PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং করার জন্য দিনে একটি ট্রেডই যথেষ্ট।



Smd
2020-11-12, 09:11 AM
আমরা সাধারণত লাভের আশায় ফরেক্স ট্রেডিং করে থাকি কিন্তু আমাদের অতিরিক্ত লাভের কথা চিন্তা করে ভূল বসত এমন কিছু ট্রেড নেই যে তখন শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই আমাদের সঠিক ধৈর্য্য থাকা উচিত।

md mehedi hasan
2021-01-30, 06:04 PM
আপনি ট্রেড করতে জানলেই ফরেক্স ট্রেডার হতে পারবেন না।কারন ফরেক্স মার্কেটে এমনও ট্রেডার আছে যারা পাচ বছর পরে ঝরে যায়।ফরেক্স মার্কেটে দিনে একটা ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।আপনি চাইলেই মাসে একটা ট্রেড করে অনেক প্রফিট নিতে পারবেন।আপনি হয়তো দশটি ট্রেড করে যে টাকা ইনকাম করেন অন্য জন মাত্র একটি ট্রড করে এর চাইতে বেশি ইনকাম করে।

Sakib42
2021-01-30, 11:44 PM
সবকিছু বুঝে শুনে কাজ করতে পারেন তাহলে এক দিনে একটি ট্রেড ই যথেষ্ট। আমি বলব শুধু একদিনের নয় আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে এক মাসে যথেষ্ট যদি আপনি একটি সুফল ট্রেড উপস্থাপন করতে পারেন। অনেক সময় আমরা একটি ট্রেড দিয়েই অনেকদিন খুব ভালোমতো চলতে পারি কেননা আমরা ভালোমতো মার্কেট এনালাইসিস করে সব দিক বিবেচনা করে একটি ট্রিট দেই এবং সেই ট্রেন থেকে যখন পজিটিভ রেজাল্ট আসে তখন আমরা অনেক খুশি হয়ে যাই এবং দেখা যাচ্ছে যে এটি আমাদের এক মাসের অর্থের যোগান দিয়ে দেয় তখন আমাদের ট্রেড না দিলেও চলে। সময় সেটি পজেটিভ এর ফলে নেগেটিভ হয়ে যায়। আমি বলব ধৈর্য ধরে ভালো মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড দেওয়াই উত্তম।

samun
2021-02-28, 04:12 PM
আসলে একাধিক ট্রেন না করে করার মতন দিনে একটি ট্রেড করলেই যথেষ্ট অবশ্যই ভালোভাবে মার্কেট এনালাইসিস করে আপকামিং নিউজ রিলিজ হওয়ার পরে মার্কেটে সুন্দরভাবে একটি পর্যালোচনা মাধ্যমে যদি ট্রেড ওপেন করা হয় তবে অবশ্যই ভালো একটি ফলাফল অল্প সময়ের মধ্যে আশা করা সম্ভব লাভ করার জন্য একাধিক ট্রেন নয় একটি যথেষ্ট অবশ্যই লোভ হতে বিরত থাকুন

Starship
2021-02-28, 06:54 PM
ফরেক্সে দিনে একাধিক ট্রেড না করে এনালাইসিস এর মাধ্যমে সময় নিয়ে একটি ট্রেড করলেই উক্ত ট্রেড থেকে প্রফিট করা সম্ভব হয়। তা না হলে অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করলে ট্রেড লসের সম্মুখীন হতে হয়। ট্রেড সিদ্ধান্ত যদি সঠিকভাবে না নিতে পারেন তাহলে ট্রেড করে লস বয়ে বেড়াতে হবে। আমার এমন অনেক ট্রেড দুই থেকে চার দিন পর্যন্ত লসে চলছিল। চারদিন পর সেই লস থেকে প্রফিট অর্জন করতে পেরেছিলাম। তাই একাধিক ট্রেড না করে আমি দিনে এক বা দুটি ট্রেড করে থাকি (নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর)।

