PDA

View Full Version : ফরেক্স ট্রেডিংয়ে মার্কেট গেপ কেন হয়?



Starship
2020-11-01, 10:30 AM
আমরা মাঝে মাঝে দেখতে পায় মার্কেট গেপ হয়। আর এ গেপের কারণে মার্কেট কিছু অংশ খালি থেকে উপরে বা নিচে থেকে মুভমেন্ট শুরু হয়। যেমনটা হয়েছিল ২৬ অক্টোবর। হঠাৎ করেই ক্লোড অয়েলে ৩৯.৫৫ থেকে ৩৮.৪৫ পর্যন্ত নেমেছিল। এই ধরনের গেপের সুনির্দিষ্ট কোন কারণ রয়েছে কি?

12722

EmonFX
2020-11-01, 11:28 AM
আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মাঝে মাঝে আমরা দেখে থাকি যে মার্কেট গ্যাপ দিয়ে ডাউন থেকে অথবা আপ থেকে স্টার্ট করে। আমার যেটা মনে হয় সেটা ব্যাখ্যা করেছি। আসলে ফরেক্স মার্কেট ট্রেডিং এর জন্য দু'দিন বন্ধ থাকলেও কোন কিছুর প্রাইজ স্থিতিশীল থাকেনা। প্রাইস কমতে থাকে অথবা বাড়তে থাকে। ধরুন আপনি আজ 90 টাকা দরে পিয়াজ ক্রয় করলেন। পরবর্তী দুদিন আর মার্কেটে গেলেন না। কিন্তু দুদিন পর মার্কেটে যাওয়ার পর দেখলেন পেঁয়াজের মূল্য 110 অথবা 70 টাকা। তার মানে আপনি মার্কেটে না গেলেও পেঁয়াজের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটেছে। ঠিক একইভাবে ফরেক্স মার্কেট বন্ধ থাকলেও প্রাইস মুভ করতে থাকে। তাই সাধারণত মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট করে থাকে।

Fahmida1
2020-11-02, 09:23 PM
আপনি খুব ভালো একটা বিষয় নিয়ে সকলের সামনে তুলে ধরেছেন। আমরা যারা নতুন ফরেক্স ইউজার রয়েছি, তারা অনেকেই জানিনা মার্কেট গ্যাপ কি? কেন হয়? আমি নিজেই এই বিষয়ে আজ প্রমাণ পেয়েছি আজ 2 নভেম্বর 2020 তারিখে মার্কেট ওপেন হওয়ার সময় পুরো ডুয়েল প্রাইস হঠাৎ করেই ৩৩.৬০ থেকে শুরু হয় যেটি পূর্বের দিন পর্যন্ত ছিল ৩৫.৪০। এই বিষয়টি আমার অজানা ছিল পরবর্তীতে আপনার থ্রেট থেকে এই বিষয়ে অবগত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ABDUSSALAM2020
2020-11-02, 10:31 PM
ফরেক্স ট্রেডিংয়ে মার্কেট গেপ কেন হয়?
আমরা মাঝে মাঝে দেখতে পায় মার্কেট গেপ হয়। আর এ গেপের কারণে মার্কেট কিছু অংশ খালি থেকে উপরে বা নিচে থেকে মুভমেন্ট শুরু হয়। যেমনটা হয়েছিল ২৬ অক্টোবর। হঠাৎ করেই ক্লোড অয়েলে ৩৯.৫৫ থেকে ৩৮.৪৫ পর্যন্ত নেমেছিল। এই ধরনের গেপের সুনির্দিষ্ট কোন কারণ রয়েছে কি?
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Banimallickfx
2021-02-03, 11:11 AM
ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে আর দুই দিন বন্ধ থাকে। এ দুইদিন হল শনিবার এবং রবিবার। ফরেক্স মার্কেটে এই দুই দিন বন্ধ থাকলেও প্রতিদিন দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক লেনদেন, বিভিন্ন পণ্যের ক্রয়-বিক্রয় চালু থাকে। আর এ সময়ের মধ্যে প্রতিটি দেশে কারেন্সি বা মুদ্রার মান কম বেশী হয়ে থাকে। অথবা যদি হঠাৎ করেই যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে কারেন্সির উপর এর প্রভাব পড়ে এবং মুদ্রার মান কম বেশি হয়ে যায়। মূলত ফরেক্স মার্কেট এ দুই দিন বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন কারেন্সি পেয়ার এর মূল্য দেখতে পাই না। সোমবার যখন ফরেক্স মার্কেট ওপেন হয় তখন কিছু মুদ্রার মান এর কম বেশি হওয়ার কারণে আমরা পূর্বের মানের থেকে কিছুটা গ্যাপ দেখতে পাই।

Suriya Sultana Hira
2021-02-03, 12:37 PM
আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মাঝে মাঝে আমরা দেখে থাকি যে মার্কেট গ্যাপ দিয়ে ডাউন থেকে অথবা আপ থেকে স্টার্ট করে। আমার যেটা মনে হয় সেটা ব্যাখ্যা করেছি। আসলে ফরেক্স মার্কেট ট্রেডিং এর জন্য দু'দিন বন্ধ থাকলেও কোন কিছুর প্রাইজ স্থিতিশীল থাকেনা। প্রাইস কমতে থাকে অথবা বাড়তে থাকে। ধরুন আপনি আজ 90 টাকা দরে পিয়াজ ক্রয় করলেন। পরবর্তী দুদিন আর মার্কেটে গেলেন না। কিন্তু দুদিন পর মার্কেটে যাওয়ার পর দেখলেন পেঁয়াজের মূল্য 110 অথবা 70 টাকা। তার মানে আপনি মার্কেটে না গেলেও পেঁয়াজের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটেছে। ঠিক একইভাবে ফরেক্স মার্কেট বন্ধ থাকলেও প্রাইস মুভ করতে থাকে। তাই সাধারণত মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট করে থাকে।

ফরেক্স মার্কেটে এই ট্রেডিং মার্কেটে মাঝে মধ্যে গ্যাপ থাকার কারন আমার এর আগে জানা ছিলো না । আজ আপনার লিখিত উদাহরনের মাধ্যমে আমি বিষয়টা পরিষ্কার করে বুঝতে পারলাম । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মূল্যবান পোস্টের মূল্যবান কমেন্ট করার জন্য,,,, ধন্যবাদ ।