PDA

View Full Version : কপি ট্রেড



abdulkuddus80
2020-10-28, 12:04 AM
আজককে কপি ট্রেডের উপর কিচু কথা বলবো, ফরেক্স এ ফ্রফিট করার জন্য কয়েকটি ওয়ে আছে, যার মধ্যে কপি ট্রেড একটি ওয়ে,আপনি চাইলে ভালো, দক্ষ, রিক্স রেশিও কম, ৮০%/৯৫% ফ্রফিট এমন কাউকে কপি করতে পারেন,একটা জিনিস বলা বাহুল্য যে ভিবিন্ন ট্রেডারগন তাদের কে কপি করার জন্য কয়েকটি শর্ত দিয়ে থাকেন,যেমন দরুনঃ ১০০$এর কম ডলার দিয়ে এখানে কপি করতে পারবেন্না,অথবা শতকরা ৩০%ফ্রফিট আপনার,এই ধরনের অনেকগুলো শর্ত থাকতে পারে,সো বিস্তারিত পড়ে তার পর কপি করুন।
আশা করি ভালো ফ্রফিট হবে।

habibi
2020-11-03, 01:17 PM
অনেকে জানেনা ফরেক্স কপি বিষয়টা কি। ফরেক্স কপি হল এমন একটি পদ্ধতি যেখানে অনভিজ্ঞ ট্রেডাররা অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড কপি করতে পারে। ফরেক্স কপি সিস্টেমে দুই পক্ষ রয়েছে একজন Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) এবং Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার)। তবে অভিজ্ঞ ট্রেডাররা ট্রেড কপি করার জন্য কিছু কমিশন ধার্য করে থাকে। যদি আপনি অন্য কারো ট্রেড করি করতে চান তাহলে সেক্ষত্রে আপনাকে Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) হিসার রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি অন্য আপনার ট্রেড কপি করার অনুমতি দিতে দান সেক্ষেত্রে Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার) হিসাবে রেজিস্ট্রেশন করুন। আপনি যদি ইন্সটাফরেক্সের গ্রাহক হন তাহলে ট্রেড কপি করার জন্য প্রথমে আপনাকে ফরেক্স কপি ক্লাইন্ট কেবিনেটে লগইন করতে হবে। তারপর Monitoring অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত Forexcopy Trader এর প্রফোইল ওপেন করতে হবে। এর পর আপনি কোন পেয়ারের ট্রেড কপি করতে চান তা Subscription parameters থেকে Choose instruments to copy: এখানে নির্দিষ্ট করে দিতে হবে। তারপর Copying ratio: থেকে আপনি যার ট্রেড Copy করেবন সে যদি উক্ত পেয়ারে 1 লটে ট্রেড ওপেন করে তাহলে সেক্ষেত্রে আপনি কত লটে উক্ত ট্রেডটি Copy করবে তার নির্দিষ্ট করে দিতে হবে এই অপশনটিতে। যেমন ধরুন CopyTrader EUR/USD পেয়ারে ১ লটে ট্রেড ওপেন করল এখন উক্ত ট্রেডটি আপনি চাইলে ০.১ লটে ওপেন করতে পারবেন। সবশেষে Subscribe বাটনে ক্লিক করতে হবে। বাস হয়ে গেল ট্রেড কপি করা। যখন Forexcopy Trader এই পেয়ারে ট্রেড ওপেন করবে সেই সাথে আপনার জন্যও একটি ট্রেড ওপেন হয়ে যাবে।

Maaz
2020-11-08, 07:51 PM
ফরেক্স মার্কেটে ১০০% লাভ কেউ ই আনতে পারবে না । যত বড় মাপের ট্রেডার ই হোক না কেন মার্কেট দেখে সে ১০০% নিশ্চয়তা দিতে পারবে না । যদি পারে তাহলে সে আসলে ট্রেডার ই না । ফরেক্স এ লস যাবেই । আর লস মেনে নিয়ে ন্তুন ভাবে এনালাইসিস করে ট্রেড করাই হল বুদ্ধিমানের কাজ ।