/ গ্যাস বিল/ ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি সাবমিট করতে হয়। টপ লেভেল ভেরিফাই করার জন্য নিজের হাতে এনআইডি কপি যেটা প্রথম লেভেল সাবমিট করা হয়েছিল তা হাতে নিয়ে ছবি তুলে আপলোড করতে হয়।

Mas26
2021-03-12, 12:21 PM
আমি আমার অ্যাকাউন্ত ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি।কারন আমি সব কিছু লিগ্যাল করেছি।তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে
ইনশাআল্লাহ । কারণ ইন্সটাফরেক্স আপনি আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করলে তারা সঠিকভাবে আপনার একাউন্ট ভেরিফিকেশন করে নিবেন ধন্যবাদ।

samun
2021-10-05, 11:03 AM
আমি আমার অ্যাকাউন্ত ভেরিফাই করতে কোন সমস্যায় পড়িনি। কারন আমি সব কিছু লিগ্যাল ভাবে করেছি। তাই আমি মনে করি আপনি যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে।

FRK75
2021-12-05, 09:17 PM
ইন্সটা ফরেক্সে অ্যাকাউন্ট খোলার পরে সেই ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নেওয়াটা সকল ট্রেডারের দায়িত্ব বলে আমি মনে করি কারন এতে করে ব্রোকার হাউজের কাজে আপনার একটি সঠিক আইডেনন্টি বা পরিচয় থাকে যা আপনার অ্যাকাউন্টকে অনেক বেশি নিরাপদ রাখবে বলে আমি মনে করি। পাশাপাশি আপনার প্রফিট উঠানোর সময়ও কোন জটিলতা তৈরি হবে না।

samun
2022-02-08, 03:20 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন। ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট থেকে লাভ প্রত্যাহারের জন্য আপনার অ্যাকাউন্টের যাচাইকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্ট যাচাই করা কঠিন নয়। আপনি কেবল দ্বিগুণ পদক্ষেপে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে পারেন।
প্রথম পদক্ষেপে আপনাকে উভয় পক্ষ থেকে আপনার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে যা ভাল স্ক্যান করে মডারেটরের কাছে পরিষ্কার হবে। দ্বিতীয় ধাপে আপনাকে আবাসস্থল বা পাসপোর্টের ছবি আপলোড করতে হবে যাতে আপনার ঠিকানাটি মডারেটরের কাছে স্পষ্ট হয়।

FRK75
2022-03-16, 09:36 PM
ইন্সটা ফরেক্সে অ্যাকাউন্ট খোলার পরে সেই ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নেওয়াটা সকল ট্রেডারের দায়িত্ব বলে আমি মনে করি কারন এতে করে ব্রোকার হাউজের কাজে আপনার একটি সঠিক আইডেনন্টি বা পরিচয় থাকে যা আপনার অ্যাকাউন্টকে অনেক বেশি নিরাপদ রাখবে বলে আমি মনে করি। পাশাপাশি আপনার প্রফিট উঠানোর সময়ও কোন জটিলতা তৈরি হবে না।ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে ।

FRK75
2023-01-15, 11:11 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।এই সমস্যায় কিছুদিন আগে ভুগেছিলাম আমার একাউন্ট ভেরিফিকেসন করা ছিল প্রথম লেভেল যখন আমি দ্বিতীয় লেভেল এর জন্য আমার ডকুমেন্ট আপলোড দেই তখন আমার প্রথম লেভেল সহ কেন্সিল করে দেয় আমি তাদের ডিপার্টমেন্ট এ ই মেইল পাঠিয়েছি কিন্তু রিপ্লাই পাই নি আমি আবার আমার ভেরিফিকেসন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি । যদি বোনাস পোস্টিং করা ডলার আপনার ইন্সটাফরেক্স লাইভ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্সটাফরেক্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। আপনি খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্রের প্রতিচ্ছবি প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন।

FRK75
2023-01-15, 11:13 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা ব্যবসা করার জন্য যে ব্রকারে ফরেক্স ট্রেড করবো সেই ব্রকারে একটি রিয়াল একাউন্ট খুলতে হবে যেমন আমি ইন্সটা ফরেক্স ব্রকারে একটি রিয়াল একাউন্ট করার পর একাউন্ট ভেরিফাই করতে হবে সেই একাউন্ট ভেরিফাই করার জন্য কিছু ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা লাগে ।ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে ।একাউন্ট ভেরিপিকেশন সম্পর্কে বলায় অনেক ধন্যবাদ । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে বিশেষ করে নতুন ট্রেডাররা এ ধরনের সমস্যর সম্মুখীন বেশিরভাগই হয়ে থাকেন । তাই আমাদেরকে অভিজ্ঞরা এ ব্যাপারে গাইডলাইন করতে তাতে আমরা উপকৃত হতে পারতাম । আর ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে ট্রেড করতে পারতাম ।

FRK75
2023-06-05, 06:28 PM
ফরেক্স এ যারা নতুন আসে বা যারা নতুন ট্রেডার তারা প্রায়ই এই ভেরিফিকেশন সমস্যায় পড়ে থাকে। আসলে তারা বুঝতে পারে না কি ভাবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে সবার জন্য আমার পরামর্শ হল আপনার যদি ড্রাইভিং লাইসেন্স এবং পার্সপোর্ট থেকে থাকে তাহলে আপনি উক্ত ডকুমেন্ট সবমিট করুন। এ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আপনাকে কোন রকম সমস্যায় পড়তে হবে না।অনেক দিন ভেরিফাই নিয়ে ঝামেলায় পড়েছিলাম। প্রথম লেভেল ভেরিফাই এর জন্য আমি আইডি কার্ড দিয়েছিলাম। আবার অনেক সময় ভেরিফাই না হলে নিজে হাতে আইডি কার্ড তুলে একটা ছবি দিলে ভেরিফাই হয়ে যায়। আর ২য় লেভের জন্য আপনার ঠিকানা যাচাই করবে ইন্সটাফরেক্স। এজন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের স্কান কপি দিতে হবে।

Mas26
2023-06-06, 11:20 PM
একাউন্ট ভেরিফিকেশনের সম্যসায় কেই বা প্রথমে পরে নাই । আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে। আর যদি তা না হই তাহরে আপনার আইডি আপনার হতে থেকে তুরে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারেন।আপনি এতেো যদি ভেরিঠিকেশনে সমস্য হয় তাহলে যার ভেরিফিকেশন করা আছে তার কাছ থেকে জেনে শুনে ভেরিফেকিশন করুন।

Mas26
2024-01-16, 01:03 PM
ইন্সাটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে আমি প্রথমে অনেক সমস্যায় পড়ছিলাম তারপর মেইলের মাধ্যমে বাংলাদেশ ইন্সাফরেক্স অফিসে যোগাযোগের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেছি । আপনাদের কোন সমস্যা হলে মেইল করতে পারেন।