Log in

View Full Version : বাটপার ব্রোকারের ও বাটপার গ্রুপের গ্যাংদের নাম সহ উল্লেখ্য করব



DhakaFX
2020-11-10, 02:13 PM
বাংলাদেশী ব্রোকারের নাম ও বাটপার গ্রুপের গ্যাংদের নাম সহ উল্লেখ্য করব। ব্রেকারের নাম হল IT Finance. সার্ভার -Trading Technology. .কিভাবে চিনবেন কারা এই ব্রোকারের সাথে জড়িত/ টাকা মারার ধান্ধায় আছে? যারা এই ব্রোকার নিয়ে মার্কেটিং করছে/এই ব্রোকারের ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে/ মাইএফেক্সবুক লিংক দিয়ে মানুষ কে আকৃষ্ট করার চেষ্টা করছে/অথবা বলছে যে ব্রোকারের মালিক আমার পরিচিত ইনভেস্ট করলে সমস্যা হবেনা মুলত তারাই এই গ্রুপের সাথে জড়িত। তাদের টার্গেটকৃত টাকা ব্রোকারে ডিপোজিট হয়ে গেলে সব মেরে দিবে, আমার এটাই মনে হচ্ছে।আমার গত পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছে মাইএফেক্সবুক আবার ফেইক হয় কিভাবে? তাদের কে বলছি একটি আনরেগুলেডেট ব্রোকার থেকে যা ইচ্ছা সব করতে পারবেন। লসের ট্রেড কে লাভে দেখাতে পারবেন/ লস ট্রেড কে হিস্টোরি থেকে রিমুভ করে দিতে পারবেন আর মাইএফেক্সবুক এর কাজ হলো জাস্ট ঐ একাউন্টের হিস্টোরি টা কে দেখাবে, এখানে মাইএফেক্সবুক এর কোন সমস্যা নেই। সমস্যা হলো ব্রোকারের। যেখানে বাংলাদেশে ফরেক্সের কোন লিগ্যালিটি নেই সেখানে বাংলাদেশ থেকে নাম মাত্র একটি ওয়েবসাইট খুলে সার্ভার কানেক্ট করে কি মহা চুরির পরিকল্পনা করছে তা অকল্পনীয়। এই চোরদের কে হয়তো এতক্ষনে অনেকেই চিনে গেছেন। তাই বলছি এই চোরদের সাথে যারা এড আছেন সবাই সাবধান হোন এবং অন্য কে সতর্ক করে দিন।