Log in

View Full Version : নতুনদের কোন টাইমফ্রেমে কাজ করা ভাল?



Remon808
2015-07-27, 10:59 PM
আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন তাই জানতে চাই ট্রেড করার ক্ষেত্তে আমার জন্য কোন টাইমফ্রেম ভাল হবে।:accute:

mamun93
2015-07-28, 01:33 AM
আমি আমার অনেক দিনের ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে মনে করি ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।

muhim123
2015-07-28, 02:37 AM
আমার ধারনা মতে লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায়। আর ভাল একটা লাব আসে।আর অনেক বাল ট্রেডারা বলেচেন লং টাইমফ্রেম টা অনেক অনেক ভাল শরট টাইমফ্রেম তেকে।

Nishat Tasnim
2015-07-28, 01:47 PM
যারা নতুন তাদের উচিত h4 টাইমফ্রেম ব্যবহার করা।

AbuRaihan
2015-12-17, 01:09 AM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম ৤ লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ৤ আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি ৤ তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন ৤ কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে ৤

uzzalbd
2015-12-17, 08:07 AM
ফরেক্স এ মেটাট্রদের এ বিভিন্ন টাইম্ ফ্রেম দেয়া থাকে। সব টাইম্ফ্রেমগুলোই কাজের। কারন তা যদি না হত তাহলে এখানে এ টাইম্ফ্রেম দেয়া হত না। আপনি আপ্ন্আর সুবিধা মত বিভিন্ন টাইম্ফ্রেম ব্যভার করতে পারেন। আপনি যদি কম সময় পান তাহলে h4, d1 ব্যব-হার করতে পারেন। আর যদি স্কাল্পিং করেন তাহলে ১৫মিনিট এবং ৩০ মিনিট ব্যব-হার করতে পারেন। এক ঘ্নটার তাইম্ফ্রেম ও লং তাইম ট্রেড হয়ে যায়।

Realifat
2015-12-17, 08:12 AM
নতুনদের লং টাইমফ্রেমে ট্রেড করা ভালো। যেমন হতে পারে H4,D1, or w1 ইত্যাদি। কারন আমি মনে করি নতুনদের ইমোশন ফুল থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো।

HKProduction
2015-12-17, 09:29 AM
নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।

shihab
2015-12-17, 09:43 AM
আপনি একদিনের ও ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করুন, যখন দেখবেন বড় বড় টাইম ফ্রেম গুলো তে সফল হচ্ছেন তখন আপনি আরও শরত টাইম ফ্রেম গুলর দিকে নজর দিতে পারেন, প্রথম অবস্থায় লং টাইম ফ্রেম বেষ্ট নতুন্দের জন্য।

owalith
2015-12-17, 07:10 PM
হা নতুনদের টাইমফ্রেমে কাজ করা ভাল। কিন্তু কিছু টাইম আছে যে সময়টটা নতুন্দের জন্য খুব ভাল হবে। কিছু সময় আছে যখন মার্কেট ক্রিটিকাল অবস্তাই থাকে অই সময়টা বাদে নতুন্দের কাজ করলে ভালহবে, ক্রিটিকাল সময় হচ্ছে সন্ধ্যা ৭-১২ এবং সকাল ৭-১২ পর*্যন্ত।

sharifulbaf
2016-01-10, 09:25 PM
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং শিখতে চায় তাদের জন্য ডেমো একাউন্টে ট্রেডিং করার সময় লং টাইম ফেম ব্যাবহার করে যাতে ট্রেডিং করে থাকে কারন লং টাইম ফ্রেম ব্যাবহার কিভাবে করে ভাল প্রফিট করা যায় তার কলাকৌশল জানতে বা শিখতে পারলে অনেক ভাল করা যায় লাইভ মার্কেটে

basaki
2016-01-10, 10:01 PM
ফরেক্স মার্কেটে একেবারে যারা নতুন তাদেরকে আমি মনে করি যে তারা যে ফরেক্স মার্কেটের রিয়াল একাউন্টে সরাসরি না করে। নতুন যারা ফরেক্স মার্কেটে আসবে তাদের কেত্রে আমার মনে হয় এক ঘন্টা এবং চার ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করলে ফরেক্স মার্কেটে তারা ভাল কিছু করতে পারবে।

MotinFX
2016-01-10, 10:21 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভাল হল এক ঘন্টা ও ডেইলি মার্কেটের টাইম ফ্রেম ব্যবহার করা করতে পারসেনপিস কারন ডেইলি মার্কেটে টাইম ফ্রেম মুভমেন সঠিক ভাবে বুযা যায়।আপনার নিজের মতে একটি টাইম ফ্রেম তৈরি করতে পারলে আরও ভাল কারন নিজের একটি স্ট্রেট্রেজি তৈরি হবে।

Sahed
2016-01-29, 02:38 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । তাই নতুনদের জন্য ১ ঘন্টা থেকে ১ দিনের টাইম ফ্রেম ভাল বলে আমি মনে করি । ধন্যবাদ ।।

raju0000
2016-01-29, 04:49 PM
নতুনদের বেপারে আমি সবারসাথে একমত রেখে বলতে চাই লং টাইম ফ্রেম তাদের জন্য ভালো.কারণ দীর্ঘ সময় এর একটি ট্রেড এর ফলে ত্রাদের গণ পর্যালোচনা করার যথেষ্ট সময় পাই ট্রেড টি সম্পর্কে.যার ফলে তারা মার্কেট বুঝতে সক্ষম হয়.,কিন্তু শর্ত টাইম ফ্রেম তা অনেকটা কঠিন কারণ মার্কেট অনেক ক্ষণিক এ ক্ষণিক এ টার্ন করে.তাই আমি মনে করি লং টাইম ফ্রেম তাদের জন্য ভালো.

Marufa
2016-02-19, 06:13 PM
কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কিরকম তার ওপর । আপনি যদি একেবারেই নতুন ট্রেডার হন এবং আপনার কোন ধরনের ট্রেডিং প্লান না থেকে থাকে তাহলে বড় টােইমফ্রেম দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিবেন আর ছোট টাইমফ্রেম দেখে ট্রেড থেকে বের হবেন । এটাই সাধারন নিয়ম ।

Md Sanuwar Hossain Hossai
2016-02-19, 06:37 PM
আমি মনেকরি, নতুনদের প্রথমে ১৫- ৩০ মিনিট এর টেড নিয়ে প্রাকটিস করা উচিত। কারন এখানে বাজার প্রতিমুহূর্ত কি পরিমাণ উঠনামা করে তা বুঝা যায়। ছুট ছুট টেডে অতটা মার্কেট বুঝা যায় না। তাই নতুনদের উচিত একটু সময় নিয়ে ডেমোতে টেড করা উচিত।

