PDA

View Full Version : আমরা এই ফোরামটি বাংলার সাথে ইংলিশ ও চাই?



Reaz Uddin
2015-07-28, 09:11 PM
যেহেতু ইংলিশ একটি আন্ত্রজাতিক ভাষা তাই আমরা এই ফোরামটি বাংলার সাথে ইংলিশ ও চাই? আপনারা কি আমার সাথে এক মত?
সাবার মতামত ও ভোট আশা করছি।

maziz6989
2015-07-28, 10:31 PM
কেন ভাই, গুগলে কি ইংলিশ সাইটের অভাব পড়ে্ছে? আর নিজের মায়ের ভাষার চেয়ে কি আপনি বিদেশি ভাষায় ভাল বুঝবেন। আমার মত আরো অনেক সাধারণ ছেলেদের কথা মাথায় রেখে এই সাইটটি লঞ্চ করা হয়েছে আপনার মত ইংলিশ মিডিয়ামদের জন্য নয়। বুঝেছেন।

AbuRaihan
2015-07-28, 11:26 PM
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার সাথে আমি একমত পোষণ করতে পারছি না ৤ যদিও আপনি হয়তবা চাচ্ছেন যে বাংলার পাশাপাশি যদি ইংলিশ হয় তবে সেটা আপনার জন্য সুবিধা হয় এবং একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে এটির অধিক চর্চা করা যায় ৤ কিন্ত আপনার মনে রাখা উচিত যে এখানে যারা সম্মানিত সদস্যগণ আছেন তারা সবাই কিন্ত ইংরেজীতে পারদর্শী নয় ৤ এমনকি আমিও ৤ তাই আমাদের মত ইংরেজী না জানাদের কথা বিবেচনা করে এই ধরনের আবেদন করবেন না ৤

mamun93
2015-07-29, 01:04 AM
আপনি হয়তো ফোরামে নতুন তাই এমন প্রশ্ন করেছেন কারন ইংলিশ ল্যাংগুয়েজে ফরেক্সের ফোরাম রয়েছে যেমন এম.টি ৫ইত্যাদি। আর প্রতিটি দেশেই ফরেক্সের ফোরাম সাইড রয়েছে আর ঐ সকল ফোরাম সাইড ঐ সকল দেশের ল্যাংগুয়েজ দ্বারা পরিচালিত হয় যার ফল স্বরুপ আমাদের দেশে রয়েছে ফরেক্সের বাংলা সাইড।

arpon2015
2015-07-29, 03:07 AM
আমি আপনার সাথে একমত নই। আমরা বাঙ্গালি, আমাদের মাতৃভাষা বাংলা তাই বাংলা ভাষা আমাদের কাছে সহজবোধ্য বাংলায় আমরা সহজে মনের ভাব ব্যক্ত করতে পারি। ফরেক্স ফোরামের মাধ্যমে আমরা একে অপরের সাহায্য করি তাই বাংলাই যথেষ্ট ইংলিসের প্রয়োজন নেই।

sumonyahoo24
2015-07-29, 02:47 PM
আপনি হয়তবা চাচ্ছেন যে বাংলার পাশাপাশি যদি ইংলিশ হয় তবে সেটা আপনার জন্য সুবিধা হয় এবং একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে এটির অধিক চর্চা করা যায় । কিন্ত আপনার মনে রাখা উচিত যে এখানে যারা সম্মানিত সদস্যগণ আছেন তারা সবাই কিন্ত ইংরেজীতে পারদর্শী নয়। তাই জেতা সে সেটাই হয়ত ভল আসে।

Marufa
2015-12-23, 06:45 PM
এই ফোরাম টি বাংলায় আছে বাংলাই থাকা ভাল । ইংরেজীতে আরও বড় বড় অনেক ফোরাম রয়েছে । আপনার যদি ইংরেজী ফোরাম দরকার হয় সেখান থেকে হেল্প নিতে পারেন । এটি বাংলাদেশী ফরেক্স ট্রেডারদের জন্য অনেক বড় একটি প্লাটফর্ম ।

basaki
2015-12-23, 06:50 PM
বাংলা ফরেক্স ফোরামে যে কেউ তার মতা মত প্রকাশ করতে পারে। আপনি আপনার ইচ্ছার প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ যদি আপনার ইচ্ছেটা পূরন করে তাহলে ফরেক্স ফোরামে বাংলার পাশা পাশি ইংরেজিও দিতে পারে।

