PDA

View Full Version : একজন নতুন ট্রেডারের এক মাসে কি পরিমাণ প্রফিট আশা করা উচিত?



NEWVISION2020
2020-11-14, 11:29 PM
অধিকাংশ নতুন ট্রেডারের মনেই এই প্রশ্নটা বারবার ঘুরপাক খেতে থাকে যে এক মাসে সে কি পরিমান প্রফিট আশা করবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় কেননা যদি কোন ট্রেডারের মাসিক কোন পরিকল্পনা না থাকে তাহলে সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না।এইজন্য প্রত্যেকটা ট্রেডারের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করা উচিত।তবে প্রথম অবস্থায় একজন নতুন ট্রেডারের ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ কম থাকে এই কারনে তার অতিরিক্ত প্রফিট আশা করাটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি মনে করি একজন নতুন ট্রেডার এক মাসে তার ডিপোজিটের 30% প্রফিট আশা করে থাকে তাহলে ইনশাআল্লাহ সে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে এবং এজন্য তাকে বড় ধরনের কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন হবেনা ফলস্বরূপ তার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। এ ব্যাপারে আপনাদের যদি এর থেকে ভালো কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

Sakib42
2020-11-15, 06:44 PM
অধিকাংশ নতুন ট্রেডারের মনেই এই প্রশ্নটা বারবার ঘুরপাক খেতে থাকে যে এক মাসে সে কি পরিমান প্রফিট আশা করবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় কেননা যদি কোন ট্রেডারের মাসিক কোন পরিকল্পনা না থাকে তাহলে সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না।এইজন্য প্রত্যেকটা ট্রেডারের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করা উচিত।তবে প্রথম অবস্থায় একজন নতুন ট্রেডারের ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ কম থাকে এই কারনে তার অতিরিক্ত প্রফিট আশা করাটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি মনে করি একজন নতুন ট্রেডার এক মাসে তার ডিপোজিটের 30% প্রফিট আশা করে থাকে তাহলে ইনশাআল্লাহ সে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে এবং এজন্য তাকে বড় ধরনের কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন হবেনা ফলস্বরূপ তার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। এ ব্যাপারে আপনাদের যদি এর থেকে ভালো কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

আমি মনে করিযে ফরেক্সে কোন কিছুই আশা অনুযায়ী হয় না আপনি অবশ্যই এখানে লক্ষ কিংবা উদ্দেশ্য নিয়ে এসেছেন কিন্তু আপনি চাইলেই সে আশা পূরণ করতে পারবেন না বাসি লক্ষ অনুযায়ী অর্থ উপার্জন করতে পারবেন না কোন মাসে দেখবেন আপনার লক্ষের অধিক উপার্জন হয়েছে আবার কোন মাসে দেখবেন আপনার লক্ষ্যে পৌঁছায় নি আপনার উপার্জন তাই আমার মতো মনে হয় আশা না করাটাই ভালো।

একজন নতুন ট্রেডার যখন আসে তখন তার উচিত আগে প্রথমে সবকিছু সম্বন্ধে ভালোভাবে জ্ঞান অর্জন করা কেননা সে নতুন এবং সবকিছু সম্পর্কে বিস্তারিত জ্ঞান তার মধ্যে নেই তাই সে যদি প্রথমে আগে সবকিছু সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জনের জন্য ফোকাস দেয় তাহলে দেখা যাবে সে প্রথম মাসে তার কর্মের জন্য ভালো একটি মুনাফা আশা করতে পারেন তবে আমরা এটাও জানি যে আমরা অনেক কষ্ট করলেও ভালো মুনাফা অর্জন অনেক সময় করতে পারি না ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তাই আমাদের সচেতন থাকতে হবে।

md mehedi hasan
2020-11-16, 07:15 AM
ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার এক মাসে কত লাভ করবে সেটা মূলত নির্ভর করে তার ট্রেডিংএ দক্ষতা এরং ডিপোজিট ও মানিমেনেজমেন্ট এর উপর।আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ না হন তাহলে আপনি কখনো লাভ করতে পারবেন না।আর যদি লাভ করেন সেটা হবে আন্দজে।

micky1212
2020-11-16, 11:41 AM
আমি মনে করি না যে ফরেক্সে কিছু গঠনের ক্ষেত্রে সত্য। আপনি সম্ভবত উদ্দেশ্য বা গন্তব্য নিয়ে এখানে এসেছেন, তবুও আপনি যে ইভেন্টটি আপনার প্রয়োজন তা পূরণ করতে পারবেন না। বাসি উদ্দেশ্য অনুযায়ী নগদ আনতে পারবেন না। আপনার লাভ নয় তাই আশা করি প্রত্যাশা না করাই ভাল।

