View Full Version : লোভ না করা
abdulkuddus80
2020-10-31, 10:27 PM
আজকে আমার চোখের সামনে কোনো এক ভাই জমি বিক্রি করে ফরেক্স ট্রেড করার সিদ্বান্ত নিয়েছে, যদি ও সকলে বারণ করেচে যে বিষয়টি একদমি অনুচিৎ, আপনি ফরেক্স সম্পর্কে আগে জানুন ভালো করে, তারপর ফরেক্স শিখে ১০০$/২০০$ ডিপোজিট করুন, তাতে আপনার জমি বিক্রি করার দরকার হবেনা।
সুতারং আমি বুঝাতে চাচ্চি যে লোভ করার দরকারনেই!12718
FREEDOM
2020-10-31, 10:40 PM
একথা আমরা সকলেই জানি এবং বলে থাকি লোভ করা খারাপ পক্ষান্তরে আমরাই লোভে পড়ে যাই এবং লস করতে থাকি। আমরা যদি নিজেদের লোভ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে ফরেক্স থেকে কখনোই সফলতা পাবো না এটাই আমার ধারনা।
JoyantyThakur71
2020-10-31, 11:29 PM
মানুষ মাত্রই লোভ আছে। কিন্তু লোভের একটি মাত্রা থাকা উচিৎ। কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। অতিরিক্ত লোভ করলে পতন হতে বেশি সময় লাগে না। অতীতে এমন রেকর্ড বহু আছে। ফেসবুক স্ক্রিনশর্টের ওই ব্যক্তির পোস্ট দেখে অবাক হলাম। লোভ আসলে আমারও আছে কিন্তু তাই বলে লোভ করে আমি কোন রকমই বেশি ঝুঁকি নিতে রাজি নই। তাছাড়া এমন ঝুঁকি নেওয়াও ঠিক না যে যেখান থেকে স্লীপ করলে নিশ্ব হওয়ার আশংকা থাকে। স্ক্রিন শর্টে ওই ব্যাক্তির ফেসবুক পোস্টের লেখার ধরণগুলি দেখে মনে হয় না যা উনি এতটা দক্ষ ট্রেডার। কিন্তু লোভের বশে উনি অন্ধ হয়ে গেছেন যেখান থেকে উনার লস করার সম্ভাবনা বেশি রয়েছে। ফরেক্স মার্কেটে টিকে থাকা এতটা সহজ নয়। অনেক দক্ষ ট্রেডাররাও উনার মত জমি বিক্রি করে তার অর্থ ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার সাহস পায় না। তাই আমি সবাইকে পরামর্শ দিব কখনো এইরকম লোভের ফাঁদে পড়বেন না। দক্ষতা সীমিত থাকলে রিয়েল ডলার বিনিয়োগ করে ট্রেড করার প্রয়োজন নেই। বরং ফোরামে নিয়মিত পোস্ট করুন। এতে একদিকে যেমন অনেক কিছু শিখতে পারবেন এনং অন্যদিকে ট্রেড করার জন্য ডলার ডিপজিট করারও প্রয়োজন হচ্ছে না।
EmonFX
2020-11-01, 12:29 PM
ফরেক্স মার্কেটে একটি ভয়ঙ্কর ব্যাধির নাম অতিরিক্ত লোভ। ফরেক্স থেকে যত ট্রেডার ঝরে গেছে তার বড় কারণ হল অতিরিক্ত লোভ। লোভ মানুষকে নিঃস্ব করে ছাড়ে। কোথায় আছে "লোভে পাপ, পাপে মৃত্যু"। তাই ফরেক্সে সফলতার জন্য অবশ্যই আমাদের লোভকে পরিহার করতে হবে। লোভকে জয় করার প্রথম পদক্ষেপ হ'ল ব্যবসায়ের ক্ষেত্রে একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি নিশ্চিত করা যা আমাদের ট্রেডিং কৌশকে কার্যকর করে। শুরুতে একটি ট্রেডিং কৌশল তৈরি করে এবং ব্যবসায়ের পুরো সময় জুড়ে এই অনুগত থাকা দ্বারা, আমরা নিশ্চিত করতে পারি যে আমরা বাজারগুলি অধ্যয়ন করার সাথে সাথে লোভকে নীরবে মাথা নত করার ছাড়া আর কিছুই করার নেই। কারণ কেবল যুক্তি এবং বিশ্লেষণের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া।
একটি পরিশোধিত বাণিজ্য পদ্ধতি এবং এর সুশৃঙ্খল প্রয়োগের মাধ্যমে সাফল্য অর্জন করা যেতে পারে। অনিশ্চয়তা এবং ভয় প্রসারিত যেখানে আবেগ প্রসারিত। এ জাতীয় পরিস্থিতি এড়াতে, আমরা নিশ্চিত করব যে বাজারের বিকাশের প্রতি আমাদের প্রতিক্রিয়াগুলি গণনা করা হয় এবং সেগুলি সম্পর্কে আমাদের অধ্যবসায় অধ্যয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত নীতিগুলির ভিত্তিতে। যেহেতু আমাদের একাই অনুপ্রেরণা, বা লাভের আকাঙ্ক্ষা নিশ্চিত করে না যে আমরা আসলে সেই লাভগুলি অর্জন করেছি, তাই লোভ নাকম শয়তানের প্ররোচনায় পড়ে অতিরিক্ত প্রফিট করতে চাইলে ধ্বংস অনিবার্য।
FiruFx
2020-11-01, 01:06 PM