Selim BU
2015-12-23, 07:02 PM
আমি আপনার প্রস্তাবের সাথে দ্বিমত পোষন করছি। হ্যা ইংরেজী আন্তর্জাতিক ভাষা। কিন্তু বাংলা ফোরামের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা হলো এখানে যে সকল পোস্ত থাকবে তা হবে বাংলা। এটি হবে বাংলা ভাষায় ফরেক্সের জন্য একটি সমৃদ্ধ ফোরাম। ইংরেজী ভাষার জন্য ইংরেজি ফোরাম রয়েছে। আসলে যেটার উদ্দেশ্য যা সেটাতেই স্থির থাকা উচিত। আমি আপনার প্রস্তাবের সাথে একমত নই।

sharifulbaf
2015-12-23, 07:10 PM
আমরা বাংলাদেশি তাই আমরা বাংলাই কথা বলি এবং বাংলা লেখি,বাংলাদেশ ফরেক্স ফোরামে বাংলা ছাড়া অন্য কোন ভাষায় লিখা যাবে না, যদি কেউ অন্য ভাষা কিংবা ইংরেজিতে লিখতে চায় তাহলে তাকে বোনাস দেওয়া হবে না,ইংরজির জন্য এমটি৫ ফোরাম আছে।

Vision
2016-02-28, 08:42 PM
আসলে আমি মনে করি যে ফরেক্স বাংলা ফোরামে কোন ধরনের ইংরেজীর প্রয়োজন নেই । কেননা এটা হল ইন্সটাব্রোকার এর একটা ফোরাম । আর তাদের ইংরেজী এমটি-5 ফোরামও আছে আপনি চাইলে সে ফোরামে ইংরেজী চর্চা করতে পারেন । তবে ইন্সটা ব্রোকার এর অধীনে ফরেক্স বাংলা ফোরামের মত পৃথিবীর বিভিন্ন ভাষায় তাদের অনেক ব্রোকার রয়েছে । আর এই সব ব্রোকার সম্পূর্ণ তাদের নিজস্ব দেশের ভাষায় পরিচালিত হয় । আর বাংলাভাষাভাষিদের জন্য ফরেক্স বাংলা ফোরাম অনেক গুরুত্বপূূর্ণ একটা প্লাটফ্রম ।

raju0000
2016-03-03, 11:33 PM
আইডিয়া খারাপ না.ইংলিশ আন্তর্জাতিক ভাষা হবার ফলে ট্রেডিং সম্পর্কে আমাদের পর্যালোচনা সবাই বুঝতে পারবে.এবং তারাও ইংলিশ হবার ফলে তাদের মন্তব্য ও করতে পারবে.এতে আমরা আমাদের দেশের পাশাপাশি বাইরের দেশের ত্রাদের দের কাছ থেকেও সহায়তা পেতে পারব.কিন্তু বাংলা জিনিসটাও ভালই লাগে যা আমাদের কে সবার থেকে আলাদা করে.

Fxaziz
2016-03-05, 08:41 PM
ভাই ফোরাম আমাদের কে আর কত প্রকার সুযোগ দেবে।যখন ইংলিশ ফোরাম ছিল তখন আমাদের কিছু খারাফ মানুষ আছে তারা ফোরাম এ বাংলিশ লিখত।এখন যখন আমাদের কে বাংলা লিখার সুযোগ দিয়েছে তখন আমরা আবার ইংলিশ চাচ্ছি কোন মুখে।আরে ভাই আপনি আপনার মাতৃভাষাই লিখতে পারছেন তাও আবার আন্তর্জাতিক মার্কেট এ।এতেতো আপনার গর্ব হওয়ার কথা।আপনার যদি একান্ত ইংলিশ লিখার ইচ্ছা থাকে তাহলে আপনি ইংলিশ ফোরাম এ যোগ দিচ্ছে না কেন।

