View Full Version : ফরেক্সে সুনির্দিষ্ট পরিকল্পনার গুরুত্ব।
EmonFX
2020-11-08, 10:58 AM
ফরেক্সে সফলতা পেতে সুনির্দিষ্ট পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।আপনি যে কাজই করেন না কেন তার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনার থাকা দরকার। আপনার যখন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে তখন আপনার দৈনন্দিন কর্ম প্রক্রিয়াও সেই পরিকল্পনাকে ঘিরেই আবর্তিত হবে। আমাদের উচিত কোন কাজ শুরু করার আগে তার একটি প্রিপ্লান বা পূর্ব পরিকল্পনা করা। আপনি কি হতে চান বা কি করতে চান বা কি পেতে চান সেটার একটা পূর্ব পরিকল্পনা থাকা উচিত। কোন কাজের একটা পরিকল্পনা থাকলে সেটা সফলতার ক্ষেত্রে 50 পার্সেন্ট এগিয়ে রাখে। শুধু ফরেক্স মার্কেট নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকর। তাই আমাদের উচিত কোন কাজ শুরু করার আগে সে ব্যাপারে একটা পরিকল্পনা প্রণয়ন করে নেয়া, যাতে করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।
md mehedi hasan
2020-11-08, 03:21 PM
আপনি যে কোন কাজ করতে যান না কেন তার জন্য একটি সঠিক পরিকল্পনা দরকার।আপনি একটি ভালো পরিকল্পনা করতে পারেন তাহলে মনে করবেন আপনার কাজ ৫০ ভাগ শেষ হয়েছে।তেমনি ফরেক্স মার্কেটে এর বিপরীত নয়।ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করছেন অথচ আপনার কোন ভালো পরিকল্পনা নেই।তাহলে আপনি ফরেক্স মার্কেটে থেকে ঝরে যাবেন।আপনি কখন মার্কেটে প্রবেশ করবেন।একটি ট্রেডে কত লস নিবেন।কখন ট্রেড করবেন।কিভাবে ট্রেড করবেন তার জন্য যদি আপনি পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করবেন ।
ForexStar
2020-12-07, 07:50 PM
যেকোন কাজ করতেই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। একটি সুন্দর পরিকল্পনা আপনাকে সফলতার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে রাখতে পারে। সফলতার ক্ষেত্রে ফিফটি পারসেন্ট এগিয়ে রাখতে পারে একটি সুন্দর পরিকল্পনা। তাই কোন কাজ করার আগে সে বিষয়ে পরিকল্পনা করে নেয়া উচিত। আপনার লক্ষ বা গোল যদি নির্দিষ্ট থাকে তাহলে আপনার কর্মপরিধিও ঠিক সেটাকে ঘিরেই আবর্তিত হবে। তেমনি ফরেক্স মার্কেটে যদি পরিকল্পনা নিয়ে আগাতে পারেন তাহলে সপলতার সমুহ সম্ভাবনা থাকে।
ANIK918
2020-12-08, 04:25 AM
যেকোনো কাজেই সুষ্ঠু পরিকল্পনা না থাকলে সেটা সহজ হয় না। একটি সুষ্ঠু পরিকল্পনা কাজটির বাস্তবায়নের অর্ধেক বলে মনে করা হয় থাকে। তেমনি ফরেক্সে কোনো পরিকল্পনা ছাড়াই আগানোর সম্ভব নয় অর্থাৎ ফরেক্সের টিকে থাকতে হলে আপনাকে একটি পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। এখানে কাজ করার জন্য মার্কেট সম্পর্কে এবং ফরেক্স এর সম্পূর্ণ বিষয়াদি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে মুভমেন্ট অনুযায়ী একটি পরিকল্পনা করে ট্রেড করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।
samun
2021-02-27, 04:38 PM
কমার্সের স্টুডেন্ট রা খুব ভালোই বুঝবে পরিকল্পনা বিষয়ক একটি গোছালো কথা বলাই আছে ব্যবসায় উদ্যোগে পরিকল্পনাবিহীন কোন কাজ সম্পন্ন হয় না এবং তাতে কোন সফলতা আসে না যে কোন কাজ করার পূর্বে অবশ্যই তার সুনির্দিষ্ট একটি পরিকল্পনার প্রয়োজন ফরেক্স করার পূর্বে অবশ্যই একটি পরিকল্পনা থাকা উচিত নতুবা সে কখনোই টিকে থাকা সম্ভব নয় এজন্য ফরেক্স করার পূর্বে অবশ্যই সম্পর্কিত যাবতীয় কার্যক্রম করা এবং ফরেক্স এর যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করে অনুরূপ কাজ করা এমন বিভিন্ন পরিকল্পনা গুছিয়ে করা
Starship
2021-02-27, 05:19 PM
কোন কাজে সফলতা পাওয়ার জন্য প্রয়োজন পূর্ব পরিকল্পনা বা আদর্শ পরিকল্পনা। সঠিকভাবে পূর্ব পূর্ব পরিকল্পনা করতে না পারলে কোন ক্ষেত্রেই আপনি সফল হবার সম্ভাবনা থাকবে না, সেটা হোক ফরেক্স বা পার্থিব জীবনে। তেমনি ফরেক্স বিষয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী আপনাকে প্রথমে জ্ঞান লাভ ও অভিজ্ঞতা অর্জনের মনোযোগ দিতে হবে। মার্কেট এনালাইসিস করার প্রয়োজনীয় সকল বিষয়ে সকল ধরনের জ্ঞান লাভ করতো হবে ও জানতে হবে। সকলেই জানি ফরেক্সে আয় করার পূর্ব শর্ত দক্ষতা বৃদ্ধি করা।
KAZIMAJHARULISLAM
2021-03-02, 09:11 AM
শুধুমাত্র ফরেক্সেই নয়, বরং বাস্তব জীবনেও একটি সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন। কেননা পরিকল্পনা বিহীন জীবন,আর হাল বিহীন জাহাজের মাঝে কোন পার্থক্য নেই।হাল বিহীন জাহাজ যেমন কোন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না, তেমনি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াও সফলতা পাওয়া যাবে না। কেননা আপনি যখন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগাবেন, তখন আপনার ভিতরের থেকে একটা অদৃশ্য শক্তি আপনাকে প্রভাবিত করবে,ঐ কাজটা সম্পূর্ণ করার তাগিদ দিবে। এবং আস্তে আস্তে আপনাকে সফলতার দিকে ধাবিত করবে। তাই শুধু ফরেক্সেই নয়, বাস্তব জীবনে ও একটি সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক চলুন,নিজে খুশি থাকুন, পরিবারকেও খুশি রাখুন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.