PDA

View Full Version : ফরেক্স মার্কেটের মূল বিষয়বস্তু সবাই জানে কিন্তু কই জনই বা মানি।



Smd
2020-11-09, 12:00 PM
যারা অনেক দিন যাবৎ ফরেক্স এর সাথে জড়িত তারাও মাঝে মধ্যেই ধরা খেয়ে যায় এমন না কিন্তু যে তারা এনালাইসিস ছাড়া ট্রেড করে তাই নতুন যারা আছেন ফরেক্স করছেন বা শুরু করার চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্য বলা নিয়ম-কানুন গুলো ফলো করুন তারপর ও লস খাইলে মনকে তো শান্তনা দেয়া যাবে।

EmonFX
2021-09-12, 08:39 PM
আমরা যদি ফরেক্স ট্রেডিং এর সকল রুলস মেনে ঠিকঠাক ট্রেডিং করতাম তাহলে এই মার্কেটে লস করার খুব বেশি কারণ থাকে না। কিন্তু আমরা এই নিয়মগুলো জানলেও কাজের বেলায় সেটা মেনে চলি না। খুব কমসংখ্যক ট্রেডার আছে যারা সঠিক নিয়মে মধ্যে থেকে এই মার্কেটে ট্রেড করেন। ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ এবং সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আগে আপনাকে লসের কারণ গুলো খুজে বের করতে হবে। প্রথমিক পর্যােয়ে ফরেক্স মার্কেটে কিছু লস হতে পারে, তাই বলে ভেঙ্গে পড়া যাবে না। বরং এখান থেকে উত্তরনের পথ খুজে বের করতে হবে। ফরেক্স মার্কেটে লস হলে সর্বোপ্রথমে লসের কারন ও দুর্বলতাগুলো খুজে বের করতে হবে। সে অনুযায়ী ভুলগুলো সংশোধন করতে হবে। আসলে এই ব্যাপারটা আমরা বলার সময় বলি কিন্তু কাজের সময় অনেকেই মেনে চলি না বিধায় লসের বৃত্ত থেকেও বের হতে পারি না।

এর জন্য বেশি বেশি ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। মার্কেটে এসেই আপনি সফলতা অর্জন করবেন ব্যাপারটা এমন করে ভাবা যাবে না। প্রথমিক পর্যায়ে আপনি যতগুলো ট্রেড নিবেন দেখা যাবে তার ৫০% আপনি লস করছেন। চেস্টা করে যেতে হবে এই % যেনো ৫৫% বা ৬০% এ উন্নিত করা যায়। ৬০% ট্রেডে ভালো করলে ধরে নিতে পারেন নিঃশন্দেহে আপনি একজন ভালো ট্রেডার। এর পরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই % আরো বৃদ্ধি পাবে। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ট্রেড করে যান, সফলতা একদিন নিশ্চয়ই আসবে।