MotinFX
2016-03-05, 08:59 PM
আমি আপনার সাথে একমত হতে পারলাম না কারন ফরেক্স মার্কেটে বাংলা ফোরামে কাজ করতে পারছি এটাই আমার কাছে অনেক আনন্দের বিষয়। আপনি ইংরেজি ফোরামে কাজ করতে হলে আরো কিছু ব্রোকার আপনাকে সেগুলোতে ইংরেজি লেখা যায়। বাংলা ফোরাম কতৃপক্ষকে ফনেক ধন্যবাদ।

tarek
2016-03-05, 09:22 PM
আমি এই ফোরামে নতুন এসেছি। আর আমার জন্য সব চেয়ে উপকার হয়েছে ফোরামটি বাংলায় থাকার কারনে। আর আমার মত অনেকেই আছে যারা ইংরেজি কম বুঝে। এ জন্য বলব এই ফোরাম টি বাংলায় আছে বাংলাই থাকুক। ইংরেজীতে আরও অনেক বড় বড় ফোরাম রয়েছে । আপনার যদি ইংরেজী ফোরাম দরকার হয় সেখান থেকে সাহায্য নিতে পারেন।এটি বাংলাদেশী ফরেক্স ট্রেডারদের জন্য অনেক বড় একটি প্লাটফর্ম বলে আমি মনে করি। ধন্যবাদ।

basaki
2016-05-29, 10:24 PM
কেন ভাই আপনি কি বাংলার ছেয়ে এংরেজিতে বেশি পারধর্শি না কি। বাংলা মানুষ হয়ে আপনি যদি বাংলা লিখতে পারেন তবে তো আমি মনে করি সেটাই বেশি ভাল হবে। তাই আমি মনে করি বাংলাটা খুব ভাল হবে আর আমি বাংলায় পোস্ট করতে খুব ভালবাশি আর তাই করছি।

Moon
2016-05-29, 10:59 PM
আসলে আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি । কেননা আপনি লক্ষ্য করলে হয়ত দেখবেন যে অসংখ্য ইংরেজী ফোরাম আছে যার মাধ্যমে যারা ইংরেজীতে অভ্যস্ত তাদের জন্য অনেক উপকারী । কিন্ত এই ফরেক্স বাংলা ফোরাম বাংলাভাষাভষিদের জন্য একমাত্র প্লাটফ্রম যেখানে মাতৃভাষায় সহজ সরলভাবে নিজের নিত্যনৈমিত্তিক সমস্য সমাধান ও জ্ঞান আহরণ করতে পারি ।

DIPANKARSINGH1992
2016-05-29, 11:07 PM
বাংলার পাশাপাশি ইংরাজি থাকলে ভাল হত কিন্ত এখানে সবাই যে বাংলার পাশাপাশি ইংরাজিতে দক্ষ তা কিন্ত নয় । এটি বাংলা ফরম তেমনি ইংরেজি ফরম ও আছে তাই আমি বলব আপনার ইংরাজিতে দক্ষ হলে ইংরাজি ফরমে যোগ দিন।

amin rabby
2016-05-29, 11:56 PM
ফরেক্স বাংলা ফোরামের লক্ষ হল সবাইকে ফরেক্স শিখতে সাহায্য করা। আমরা বাংলা ভাষাভাষী, তাই বাংলায় সব কিছু বুঝতে সুবিধা হয়। ফোরামে ইংলিশ লেখা হলে অনেকের বুঝতে অসুবিধা হবে। আপনার যদি একান্তই ইংলিশ প্রয়োজন হয় তাহলে ফরেক্স বিষয়ে জানতে babypips এ যেতে পারেন।

uzzal05
2016-05-30, 09:11 AM
আরে ভাই এতদিন বাংলা ছিল না। আগে তো ইংলিশ ছিল। সবাই কি ইংলিশ ভালো বুঝে যে অন্যকে ইংলিশে লিখে বুঝাবে। আপনার কথা কোন ভ্যলু খুজে পাছি না। আর তাছারা ফোরাম সাইটের অভাব নাই আর আপনি বাংল্কা সাইটে ইংলিসশ করতে বলছেন ।

