786.ariful.islam.bd
2020-10-30, 08:40 AM
আমি জানি এটি আপনাকে অস্বস্থিতে ফেলে দিতে পারে তবে তারপরেও আপনার ট্রেডিং জার্নালে আপনারা সর্বকালের সবচেয়ে খারাপ ট্রেডটি খুঁজে দেখার চেষ্টা করুন। আপনি যে ট্রেড সেটআপটি দেখেছেন তা পর্যালোচনা করুন, কী কী ভুল হয়েছে তা সম্পর্কে ভাবুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, “কখন এবং কেনো এই ট্রেড এন্ট্রি নিয়েছিলাম ? আমি কি ভাবছিলাম তখন ?”
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, “আমি কি আদৌ ভেবেছিলাম কিছু ?”
আপনি হয়তো অন্য কোন সফল ট্রেডারের সেটআপ দেখে পুরোপুরি সেটা কপি করে নিয়েছিলেন। এবং ভেবেছিলেন তার মত ফলাফল আপনিও পাবেন। যেটা আদতে হয় নি আসলে।
আপনার সবচেয়ে খারাপ ট্রেডটি এমন নয় যে আপনি সেখানে সবচেয়ে বেশী লস করেছেন।
এটি কোন ভুলে ছেড়ে দেয়া সুযোগও হতে পারে। যখন আপনি বছরের শুরুতে ট্রেড নিতে ভয় পাচ্ছেন কিংবা বুঝে উঠতে পারছেন না কি করবেন। বাজারের সবকিছু আপনাকে বলছে সামনের ট্রেডিং এ আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক। কিন্তু তাও আপনি দ্বিধা-দ্বন্দে ভুগছেন। এমন কিছু সময়ে এটা আপনার কাজে আসবে।
আবার একটি নেতিবাচক চিন্তার ধরণ হলো যখন আপনি লস করার ব্যাপারটা একদমই মেনে নিতে পারেন না। এবং লসগুলোকে পুশিয়ে ফেলার জন্য অন্ধভাবে একের পর এক ট্রেড করতে থাকেন। এই ক্ষেত্রে, আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনি শেষ পর্যন্ত বাজারকে পরাজিত করবেন। এবং একসময় এই রিভেঞ্জ ট্রেডিং একটি বাজে অভ্যাসে পরিণত হয়। সঠিক সময়ে এই অভ্যাস পরিবর্তন না করতে পারলে সামনে বড় লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বাজে ট্রেডিং এর ক্ষেত্রে স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে একে বন্ধ করে দেয়া। আপনাকেও অতীতের বাজে ট্রেডিং এর স্মৃতিগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে মিথ্যে হলেও বোঝাতে হবে। এটা সাধারণ একটা ব্যাপার আমি এর থেকে আরো ভালো জানি। আরো ভালো আমাকে দ্বারা সম্ভব। আর এমন মনোভাব নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, “আমি কি আদৌ ভেবেছিলাম কিছু ?”
আপনি হয়তো অন্য কোন সফল ট্রেডারের সেটআপ দেখে পুরোপুরি সেটা কপি করে নিয়েছিলেন। এবং ভেবেছিলেন তার মত ফলাফল আপনিও পাবেন। যেটা আদতে হয় নি আসলে।
আপনার সবচেয়ে খারাপ ট্রেডটি এমন নয় যে আপনি সেখানে সবচেয়ে বেশী লস করেছেন।
এটি কোন ভুলে ছেড়ে দেয়া সুযোগও হতে পারে। যখন আপনি বছরের শুরুতে ট্রেড নিতে ভয় পাচ্ছেন কিংবা বুঝে উঠতে পারছেন না কি করবেন। বাজারের সবকিছু আপনাকে বলছে সামনের ট্রেডিং এ আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক। কিন্তু তাও আপনি দ্বিধা-দ্বন্দে ভুগছেন। এমন কিছু সময়ে এটা আপনার কাজে আসবে।
আবার একটি নেতিবাচক চিন্তার ধরণ হলো যখন আপনি লস করার ব্যাপারটা একদমই মেনে নিতে পারেন না। এবং লসগুলোকে পুশিয়ে ফেলার জন্য অন্ধভাবে একের পর এক ট্রেড করতে থাকেন। এই ক্ষেত্রে, আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনি শেষ পর্যন্ত বাজারকে পরাজিত করবেন। এবং একসময় এই রিভেঞ্জ ট্রেডিং একটি বাজে অভ্যাসে পরিণত হয়। সঠিক সময়ে এই অভ্যাস পরিবর্তন না করতে পারলে সামনে বড় লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বাজে ট্রেডিং এর ক্ষেত্রে স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে একে বন্ধ করে দেয়া। আপনাকেও অতীতের বাজে ট্রেডিং এর স্মৃতিগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে মিথ্যে হলেও বোঝাতে হবে। এটা সাধারণ একটা ব্যাপার আমি এর থেকে আরো ভালো জানি। আরো ভালো আমাকে দ্বারা সম্ভব। আর এমন মনোভাব নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।