MoinFX
2016-02-19, 06:54 PM
ফরেক্স মার্কেটে আমাদের কে টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করতে হয় কারন ফরেক্স টাইম ফ্রেমের উপর নির্ভর আমাদের সফলতা কেই বলে লং টাইম ফ্রেম আবার কেই বলে শর্ট টাইম ফ্রেম আমাকে সব গুলো টাইম ফ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে।

yasir arafat
2016-04-07, 07:27 PM
আমি মনে করি যেহেতু ক্যান্ডেল স্টিকের নাড়াচড়াগুলো নতুন ট্রেডারদের লক্ষ্য করতে হয় ,সেহেতু আমি মনে করি ১৫ থেকে ৩০ মিনিটের বেশি বা কম টাইমফ্রেম ব্যবহার না করাই ভাল।এতে ট্রেডিং সিগনাল ভাল পাওয়া যায় এবং ট্রেডিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলা যায়।

Moon
2016-06-17, 11:53 PM
আমি যেটা মনে করি যে ফরেক্স করতে গেল টাইম ফ্রেমের বিষয়গুলো বেশ ভালভাবেই বুঝতে হবে । কেননা এগুলে ভালভাবে বুঝতে পারলে তবেই একজন ট্রেডার নিজের মধ্য বিশ্লেষণ শক্তিটা বৃদ্ধি করতে পারবে । আর টাইমফ্রেমের ক্ষেত্রে এক অভিজ্ঞ ভাইয়া আমাকে সবসময় লং ট্রাম টাইম ফ্রেম অণুসরণ করতে বলেছেণ । কেননা এই টাইম ফ্রেমে অনেক কিছূ শিখা যায় ।

monorom
2016-06-18, 11:28 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে । আমি নতুন দের বলবো আপনারা সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন তবে তার আগে আপনাদের ফরেক্স মার্কেট এনালাইসিস আগে ভালো করে শিখতে হবে ।

Sahed Srabon
2016-06-20, 01:34 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । ধন্যবাদ।

জ্যাক কয়েন
2016-07-30, 02:32 PM
আমি একজন নতুন ট্রেডআর আমি মনে করি যারা ফরেক্স এ নতুন ট্রেড করে তারা টাইমফ্রেমের h1 এবং h4 এ ট্রেড না করাই ভালো। কারন টাইমফ্রেমের h1 এবং h4 এ লং টাইম ট্রেড করতে হয় যা নতুন ট্রেডআররা পারে না। নতুন ট্রেডআরদের জন্য সবসময় m5,m15 এবং m30 টাইমফ্রেমে ট্রেড করা উচিত।

fatema begum
2016-07-30, 05:12 PM
নতুনরা চাইলে ১৫ থেকে ৩০ মিনিটের টাইমফ্রেম ব্যবহার করতে পারেন।আর যেহেতু এটা ফরেক্স মার্কেট সেহেতু এখানে অনেক কিছু শেখার আছে।আর সেজন্য আমাদেরকে বেশ কিছু দিক ভালভাবে দেখতে হয়।যাতে আমরা ভাল করে কিছু শিখতে পারি।সুতরাং আমরা যদি ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করি তাহলে আমরা আরো বেশ কিছু কিছু শিখতে পারব।আর ফরেক্স শেখার কোন শেষ নাই।

fatema begum
2016-07-30, 05:27 PM
নতুনরা চাইলে ১৫ থেকে ৩০ মিনিটের টাইমফ্রেম ব্যবহার করতে পারেন।আর যেহেতু এটা ফরেক্স মার্কেট সেহেতু এখানে অনেক কিছু শেখার আছে।আর সেজন্য আমাদেরকে বেশ কিছু দিক ভালভাবে দেখতে হয়।যাতে আমরা ভাল করে কিছু শিখতে পারি।সুতরাং আমরা যদি ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করি তাহলে আমরা আরো বেশ কিছু কিছু শিখতে পারব।আর ফরেক্স শেখার কোন শেষ নাই।

amitbd
2016-07-30, 06:12 PM
আমি বরাবরি আধা ঘন্টার টা দিয়ে কাজ করি এবং h1 দিয়ে মার্কেট সম্র্পকে ধারনা নিই । যারা নতুন তারা আমার এই পথ অনুসরন করতে পারেন এর পর আপনাদের যেটা ইচ্ছা ।

SAHADAT
2016-08-13, 11:35 PM
ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । ধন্যবাদ।

Tanmoi
2016-08-14, 12:07 AM
আমি যেটা মনে করি ফরেক্স এ লং টাইম ট্রেড করাই শ্রেয়।কেননা অল্প সময়ে ট্রেড করে তেমন কিছু শিখা যায় না এবং তাতে উৎকন্ঠা বাড়ে।তাই লং টাইম যেমন ৪-৫ দিন অথবা ১ সপ্তাহ ধরে ট্রেড করা ভালো।

abdulguffer
2016-08-14, 01:15 AM
ফরেক্স এ নতুন ট্রেডারদের সর্ট টার্ম ট্রেড এর জন্য ছোট টাইম ফ্রেমে ( m1 / m5 / m15) এ টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে এবং লং টার্ম ট্রেড এর জন্য বড় টাইম ফ্রেমে ( h4 / d1) এ টেকনিক্যাল এনালাইসিস এর ভিত্তিতে ট্রেড করা ভালো। তবে লং টার্ম ট্রেড এ লস এর চেয়ে বেশি প্রফিট করা যায়।

RUBEL MIAH
2017-04-28, 12:44 PM
লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে । সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে । লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ।

rafiqul
2017-04-28, 09:20 PM
প্রথমে নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।

H M R Al Amin
2017-04-29, 11:16 AM
আসলে লং টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ৤ নতুনদের লং টাইমফ্রেমে ট্রেড করা ভালো । কারন তাবা ওই টাইম ফর্মে সহজে মার্কেট বুঝতে পারবে । আমি মনে করি নতুনদের ইমোশন বেশি থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো । তবে এনালাইসেস করতে হবে বেশি করে ।

riponinsta
2017-04-29, 12:13 PM
আমার মতে আপনার যদি অনেক টাকা থাকে তা হলে Daily বা H4 চার্ট এ ট্রেড করা উচিত আর আপনার যদি কম টাকা থাকে তা হলে আপনার H1 বা M30 তে ট্রেড করতে পারেন তবে আপনার ট্রেডিং সিস্টেম যে টাইম এ ট্রেড করতে বলবে আপনি সেই টাইম এ ট্রেড করুন তা হলে আপনি ভাল লাভ করতে পারবেন আমার ট্রেড করার টাকা নাই তাই আমি H1 এ ট্রেড করে থাকি লাভ করার ও চেচটা করছি ফরেক্স মার্কেট থেকে

uzzal05
2017-05-22, 10:16 PM
আমি যখন ফরেক্স ট্রেড শুরু করি তখন ১৫ মিনিট এর চার্ট দেখে ট্রেড করি। তারপর শুধু লস করি। নতুন ট্রেডাররা জানে না যে কত টাইম্ফ্রেম দেখে ট্রেড করা উচিত। তাদের কে পরাপর্শ কে দিবে সে রকম কেউ থাকে না বিধায় লোয়ার টাইমে ফ্রেম এ ট্রেড করে। কিন্তু নতুনদের ও হাইয়ার টাইম এ ট্রেড করা উচিত।

uzzal05
2017-05-25, 10:31 AM
আমি ফরেক্স লাইফ এ প্রথম অবস্থায় ১৫ মিনিটের চার্ট এ ট্রেড করতাম। সারাদিন পিসির সামনে বসে থাকতাম। কিন্তু এখন বুঝতে পারছি। আসলে মার্কেট এর অবস্থা বুঝার জন্য আমাদের হাইয়ার টাইম্ফ্রেম দেখা উচিত। তা না হলে মার্কেট এ টিক থাকা যাবে না।