Mrs.SaoudiaIslam111989
2016-05-31, 12:10 AM
আমার কাছে মনে হয় এই ফোরমটি বাংলাতেই থাকা উচিত কারন ইংলিশে কাজ করার জন্য এম.টি ৫ ফোরাম সাইট রয়েছে ফলে পৃথকভাবে এখানে ইংলিশ ব্যাবহার করে ট্রেড করার ব্যাবস্থা চালু করার কোন প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আর আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা সেহেতু আমি মনে কনি পুরোপুরি বাংলাতেই এই সাইটি থাকা দরকার ।

KAMIRUN NESA
2016-06-01, 06:50 PM
আমি আপনার সাথে একদমই একমত হতে পারছি না। আমাদের বাঙ্গালিদের জন্যই ফরেক্সএর এই বাংলা সাইডটি তৈরি করা হয়েছে, শুধু আমাদের বাঙ্গালিদের সুবিধার জন্য। আর সেখানে আমরা এই সুবিধা বাদ দিয়ে ইংলিশ নিয়ে কেন কাজ করবো? ইংলিশ তো আমাদের ভাষা নয় তবুও আমাদের সারাদিন এই ইংলিশ দিয়েই বেশির ভাগ কাজ করতে হয়। আর এই একটা কাজ যেখানে আমরা বাংলায় কাজ করার সুযোগ পাচ্ছি, আর এই সুযোগ আমরা এত সহজে নিশ্চয়ই হাত ছাড়া করতে পারব না। তাই দুঃখিত। :(

Tazul Islam
2016-06-01, 06:57 PM
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার সাথে আমি একমত পোষণ করতে পারছি না কারন - আমি ইংরেজি তে মনের মতো করে লিখে বোঝাতে বা বুজতে পারি না। আপনি যদি ইংরেজিতে পাকা হন বাংলা লিখতে না পারেন তাহলে ইনস্টাফরেক্স এ ইংরেজি ফোরাম আছে আপনি সেখানে দেখতে পারেন । বাংলাদেশ বাংলা ভাষা বাংলা ফোরাম ।

maziz6989
2016-06-01, 06:57 PM
যেহেতু ইংলিশ একটি আন্ত্রজাতিক ভাষা তাই আমরা এই ফোরামটি বাংলার সাথে ইংলিশ ও চাই? আপনারা কি আমার সাথে এক মত?
সাবার মতামত ও ভোট আশা করছি।

কেন রে ভাই, বাংলা পড়ে বুঝতে কি আপনার খুবই কষ্ট হয়? যদি তাই হয় তবে আমি মনে করি আপনার জন্য এই ফোরাম ছেড়ে গুগলের স্বরাণাপন্ন হোন। কেননা এটা আমার মত অশিক্ষিত বাঙ্গালির জন্য যারা ইংরেজি পড়ে তার পাঠোদ্ধার করতে অক্ষম। অযথা কেন প্যাচ লাগাতে আসেন বুঝি না।

RUBEL MIAH
2016-06-02, 10:34 PM
আমরা বাংলা ফোরামের সাথে যদি ইংলিশ ফোরাম করি তাহলে অবশ্যই আমরা অারো উন্নতি করতাম । আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে অবশ্যই ফোরাম থেকে উন্নতি আশা করতে পারি । সুতরাং আপনারা বাংলা ফোরামের সাথে অব্যশই ইংলিশ ফোরাম তৈরি করবেন ।

