PDA

View Full Version : ট্রেডারদের জীবনের চারটা ধাপ



786.ariful.islam.bd
2020-10-30, 12:35 PM
আসলে ট্রেডারদের জীবনের চারটা ধাপ আছে।
১- স্বাধীন ট্রেডার।
২- টেকনিকাল ট্রেডার।
৩- স্ট্র্যাটিজি ট্রেডার।
৪- প্রকৃত স্ট্র্যাটিজি ট্রেডার।

পৃথিবীর সব ট্রেডারকেই প্রথম তিনটি ধাপ অতিক্রম করতে হয়। অর্থাৎ আপনি যেই ধাপেই থাকুন না কেন হতাশ হবার কিছু নাই। বরং মজা নেয়ার চেস্টা করেন- ও আচ্ছা তাই তো আমি তো এভাবেই ভাবতাম বা ভাবি। এই লেখার উদ্দ্যেশ্য আপনার বর্তমান ট্রেডিং স্টেজ সম্পর্কে অবগত করা এবং আপনাকে যত কম সময় এবং কম টাকার অপচয়ে পরবর্তী স্টেজ এ নিয়ে যাওয়ার রাস্তা দেখানো।