PDA

View Full Version : ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।



SaifulRahman
2020-11-01, 05:39 PM
৪১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
প্রথমবারের মত ৪১.০৩ বিলিয়ন ডলার বা চার হাজার একশত তিন কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জন করেছে বাংলাদেশ। যা বাংলাদেশী টাকায় ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। বর্তমানে সঞ্চিত এই বৈদেশিক মুদ্রা দিয়ে প্রতিমাসে ৪ বিলিয়ন ডলার হিসেবে একটানা ১০ মাসেরও বেশী সময় ধরে আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী একটি রাষ্ট্রের কমপক্ষে ৩ মাস আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকা আবশ্যক। তবে সামনে Asian clearing union (ACU) এর বিল পরিশোধ করলে রিজার্ভ কিছুটা কমবে।বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইরান ও মালদ্বীপ– এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করে থাকে।
12724