PDA

View Full Version : ফরেক্স আমাদেরকে বাস্তবে কি শিক্ষা দেয়।



Smd
2020-11-03, 08:35 AM
আমরা ফরেক্স করতে আসি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সবাইর মূল টার্গেট থাকে যে কোনো মূল্যে প্রফিট অর্জন করা কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে লসের কোনো নির্দিষ্ট সীমা নেই । মাঝে মাঝে ব্যালেন্স 1000 ডলার নিয়ে আসলেও টিকে থাকা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার অল্প কিছু নিয়ে শুরু করেও ভালো কিছু করা যায়।

md mehedi hasan
2020-11-03, 11:15 AM
ফরেক্স আপনাকে প্রতিনিয়ত বাস্তবতা শিক্ষা দিবে।এই মার্কেট এমন এর সাথে তাল মিলিয়ে চললে আপনি অনেক লাভ করতে পারবেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটের সাথে যুদ্ধ করেন তাহলে আপনি পরাজিত হবে ১০০ পারসেন্ট।এই মার্কেট আপনাকে যেমন লোভ ধরাবে তেমনি আবার লোভ কি ভাবে ত্যাগ করতে হয় তাও শিখাবে।

786.ariful.islam.bd
2020-11-03, 03:15 PM
ফরেক্সকে অনেকে যত কঠিন মনে করে ফরেক্স কি আসলেই অতটা কঠিন? না সবাই যততা কঠিন মনে করে বা বলে, ফরেক্স আসলে অতটা কঠিন নই। ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েই ফরেক্স থেকে ১০-২০% আয় করা যায়। আর তা করতে হলে আপনাকে জানতে হবে, মানতে হবে এবং মানতে হবে। ফরেক্স কে আমরা কঠিন করে ফেলেছি আমাদের নিজেরি কর্মের জন্য। কঠিন তখনি হয় যখন আমরা আমাদের মানি এর ম্যানেজমেন্ট করতে পারি না। মুল মানি হিসেবে রিস্ক অনেক নিয়ে ফেলি তখনি ফরেক্স কঠিন হয়ে যায়। আমরা ফরেক্স সম্পর্কে অনেক পড়াশোনা করি অনেক স্ট্রাটেজি ফলো করি কিন্তু বেশিদিন সেটা মানতে পারি না। মানতে না পারলে ভাই ফরেক্স খুব কঠিন এটা বাস্তব সত্য।

FiruFx
2020-11-03, 04:10 PM
ফরেক্সে ট্রেড করে বাস্তব জীবনে অনেক কিছুই শিখা যায় । কতো ডলার নিয়ে ট্রেড করলে বেশি লাভবান হওয়া যায় । আবার কত ডলার নিয়ে ব্যবসায় শুরু করলে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে । কিভাবে ট্রেড করলে কখনো লসে পরতে হবে না । এসব কিছুই ফরেক্স থেকে জানা যায় । তাই বাস্তব জীবনে ফরেক্স ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকে ।

ABDUSSALAM2020
2020-11-04, 11:59 PM
ফরেক্স আমাদেরকে বাস্তবে কি শিক্ষা দেয়।
আমরা ফরেক্স করতে আসি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সবাইর মূল টার্গেট থাকে যে কোনো মূল্যে প্রফিট অর্জন করা কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে লসের কোনো নির্দিষ্ট সীমা নেই । মাঝে মাঝে ব্যালেন্স 1000 ডলার নিয়ে আসলেও টিকে থাকা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার অল্প কিছু নিয়ে শুরু করেও ভালো কিছু করা যায়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

EmonFX
2020-11-05, 10:43 AM
আমি মনে করি ফরেক্সে মূলধন এর থেকেও বেশি শক্তিশালী হলো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা। ফরেক্সে দক্ষতা এবং অভিজ্ঞতাই হলো মূলধন। আপনার যদি ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি 1000 ডলার কেন তার থেকে বেশি ডলার নিয়ে ট্রেড করলেও সফলতা অর্জন করার সুযোগ নেই। 1000 ডলার নিমিষেই জিরো হয়ে যেতে পারে যদি আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা ও এনালাইসিস করার দক্ষতা না থাকে। তাই বলবো ফরেক্সে মূলধন বাড়ানোর থেকেও অভিজ্ঞতা বাড়ানোর প্রতি বেশি নজর দেয়া উচিত।