PDA

View Full Version : ফরেক্সে প্রফিট করতে করণীয় কি?



EmonFX
2020-11-08, 11:10 AM
আমাদের ফরেক্সে আসার প্রধান উদ্দেশ্য হলো প্রফিট করা বা উপার্জন করা। ফরেক্সে প্রফিট করতে সবচেয়ে গুরুত্বপুর্ন যে বিষয়টি তা হলো নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করা। আপনার ছোট খাটো ভুলগুলোকে বাড়তি গুরুত্ব দিতে হবে। প্রতিটি লস ট্রেডের ভুলগুলো নোটডাউন করুন। পরবর্তী ট্রেডে যাওয়ার আগে ঐ ভুলের কারন অনুসন্ধান করে ট্রেড ওপেন করুন। আমরা অনেকেই এমনটা করি না বিধায় ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারি না। আমরা সবসময় শর্টকাট পন্থা অবলম্বন করি তাই বেশিরভাগ সময়ে লস করে থাকি। শর্টকাটের বিষয় গুলো মাথাথেকে ঝেড়ে ফেলুন নতুবা আপনি কখনো লসের বৃত্ত থেকে বের হতে পারবেন না।

md mehedi hasan
2020-11-08, 03:12 PM
ফরেক্স মার্কেটে সবাই প্রফিট করতে আসে।কিন্তু বেশিরভাগ ট্রেডার এই মার্কেট থেকে ঝরে যায়।কারন তারা ভালো ভাবে ফরেক্স না শিখেই রিয়েল একাউন্ট করে।যার ফলে বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।তবে কিছু রুল ফলো করলে আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন।
১.কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করা।
২.ডেমো প্রাক্টিস এর মাধ্যমে একটি স্টেজি তৈরি করা।
৩. সঠিকভাবে মানিমেনেজমেন্ট করা।
৪.ভালো ট্রেডের জন্য অপেক্ষা করা।অর্থাৎ ধৈর্য ধরা।
৫. অভার ট্রেড না করা।অর্থাৎ লোভ না করা।
৬. প্রতিটি ট্রেডের রেকর্ড রাখা।
এই কয়টি নিয়ম মেনে চললে আমরা নিয়মিত প্রফিট করতে পারবো।

JOCKY
2020-12-31, 12:46 PM
আমাদের ফরেক্সে আসার প্রধান উদ্দেশ্য হলো প্রফিট করা বা উপার্জন করা। ফরেক্সে প্রফিট করতে সবচেয়ে গুরুত্বপুর্ন যে বিষয়টি তা হলো নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করা। আপনার ছোট খাটো ভুলগুলোকে বাড়তি গুরুত্ব দিতে হবে। প্রতিটি লস ট্রেডের ভুলগুলো নোটডাউন করুন। পরবর্তী ট্রেডে যাওয়ার আগে ঐ ভুলের কারন অনুসন্ধান করে ট্রেড ওপেন করুন। আমরা অনেকেই এমনটা করি না বিধায় ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারি না। আমরা সবসময় শর্টকাট পন্থা অবলম্বন করি তাই বেশিরভাগ সময়ে লস করে থাকি। শর্টকাটের বিষয় গুলো মাথাথেকে ঝেড়ে ফেলুন নতুবা আপনি কখনো লসের বৃত্ত থেকে বের হতে পারবেন না।

ABDUSSALAM2020
2020-12-31, 07:45 PM
ফরেক্সে প্রফিট করতে করণীয় কি?
আমাদের ফরেক্সে আসার প্রধান উদ্দেশ্য হলো প্রফিট করা বা উপার্জন করা। ফরেক্সে প্রফিট করতে সবচেয়ে গুরুত্বপুর্ন যে বিষয়টি তা হলো নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করা। আপনার ছোট খাটো ভুলগুলোকে বাড়তি গুরুত্ব দিতে হবে। প্রতিটি লস ট্রেডের ভুলগুলো নোটডাউন করুন। পরবর্তী ট্রেডে যাওয়ার আগে ঐ ভুলের কারন অনুসন্ধান করে ট্রেড ওপেন করুন। আমরা অনেকেই এমনটা করি না বিধায় ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারি না। আমরা সবসময় শর্টকাট পন্থা অবলম্বন করি তাই বেশিরভাগ সময়ে লস করে থাকি। শর্টকাটের বিষয় গুলো মাথাথেকে ঝেড়ে ফেলুন নতুবা আপনি কখনো লসের বৃত্ত থেকে বের হতে পারবেন না।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Starship
2021-01-02, 10:47 PM
সবাই ফরেক্সে প্রফিট করতে চায় কিন্তু সকলের দ্বারা তা সম্ভব হয়ে ওঠেনা। কেননা ফরেক্সে প্রফিট করতে হলে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে হয় পাশাপাশি সকল ধরনের নিয়মকানুন মেনে ট্রেড করতে হয়। প্রথমত হলো আপনার ফরেক্সের সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কিভাবে ট্রেড করবেন ট্রেডের এর কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে। সেটা যাচাই করার জন্য ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করতে পারেন। পাশাপাশি ফরেক্স লাভ করতে হলে অতিরিক্ত লোভ অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ ট্রেড করতে হবে এবং সকল নিয়ম মেনে ট্রেড করলে প্রফিট হওয়ার সম্ভাবণা বেশী থাকে।

Joly
2021-01-03, 09:31 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল ব্যবসা।ফরেক্স ব্যবসাতে প্রফিট করা অনেক কঠিন একটি কাজ।আমি মনে করি ফরেক্স ব্যবসাতে প্রফিট করতে হলে কিছু নিয়ম চলতে হবে। যেমনঃ
১। লোভ করা যাবেনা।
২।না বুঝে ট্রেড করা যাবেনা।
৩।একটি নির্দিষ্ট সময়ে ট্রেড এ্যান্টি দিতে হবে।
৪।অতিরিক্ত ট্রেড করা যাবেনা।
৫।এস এল এবং টিপি ছাড়া ট্রেড করা যাবেনা।
৬।ধর্য্য ধরে ট্রেড করতে হবে।
এগুুলো মানতে পারলে ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি।

KAZIMAJHARULISLAM
2021-01-11, 06:50 AM
আপনারা অবশ্যই সেই কাঠুরিয়ার গল্প শুনে থাকবেন,যেকিনা দুপুর পর্যন্ত তার কুঠার ধার দিয়ে, তারপরে কাঠ কাটা শুরু করতো। কিন্তু দিন শেষে দেখা যেত অন্যান্য কাঠুরিয়ার থেকে, সেই কাঠুরিয়াই বেশি কাঠ কেটেছে। তেমনি ফরেক্স মার্কেটে প্রফিট করতে আপনার কুঠারটি ও ধার দিতে হবে।অর্থাৎ ফরেক্সের প্রতিটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। সেইসাথে ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।কেননা ফরেক্সে সম্পর্কে যত বেশি দক্ষ ও অভিজ্ঞ হবেন, ততটা সঠিকতার সাথে মার্কেট এনালাইসিস করতে পারবেন। এবং ততটা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে,সঠিক লটের ট্রেড সিলেক্ট করে, সঠিক সময়ে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন*। সিদ্ধান্ত গ্রহণে আপনার বিচক্ষণতা যত বেশি হবে, আপনার প্রফিট এর পরিমাণ ও ততটাই বৃদ্ধি পাবে। তাই ফরেক্স থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ধৈর্য ধারণ করে,লোভকে উপেক্ষা করে, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে, মার্কেটে টিকে থাকার মানসিকতা রাখতে হবে। কেননা আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন,তাহলে সফলতা পাবেনই।