dwipFX
2016-06-05, 01:05 PM
আমাদের চাওয়ার কোন সেষ নেই কারন আমরা একটা করে শেষ না করতে আরেকটা চেয়ে বসি। আমি আপনার সাথে একমত হতে পারলাম না কারন আমার কাছে বাংলা অনেক ভাল লাগে। আজ আমাদের মত অনেক বেকার ছেলে ফরেক্স মার্কেটে কাজ করতে পারছে বাংলা ফোরাম থাকার কারনে।

mahmudbaf
2016-06-05, 02:38 PM
বাংলার পাশাপাশি ইংরেজি চর্চা করা ভালো। কিন্তু বাংলা ভাষা আমাদের প্রানের ভাষা তাই এই ভাষায় মনের ভাব প্রকাশ করার মজাই অালাদা। বাংলা ফরেক্স ফোরাম এমনই একটি মাধ্যম। তাছাড়া ইংরেজি ট্রেডিং এর জন্যও রয়েছে। বাংলায় চর্চা করুন দেখবেন অাপনার বাংলা টাইপিং দ্রুততর হবে।

basaki
2016-06-05, 08:03 PM
হা যেহেতু ফরেক্স মার্কেটে ট্রেড করতে আপনি বা সবার ইংরেজিতে করতে হয় তাই আমি মনে করি ইংরেজি শিখার অনেক ধরকার বলে মনে করি তাই বাংলার পাশা পাশি ইংরেজি শিখা খুব দরকার মনে করি। বাংলা আমাদের মায়ের ভাষা হিসাবে এটাতে কাজ করতে আমাদের ভাল লাগে।

MD ALAMIN ARIF
2016-06-13, 02:54 AM
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার সাথে আমি একমত পোষণ করতে পারছি না যদিও আপনি হয়তবা চাচ্ছেন যে বাংলার পাশাপাশি যদি ইংলিশ হয় তবে সেটা আপনার জন্য সুবিধা হয় এবং একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে এটির অধিক চর্চা করা যায়।

জ্যাক কয়েন
2016-06-13, 03:43 AM
ইংলিশে লিখতে চাইলে ফরেক্সের আরও অনেক ইংলিশ ফোরাম আছে সেখানে চেষ্টা করতে পারেন। ফরেক্স যেন বুঝতে এবং বুঝাতে সুবিধা হয় এই লক্ষ্যে ফরেক্স বাংলা ফোরাম চালু করা হয়েছে। এখানে ইংলিশে লিখলে অনেকেরই বুঝতে অসুবিধা হবে। তাই আপনার সাথে একমত পোষন করতে পারলাম না।

monorom
2016-06-13, 10:29 AM
আপনি যে টা চাচ্ছেন বাংলার পাশাপাশি ইংলিশ এটা আপনি ইংলিশ ফোরাম এ পাবেন । আপনার যদি ইংলিশ ভালো লাগে তাহলে আপনি ইন্সটা ফরেক্স এর ইংলিশ ফোরাম এ অ্যাকাউন্ট খুলে ইংলিশ এ ফোরাম পোস্টিং করতে পারেন । তবে আমি আমার নিজের ভাষায় ফোরাম পোস্টিং করতে পেরে গর্বিত ।

motiar
2016-06-13, 01:24 PM
আমি আপনার সাথে একমত কেননা ফরেক্স একটি আন্রযাতিক ব্যাবসা তাই ফোরামের মন্তব্য বাংলার সাথে ইংরেজিতেও করলে ভাল হয় কেননা ইংরেজীতে মন্তব্য করলে বিদেশীরাও দেখতে পারে এবং তাদের মতামতা শেয়ার করতে পারে ।

Md. Tariqul Islam
2016-06-13, 03:58 PM
আমাদের মাতৃভাষা বাংলা তাই বাংলা ভাষা আমাদের কাছে সহজবোধ্য বাংলায় আমরা সহজে মনের ভাব ব্যক্ত করতে পারি। ফরেক্স ফোরামের মাধ্যমে আমরা একে অপরের সাহায্য করি তাই বাংলাই যথেষ্ট ইংলিসের প্রয়োজন নেই।টি হবে বাংলা ভাষায় ফরেক্সের জন্য একটি সমৃদ্ধ ফোরাম। ইংরেজী ভাষার জন্য ইংরেজি ফোরাম রয়েছে। আসলে যেটার উদ্দেশ্য যা সেটাতেই স্থির থাকা উচিত। আমি আপনার প্রস্তাবের সাথে একমত নই।

HKProduction
2016-06-13, 04:01 PM
আমাদের বাংলাদেশের জন্য বাংলা ফোরামই যথেষ্ট। এখানে বাংলায় পোস্ট দিতে গিয়ে বানানের যে অবস্থা তাতে বোঝা যায় ইংলিশ ফোরামে পোস্ট দিতে গেলে কাপড় চোপর নষ্ট হয়ে যাবে। বরং কর্তৃপক্ষ বাংলা ও ইংরেজি মিশিয়ে বেংলিশ ( Benglish ) ভাষায় পোস্টের অনুমতি দিলে যারা ইংরেজিতে ভাল তাদের জন্য এবং সবার জন্য সহায়ক হতো।

basaki
2016-07-22, 09:59 PM
বাংলা লিখতে গেলেই আমি কোন প্রকার ভাষা খুজে পাইনা আবার ইংরেজিতে কি করবো ভাই তাই আপিনি যেহেতু ভাল ইংরেজি পারেন তাই আমার মতে আপনি ইংরেজিতে পোস্ট করতে পারেন কারন ফরেক্স ফোরাম নাইজেরিয়াতে আপনি ইংরেজিতে পোস্ট দিতে পারেন বলে মনে করি।

oviice
2016-08-30, 07:40 PM
কেন ভাই, গুগলে কি ইংলিশ সাইটের অভাব পড়ে্ছে? আর নিজের মায়ের ভাষার চেয়ে কি আপনি বিদেশি ভাষায় ভাল বুঝবেন। আমার মত আরো অনেক সাধারণ ছেলেদের কথা মাথায় রেখে এই সাইটটি লঞ্চ করা হয়েছে আপনার মত ইংলিশ মিডিয়ামদের জন্য নয়। বুঝেছেন।

kholil
2016-09-29, 02:23 PM
ফরেক্সের ফোরামে দুটোই আছে ইংরেজি ও বাংলা । যারা বাংলাই ফোরাম পোষ্ট করতে চান তারা বাংলাই ফোরাম পোষ্টিং এর কাজ করতে পারেন । আর যাদের বাংলার থেকে ইংরেজি ফোরাম বেশি ভাল লাগে তারা ইংরেজি ফোরাম পোষ্ট করতে পারেন । তবে আমি মনে করি ইংরেজির থেকে বাংলাই বেশি ভাল হয় ফোরাম পোষ্ট করতে ।

Competitor
2016-12-29, 09:12 PM
ফোরামকে ইংলিশ করার মত যৌক্তিকতা আমি খুঁজে পাই না । কেননা প্রচুর পরিমাণে ইংলিশ ফোরাম আছে আপনি চাইলে সেখানে পোস্ট করতে পারবেন । কিন্ত বিশ্বের মধ্য শুধুমতাত্র একটাই বাংলা ফোরাম রয়েছে যেটা আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা সুসংবাদ । তাই এটা বাংলা স্বতন্ত্র একটা ফো্রাম । এটাকে কোনভাবেই আমরা নিজেদের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হারিয়ে যেতে দেওয়া উচিত হবে না ।

md noor hasan
2017-01-18, 08:07 PM
এই ফোরাম শুধু বাজ্ঞালীর জন্য আমরা বাঙ্গালি, আমাদের মাতৃভাষা বাংলা তাই বাংলা ভাষা আমাদের কাছে সহজবোধ্য বাংলায় আমরা সহজে মনের ভাব ব্যক্ত করতে পারি। ফরেক্স ফোরামের মাধ্যমে আমরা একে অপরের সাহায্য করি তাই বাংলাই যথেষ্ট ইংলিসের প্রয়োজন নেই।

tumtumtum
2017-01-18, 10:37 PM
আমার মতে বাংলা পোস্ট করাই ভাল কারন অনেকে আসে ইংলিশ পছন্দ করে না। আর আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা সেহেতু বাংলা পোস্ট ভাল আর ইংলিশ দরকার নাই। বাংলা পোস্ট করে নিজে অনেক আনন্দ পায়। আর অন্নের পোস্ট গুলা ভাল ভাবে বুজতে পারি এবং আমি এখান থেকে সহজে ফরেক্স শিখতে পারি।

Fxaziz
2017-01-19, 09:30 AM
ভাই আপনাদের কে আর কত ভাবে সুযোগ দিবে বলেন? এই ফোরামটিতো আগে ইংলিশ এই ছিল। শুধু মাত্র আপনাদের মত কিছু ট্রেডার এর কারনে এটাকে বাংলাই রূপান্তরিত করা হয়েছে।এখন আবার বলছেন এখানে ইংলিশ ও রাখার জন্য।
আগে ফরেক্স ট্রেডাররা কি করতো ইংলিশ ফোরাম এ গিয়া বাংলিশ লিখতো।তাইতো আমাদের জন্য এই ফোরাম টি ছালু করেছে। এইবার যদি ভুল করে বাংলা ফোরাম এ ইংলিশ লিখন তাহলে আমাদের কে হইতও আর পোস্ট করার সুযোগ দিবেনা।

LIMAFX
2017-01-19, 12:51 PM
যেহেতু ইংলিশ একটি আন্ত্রজাতিক ভাষা তাই আমরা এই ফোরামটি বাংলার সাথে ইংলিশ ও চাই? আপনারা কি আমার সাথে এক মত?
সাবার মতামত ও ভোট আশা করছি।

প্রিয় ফোরাম সদস্য, আপনার উক্ত দাবিটি অযৌক্তিক। কেননা ইন্সটাফরেক্স কোম্পানীর আওতায় http://forum.mt5.com/ ফোরামটি ইতিপূবেই রয়েছে। যেখানে আপনি সকল পোষ্ট ইংরেজীতে করতে পারবেন।
এই ফরেক্স বাংলা ফোরামটি মুলত বাংলাভাষী ট্রেডারদেরে উদ্দেশ্যে। যার ফলে সকল বাংলাভাষী ট্রেডাররা একটি প্লাটফর্মে এস ফরেক্স সম্পের্কে আলোচনা করে, তাদরে অভিজ্ঞতা ভাগ করতে পারবে। ধন্যবাদ

uzzal05
2017-06-20, 09:14 AM
আমাদের মাতৃভাষা হলো বাংলা। এই বাংলা ফরেক্স ফোরাম আগে ছিল না। আগে শুধু ইংরেজিতে ছিল। যা আমদের করতে কস্ট হতো। কারন ইংরেজিতে আমরা দক্ষ নই। আপনার যদি ইংরেজি করতে অন চায় তাহলে ইংরেজি ফোরাম এর অভাব নেই। এটা বাংলা ভাষীদের জন্য করা হয়েছে। আর রুলস এ আছে এখানে শূধু বাংলায় পোস্ট করা যাবে। অন্য ভাষায় পোস্ট করলে তা বাতিল করে দিবেন।

Mahidul84
2017-09-16, 08:41 PM
হ্যা আমি মনে করি এই ফোরামটি শুধুমাত্র বাংলা লেখার জন্যই ব্যবহার করা হোক। কেননা ইংরেজিতে পোষ্ট করার জন্য http://forum.mt5.com/ ফোরামটি আছে। আপনি যদি ইংরেজিতে পোষ্ট করতে চান তাহলে ঐ খানে যেতে পারেন। আর আমার বিশ্বাস বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু এই ফোরামটি বাংলার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। আমি অত্যন্ত খুশি হয়েছি যখন আমাদের দেশে এই বাংলা ফোরামটি চালু হয়েছে আর আমার ভাবতেই ভাল লাগছিল যে আমি এখন বাংলায় পোষ্ট করতে পারবো আর এখন বাংলা ফোরামে পোষ্ট করছি এর চেয়ে আনন্দ কোথাও পাওয়ার মত নেই। এজন্য আমি ফোরাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

