PDA

View Full Version : প্রতিটি ট্রেডে লসের কারন গুলো খুজে বের করুন।



md mehedi hasan
2020-11-02, 07:40 AM
ফরেক্স মার্কেটে আমরা বেশি ভাগ ট্রেডারা নিয়মিত লস করে থাকি।আমরা যে প্রতিনিয়ত লস করছি কেন লস করছি কি করনে লস করছি এই বিষয় গুলো কখনো বেড় করার চেষ্টা করেছি।মনে হয় না আমিও ব্যক্তি গতভাবে এরকমিই ছিলাম।আমাদের উচিত প্রতিটি ট্রেডে লসের কারন গুলো খুজে বের করে লিখে রাখা এবং মাঝে মাঝে তা বেড় করে দেখা।যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল আর না হয়।

EmonFX
2020-11-02, 10:17 AM
মেহেদী হাসান ভাই আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। ফরেক্স যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান তাই এখানে লাভ-লস দুটোই থাকবে। তাই বলে হতাশ হওয়া যাবে না। প্রথমে আপনাকে কিছু লস করতে হতে পারে, তাই বলে থেমে গেলে চলবে না, হতাশ হলে চলবে না। লস এর কারণগুলো খুঁজে বের করে নোট ডাউন করতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করতে হবে। আসলেই আমরা এমনটা অনেকেই করি না বিধায় লস এর বৃত্ত থেকে বের হতে পারি না। আপনাকে দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাড়াতে হবে। আপনাকে আস্থা রাখতে হবে নিজের উপর এবং বিশ্বাস রাখতে হবে যে অন্ধকারের পরে আলো আসবেই। তার জন্য আপনাকে একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। যারা লাভ করে তারা কোন দিনই ফরেক্স ছাড়বে না এটাই স্বাভাবিক। তারাও শুরুতেই লাভ করতে পারেনি। লস করে করে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের ভূল সুধরে নিজেকে আবার নতুন করে তৈরি করেছেন। এর পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও হেরে যাবার আগে হেরে না যাবার মানসিকতা।

মনে রাখবেন আপনি যখন প্রথম হাটা শিখছেন তখন হাজার বার পড়ে যাবার পরেও আবার উঠে দাড়িয়েছেন, আবার হাটতে চেষ্টা করেছেন। এভাবে করে করেই আজ আপনি সুন্দর করে হাটতে পারেন। আজ আপনি কারো সাহায্য ছাড়াই বিশ্ব ভ্রমনের জন্য প্রস্তত। ধন্যবাদ।

Sakib42
2020-11-02, 02:35 PM
ফরেক্স মার্কেটে আমরা বেশি ভাগ ট্রেডারা নিয়মিত লস করে থাকি।আমরা যে প্রতিনিয়ত লস করছি কেন লস করছি কি করনে লস করছি এই বিষয় গুলো কখনো বেড় করার চেষ্টা করেছি।মনে হয় না আমিও ব্যক্তি গতভাবে এরকমিই ছিলাম।আমাদের উচিত প্রতিটি ট্রেডে লসের কারন গুলো খুজে বের করে লিখে রাখা এবং মাঝে মাঝে তা বেড় করে দেখা।যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল আর না হয়।

জি ভাই আপনি অনেক ভালো একটি পয়েন্ট তুলে ধরেছেন আমাদের সকলের উচিত যখন আমরা ক্ষতির সম্মুখীন হব তখন সে বিষয়টি সম্পর্কে নোট করা যে আমাদের কোথায় ভুল হয়েছে এবং আমাদের উচিত সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা নোট দেখে দেখে পয়েন্টগুলো বুজে বুজে পরবর্তীতে কাজ করা যেন আমাদের আবার ক্ষতির সম্মুখীন হতে না হয়।

কেউ চাইলেই একেবারে যে ক্ষতির হাত থেকে দূরে চলে যাবে তা সম্ভব নয় ট্রেডিং করতে হলে ক্ষতির সম্মুখীন হতেই হবে কিন্তু সেই ক্ষতিকে প্রশ্রয় দিয়ে সামনে তার পরিমাণ বাড়ানোর কোন মানেই নেই তাই আমাদের উচিত রকম ভুল করবো তখন সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা কারণ গুলো খুজে বের করা এবং সে কারণ অনুযায়ী ট্রেডিং করলেই আমাদের ফল ভালবাসবে

