View Full Version : ছবিযুক্ত পোষ্ট কিভাবে দিতে হয় ?
ইদানিং সচরাচর ফরেক্স ফোরামে পাঠক গনকে আকৃষ্ট করার জন্য বেশ কিছু ছবি বা চার্ট দিয়ে পোস্ট করা হচ্ছে। আমি জানতে চাচ্ছি এই সকল পোষ্ট কিভাবে দিতে হয় বা কোন ফাংশনাল ব্যবহার করতে হয়। ধন্যবাদ।
ABDUSSALAM2020
2020-10-28, 11:23 PM
ছবিযুক্ত পোষ্ট কিভাবে দিতে হয় ?
ইদানিং সচরাচর ফরেক্স ফোরামে পাঠক গনকে আকৃষ্ট করার জন্য বেশ কিছু ছবি বা চার্ট দিয়ে পোস্ট করা হচ্ছে। আমি জানতে চাচ্ছি এই সকল পোষ্ট কিভাবে দিতে হয় বা কোন ফাংশনাল ব্যবহার করতে হয়। ধন্যবাদ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
habibi
2020-10-29, 11:08 AM
কোন পোস্টে ছবি যুক্ত করার জন্য আপনাকে Editor Bar থেকে Insert Image এ ক্লিক করতে হবে। এখানে একটি popup উইন্ডো আসবে সেখানে আপনি ২ ভাবে ইমেজ আপলোড করতে পারবেন। আপনি যদি আপনার ডেক্সটপ থেকে আপলোড করতে চান তাহলে From Computer ট্যাব থেকে ছবি আপলোড করতে পারবেন। আর যদি আপনি কোন ওয়েবসাইড থেকে ছবি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই ইমেজ এর লিংক কপি করে From URL ট্যাবে গিয়ে সেই কপি করা ইমেজ এর লিংক পেস্ট করে OK করলে ইমেজটি আপলোড হয়ে যাবে। আর হ্যাঁ মনে রাখবেন আপনার ইমেজটি ১এমবি এর বেশী হতে পারবে না। যদি এর বেশী হয় তাহলে ইমেজ আপলোড নিবে না। তাই ইমেজ আপলোড করার আগে দেখে নিন আপনার ইমেজটি ১এমবি এর কম কিনা। ছাড়াও ফরামে স্ক্রীনসট কিভাবে নিতে হয় আপলোড করতে হয় তা নিয়ে একটি পোস্ট আছে। এটি অনুসরণ করলে আপনি বিভিন্ন চার্ট বা আপনার আনাল্যসিস এর স্ক্রীনশর্ট নিতে পাবেন। এই পোস্টটি দেখুন- https://forex-bangla.com/showthread.php?19416
আর নীচের এই স্ক্রীনশটটি দেখে আপনি ইমেজ আপলোড করতে পারবেন
12704
এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ যারা এখনো এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের জন্য এটি মাইলফলক। কারন ফোরামের অর্থবহ মতামতের সাথে চিত্র দিলে পাঠকদের বোঝার জন্য সুবিধাজনক হবে। আর আমার মতে 10 টি পোস্ট করার চেয়ে 1 টি করা ভালো।
Md.shohag
2020-10-30, 12:04 PM
এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ যারা এখনো এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের জন্য এটি মাইলফলক। কারন ফোরামের অর্থবহ মতামতের সাথে চিত্র দিলে পাঠকদের বোঝার জন্য সুবিধাজনক হবে। আর আমার মতে 10 টি পোস্ট করার চেয়ে 1 টি করা ভালো।
Banimallickfx
2021-02-03, 07:40 AM
ফোরামে ছবিযুক্ত পোস্ট করতে হলে প্রথমে আপনাকে ইনসার্ট ইমেজ (insart image) অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট ইমেজ অপশনে ক্লিক করতে হলে নিচের ছবি অনুসরণ করুন। নিচের ছবিতে মার্ক করা অপশনই হল ইনসার্ট ইমেজ অপশন।
13603
ইনসার্ট ইমেজ অপশনে ক্লিক করলে নিচের ছবির এর মত একটি বক্স আসবে।
13604
এরপর আপনি কোন ফাইলটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করুন ।তারপর আপলোড অপশনে ক্লিক করুন। খেয়াল রাখতে হবে আপনার ছবিটি এ যেন এক মেগাবাইটের কম হয়। ছবির ফরমেট হতে হবে jpg,jpeg,png,gif । অন্য ফরম্যটে হলে এবং ছবি স্টোরেজ 1 মেগাবাইট এর বেশি হলে ছবি আপলোড করা যাবেনা।
Starship
2021-02-12, 11:02 PM
ফরেক্সে জার্নাল আপডেট করার সময় বা বিভিন্ন ধরনের পোস্ট সম্পর্ক সৌন্দর্য করার জন্য বা বোঝার সুবিধার্থে অনেকে ছবি ব্যবহার করে থাকেন। একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস যা আপনাকে জানতে হবে না জানলেই নয়। এখন প্রশ্ন হলো আপনি মোবাইলের মাধ্যমে ছবি এটাস্ট করবেন নাকি ডেস্কটপের মাধ্যমে? এ বিষয়ে জানতে হবে।
13668
পোস্ট করার জন্য পোস্ট বাক্সের উপরে দেখেন এরকম ছবি যুক্ত একটা টুলস রয়েছে। সেখানে গিয়ে টাচ করতে হবে।
13666
এর পরবর্তী ধাপ হলো - যদি আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে পায়েল দাস করতে চান সে ক্ষেত্রে সেখানে সিলেক্ট করবেন। আর যদি কোন ওয়েবসাইটের লিংক থেকে নিতে চান সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন।
13667
অবশেষে সিলেট করে আপলোড করলে ফাইল এটাস্ট হয়ে যাবে। যা আপনার পোস্টে স্পষ্ট ভাবে দেখতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.