01797733223
2017-09-16, 09:11 PM
ভাই যদি আপনি ইংরেজীতে পোষ্ট করতে চান , তাহলে এই ফোরামের ইংরেজী ভার্সন এ জয়েন করতে পারেন । আসলে এই সব ফোরম গুলো একটি সার্ভার থেকে পরিচালিত হয় । এমটি ৫ ফোরাম বিশ্বের সকল ভাষায় রয়েছে । আপনি চাইলে যে কোনো ভাষায় পোষ্ট করতে পারেন । তবে একই সাথে দুটি ফোরামে পোষ্ট করা যাবে না । সব ফোরামে বোনাস সমান । এবং ফোরামের নিয়মনীতি সকল ভাষার ফোরামের জন্য একই । এমটি ৫ আমাদের একটি বিশেষ সুবিধা দিয়েছে যা হলো বাংলা ভাষায় পোষ্ট করার সুযোগ । কারন ইংরেজী অনেকে ভালোমতো বুঝে না । আমি প্রথমে ইংরেজী ফোরামে ছিলাম কিন্তু যখন বাংলা ফোরামের সন্ধান পেলাম তখন ইংরেজী ছেড়ে বাংলায় যোগদান করলাম ।

Mahidul84
2017-09-17, 07:47 PM
ভাই আপনি ইংরেজি পোষ্ট করতে চান তাহলে আপনার জন্য ইংরেজি ফোরাম আছে আর সেটা হচ্ছে forum.mt5.com । এই খানে গিয়ে আপনি রেজিষ্ট্রেশন করে ইংরেজি ভার্সনে পোষ্ট করতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন একই সাথে দুটি ফোরামে পোষ্ট করা যাবে না। আপনি যদি একই এ্যাকাউন্ট এড করে পোষ্ট করেন তাহলে আপনার এ্যাকাউন্ট ব্যন্ড করে দেওয়া হবে। এজন্য খুবই সর্তকতার সাথে এ্যাকাউন্ট এড করুন।

Mamun13
2017-09-17, 10:54 PM
আসলে আমাদের এই ফোরামটি তৈরি করাই হয়েছে আমাদের দেশের সর্বস্তরের সাধারণ বাংলা ভাষাভাষী মানুষের জন্য৷আমাদের দেশের মানুষ ইংরেজীতে অনেক দূর্বল৷ইংরেজীতে স্টাডি করে ফরেক্স শিখা আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার,ফরেক্সের খুটিঁনাটি পরিষ্কার করে তেমন একটা বুঝতে পারবো না৷তাই এই ফোরাম বাংলা ভাষায় তৈরি করা হয়েছে অর্থাৎ আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীর জন্য এক বিশাল সাপোর্ট করা হয়েছে৷বাংলা ভাষার কারনেই আমরা সহজে সব কথা লিখতে ও বুঝতে পারছি৷

Mahidul84
2017-09-18, 06:36 PM
আসলে এই ফোরামটি শুধুমাত্র বাংলায় পোষ্ট করার জন্য এছাড়াও অন্য কোন ভাষায় এই ফোরামে পোষ্ট করা প্রযোজ্য নহে। কারণ ইংরেজিতে পোষ্ট করার জন্য mt5.com আছে সেখানে গিয়ে আপনি ইংরেজিতে পোষ্ট করতে পারবেন। আমরা অনেক ট্রেডার আছি ইংরেজি ভাল বলতে, পড়তে ও লিখতে পারি না। তাই আমি মনে করি তাদের জন্য এই বাংলা ফোরাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলা ফোরামে সকল তথ্য বাংলায় প্রকাশ করা হয় এবং সহজেই একজন ট্রেডার তার ভুল বা অন্যান্য ধারণাগুলো খুব সহজেই পরিষ্কার তুলতে পারে পারে এই ফোরামের মাধ্যমে।