Fahmida1
2020-11-03, 09:44 PM
ফরেক্স মার্কেট যেহেতু একটি বড় ব্যবসা। এই ব্যবসায় লাভ হতে পারে এবং লসও হতে পার। একটি বড় ব্যবসা সামলাতে গেলে হোঁচট খেতেই হয় এটাই স্বাভাবিক। তবে কোথায় লস হলো কিভাবে লস হলো লস এর কারণটা খুঁজে বের করা অবশ্যই প্রয়োজন। কেননা লস করার কারণ গুলো খুজে বের করে সংশোধন করা হলে ফরেক্স সম্পর্কে আরো বেশি দক্ষতা অর্জন করা যায় যাতে আর কখনো ওই কারণগুলোতে ভুল না হয়। এতে জ্ঞান বৃদ্ধি পায় আরো বেশি এবং খুঁটিনাটি বিষয়গুলো জানা যায়। এমনকি কারণগুলো সম্পর্কে জানার জন্য ফরেক্স ট্রেডিং এর গুরুত্ব অপরিহার্য। অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডিং নিয়মিত অনুসরণ করলে ফরেক্সের লস এর কারণগুলো সম্পর্কে সহজে জানা যায়। প্রতিদিন ফরেক্স সম্পর্কে আলোচনা করলে কারণগুলো সহজে ধরা যায়। এতে করে লসের কারণগুলো সংশোধন করা আরো সহজ হয়।

ABDUSSALAM2020
2020-11-03, 11:54 PM
প্রতিটি ট্রেডে লসের কারন গুলো খুজে বের করুন।
ফরেক্স মার্কেটে আমরা বেশি ভাগ ট্রেডারা নিয়মিত লস করে থাকি।আমরা যে প্রতিনিয়ত লস করছি কেন লস করছি কি করনে লস করছি এই বিষয় গুলো কখনো বেড় করার চেষ্টা করেছি।মনে হয় না আমিও ব্যক্তি গতভাবে এরকমিই ছিলাম।আমাদের উচিত প্রতিটি ট্রেডে লসের কারন গুলো খুজে বের করে লিখে রাখা এবং মাঝে মাঝে তা বেড় করে দেখা।যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল আর না হয়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Devdas
2021-07-30, 09:56 PM
আসলে ফরেক্স এ যখন লস হয় এবং যে পেয়ার এর ট্রেড থেকে লস হয় সেই পেয়ারে আর ট্রেড করি না তখন এমনকি লস হল কী করে তা খুতিয়ে দেখি না। কিন্তু এটা মানতে হবে যে ফরেক্স এ লাভ লস আছে লাভ লস মিলেই ফরেক্স থেকে আয় করা হয়। অনেকই বলেছেন যে যেখনা থেকে লস হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহন করা উচিত। তাই আমি চেষ্টা করি যেখান থেকে লস হযেছে সেখান থেকে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করি যাতে সেই ধরনের সম্মুখীন হলে লস নয় বরং প্রফিট করতে পারি।

Starship
2021-07-30, 10:48 PM
প্রতিদিন নষ্টের কারণ খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কার্য ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে। কেননা লসের কারণ না খুঁজে বের করতে পারেন তাহলে ট্রেড করে শুধু আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আমি মূলত ইতিপূর্বে ট্রেড করে লস করার পেছনে যে কারণটা খুঁজে পেয়েছি সেটা হলো যথাযথ মানি ম্যানেজমেন্ট মেনে না চলার। ট্রেড করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আরে মানি ম্যানেজমেন্ট তখনই না মেনে চলি তবে যখন আমাদের লসের সম্মুখীন হয়। তাই ট্রেড করার ক্ষেত্রে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ

Mas26
2021-07-31, 11:29 AM
আসলে ফরেক্স মার্কেট একটি শিক্ষা সাগর এখান থেকে অনেক কিছু শেখার আছে।তাই আমরা ফরেক্স মার্কেটে অনেক পোস্ট করি এবং অনেক পোস্ট পড়ি এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আর লস ফরেক্স মার্কেটে একটা নিত্য নতুন ব্যাপার না এটা স্বাভাবিক ভাবেই সব সময় হয়ে থাকে,, এবং লাভ হয়ে থাকে,, যদি সঠিকভাবে এনালাইসিস করা সম্ভব হয় তাহলে অনেক সময়ে লাভ করা সম্ভব হয়। আবার অনেক সময় আমরা না বুঝেই ট্রেড করে ফেলি যার ফলে আমাদের অনেক সময় লস হয়। আসলে মাঝে মাঝে আবার কিছু কিছু সময় লস এর কারণ খুঁজে পাই না কারণ মার্কেট অনেক ভালো এনালাইসিস করার মাধ্যমে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখার মাধ্যমে এই সব রুলস এর ভিতর থাকার পরেও লস করে ফেলি যা আশা করি না। সে ক্ষেত্রে অনেক সময় লসের কারন খুঁজে পাইনা তাই মাঝে মাঝে অনেক আনকম্ফোর্টেবল ফিল হয়। আসলে ফরেক্স সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই আসলে মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করে সঠিকভাবে জানা সম্ভব না। তারপরও যতদূর সম্ভব এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এক সময় সফলতা অর্জন করা সম্ভব হবে।