PDA

View Full Version : সামনে আমেরিকায় নির্বাচন সুতারাং আপনার ট্রেডিং কৌশল কি?



K.K.BABY
2020-11-01, 09:48 AM
আমরা সকলেই জানি সামনে আমেরিকায় নির্বাচন।আর নির্বাচন মানে টাকা উড়া উড়ি।সুতারং এই সময়ে মার্কেট কেমন আচরণ করতে পারে? নির্বাচন হলে কি সেই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়?
আমি মনে করি নির্বাচন হলে সেই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয় কিছু সময়ের জন্য তবে আবার কিছু দিনের ভিতর অর্থনৈতিক অবস্থা আগের জায়গায় ফিরে আসে।তাই এই অল্প সময়ে অথবা ১/২ দিনে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে তাই সাবধানে আমাদের ট্রেড করতে হবে।
আপনি অভিমত কি জানালে অন্যরা উপকৃত হবে।

EmonFX
2020-11-01, 11:38 AM
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমেরিকা বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক দেশ বিধায়, সব সময়ই আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে অর্থনৈতিক মার্কেটে প্রভাব পড়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। হয়তো মার্কেট আপে থাকবে অথবা ডাউনে থাকবে। আমরা সে ব্যাপারে নিশ্চিত নই। তাই আমাদের উচিত অতি সতর্কতার সহিত ট্রেড নেয়া এবং ছোট ছোট লটে ট্রেড নেয়া। মার্কেট ডাউনে গেলেও যাতে অনেক বেশি লস না করতে হয়। এতে করে আমাদের ব্যালেন্স শূন্য হওয়া থেকে বেঁচে যেতে পারে এবং আমাদের ব্যালেন্স সুরক্ষিত থাকবে।

Suriya Sultana Hira
2020-11-01, 12:50 PM
আমরা সকলেই জানি সামনে আমেরিকায় নির্বাচন।আর নির্বাচন মানে টাকা উড়া উড়ি।সুতারং এই সময়ে মার্কেট কেমন আচরণ করতে পারে? নির্বাচন হলে কি সেই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়?
আমি মনে করি নির্বাচন হলে সেই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয় কিছু সময়ের জন্য তবে আবার কিছু দিনের ভিতর অর্থনৈতিক অবস্থা আগের জায়গায় ফিরে আসে।তাই এই অল্প সময়ে অথবা ১/২ দিনে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে তাই সাবধানে আমাদের ট্রেড করতে হবে।
আপনি অভিমত কি জানালে অন্যরা উপকৃত হবে।

আমি ও আপনার কথার সাথে একমত আছি । ব্যবসায়িক দিক থেকে সবসময়ই আমেরিকাকে কেন্দ্র করে পরিচালনা করা হয়ে থাকে । তাই সামনে আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট অনেকটা মুভমেন্টকে করতে পারে,,, সেটা উপরে উঠুক বা নিচে নামুক । তাই আমাদের অতি সতর্কতার সাথে ট্রেড করতে হবে এবং কম লটে ট্রেড ওপেন করতে হবে ও একাউন্ট লচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে,,,, ধন্যবাদ