Mahidul84
2017-10-18, 07:05 PM
আমি মনে করি নতুনদের জন্য প্রথম অবস্থায় ১ ঘন্টা অথবা ৪ ঘন্টার টাইম ফ্রেম ফলো করা সবচেয়ে ভাল হবে। কারণ এই দুটো ঘন্টার মাঝে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের কৌশল ও টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে অধিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের চার্ট এবং মার্কেট এনালাইসিস সম্পর্কে কিছুটা তথ্য অনুধাবন করতে পারবেন। এজন্য এই টাইম ফ্রেমটা সবচেয়ে আমার কাছে বেশি ভাল লাগে।

Mamun13
2017-10-18, 09:19 PM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের এনালাইসিসের জন্য w1 এবং এন্ট্রী করার জন্য d1 টাইম ফ্রেম সবচেয়ে ভালো হবে৷বিশ্বের সকল অভিজ্ঞ ট্রেডারগণ এই d1 টাইমফ্রেমে এন্ট্রী করে প্রতিদিনেই প্রফিট করে থাকেন৷নতুনদের জন্য বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷

Mahidul84
2017-10-19, 06:40 PM
আমার মতে নতুনদের জন্য ১ ঘন্টা অথবা ৪ ঘন্টা টাইম ফ্রেম ব্যবহার করা ভাল হবে। কারণ এই দুটো আওয়ারের মধ্যে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া আপনি উক্ত টাইম ফ্রেম দ্বারা আপনার ট্রেডিং পদ্ধতি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যা কখনোই আপনার কাছে ঝুকিপূর্ণ বলে মনে হবে না।

01797733223
2017-10-21, 05:13 PM
একজন নতুন ট্রেডার স্বভাবতইঃ অধৈর্য্যশীল, চঞ্চল, অনভিজ্ঞ, আবেগ মনোভাবাপন্ন পূর্ণ হয়ে থাকে । তাই তাদের উচিৎ* ছোট টাইমফ্রেমে কাজ করা । যেমনঃ ৫ মিনিট, ১৫ মিনিট বা ৩০ মিনিট । এতে তাদের লাভ লস কম হবে । দ্রুত ট্রেড নিতে পারবে । একটি ট্রেডের জন্য ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে না । রিস্কও কম থাকবে । কারন আপনি যদি দৈনিক চার্টে কাজ করেন , আপনার লাভ লস হবে ৫০-৬০ পিপস্ এর মধ্যে । আপনি যদি ৫ মিনিটের চার্টে কাজ করেন , তবে আপনার লাভ লস হবে ৫-৭ পিপস্ এর মধ্যে । তাই নতুন অবস্থায় ছোট টাইম ফ্রেম উপযোগী ।

nahida
2017-10-22, 05:51 PM
কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কিরকম তার ওপর । আপনি যদি একেবারেই নতুন ট্রেডার হন এবং আপনার কোন ধরনের ট্রেডিং প্লান না থেকে থাকে তাহলে বড় টােইমফ্রেম দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিবেন আর ছোট টাইমফ্রেম দেখে ট্রেড থেকে বের হবেন । এটাই সাধারন নিয়ম ।

Mahidul84
2017-10-22, 06:28 PM
আমি মনে করি নতুনদের জন্য ৪ ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভাল হবে কারণ এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান অর্জন করা সম্ভব হবে। বিশেষ ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস এর মত অনেক গুরুত্ব ইন্ডিকেটরগুলো বিশেষভাবে লক্ষ্য করে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করা যায়।

Rion
2019-12-23, 10:24 AM
আমি একজন নতুন ট্রেডআর আমি মনে করি যারা ফরেক্স এ নতুন ট্রেড করে তারা টাইমফ্রেমের h1 এবং h4 এ ট্রেড না করাই ভালো। কারন টাইমফ্রেমের h1 এবং h4 এ লং টাইম ট্রেড করতে হয় যা নতুন ট্রেডআররা পারে না। নতুন ট্রেডআরদের জন্য সবসময় m5,m15 এবং m30 টাইমফ্রেমে ট্রেড করা উচিত।

KGF
2019-12-23, 10:32 AM
ফরেক্স মার্কেটে আমাদের কে টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করতে হয় কারন ফরেক্স টাইম ফ্রেমের উপর নির্ভর আমাদের সফলতা কেই বলে লং টাইম ফ্রেম আবার কেই বলে শর্ট টাইম ফ্রেম আমাকে সব গুলো টাইম ফ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে।

sss426
2019-12-23, 02:59 PM
হে ভাই ফরেক্স মার্কেটে এ টাইমে ফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয় বেক্তি গত আমার মতা মত হলো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডে ১ টাইম ফ্রেম use করতে পারেন .এই জিনিসটা অবশ্য নির্ভর করে যার যার ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং স্ট্রাটেজির উপর .কেউ বিগ টাইম ফ্রেমে ট্রেড করে সাকসেস আবার কেউ লো টাইম ফ্রেমে ট্রেড করে সাকসেস . আমি নিজে মিনিট ৩০ টাইম ফ্রেম বেবহার করে থাকি

MINARULRFL100
2019-12-23, 03:09 PM
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি যতো বেশি টাইম ফ্রেম ব্যবহার করবেন তত আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে।তাই নতুন যারা ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতেছে তাদেরকে বলবো আপনারা h4, D1নিয়ে কাজ করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।তবে আপনি স্কল্পিং করে ও কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অনেক কিছুই জানতে হবে তার পর স্কাল্পিং করতে পারেন তাহলে আপনার ওই সময় টা স্কিন এর উপর নজর রাখতে হবে।তা না হলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে।

shahalertpay
2019-12-23, 04:14 PM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম। লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি । আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করতাম এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ফ্রেমে ট্রেড করার জন্য সিদ্ধান্ত নেই। আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ফ্রেমে ট্রেড করা প্রযোজন । কারণ লং ট্রাম ফ্রেমে ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি হয়।

MdRubelShaikh
2019-12-23, 06:17 PM
আমিও ফরেক্স ট্রেডিং এ একজন নতুন সদস্য।আমি এতোদিন ধরে ডেমো ট্রেড করে আসছি তাতে আমি মনে করি অল্প টাইম ফ্রেম দিয়ে ট্রেড করলে রিক্স বেশি থাকে আর আপনি যতি বেশি টাইম ফ্রেম দিয়ে কার ট্রেড করেন তাহলে লসের সম্ভনা কম।

samun
2019-12-23, 06:41 PM
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং শিখতে চায় তাদের জন্য ডেমো একাউন্টে ট্রেডিং করার সময় লং টাইম ফেম ব্যাবহার করে। যাতে ট্রেডিং করে থাকে কারন লং টাইম ফ্রেম ব্যাবহার কিভাবে করে ভাল প্রফিট করা যায় তার কলাকৌশল জানতে বা শিখতে পারলে অনেক ভাল করা যায় লাইভ মার্কেটে।

PK_SHIKDER
2019-12-23, 07:40 PM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের জন্য লংটাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করা খুবই ভালো । তার কারন হচ্ছে লং টাইম ফ্রেম এনালাইসিস করেট্রেড ওপেন করলে লচের সম্ভাবনা খুবই কম থাকে এবং লাভ ও ভালো করা যায় । তবে যখন লং টাইম ফ্রেমে আপনি পেশাদার ট্রেডার হতে পারবেন তখন আপনি চাইলে শর্ট টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারবেন । এক্ষেত্রে যার দক্ষতা যত বেশি সে তার ইচ্ছা মত টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করবে ।

IFXmehedi
2019-12-23, 11:31 PM
ভাই টাইমফ্রেম নতুন পুড়নোদের জন্য আলাদা হয় না । আমি মনে করি কোন টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন সেটা একান্তই নির্ভর করে আপনার ট্রেডিং কওশলের উপরে । তবে সাধারণত আপনি লং টার্ম এবং শর্ট টার্ম ট্রেডিং কওশল অনুযায়ী টাইম ফ্রেম ব্যবহার করা যেতে পারে । যেমন আপনি যদি শর্ট টার্ম ট্রেডিং কওশল অনুযায়ী ট্রেডিং করেন তাহলে ১ ঘণ্টার ট্রেডিং চার্ট অনেক ভালো । আবার আপনি যদি লং টার্ম ট্রেডিং পদ্ধতি অনুসরণ করেন সেক্ষেত্রে আপনি ৪ ঘণ্টার টাইম ফ্রেম ব্যাবহার করতে পারেন ।

KF84
2019-12-23, 11:33 PM
আমি আমার সময় যে অভিজ্ঞতা লাভ করেছিলাম ট্রেডিং থেকে সেই আলোকে বলব যে নতুনদের যদি লং টাইম ফ্রেমে ট্রেড করার জন্য কোন কার্যকরী কৌশল বা এনালাইসিস না জানা থাকে কিভাবে করতে হয় তাহলে তারা শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবেন কিন্তু একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে এবং নিউজ আওয়ারের সময় ট্রেড করা যাবে না । আর যদি লং টাইম ফ্রেমে ট্রেড করতে আগ্রহী হয় তাহলে যেন একটি নির্দিষ্ট লস বা লাভের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ স্টপ লস বা টেক প্রফিট টুল ব্যবহার করে ।

Fxhuman
2019-12-24, 12:58 AM
আপনি একদিনের ও ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করুন, যখন দেখবেন বড় বড় টাইম ফ্রেম গুলো তে সফল হচ্ছেন তখন আপনি আরও ছোট টাইম ফ্রেম গুলর দিকে নজর দিতে পারেন, প্রথম অবস্থায় লং টাইম ফ্রেম বেষ্ট নতুন্দের জন্য।

Hredy
2020-02-16, 08:51 AM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম ৤ লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ৤ আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি ৤ তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন ৤ কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে ৤

Leee
2020-02-16, 08:56 AM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম ৤ লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ৤ আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি ৤ তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন ৤ কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে ৤

Rad96
2020-02-16, 09:05 AM
ফরেক্স এ মেটাট্রদের এ বিভিন্ন টাইম্ ফ্রেম দেয়া থাকে। সব টাইম্ফ্রেমগুলোই কাজের। কারন তা যদি না হত তাহলে এখানে এ টাইম্ফ্রেম দেয়া হত না। আপনি আপ্ন্আর সুবিধা মত বিভিন্ন টাইম্ফ্রেম ব্যভার করতে পারেন। আপনি যদি কম সময় পান তাহলে h4, d1 ব্যব-হার করতে পারেন। আর যদি স্কাল্পিং করেন তাহলে ১৫মিনিট এবং ৩০ মিনিট ব্যব-হার করতে পারেন। এক ঘ্নটার তাইম্ফ্রেম ও লং তাইম ট্রেড হয়ে যায়।

KaziBayzid162
2020-02-17, 07:23 PM
একজন নতুন ট্রেডার হিসেবে আপনার ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ কম থাকা স্বাভাবিক। আর এই সামান্য দক্ষতা দিয়ে লং টাইম ট্রেডিং করাটাই লাভজনক হবে বলে আমি মনে করি।কেননা লংটাইম ট্রেডিংয়ে যেমন লস হওয়ার সম্ভাবনা কম থাকে তেমনি প্রফিট করার পরিমানও বেশি হয়ে থাকে। তাছাড়া শর্ট টাইম ট্রেডিং করতে হলে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয়।কারণ কেউ যদি শর্ট টাইম ট্রেড ওপেন করে এবং যথা সময়ে ট্রেড ক্লোজ করতে ব্যর্থ হয় তাহলে লাভ এর থেকে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে যেটা লংটাইম ট্রেডিংয়ের ক্ষেত্রে হয়না।তাই আমি বলব আপনি প্রথমে লংটাইম ট্রেডিং শুরু করেন এবং পরবর্তীতে যদি নিজেকে দক্ষ অভিজ্ঞ করে তুলতে পারেন তাহলে আপনি আপনার পছন্দমত যেকোন টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করতে পারবেন।

Mas26
2020-02-17, 07:29 PM
আমি আমার অনেক দিনের ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে মনে করি ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।

KAZIMAJHARULISLAM
2020-02-17, 09:25 PM
আমার মতে একজন নতুন ট্রেডার হিসেবে আপনি প্রথমে ডে অন টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং শুরু করতে পারেন। কেননা এই টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করলে আপনি ক্যান্ডেল চ্যাট দেখে ট্রেডিং করতে পারবেন। তাছাড়া এই টাইমফ্রেমে আপনার লস হওয়ার সম্ভাবনা যেমন তুলনামূলকভাবে কম থাকবে তেমনি প্রফিট করার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। মোটকথা আপনাকে ফরেক্স মার্কেটে টিকে থেকে প্রফিট করার পাশাপাশি নিজের অভিজ্ঞতা দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

Rx100
2020-02-17, 09:48 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি ।

KGF3010
2020-02-17, 09:54 PM
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং শিখতে চায় তাদের জন্য ডেমো একাউন্টে ট্রেডিং করার সময় লং টাইম ফেম ব্যাবহার করে যাতে ট্রেডিং করে থাকে কারন লং টাইম ফ্রেম ব্যাবহার কিভাবে করে ভাল প্রফিট করা যায় তার কলাকৌশল জানতে বা শিখতে পারলে অনেক ভাল করা যায় লাইভ মার্কেটে