লোভ জীবনকে ধ্বংসের দিকে ধাবিত করে দিতে পারে । লোভকে নিয়ন্ত্রণ করে ফরেক্সে বাণিজ্য করতে হবে । আগে ফরেক্স সম্পর্কে তথ্য জানতে হবে । তারপর ১০০$ বা ২০০$ ডিপোজিট করে ট্রেড করা যেতে পারে । এতে কোন অর্থের প্রয়োজন হয় না। লোভ সামলিয়ে ট্রেড করেই স্বাবলম্বী হওয়া সম্ভব।
Suriya Sultana Hira
2020-11-01, 01:18 PM
ফরেক্স মার্কেটে আমরা সবাই সবাইকে বলে থাকি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে লোভ করে থাকলে অবশ্যই পতন হতে হবে এবং অর্থ লচ হয়ে যাওয়াতে দুশ্চিন্তায় পড়তে হবে । কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরাই সেই লোভের ফাঁদে পা দিয়ে একই সমস্যার সম্মুখীন হয়ে থাকি । মানুষ মাত্রই লোভী । লোভ নামক ব্যাধি সকল মানুষের মধ্যে বিদ্যমান । তাই প্রথমে আমাদের উচিত লোভ করা থেকে বিরত থাকার চেষ্টা করা এবং ফরেক্স মার্কেটে টিকে থাকা,,,,,, ধন্যবাদ ।
Fahmida1
2020-11-01, 05:26 PM
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এছাড়া অতি লোভে তাঁতি নষ্ট। কাজেই যেকোন ব্যবসা করতে হলে অতিরিক্ত লোভ নিয়ে ব্যবসা পরিচালনা করা যায় না। ব্যবসায় কমবেশি লস তো হবেই এটাই স্বাভাবিক। তবে ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধারণ করতে হবে। এমন কি কোন কিছু ক্ষতি করা যাবে না। পরিশ্রম করতে হবে। লোভকে ত্যাগ করতে হবে তাহলেই সফলতা আসবে।
Md.shohag
2020-11-01, 07:54 PM
ফরেক্স মার্কেটে একটি ভয়ঙ্কর ব্যাধির নাম অতিরিক্ত লোভ। ফরেক্স থেকে যত ট্রেডার ঝরে গেছে তার বড় কারণ হল অতিরিক্ত লোভ। লোভ মানুষকে নিঃস্ব করে ছাড়ে। কোথায় আছে "লোভে পাপ, পাপে মৃত্যু"। তাই ফরেক্সে সফলতার জন্য অবশ্যই আমাদের লোভকে পরিহার করতে হবে। লোভকে জয় করার প্রথম পদক্ষেপ হ'ল ব্যবসায়ের ক্ষেত্রে একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি নিশ্চিত করা যা আমাদের ট্রেডিং কৌশকে কার্যকর করে। শুরুতে একটি ট্রেডিং কৌশল তৈরি করে এবং ব্যবসায়ের পুরো সময় জুড়ে এই অনুগত থাকা দ্বারা, আমরা নিশ্চিত করতে পারি যে আমরা বাজারগুলি অধ্যয়ন করার সাথে সাথে লোভকে নীরবে মাথা নত করার ছাড়া আর কিছুই করার নেই। কারণ কেবল যুক্তি এবং বিশ্লেষণের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া।
ABDUSSALAM2020
2020-11-01, 09:08 PM
ফরেক্স মার্কেটে আমরা সবাই সবাইকে বলে থাকি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে লোভ করে থাকলে অবশ্যই পতন হতে হবে এবং অর্থ লচ হয়ে যাওয়াতে দুশ্চিন্তায় পড়তে হবে । কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরাই সেই লোভের ফাঁদে পা দিয়ে একই সমস্যার সম্মুখীন হয়ে থাকি । মানুষ মাত্রই লোভী । লোভ নামক ব্যাধি সকল মানুষের মধ্যে বিদ্যমান । তাই প্রথমে আমাদের উচিত লোভ করা থেকে বিরত থাকার চেষ্টা করা এবং ফরেক্স মার্কেটে টিকে থাকা, সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ধন্যবাদ
samun
2021-05-20, 08:29 AM
লোভ ধ্বংসের প্রধান হাতিয়ার কখনো কেউ যদি লোভের ফাঁদে পা দেয় তাহলে সে খুব বেশিদিন টিকে থাকতে পারে না ফরেক্স মার্কেট এ লোক করলে তার খেসারত খুব খারাপ হয় তাই ফরেক্স মার্কেটে অবশ্যই লোভ মুক্তভাবে ট্রেডিং করতে হবে না হলে খুব বেশিদিন এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে না ফরেক্স মার্কেটের নিজের সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করতে হলে অবশ্যই ফরেস্ট সম্পর্কিত সকল জ্ঞান অর্জন করে সকল নিয়ম কানুন মেনে তারপরে ফরেক্সে থাকতে হবে যদি বাড়তি লাভের আশায় লোভে পড়ে ফরেক্স মার্কেটে কাজ করি তবে ফরেক্স থেকে বিদায় নিতে হবে তাই লোক থেকে দূরে থাকাই উত্তম
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.