PDA

View Full Version : আপনার ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করুন



786.ariful.islam.bd
2020-10-31, 07:19 AM
এটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে উপযোগী কাজ যা আপনি করতে পারেন। বাজার অনুসরণ করুন, সংবাদ পর্যবেক্ষণ করুন, অর্ডার এক্সিকিউট(কার্যকর) করুন, এবং আপনার দক্ষতা বৃদ্ধি করুন। আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা আপনাকে নির্বাচনের দিনের প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনার দক্ষতা বাড়ানোর জন্য এর চেয়ে ভালো সময় নাও থাকতে পারে!

EmonFX
2020-10-31, 10:42 AM
আপনি ঠিক বলেছেন, ফরেক্স মার্কেটে দক্ষতা বাড়ানোর জন্য ডেমো প্রাকটিসের থেকে আর কোনো ভালো উপায় নেই। ডেমো ট্রেডিং ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন। ফরেক্সে ডেমো ট্রেডিং কে ফরেক্সের গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয়ে থাকে। কেউ হয়তো দুই মাস বা এক মাস ডেমা ট্রেডিং করেও রিয়েল ট্রেডিং এ দক্ষ ট্রেডার হয়ে ওঠেন আবার কেউ ১ বছর ডেমো ট্রেডিং করেও কাঙ্খিত দক্ষতা অর্জন করতে পারেনা। এসবের অনেকটাই নির্ভর করে ব্যক্তির বেসিক নলেজের উপর। যার বেসিক যতো স্ট্রং সে ততো তারাতারি দক্ষ ট্রেডার হয়ে উঠবে। আমরা অনেকেই চেস্টা করি সঠিক পথে হাটতে, চেস্ট করি সঠিক ট্রেডটি নিতে বাট কতো জনে তা পারি। ডেমো ট্রেডিং এ বেশিরভাগ ট্রেডারই নির্দিষ্ট লক্ষে পৌছাতে পারিনা। ফলে রিয়েল ট্রেডিং এ বার বার লক্ষ্য পরিবর্তন করি। এগুলো ডেমো প্রাকটিসের অপুর্নতা ও সঠিক ওয়েতে না করতে পারা। আমি মনে করি একজন ট্রেডারকে ৬ মাস ডেমো প্রাকটিস করলেই যথেষ্ঠ যদি রাইট ওয়েতে করতে পারে। তাছাড়া রিয়েল ট্রেডিং এ যাওয়ার পরেও পাশাপাশি ডেমো ট্রেডিং কন্টিনিউ করা উচিৎ বলে আমি মনে করি। তাতে করে নিজের ভুলগুলো অতি সহজেই ধরা যায়।

FREEDOM
2020-10-31, 01:14 PM
আমাদের মত বেশিরভাগ ট্রেডারই ডেমো প্রাকটিস খব একটু না করেই রিয়েল মার্কেটে চলে আসে। এর ফলে দেখা যায় শুরুতেই অনেক বেশি লসে পড়ে থাকা এজন্য আমাদের নিজেদের স্বার্থেই বেশি বেশি ডেমো করা উচিত হবে।