Fxxx
2020-02-17, 09:59 PM
আমি মনে করি নতুনদের জন্য ৪ ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভাল হবে কারণ এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান অর্জন করা সম্ভব হবে। বিশেষ ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস এর মত অনেক গুরুত্ব ইন্ডিকেটরগুলো বিশেষভাবে লক্ষ্য করে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করা যায়।

Jid13
2020-02-17, 10:01 PM
প্রথমে নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।

Fardin02
2020-02-17, 10:13 PM
নতুনদের জন্য ৪ ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভাল হবে কারণ এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান অর্জন করা সম্ভব হবে। বিশেষ ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস এর মত অনেক গুরুত্ব ইন্ডিকেটরগুলো বিশেষভাবে লক্ষ্য করে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করা যায়।

Rion83
2020-02-17, 10:21 PM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের এনালাইসিসের জন্য w1 এবং এন্ট্রী করার জন্য d1 টাইম ফ্রেম সবচেয়ে ভালো হবে৷বিশ্বের সকল অভিজ্ঞ ট্রেডারগণ এই d1 টাইমফ্রেমে এন্ট্রী করে প্রতিদিনেই প্রফিট করে থাকেন৷নতুনদের জন্য বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷

amreta
2020-02-19, 05:32 PM
আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন তাই জানতে চাই ট্রেড করার ক্ষেত্তে আমার জন্য কোন টাইমফ্রেম ভাল হবে।:accute:

স্কুল ছাড়ার কি পাওয়া তোরা এটা একটা ফ্রেন্ড মেকআপ গানা চাহিয়েতোকে একা রাতের টাইমটেবিল পারলে তো কাম কর্নে কাতো আপ কো পাতা হোতা হে হামে চলচ্চিত্র বাংলাদেশ-ভারতে হোতা হেঅফিসে তার কাছে টেনে পঞ্চায়েতে আর আপনার এক্সপেরিয়েন্স কবে

saraa
2020-02-22, 03:15 PM
এই ফোরামটি আপনার অনুমোদিত লিঙ্কটি আপনার ব্লগে প্রদর্শিত হওয়ার সুযোগ এবং এটি খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ উপার্জন করতে পারে এটি আমি কীভাবে ব্লগিং শুরু করতে পারি এবং এমনকি যখন আমি সেই ক্ষেত্রে কোনও জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করি নি তখন এটি খুব স্পষ্ট is তবে আপনার ব্যাখ্যাসমূহের সাথে বিষয়টির গুণগত রচনা এবং বাছাই করা স্পষ্ট সুন্দর তথ্য হয়ে উঠেছে t এটি আমাকে এবং অন্যান্য ব্যবসায়ীদের যারা সত্যই ব্লগ লিখতে বা প্রতিযোগিতা করতে চান বা আমাদের প্রতিযোগিতাগুলি করতে চান তাদের সহায়তা করতে পারে যে তারা খারাপ কিনা বা আমাদের অভিজ্ঞতাও ভাগ করে নিতে পারি or অন্যান্য সদস্যদের সাথে ভাল এবং হ্যাঁ আমরা অন্যান্য সদস্যদের ব্লগগুলি থেকেও শিখতে পারি তাই ব্লগারের জ্ঞান পাওয়ার সর্বোত্তম উপায় যা গুগলের মালিকানাধীন এবং যতদূর আমি জানি অ্যাডসেন্স এবং অনুমোদিত লিঙ্কগুলি ব্যবহার করে নগদীকরণের অনুমতি দেয়।

martin
2020-02-22, 04:05 PM
আমি যেটা মনে করি যে ফরেক্স করতে গেল টাইম ফ্রেমের বিষয়গুলো বেশ ভালভাবেই বুঝতে হবে । কেননা এগুলে ভালভাবে বুঝতে পারলে তবেই একজন ট্রেডার নিজের মধ্য বিশ্লেষণ শক্তিটা বৃদ্ধি করতে পারবে । আর টাইমফ্রেমের ক্ষেত্রে এক অভিজ্ঞ ভাইয়া আমাকে সবসময় লং ট্রাম টাইম ফ্রেম অণুসরণ করতে বলেছেণ । কেননা এই টাইম ফ্রেমে অনেক কিছূ শিখা যায় ।

Runil
2020-03-31, 07:14 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে । আমি নতুন দের বলবো আপনারা সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন তবে তার আগে আপনাদের ফরেক্স মার্কেট এনালাইসিস আগে ভালো করে শিখতে হবে ।

souravkumarhazra6763
2020-04-02, 07:00 PM
নতুনদের উচিৎ লং টাইম ফ্রেম এ ট্রেড করা,লং টাইম ফ্রেম নতুনদের জন্য সেফ,লং টাইম ফ্রেম এ ট্রেড করলে রিস্ক কম হয়ে থাকে,এতে তারা তাদের ব্যালেন্স হারাবে না,মনে রাখবেন মার্কেট সব সময় লং কে অনুসরন করে থাকে,তাই নতুনরা সাপ্তাহিক,ডেইলি চার্ট এ এন্যালাইসিস করে কমপক্ষে ৪ ঘন্টার চার্ট এ ট্রেড করবে।

rakib.r
2020-04-02, 09:10 PM
আমি মনে করি নতুন দের ডেইলি ট্রেডের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। শর্ট টাইম আর লং টাইম দুইটাই আসলে নতুন দের জন্য একটু বেশি রিস্কি হয়ে যাবে বলে আমার মনে হয়। এগুলার জন্য লং টাইম এনালাইজের দরকার যা একজন নতুন ট্রেডার করতে পারবে না আর মিলাইতেও পারবে না। আমি ৫ মাস যাবত ট্রেড করতেছি আমি নিজেই এখনো মিলাইতে পারি না সব কিছু

Lubna1212
2020-04-02, 10:34 PM
ফরেক্স শোকেসে সময় বরাদ্দ একটি গুরুত্বপূর্ণ উপাদান। মিনিট 5 মিনিট বা 5 মিনিটের বিনিময়ের জন্য যুক্তিসঙ্গত নয়। আপনার যদি দীর্ঘ সময় বিনিময় করা প্রয়োজন, সেই সময়ে এক ঘন্টা বা 3 ঘন্টা সময় বরাদ্দকে গ্রহণযোগ্য হিসাবে দেখা হয়। বাজার পরীক্ষা এই মুহুর্তে সমস্ত অ্যাকাউন্টে অত্যন্ত মূল্যবান। সুতরাং শিক্ষার্থীদের জন্য, আমি মনে করি 6 ঘন্টা থেকে 7 দিনের একটি শালীন সময় গ্রহণযোগ্য। আপনাকে অনেকটা বাধ্য

