PDA

View Full Version : ফরেক্স মার্কেটে প্রথম রিয়েল একাউন্ট টিকে রাখতে পেরেছে কি।



md mehedi hasan
2020-11-02, 07:33 AM
আমি প্রায় সার পাচ বছর ধরে ফরেক্স মার্কেটে আছি।এখনো আমি শুনিনি যে ফরেক্স মার্কেটে কেউ তার জীবনের প্রথম রিয়েল একাউন্টে টিকাতে পেরেছে।আমার কথা তো বাদই দিলাম।আপনারা কি প্রথম রিয়েল একাউন্ট রক্ষা করতে পেরেছে।আমরা আমাদের প্রথম রিয়েল একাউন্ট শূন্য করার কারণ কখনো খুজে দেখেছি কি।এই লসের প্রধান কারণ হচ্ছে ভালো ভাবে ফরেক্স না শিখেই রিয়েল একাউন্ট করা।সাতার না জেনে গভীর সমুদ্রে নামার মতো।

Fahmida1
2020-11-02, 10:00 AM
আমি নতুন হিসেবে বর্তমানে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করছি। আমি এখনো ফরেক্স সম্পর্কে পুরোপুরি শিখতে পারিনি। তাই আমি ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করছি। যদি আমি ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করে সফল হয় পরে রিয়েল একাউন্টে ট্রেড করব। তবে রিয়েল একাউন্টে লস যাতে না হয় সে জন্য আমাকে কি কি জানতে হবে সেদিকে নজর দিতে হবে। তাছাড়া রিয়েল একাউন্ট ধরে রাখতে পারবো কিনা একজন দক্ষ ও সফল ট্রেডার দের কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে। কিভাবে আমি রিয়েল অ্যাকাউন্ট ধরে রাখতে পারব তাই প্রথমে আমাকে সবকিছু জেনে বুঝে কাজ করতে হবে। তাহলে আমি রিয়েল অ্যাকাউন্ট থেকে লাভবান হতে পারব এবং ঠিকে থাকতে পারবো।

EmonFX
2021-08-29, 07:22 PM
আপনি ঠিক বলেছেন, আমরা প্রায় প্রতিটি ট্রেডারই প্রাথমিক পর্যায় রিয়েল ব্যালেন্স টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছি। আমিও প্রথমবার যে রিয়েল ডলার ডিপোজিট করেছিলাম সেটা কিছুটা গ্রো করার পরে লসে যেতে থাকে, একসময় ব্যালেন্স জিরোতে গিয়ে শেষ হয়। এর মূল কারণ হিসেবে আমি দেখছি অসম্পূর্ণ জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করা, ঠিকমতো মানি ম্যানেজমেন্ট ফলো না করা, অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। এর পাশাপাশি একটি অন্যতম বড় কারণ হল স্টপ লস অর্ডার ব্যবহার না করা। আমরা যদি ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করার পরে মানি ম্যানেজমেন্ট মেনটেন করে সঠিক নিয়মে স্টপ লস অর্ডার ব্যবহার করি তাহলে লস হলেও অন্তত ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে বেঁচে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেডেই যে প্রফিট হবে এমনটা আশা করা ঠিক নয়। তাই অবশ্যই স্টপ লস হওয়ার ব্যবহার করা উচিত। তাতে করে কোন একটি ট্রেডে লস হলে সেটা পরবর্তী ট্রেডের মাধ্যমে রিকভার করা সম্ভব। কিন্তু যদি স্টপ লস অর্ডার ব্যবহার না করে ট্রেডিং করি তাহলে ব্যালেন্স জিরোতে গিয়ে শেষ হবে, যেটা আর কখনো রিকভার করা সম্ভব নয়। তাই আমাদের উচিত প্রপার জ্ঞান অর্জনের মাধ্যমে মানি ম্যানেজমেন্ট মেনটেন করে লোভ নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে ট্রেডিং করে যাওয়া, তাহলে একটু দেরিতে হলেও অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।

Starship
2021-08-29, 08:00 PM
প্রথম অবস্থায় প্রতিটি ট্রেডার নিজের একাউন্ট ব্যালেন্স সুরক্ষা রাখার ক্ষেত্রে পর্যাপ্ত হিমশিম খায়। কেননা সহজভাবে প্রথমদিকে একজন ট্রেডারের দক্ষতা এবং অভিজ্ঞতা কম থাকার কারণে লস সম্ভাবনা বেশি থাকে। এই জন্য রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করার ক্ষেত্রে পর্যাপ্ত ডেমো অ্যাকাউন্ট অনুশীলন না করে মোটেও ট্রেড করা উচিত নয়। কেননা ট্রেড ইংলিশে পর্যাপ্ত জ্ঞান লাভ করার অনেক কিছু আছে এখানে শুধু বাই বা সেল দিয়ে পেস্ট করলেই প্রফিট হবে না। আমি নিজেও প্রথম অবস্থায় ব্যালেন্স টিকিয়ে রাখতে পারিনি ৩০ দিন পর অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছি।