Log in

View Full Version : আপনার বাজে ট্রেড কিভাবে আপনাকে ভালো ট্রেডার হতে সহায়তা করবে?



786.ariful.islam.bd
2020-10-28, 05:26 PM
জীবনে আমরা সাধারণত পুনরাবৃত্তিমূলক আচরণ বেশী করি। যেমন, ঘুম থেকে ওঠার পরে আমরা আমাদের মুখ ধুয়ে ফেলি (অন্তত আমি আশা করি আপনি করেন!), আমরা দুপুরের খাবার খাই, খাবার পরে আমরা হাত ধুয়ে নিই, এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই। আমরা প্রতিদিনের এই রুটিনগুলি পালন করি কারণ এগুলো আমাদের দিন সুন্দরভাবে কাটাতে সহায়তা করে। এবং আমরা ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও এমন কিছু অভ্যাসের মধ্যে দিয়ে যাই, সময়ের সাথে সাথে, আমরা সবকিছুর জন্যই একটা রুটিন বানিয়ে ফেলি। উদাহরণস্বরূপ, অনেক সময় আমরা আমাদের মা-বাবার সাথে মিথ্যা কথা বলি। যদিও আমরা কোন ভুল কাজ করিনি। তারপরেও বলি যাতে লম্বা সময় তাদের সাথে ঐ বিষয় নিয়ে কথা না বলা লাগে।

md mehedi hasan
2020-12-18, 08:07 AM
বাজে ট্রেড কখনো ফরেক্স মার্কেটে আপনাকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে না।বরং সামনের দিকে এগিয়ে যেতে বাধা প্রদান করে।আপনি যদি আজেবাজে ট্রেড করেন তাহলে লস হবে এবং আপনার একাউন্ট শূন্য হবে।আপনি মানুষিক ভাবে ভেঙে পড়বেন।তবে আপনি একটি ট্রড রেকর্ড রাখতে পারেন।এক মাসে যত ট্রেড করবেন তা লিপিবদ্ধ করবেন।একমাস পর তা আপনি দেখবেন কোথায় কোথায় ভুল করেছেন।ভবিষ্যতে এই ভুল গুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।

EmonFX
2020-12-18, 09:02 AM
আমাদের বাজে ট্রেড বা ভূল ট্রেড ভালো ট্রেডার হতে সহায়তা করতে পারে যদি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে পারি*। কিন্তু আমারা অনেকেই নিজের ভুলগুলো বা লসের কারন গুলো খুঁজে বের করিনা বিধায় লসের বৃত্ত থেকে বের হতে পারিনা। ফরেক্স যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান তাই এখানে ভালো ও বাজে দু'ধরনের অভিজ্ঞতাই থাকবে। তাই বলে হতাশ হওয়া যাবে না। প্রথমে আপনাকে কিছু লস করতে হতে পারে, তাই বলে থেমে গেলে চলবে না, হতাশ হলে চলবে না। আপনাকে দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাড়াতে হবে। আপনাকে আস্থা রাখতে হবে নিজের উপর এবং বিশ্বাস রাখতে হবে যে অন্ধকারের পরে আলো আসবেই। তার জন্য আপনাকে একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। যারা লাভ করে তারা কোন দিনই ফরেক্স ছাড়বে না এটাই স্বাভাবিক। তারাও শুরুতেই লাভ করতে পারেনি।

আজকের সফল ট্রেডাররা লস করে করে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের ভূল সুধরে নিজেকে আবার নতুন করে তৈরি করেছেন। এর পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও হেরে যাবার আগে হেরে না যাবার মানসিকতা। মনে রাখবেন আপনি যখন প্রথম হাটা শিখছেন তখন হাজার বার পড়ে যাবার পরেও আবার উঠে দাড়িয়েছেন, আবার হাটতে চেষ্টা করেছেন। এভাবে করে করেই আজ আপনি সুন্দর করে হাটতে পারেন। আজ আপনি কারো সাহায্য ছাড়াই বিশ্ব ভ্রমনের জন্য প্রস্তত। তাই বলা যায় ব্যর্থতাকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

KF84
2020-12-24, 04:22 PM
জীবনে আমরা সাধারণত পুনরাবৃত্তিমূলক আচরণ বেশী করি। যেমন, ঘুম থেকে ওঠার পরে আমরা আমাদের মুখ ধুয়ে ফেলি (অন্তত আমি আশা করি আপনি করেন!), আমরা দুপুরের খাবার খাই, খাবার পরে আমরা হাত ধুয়ে নিই, এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই। আমরা প্রতিদিনের এই রুটিনগুলি পালন করি কারণ এগুলো আমাদের দিন সুন্দরভাবে কাটাতে সহায়তা করে। এবং আমরা ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও এমন কিছু অভ্যাসের মধ্যে দিয়ে যাই, সময়ের সাথে সাথে, আমরা সবকিছুর জন্যই একটা রুটিন বানিয়ে ফেলি। উদাহরণস্বরূপ, অনেক সময় আমরা আমাদের মা-বাবার সাথে মিথ্যা কথা বলি। যদিও আমরা কোন ভুল কাজ করিনি। তারপরেও বলি যাতে লম্বা সময় তাদের সাথে ঐ বিষয় নিয়ে কথা না বলা লাগে।
কথায় আছে মানুষ অভ্যাসের দাস । একজন ট্রেডার ফরেক্স ব্যবসাটি করার সময় যদি ভাল অভ্যাস গড়ে তুলেন তাহলে তা তার বাস্তব জীবনেও ভাল প্রভাব ফেলবে । আর যদি নিয়মতান্ত্রিক ভাবে ট্রেড না করে ফরেক্স ব্যবসা পরিচালনা করেন যেমন যদি বেশি লোভ করেন তাহলে এই ব্যবসার পাশাপাশি জীবনের অন্যান্য পেশাতেও সে লোভের বশে পড়ে বড় ভুল করে বসবে । তাই আমি মনে করি যে ফরেক্স এ সফলতা পেতে হলে একজন ট্রেডারকে নিয়ম মেনে চলতে হবে ।

Smd
2020-12-24, 04:45 PM
আপনার করা একটি ভূল ট্রেড আপনাকে নিস্ব করে দিতে পারে। ফরেক্স মার্কেট 5 দিনে 24 ঘন্টা খোলা থাকে আর এর ভিতর কত পিপস মে উঠানামা করে তার সঠিক পরিসংখ্যান দেয়া সম্ভব নয়। সকল ট্রেডার চাই মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে । তাই উচিত হবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এমন পয়েন্টে ট্রেড না করা যেখানে মার্কেট দদুল্যমান অবস্থায় আছে । প্রয়োজনে সপ্তাহে নির্দিষ্ট কিছু ট্রেড ওপেন করা যেতে পারে।