FREEDOM
2020-04-02, 11:38 PM
ট্রেড করার ক্ষেত্রে টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারন টাইমফ্রেমের দ্বারা মার্কেটের গতিবিধি বোঝা যায়। এজন্য বড় টাইমফ্রেম নতুনদের জন্য ভালো হবে কারন লং টাইমফ্রেমের সাপোর্ট রেজিস্টান্স বেশি স্ট্রং হয়। তাই লং টাইমফ্রেমে ট্রেড করলে টিকে থাকতে সহজ হবে। তবে শর্ট টাইমফ্রেমও খারাপ নয় যদি মোটামুটি একটু ভালো ধারনা থাকে।

XXXTentacion
2020-04-03, 10:23 AM
। এটি h4, d1, বা ডাব্লু 1 হতে পারে। যেহেতু আমি মনে করি নতুনদের আবেগের ফুল রয়েছে, ঝুঁকি কম নেওয়া উচিত, এবং দীর্ঘ সময়সীমার মধ্যে সংক্ষিপ্ত সময়সীমার চেয়ে কম সময় থাকলেও আমি বলব যে দীর্ঘ সময়সীমাটি নতুনদের জন্য ভাল।

Hridoy6763
2020-04-03, 03:27 PM
নতুন দের অব্যশই বড় টাইম ফ্রেম এ ট্রেড করা উচিত,শর্ট তাইম ফ্রেম এ তাদের বিরত থাকা উচিত,নতুন রা সাপ্তাহিক,মাসিক টাইম ফ্রেম এ এন্যালাইসি করে,কমপক্ষে ৪ ঘন্টার টাইম ফ্রেম এ এন্ট্রি নিবে,লং টাইম ফ্রেম এ ট্রেড করলে তাদের ভুল হবার সম্ভব না কম হয়ে থাকবে,তাই লং টাই ফ্রেম এ ট্রেড করবে নতুনরা।

Mas26
2020-04-03, 04:01 PM
বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্য ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং করা যায়। কারন আমি নিজেই একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিয়মিতই ফোরামে পোস্টিং করে থাকি।এখন পর্যন্ত আমি কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আশা করছি সামনের দিনগুলোতেও কোনো সমস্যার সৃষ্টি হবে না।

rakib.r
2020-04-04, 12:58 PM
নতুনদের আসলে শুরুতে সহজ থেকেই শুরু করা উচিৎ বলে আমি মনে করি। আপনি যখন ক্যান্ডেল নিয়ে এনালাইজ শুরু করবেন তখন আপনার মূল লক্ষ থাকবে এনালাইজ টা শিখা, এখান থেকে আপনার এখনি লাভ করতেই হবে এমন টা না। আপনি একবারেই সফল হবেন না। আপনি শুরু করবেন মান্থলি চার্ট দিয়ে। মার্কেট আগে থেকে কিভাবে মুভ করে আসছে কি প্যাটার্ন দিয়ে কি বুঝাচ্ছে এগুলো মিলাবেন শিখার চেষ্টা করবেন । তারপর আসতে আসতে উইক্লি তে এনালাইজ করবেন তারপর ৪ ঘন্টার চার্টে ১ ঘন্টার চার্টে খুজবেন যখন আপনি মুটামুটি শিখে ফেলবেন

Soh1952
2020-08-20, 02:32 PM
নতুন ট্রেডআর আমি মনে করি যারা ফরেক্স এ নতুন ট্রেড করে তারা টাইমফ্রেমের h1 এবং h4 এ ট্রেড না করাই ভালো। কারন টাইমফ্রেমের h1 এবং h4 এ লং টাইম ট্রেড করতে হয় যা নতুন ট্রেডআররা পারে না। নতুন ট্রেডআরদের জন্য সবসময় m5,m15 এবং m30 টাইমফ্রেমে ট্রেড করা উচিত।তবে যখন লং টাইম ফ্রেমে আপনি পেশাদার ট্রেডার হতে পারবেন তখন আপনি চাইলে শর্ট টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারবেন । এক্ষেত্রে যার দক্ষতা যত বেশি সে তার ইচ্ছা মত টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করবে ।

Rokibul7
2020-08-20, 03:13 PM
আমি মনে করি b1 টাইফ্রেমে সব সময় টেড করা উচি।

Md.shohag
2020-08-20, 04:35 PM
ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।আমি মনে করি নতুনদের ইমোশন ফুল থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো।

Sid
2020-08-20, 05:07 PM
দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম ৤ লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ৤ আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি ৤ তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন ৤ কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে ৤

konok
2020-08-22, 01:48 PM
প্রথমে নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। আপনি যদি একেবারেই নতুন ট্রেডার হন এবং আপনার কোন ধরনের ট্রেডিং প্লান না থেকে থাকে তাহলে বড় টােইমফ্রেম দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিবেন আর ছোট টাইমফ্রেম দেখে ট্রেড থেকে বের হবেন । এটাই সাধারন নিয়ম ।

Sakib42
2020-08-22, 03:45 PM
আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন তাই জানতে চাই ট্রেড করার ক্ষেত্তে আমার জন্য কোন টাইমফ্রেম ভাল হবে।:accute:।

টাইম ফ্রেমে কাজ করার জন্য নতুন কিংবা পুরাতন লাগেনা একটি চারটের সময়সীমা দেখে ট্রেড করা টি হল টাইমফ্রেম আপনি টাইমফ্রামে মাধ্যমে দেখতে পারবেন যে কোন সময়ে কারেন্সি পেয়ার গুলো উপরে উঠেছে কিংবা নিচে নেমেছে তাই আমি বলবো নতুনদের জন্য কোন কিছু এখানে নির্দিষ্ট নেই তারা যেকোন টাইমফ্রেম দেখে ট্রেড করতে পারে এবং এনালাইসিস করতে পারে আমার মত সর্বোচ্চ ভালো ট্রানসফর্মস h1 এবং h4 আমি এই টাইমফ্রেম ব্যবহার করে থাকি

milu
2020-08-22, 05:06 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে ।আর সেজন্য আমাদেরকে বেশ কিছু দিক ভালভাবে দেখতে হয়।যাতে আমরা ভাল করে কিছু শিখতে পারি।সুতরাং আমরা যদি ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করি তাহলে আমরা আরো বেশ কিছু কিছু শিখতে পারব।আর ফরেক্স শেখার কোন শেষ নাই।

jimislam
2020-08-22, 06:05 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । কওশল অনুযায়ী ট্রেডিং করেন তাহলে ১ ঘণ্টার ট্রেডিং চার্ট অনেক ভালো । আবার আপনি যদি লং টার্ম ট্রেডিং পদ্ধতি অনুসরণ করেন সেক্ষেত্রে আপনি ৪ ঘণ্টার টাইম ফ্রেম ব্যাবহার করতে পারেন ।

zakia
2020-08-23, 11:13 PM
একজন নতুন ট্রেডার হিসেবে আপনার ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ কম থাকা স্বাভাবিক। আর এই সামান্য দক্ষতা দিয়ে লং টাইম ট্রেডিং করাটাই লাভজনক হবে বলে আমি মনে করি।কেননা লংটাইম ট্রেডিংয়ে যেমন লস হওয়ার সম্ভাবনা কম থাকে তেমনি প্রফিট করার পরিমানও বেশি হয়ে থাকে। তাছাড়া শর্ট টাইম ট্রেডিং করতে হলে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয়। আমি মনে করি নতুনদের ইমোশন ফুল থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো।

zakia
2020-08-23, 11:25 PM
একজন নতুন ট্রেডার হিসেবে আপনার ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ কম থাকা স্বাভাবিক। আর এই সামান্য দক্ষতা দিয়ে লং টাইম ট্রেডিং করাটাই লাভজনক হবে বলে আমি মনে করি।কেননা লংটাইম ট্রেডিংয়ে যেমন লস হওয়ার সম্ভাবনা কম থাকে তেমনি প্রফিট করার পরিমানও বেশি হয়ে থাকে। তাছাড়া শর্ট টাইম ট্রেডিং করতে হলে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয়। আমি মনে করি নতুনদের ইমোশন ফুল থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো।

