PDA

View Full Version : পিভট , সাপোর্ট ও রেজিস্টেন্স



maziz6989
2015-07-28, 11:04 AM
আমরা যারা নতুন তাদের পক্ষে অনেক সময় সাপোর্ট ও রেজিস্টেন্স নির্নয় করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তাদের জন্য আমি শুধু মাত্র ইউরোইউএডি পেয়ারের ডেইলি পিভট সাপোর্ট রেজিসটেন্স দিলাম। চেষ্টা করব আগামী কাল থেকে সব মেজর পেয়ার আর কয়েকটা ক্রস পেয়ারের সাপোর্ট ও রেজিস্টেন্স দেব।
eu p- ১.১০৬১, r1- ১.১১৫৪ r2- ১.১১২২ r3 – ১.১৩১৪ s1- ১.০৯৯৩ s2- ১.০৯০০ ,s3- ১.০৮৩৩

swadip chakma
2015-09-12, 09:06 AM
আমার যতটুকু ধারনা পিপ্স এর সাপোট এবং রেজিস্টেন্স বুজা আমাদের মত নিউ ট্রেডারদের একটু কতিন।তবে যখন আমরা বেশি বেশি প্রাক্টিচ করা শুরু করি বা এনালাইসিস করি তখন আর বুজতে তেমন কোন অসুবিধা হয় না।যদি মার্কেট এর সাপোট এবং রেজিস্টেন্স বুজা যায় তাহলে ভাল ফল পাওয়া যায়।

Marufa
2015-09-12, 09:50 AM
সাপোর্ট এবং রেসিসটেন্স সঠিকভাবে ণির্ণয় করাটা অনেক জরুরি । আপনার এই উদ্যোগ কে নিয়মিত করার জন্য অনুরোধ করছি । এতে অনেক নতুন ট্রেডারদের উপকার হবে । তবে সাথে সাথে কিভাবে সাপোর্ট রেসিসটেন্স বের করতে হয় সে ব্যপারে গাইডলাইন দিবেন আশাকরি ।

Momen
2015-09-23, 10:26 AM
সাপোর্ট ও রেজিস্ট্যান্স অনেক গুরুত্বপূর্ণ দুইটি বিষয়। টেকনিক্যাল এনালাইসিসের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে।

motiar
2016-07-17, 10:44 PM
সাপোরট রেসিসটেন্স নিরধারনে সমস্যা হবারি কথা যারা নতুন তাদের জন্ন । তাদের উচিত পি বোট লাইন জরুরীভাবে শিখে নেওয়া উচিত । তা হলে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি ।

Sahed
2016-07-23, 09:51 AM
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিস্টেন্ট বের করে ট্রেড করাটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি । এর ফলে আপনি সহজেই মার্কেটের গতিবেগ নির্নয় করতে পারবেন । আপনার এই উদ্যোগকে আমি সাগত জানাই । আশা করি ভবিষ্যতেও এই ধরনের সহায়তা করে আমাদের মত নতুন ট্রেডারদের মার্কেটে ঠিকে থাকার জন্য সাহায্য করবেন ।