PDA

View Full Version : ভয়কে জয় করা যেতে পারে অভিজ্ঞতার দাড়া।



EmonFX
2020-11-05, 01:05 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হলো ভয়। মনে ভয় নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। আপনি যদি মনে ভয় নিয়ে ট্রেড না করে বসে থাকেন হেরে যাবেন এই ভেবে। তাহলে সফলতা কখনোই আপনার কাছে ধরা দিবে না। ভয় কে দূর করতে চাই অভিজ্ঞতা। যখন আপনার ট্রেডিং সম্পর্কে যথেষ্ঠ অভিজ্ঞতা থাকবে তখন আপনি ট্রেড নেয়ার সঠিক পয়েন্টটি খুজে পাবেন এবং ভয় পাবেন না। সতরাং, এর জন্য চাই ফরেক্স দক্ষতা ও অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার জন্য চাই প্রপার স্টাডি, মার্কেট এনালাইসিস, অনুশীলন এবং প্রচুর ডেমো প্রাকটিস। তাহলেই আপনি ভয়কে জয় করতে পারবেন এবং সফলতার দ্বারপ্রান্তে পৌছাতে পারবেন।

Fahmida1
2020-11-05, 01:29 PM
আপনি সত্য কথাই বলেছেন আমরা যখন ট্রেড করে থাকি তখন মনে একটা ভয় লাগে। লাভ করব নাকি লস করব এটা নিয়ে টেনশন ফিল করে থাকি মনের ভিতরে একটা ভয় জাগে। মনোবল থাকতে হবে প্রচুর। ইচ্ছাশক্তি প্রখর হতে হবে। লাভ লস একটা হবেই এই ভেবে ট্রেড ওপেন করতে হবে'। ভয় নিয়ে বসে থাকলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এছাড়া জীবনে ভবিষ্যৎ সাফল্য কখনই অর্জিত হবে না। ভয় কে দূর করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতা যদি দৃঢ় থাকে তাহলে মনে কোন ভয় জাগবেনা না যেকোনোভাবে ট্রেড করা যাবে। আর এরজন্যই ফরেক্স সম্পর্কে বেশি বেশি এনালাইসিস করতে হবে। ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করতে হবে। ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই মনের সাহসিকতা বাসা বাঁধবে।