Starship
2020-08-23, 11:30 PM
একজন নতুন ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার পর রিয়েল অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রে মেটাটেডাল ফোরে ট্রেড করা উচিত। মেটাট্রেডার খুবই সহজলভ্য একটি ট্রেডিং সফটওয়্যার যা খুব সহজে ব্যবহার করা যায়। এখানে লং টাইম বা স্ক্যাল্পিং করার জন্য পারফেক্ট। মেটাট্রেডার ফোরে সহজে এনালাইসিস ও চার্টের মাধ্যমে বিশ্লেষণ করা সহজ হয়। যা নতুন ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার।

muslima
2020-08-23, 11:36 PM
নতুনদের লং টাইমফ্রেমে ট্রেড করা ভালো । কারন তাবা ওই টাইম ফর্মে সহজে মার্কেট বুঝতে পারবে । আমি মনে করি নতুনদের ইমোশন বেশি থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো । তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন । কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে ।

sss21
2020-10-18, 05:03 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে । আমি নতুন দের বলবো আপনারা সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন তবে তার আগে আপনাদের ফরেক্স মার্কেট এনালাইসিস আগে ভালো করে শিখতে হবে ।

Smd
2020-12-14, 10:10 PM
কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে। কারন আমি মনে করি নতুনদের ইমোশন ফুল থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই।

ABDUSSALAM2020
2020-12-14, 11:31 PM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম ৤ লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ৤ আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি ৤ তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন ৤ কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

FRK75
2020-12-15, 09:11 AM
ফরেক্স মার্কেটে একেবারে যারা নতুন তাদেরকে আমি মনে করি যে তারা যে ফরেক্স মার্কেটের রিয়াল একাউন্টে সরাসরি না করে। নতুন যারা ফরেক্স মার্কেটে আসবে তাদের কেত্রে আমার মনে হয় এক ঘন্টা এবং চার ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করলে ফরেক্স মার্কেটে তারা ভাল কিছু করতে পারবে।

FRK75
2021-06-17, 01:32 PM
যে অভিজ্ঞতা লাভ করেছিলাম ট্রেডিং থেকে সেই আলোকে বলব যে নতুনদের যদি লং টাইম ফ্রেমে ট্রেড করার জন্য কোন কার্যকরী কৌশল বা এনালাইসিস না জানা থাকে কিভাবে করতে হয় তাহলে তারা শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবেন কিন্তু একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে এবং নিউজ আওয়ারের সময় ট্রেড করা যাবে না । আর যদি লং টাইম ফ্রেমে ট্রেড করতে আগ্রহী হয় তাহলে যেন একটি নির্দিষ্ট লস বা লাভের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ স্টপ লস বা টেক প্রফিট টুল ব্যবহার করে ।

Mas26
2021-06-17, 08:12 PM
আপনি একদিনের ও ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করুন, যখন দেখবেন বড় বড় টাইম ফ্রেম গুলো তে সফল হচ্ছেন তখন আপনি আরও শরত টাইম ফ্রেম গুলর দিকে নজর দিতে পারেন, প্রথম অবস্থায় লং টাইম ফ্রেম বেষ্ট নতুন্দের জন্্্য সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।

Devdas
2021-07-19, 07:46 PM
ফরেক্স এ অনেক ধরনের টাইম ফ্রেম থাকে। ফরেক্স এ সর্ট টাইম ও লং টাইম ফেম্র থাকে। আমার মতে যারা নতুন ফরেক্স এ তাদের জন্য সর্ট টাইম ফ্রেম ব্যবহার করা উচিত। আর যারা প্রফেশনাল তাদের জন্য লং টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। আমি প্রথমে যখন ফরেক্স এ জয়েন করেছিলাম তখন আমি সর্ট টাইম ফ্রেম ব্যবহার করেছিলাম এখন আমি প্রায় ফরেক্স এ মোটামাটি দক্ষতা অর্জন করেছিলাম এখন আমি লং টাইম ব্যবহার করে থাকি। এছাড়া আমি যখন দেখি যে ফরেক্স আমার অনুকূল এ এসেছে তখন আমি দুই ব্যবহার করে থাকি।

EmonFX
2021-07-19, 11:27 PM
আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন তাই জানতে চাই ট্রেড করার ক্ষেত্তে আমার জন্য কোন টাইমফ্রেম ভাল হবে।:accute:

ফরেক্স ট্রেডিংয়ের শুরুর দিকে আমাদের অবশ্যই একটু লংগার টাইমফ্রেমেই ট্রেড করা ভালো, বিশেষ করে নতুন ট্রেডারদের। তাতে করে এনালাইসিসে ভুল কম হয়ে থাকে। সর্টার টাইমফ্রেমে মর্কেটে অনেক বেশি ফ্লাকচুয়েশন হয় বিধায় সঠিক ভাবে এনালাইসিস করা সম্ভব নয়। সর্টার টাইমফ্রেমে এনালাইসিস ভুল বার্তা দিতে পারে। ট্রেডিং শুরুর দিকে h4, d1 or w1 টাইমফ্রেমে ট্রেড করতে পারলে ভালো হয়। একটু লঙ্গার টাইমফ্রেমে এনালাইসিস করলে মার্কেটের সঠিক মুভমেন্ট বা ট্রেন্ড বুঝতে সহজ হয়। তবে ফরেক্স সম্পর্কে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারলে তখন যেকোন টাইমফ্রেমে গিয়ে আপনি ট্রেড নিতে পারবেন। তখন m15, m5, এমনকি m1 টাইমফ্রেমে ট্রেড করতেও পারেন। আসল কথা হলো অভিজ্ঞ ট্রেডাররা যে কোন টাইমফ্রেমে ট্রেড করে প্রফিট করতে পারে। কিন্তু নতুন ট্রেডারদের অবশ্যই সর্টার টাইমফ্রেম থেকে দূরে থাকা উচিত এবং লংগার টাইমফ্রেমে ট্রেড করা উচিত।

Smd
2021-10-24, 10:56 PM
টাইমে ফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয় বেক্তি গত আমার মতা মত হলো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডে ১ টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন .এই জিনিসটা অবশ্য নির্ভর করে যার যার ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং স্ট্রাটেজির উপর .কেউ বিগ টাইম ফ্রেমে ট্রেড করে সাকসেস আবার কেউ লো টাইম ফ্রেমে ট্রেড করে সাকসেস। তবে যখন লং টাইম ফ্রেমে আপনি পেশাদার ট্রেডার হতে পারবেন তখন আপনি চাইলে শর্ট টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারবেন । এক্ষেত্রে যার দক্ষতা যত বেশি সে তার ইচ্ছা মত টাইম ফ্রেম এনালাইসিস করতে হবে।

Mas26
2021-10-24, 11:59 PM
আমি আমার অনেক দিনের ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে মনে করি ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।আপনি যদি কম সময় পান তাহলে h4, d1 ব্যব-হার করতে পারেন। আর যদি স্কাল্পিং করেন তাহলে ১৫মিনিট এবং ৩০ মিনিট ব্যব-হার করতে পারেন। এক ঘ্নটার তাইম্ফ্রেম ও লং তাইম ট্রেড হয়ে যায়।কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।

Smd
2022-01-24, 04:08 PM
প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করতাম এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ফ্রেমে ট্রেড করার জন্য সিদ্ধান্ত নেই। আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ফ্রেমে ট্রেড করা প্রযোজন । কারন হচ্ছে লং টাইম ফ্রেম এনালাইসিস করেট্রেড ওপেন করলে লচের সম্ভাবনা খুবই কম থাকে এবং লাভ ও ভালো করা যায় । তবে যখন লং টাইম ফ্রেমে আপনি পেশাদার ট্রেডার হতে পারবেন তখন আপনি চাইলে শর্ট টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারবেন ।

samun
2022-02-15, 11:02 PM
নতুনদের জন্য ৪ ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভাল হবে কারণ এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান অর্জন করা সম্ভব হবে। বিশেষ ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস এর মত অনেক গুরুত্ব ইন্ডিকেটরগুলো বিশেষভাবে লক্ষ্য করে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করা যায়। ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং শিখতে চায় তাদের জন্য ডেমো একাউন্টে ট্রেডিং করার সময় লং টাইম ফেম ব্যাবহার করে। যাতে ট্রেডিং করে থাকে কারন লং টাইম ফ্রেম ব্যাবহার কিভাবে করে ভাল প্রফিট করা যায় তার কলাকৌশল জানতে বা শিখতে পারলে অনেক ভাল করা যায় লাইভ মার্কেটে।

Mas26
2022-02-16, 12:36 PM
আমি মনে করি একজন নতুন ট্রেডারের অবশ্যই প্রথমত অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং ফরেক্স সম্পর্কে ভালো ধারণা নিতে হবে তারপরে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং নতুনরা এরপর যদি ট্রেড করেন তাহলে অবশ্যই তারা ছোট ছোট লটে ট্রেড করবেন এতে তাদের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং একাউন্টে সুরক্ষিত থাকবে। এবং টাইমফ্রেম খুব ভালো টাইমফ্রেমে যদি ট্রেড করেন তাহলে উইকলি ট্রেড করতে পারেন। এবং যদি স্ক্যালপিং করতে চান তাহলে 15 মিনিটের টাইমফ্রেম করতে পারেন আসলে ট্রেড করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে নতুন অবস্থায় আমি মনে করি স্ক্যাল্পিং না করাই ভালো এবং ছোট ছোট লটে এ ট্রেড করে দীর্ঘ পরিকল্পনা ট্রেড করতে পারলে ভাল প্রফিট করা সম্ভব।

samun
2022-04-29, 11:41 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে ।একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে । আমি নতুন দের বলবো আপনারা সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন তবে তার আগে আপনাদের ফরেক্স মার্কেট এনালাইসিস আগে ভালো করে শিখতে হবে ।

Mas26
2022-12-15, 03:52 PM
আমি আমার অনেক দিনের ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে মনে করি ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।আপনি একদিনের ও ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করুন, যখন দেখবেন বড় বড় টাইম ফ্রেম গুলো তে সফল হচ্ছেন তখন আপনি আরও শরত টাইম ফ্রেম গুলর দিকে নজর দিতে পারেন, প্রথম অবস্থায় লং টাইম ফ্রেম বেষ্ট নতুন্দের জন্য।

Smd
2022-12-16, 09:24 PM
সব টাইম্ফ্রেমগুলোই কাজের। কারন তা যদি না হত তাহলে এখানে এ টাইম্ফ্রেম দেয়া হত না। আপনি আপ্ন্আর সুবিধা মত বিভিন্ন টাইম্ফ্রেম ব্যভার করতে পারেন। আপনি যদি কম সময় পান তাহলে h4, d1 ব্যব-হার করতে পারেন। আর যদি স্কাল্পিং করেন তাহলে ১৫মিনিট এবং ৩০ মিনিট ব্যব-হার করতে পারেন। ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় ।

Mas26
2022-12-16, 10:19 PM
নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।

Luckyboy
2023-07-28, 06:05 PM
সব থেকে উপকারী টাইম চার্ট হল ৩০ মিনিট আর এক ঘন্টার এই দুইটা চার্ট দিয়ে যদি আপনি করেন তবে সব থেকে বেশি উপকারিত হবেন কারণ এই দুইটা মধ্যবর্তী একটা অংশে অবস্থান করার জন্য এইখানে আপনি সর্বনিম্ন ৫০ পিপসের একটি ট্রেড অবশ্যই পাবেন সর্বনিম্ন ৩০ টিপস যা থেকে একটি ভাল রোজগার সম্ভব।

IFXmehedi
2023-07-28, 06:41 PM
ফরেক্স ট্রেডিং দিনে দিনে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে । ফরেক্স মার্কেট ট্রেডিং করার সময় আমাদের বিভিন্ন ধরনের ট্রাইম ফ্রেম ইউজ করতে হয় । টাইম ফ্রেম আসলে ভিন্ন ভিন্ন ভাবে দেয়া যায় কারণ সবার ট্রেডিং কৌশল এক নয় । কেউ শর্ট টার্ম ট্রেডিং কৌশল অনুসরণ করে আবার কেউ লং টার্ম ট্রেডিং স্টেটিজি অনুসরণ করে । আপনি শর্ট টার্ম ট্রেডিং কৌশল ফলো করলে ৩০ মিনিট বা এক ঘন্টা এ টাইম ফ্রেম ইউজ করতে পারেন আবার যদি লং টার্ম ট্রেডিং স্টেটিজি ফলো করেন তাহলে চার ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন ।

Mas26
2023-07-28, 08:11 PM
আমি আমার অনেক দিনের ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে মনে করি ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।

sss21
2023-08-10, 02:51 PM
আমি মনে করি নতুনদের জন্য ৪ ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভাল হবে কারণ এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান অর্জন করা সম্ভব হবে। বিশেষ ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস এর মত অনেক গুরুত্ব ইন্ডিকেটরগুলো বিশেষভাবে লক্ষ্য করে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করা যায়।