PDA

View Full Version : বিনা ফি'তে "পুঁজিবাজারে বিনিয়োগ" শীর্ষক অনলাইন প্রশিক্ষণ



SUROZ Islam
2020-11-10, 01:43 PM
12821
আগামী প্রশিক্ষণঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২০ (বিকাল ৩.০০ - ৫.০০ পর্যন্ত)
রেজিস্ট্রেশনের জন্যঃ আপনার পুরো নাম,মোবাইল নং,ই-মেইল,সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা,আপনি কোন এলাকায় থাকেন (ঠিকানা নয়, শুধুমাত্র এলাকার নাম যেমন মতিঝিল, মিরপুর, খিলগাঁও, বনানী, ওয়ারি ইত্যাদি, এবং ঢাকার বাইরে হলে উপজেলা এবং জেলার নাম) এই ৫ টি তথ্য ঠিক এই ক্রমে, একটির পর একটি কমা দিয়ে কিন্ত মাঝে কোন স্পেইস না দিয়ে SMS করুন ০১৫৭২-১১২৪৯৬ নম্বরে ।
উদাহরণ ১ (ঢাকার ভেতরে হলে) - Asif Imran,01572812496,imran@bicm.ac.bd,MBA,Motijheel
উদাহরণ ২ (ঢাকার বাইরে হলে) - Asif Imran,01556376955,imran@bicm.ac.bd,MDS,Ghatail,Tan gail
SMS করার পর আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে এবং অনলাইনে প্রোগ্রাম শুরুর আগে (১৪ নভেম্বর তারিখ দুপুর ১২:০১ টা থেকে ১:০০ টার মধ্যে) আপনার ই-মেইলে প্রোগ্রাম এর লিংক পাঠানো হবে। অসম্পূর্ণ তথ্য বা তথ্য প্রদানে ক্রম আগে পরে করলে কনফার্মেশন মেসেজ বা প্রোগ্রাম এর লিংক পাঠানো সম্ভব হবে না।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২০ (দুপুর ১২.০০ টা পর্যন্ত)
প্রশিক্ষণ শেষে কোন সার্টিফিকেট দেয়া হবে না। সুতরাং, শুধুমাত্র শেখার এবং জানার আগ্রহ থাকলেই রেজিস্ট্রেশন করার জন্য আহবান করা যাচ্ছে।