PDA

View Full Version : বাইটডান্সের বাজারমূল্য কত?



kohit
2020-11-08, 12:46 PM
চীনভিত্তিক বাইটডান্স শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের প্যারেন্ট কোম্পানি। টিকটকের কল্যাণে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি নতুন করে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাইটডান্স, যা সম্ভব হলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১৮ হাজার কোটি ডলারে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্ট দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।সংশ্লিষ্ সূত্রমতে, নতুন তহবিল সংগ্রহের বিষয়ে আগাম আলোচনা শুরু করেছে বাইটডান্স। তহবিল সংগ্রহে সিকোইয়া ক্যাপিটাল এবং জেনারেল আটলান্টিকের মতো বিদ্যমান বিনিয়োগকারীদের কাছ থেকে আরো অন্তত ২০০ কোটি ডলার পেতে চায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি নতুন বিনিয়োগকারীদের কাছ থেকেও তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে বাইটডান্সের।

বাইটডান্স নিয়ন্ত্রিত টিকটক নিজেদের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরো কয়েকটি দেশে চাপে রয়েছে। তথ্যনিরাপত্তা দুর্বলতার অভিযোগে টিকটক নিষিদ্ধ করতে এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে টিকটকের প্যারেন্ট কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরামর্শ দেয়া হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে জনপ্রিয় অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনতে আলোচনা শুরু করেছিল মাইক্রোসফট। তবে শেষ পর্যন্ত টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে ওরাকল করপোরেশনের সঙ্গে একটি চুক্তি করেছে বাইটডান্স।

গত ৬ আগস্ট যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধে এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের কার্যক্রম স্থানীয় কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরে ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছিলেন। এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পরিচালনার পথ অনেকটা বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে মালিকানা হস্তান্তরে ব্যর্থ হলে দেশটিতে আর কোনো আর্থিক লেনদেন করতে পারবে না টিকটক কর্তৃপক্ষ বলে নিষেধাজ্ঞায় বলা হয়। ওই সময় টিকটক নিষিদ্ধে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

টিকটকের অভিযোগ, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা ধ্বংস করতে অপ্রত্যাশিত পদক্ষেপ নেয়া হয়েছে। এমনকি তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বাধ্য করার মতো পরামর্শ দেয়া হয়েছে। তথ্য নিরাপত্তার অজুহাতে দেশটিতে তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। যে কারণে বিষয়টি নিয়ে তারা আইনের আশ্রয় নেয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিল।

বণিক বার্তা