View Full Version : পিপ ভ্যালু কেন সমান নয়?
786.ariful.islam.bd
2020-11-16, 10:35 PM
আপনার প্রফিট আপনি পিপস এ হিসাব না করে পার্সেন্টেজে হিসাব করুন। আপনি প্রতি ট্রেডে আপনার ব্যালেন্সের কত % রিস্ক নিবেন এবং কত % গেইন করবেন। পিপস এ যদি হিসাব করেন, তবে একটু ঝামেলা আছে। কারণ eurusd তে ১০০ পিপ লস করলেন, কিন্তু eurnzd তে ১১০ পিপ প্রফিট করলেন। তাহলে আপনি ১০ পিপ প্রফিট করলেন ঠিকই,কিন্তু আপনি ব্যালেন্স লস করলেন। কেননা পিপ ভ্যালু সমান নয়।
jasminbd
2020-11-17, 01:13 PM
পিপস ভ্যালু নির্ভর করে মূলত লট বা ভলিয়ম এবং কারেন্সি পেয়ার এর উপর। সাধারণত লট বা ভলিয়ম বলতে বুঝায় কোন কি পন্যদ্রব্যের সমষ্টিগত ক্রয় বা বিক্রয়। ধরুন আপনি কোন গার্মেন্টস থেকে শার্ট ক্রয় করবেন এখন বা অর্ডার দিবেন তখন তারা বলবে সর্বনিম্ম ৫০০টি শার্টে ১টি লট ক্রয় বা অর্ডার দিতে হবে। তার মানে আপনাকে অবশ্যই করবেন এখন ৫০০টি শার্টই নিতে হবে। অর্থাৎ তাদের কাছে ৫০০ শাট হল ১ লট বা ভলিয়ম। ফরেক্স মার্কেটে আমরা যখন কোন কারেন্সি ক্রয় বা বিক্রি করা তখন আমরা সেই পেয়াররা নির্দিষ্ট পরিমান কারেন্সি ক্রয় বা বিক্রয় করে থাকি। ফরেক্স মার্কেট আমরা যখন ১ লটে ট্রেড ওপেন করি আমরা তখন ১০০০০ ডলার(ইন্সটাফরেক্স লট মার্কেট থেকে বাই করি। একএক ব্রোকারে লটের পরিমান এক এক রকম। ইন্সটাফরেক্সের লটের পরিমান নীচে দেওয়া হল-
১ লট ইন্সটাফরেক্স হল ১০০০০ আমেরিকান ডলার।
স্ট্যান্ডার্ড একাউন্টে eur/usd পেয়ার ১লট= ১ডলার।
স্ট্যান্ডার্ড একাউন্টে eur/usd পেয়ার ০.১ লট= ০.১০ সেন্ট।
স্ট্যান্ডার্ড একাউন্টে eur/usd পেয়ার ০.০১ লট= ১ সেন্ট।
এছাড়াও এক এক কারেন্সি পেয়ারের পিপস ভ্যালু ও এক এক রকম।
Banimallickfx
2021-02-03, 09:42 PM
আপনার প্রফিট আপনি পিপস এ হিসাব না করে পার্সেন্টেজে হিসাব করুন। আপনি প্রতি ট্রেডে আপনার ব্যালেন্সের কত % রিস্ক নিবেন এবং কত % গেইন করবেন। পিপস এ যদি হিসাব করেন, তবে একটু ঝামেলা আছে। কারণ eurusd তে ১০০ পিপ লস করলেন, কিন্তু eurnzd তে ১১০ পিপ প্রফিট করলেন। তাহলে আপনি ১০ পিপ প্রফিট করলেন ঠিকই,কিন্তু আপনি ব্যালেন্স লস করলেন। কেননা পিপ ভ্যালু সমান নয়।
আমি আপনার সাথে একমত নই। ফরেক্স মার্কেট এ আপনি একই সাথে একাধিক কারেন্সি পেয়ারে ট্রেডিং করতে পারবেন। এবং দিনশেষে যদি আপনি 10 পিপস লাভ করেন তাহলে ওই 10 পিপসই আপনার সারাদিনের প্রফিট হিসেবে গণ্য হবে। আপনি 100 ডলার মূলধন নিয়ে এক কারেন্সি পেয়ারে 100 পিপস লস করলেও যদি অন্য কারেন্সি পেয়ারে 105 পিপস লাভ করেন তাহলে আপনার প্রফিট হবে 5 পিপস। এবং আপনার মূলধন হবে 100+0.05= 100.05 ডলার। এক কারেন্সি পেয়ারের সাথে অন্য কারেন্সি পেয়ারের পিপসের কোন ব্যবধান ফরেক্স মার্কেটে হয় না।
jedi1212
2021-02-04, 09:49 PM
পিপসের চেয়ে অনুপাতে আপনার লাভের গণনা করুন। আপনি কোন শতাংশ ঝুঁকি নিতে যাচ্ছেন এবং প্রতিটি ব্যবসায় আপনি কত শতাংশ লাভ করতে যাচ্ছেন? আপনি পিপগুলিতে পরিমাপ করলে কিছুটা সমস্যা হয়। কারণ তিনি eurusd ১০০ পিপস হারিয়েছেন তবে eurusd ১১০ পিপ লাভ করেছেন। সুতরাং আপনি একটি 10-পাইপ লাভ করেছেন, তবে আপনি ভারসাম্য হারিয়েছেন। কারণ একটি পাইপের মান সমান নয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.