Starship
2021-02-03, 11:51 PM
আমার মতে একজন নতুন ট্রেডারের ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় প্রফিটের চিন্তা মাথায় না রেখে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভের চিন্তা থাকা উচিত। কেননা ফরেক্স থেকে যদি শুরুতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে দীর্ঘ মেয়াদের জন্য আপনি এখানে থেকে আয় করতে পারবেন। আমি আমার নিজের কথাই যদি বলি তাহলে আমি প্রথম অবস্থায় ফরেক্স থেকে আয় করার কোন চিন্তা ভাবনাই ছিল না। মনোযোগ সহকারে নেমা একাউন্টে অনুশীলন করেছি। যখন বোনাস পেলাম তখন সেই বোনাস দিয়ে আমি ব্যালেন্স টিকিয়ে রেখে ট্রেড করেছি। একজন নতুন ফরেক্স ট্রেডারের প্রথম অবস্থায় ব্যালেন্স টিকিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ।

EmonFX
2021-02-04, 06:51 AM
একজন নতুন ট্রেডারকে ফরেক্স মার্কেটে শুরুতে এসেই প্রফিট করার থেকে মার্কেটে টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। শুরুতে প্রফিট এর লক্ষ্যমাত্রা নির্ধারণ নয়, লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে ব্যালেন্স টিকিয়ে রাখার। ফরেক্স মার্কেটে এসেই আয় করার চিন্তা করলে ভুল হবে। শুরুতেই আয় করার থেকে বেশি গুরুত্ব দিতে হবে ফরেক্স দক্ষতা অর্জন করে মার্কেটে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করর প্রতি। আপনি যদি মার্কেটে টিকে থাকার লড়াইয়ে জিততে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আয় নিয়ে টেনশন না করলেও চলবে, একসময় আপনি যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন। শুরুর দিকে খুব অল্প অল্প পরিমাণ আয় করার চিন্তা করতে হবে। শুরু থেকে আপনি যদি দৈনিক 5 ডলার আয় করতে পারেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।

বেশি আয় করার মানসিকতা নিয়ে ট্রেড করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাতে করে লস করে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। আপনি যদি কম রিস্ক নিয়ে ছোট লটে ট্রেড করেন তাহলে কম প্রফিট হলেও ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা খুব কম। মূলধন রক্ষা করে ট্রেড করলে ভবিষ্যতে ট্রেড করার এবং প্রফিট করার অনেক সুযোগ হাতে থাকবে। তাই বলব শুরুতে আয় করার থেকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করার প্রতি বেশি গুরুত্ব আরোপ করুন।

jedi1212
2021-02-04, 04:12 PM
নির্দিষ্ট ফরেক্স সিস্টেমের ক্ষেত্রে, আমি এটি সঠিক বলে মনে করি না। আপনি সম্ভবত কোনও উদ্দেশ্য বা গন্তব্য নিয়ে এখানে এসেছেন, তবে আপনার যে ইভেন্টটির প্রয়োজন হবে তা পূরণ করা যায় না। বাসি কারণে নগদ বহন করতে অক্ষম। এটি আপনার লাভ নয়, সুতরাং আশা করি আপনি এটির আশা না করেই ভাল।

Tapujyoti
2021-02-05, 12:38 PM
ফরেক্সে একজন নতুন ট্রেডার মাসে কত প্রফিট করতে পারবে তা মূলত নির্ভর করে তার ডিপোজিটের উপর। পারসেন্টেজ হিসেব করলে আমি মনে করি নতুনদের প্রথম মাসে ১০-১৫% প্রফিটেই সন্তুষ্ট থাকা উচিত। কেননা আমরা হাজার ডেমোট্রেড করলেও তার সাথে রিয়েল ট্রেডের বিস্তর পার্থক্য। তাছাড়াও ফান্ডামেন্টাল এনালাইসিসই বলি আর টেকনিক্যাল এনালাইসিসই বলি না কেন তা প্রয়োগ করতেও প্রচুর সময় ব্যয় করা প্রয়োজন তাই মনে করি প্রথম মাসে যদি একজন নতুন ফরেক্সার যদি খুব একটা প্রফিট নাও করতে পারে তাতে হতাশ না হয়ে আরো অভিজ্ঞতা অর্জন করে ট্রেড চালিয়ে যাওয়া উচিত।

KF84
2021-02-12, 01:20 PM
আমি সত্যিই জানি না এই প্রশ্নের আদতেও কোন উত্তর আছে কিনা কারন ফরেক্স ট্রেডিং এ কোন কিছু সঠিক ভাবে বলা যায় না । এমনও হতে পারে যে মার্কেট এখন ভাল মুভমেন্ট দিচ্ছে এবং এক মাসেই আপনি ভাল লাভ করে ফেলেছেন অর্থাৎ আপনি যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি । আবার এমনও হতে পারে যে আপনি এই মাসে কোন লাভ তো করতে পারেন নি বরং আরও ক্যাপিটাল লস করে বসে আছেন । তাই এটা সম্পূর্ণ একজন ট্রেডার এর দক্ষতার উপর নির্ভর করে ।

samun
2021-02-22, 04:53 PM
অন্য জনের কথা বাদই দিলাম নিজের কথাই বলি আমি প্রথম এক থেকে দেড় বছরের ভিতরে কোন প্রফিট অর্জন করতে পারিনি বরং এক বছর শুধু লসই করেছি পাশাপাশি ডেমো ট্রেডিং করে শিখেছি এখন আল্লাহর রহমতে ফরেক্স থেকে মাসে 10 থেকে 15 হাজার টাকা আয় করতে সক্ষম হয়েছি