Mas26
2021-02-28, 06:56 PM
আমি মনে করি ফরেক্সে আপনার অতিরিক্ত ট্রেড করার দরকার নেই কারণ আপনি যদি একটা ট্রেড করে সফল হতে পারে তাহলে অতিরিক্ত ট্রেড করার কি দরকার আর ফরেক্সে আপনার একটা ট্রেডই করতে হবে এমন কোন কথা নেই বা অতিরিক্ত ট্রেড করা যে লাগবে এমন কোন কথা নেই আপনি যদি ধৈর্য ধরে আপনার একটা ট্রেড প্রফিট করেন তা হলে অতিরিক্ত ট্রেড করে দরকার কি। এ কারণে আপনি বুঝে শুনে ট্রেেড নিবেন যাতে লাভ করতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডার এবং ফরেক্স হিরো হতে পারবেন

EmonFX
2021-02-28, 07:08 PM
আমরা সাধারণত লাভের আশায় ফরেক্স ট্রেডিং করে থাকি কিন্তু আমাদের অতিরিক্ত লাভের কথা চিন্তা করে ভূল বসত এমন কিছু ট্রেড নেই যে তখন শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই আমাদের সঠিক ধৈর্য্য থাকা উচিত।

আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে দৈনিক একটি এন্ট্রিই যথেষ্ট যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও স্টাডি করে ট্রেড নেয়া যায়। ঘন ঘন ট্রেড নেয়ার থেকে দৈনিক একটি বা দুটি ট্রেড নিলে অনেক ভালো হয়। বেশি ট্রেড নিতে গেলে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা সম্ভব হয় না, তখন এলোমেলোভাবে ভুল ট্রেডে এন্ট্রি নেয়া হয়ে যায়, বিধায় বড় ধরনের লস হতে হয়। ভালো একটি এন্ট্রি পয়েন্ট পেতে যদি 2/3 দিন বা তারও বেশী অপেক্ষা করতে হয় তাহলে আমাদের তাই করা উচিত। অযথা ট্রেড নিয়ে লস করার থেকে ট্রেড না নিয়ে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। মূলধন রক্ষা করে ট্রেডিং করতে পারলে পরবর্তীতে প্রচুর পরিমাণে ভালো এন্ট্রি পয়েন্ট পাওয়া যেতে পারে। ফরেক্স মার্কেটে যারা অভিজ্ঞ ও সিনিয়র ট্রেডার তারা কখনই ঘনঘন ট্রেড নেন না। তারা সময়-সুযোগমতো দৈনিক 1 বা 2 টি এন্ট্রি নিয়ে থাকেন। আর দিন শেষে দেখা যায় তাদের সফলতার পার্সেন্টেজ অনেক বেশি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত দৈনিক 1/2 টি এন্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকা।

KAZIMAJHARULISLAM
2021-03-01, 12:53 PM
ভাইয়া আমি আপনার কথার সাথে একমত। কেননা মার্কেট প্রতিদিন নূন্যতম (৮০-১৩০) পিপস পর্যন্ত উঠানামা করে। তাই আপনি যদি উপযুক্ত সময়ে ট্রেডে এন্ট্রি নিতে পারেন, তাহলে একটা ট্রেড দিয়েই, একটা বড় মাপের প্রফিট করা সম্ভব। কেননা অতিরিক্ত লোভ আপনাকে অধিক ট্রেডিং এর জন্য প্রভাবিত করবে।যার ফলে আপনি ভুল ট্রেডিং করে বসতে পারেন।আর ফরেক্সে সামান্যতম ভূল সিদ্ধান্ত ও একাউন্ট এর জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, সঠিক সময়ে ট্রেডে এন্ট্রি নেন। এবং নিজের ও পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলুন।

Devdas
2021-07-29, 04:29 PM
আসলে ফরেক্স এ আসলে আমরা শুধু লাভের আশা করি থাকি। আসলে লাভ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে মার্কেট কোন পজিশন এ হিট করতে পারে এবং মার্কেট এর অবস্থা বুঝে ব্যবস্তা নিয়ে ফরেক্স এ ট্রেড করা উচিত। আমরা লাভের আশায় যা করি একটু বাই সেল এ অনেক গতিতে হিট করলেই আমরা ট্রেড করার জন্য ঝুকে থাকি। এতে করেই আমাদের লাভ না হয়ে লসের কবলে পরি। এর এই লসের জন্য আমরা কতই না অপেক্ষা করতে হয়। তাই ধৈর্য্য ধরে ফরেক্স মার্কেট ভাল করে শিখে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স করে লাভের চিন্তা করা উচিত।