View Full Version : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বা অর্থনীতি আলোচনা।
আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচন কেন্দ্র করে মার্কেটে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যদি জো বাইডেন জয়লাভ করে তবে ডলারের মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং আর যদি ডোনাল্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে তবে বেশ কিছু দিন বা মাসের অপেক্ষায় থাকতে হবে ডলারের মান বৃদ্ধি পেতে পারে। এখন সবার উচিত সাবধানের সহিত ট্রেড করা যাতে আমাদের কষ্টের ব্যালেন্স ফাঁকা হতে না হয়। ধন্যবাদ।
786.ariful.islam.bd
2020-10-31, 07:08 AM
ট্রাম্প বনাম বাইডেন স্কেল' এ 12 মাত্রা(ম্যাগনিটিউ ): বাজারের এমন চরম ভোলাটিলিটি থেকে কি আশা করা যায়, আপনি ডলার ত্যাগ করতে পারবেন না। সকল প্রধান প্রধান মুদ্রা জোড়া এবং সম্পদ এর সাথে আবদ্ধ। নির্বাচনের দিন অবশ্যই একটি অপ্রত্যাশিত বাজারে আরো ভোলাটিলিটি আনবে, আপনার রিয়েল(আসল) অ্যাকাউন্টে ট্রেড করার সময় সাবধান হোন, বিশেষ করে যদি আপনি ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন। সম্পদ(এসেট) এবং আপনি যে পরিমাণ(এমাউন্ট) ট্রেড করেন সেগুলি উভয়ের দিকে বিশেষ মনোযোগ দিন। কোন ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, সেগুলি এই মুহূর্তে অযৌক্তিক।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.