View Full Version : বারবার কি একাউন্ট জিরো করছেন?
EmonFX
2020-11-17, 07:45 PM
বিশেষ করে নতুন ট্রেডাররা বারবার একাউন্ট জিরো করে ফেলেন। ফরেক্সে ট্রেডারদের বড় একটা অংশের সমস্যা হলো বার বার একাউন্ট জিরো করা। অনেককেই দেখা যায় দু’একটি ট্রেডে লস করে সেটা পুষিয়ে নেয়ার জন্য বড় লটে ট্রেড নিয়ে বসেন। সেখানেও ঐ একই রেজাল্ট আবারো লস, ফলে একাউন্ট জিরো করে ফেলেন তখন হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকেই বিদায় নিয়ে যান। এর পিছনে দুটি ব্যাপার ইন্ধন যোগায়- ১। লোভ ২। অধৈর্য্যতা । ফরেক্স মর্কেটে ব্যর্থতার পিছনে এগুলোই বড় কারন। আমরা অনেক সময় ১০০ বা ২০০ ডলার ইনভেস্ট করে ৫০০ ডলার প্রফিট করার স্বপ্ন দেখি। বেশি বেশি মার্কেট এনালাইসিস ও ডেমো প্রাকটিস না করেই ট্রেড নিয়ে বসি যার ফলে লস করতে হয়। আপনি নিয়ম মেনে ইনভেস্ট না করলে আপনি যত হাজার ডলারই ইনভেস্ট করেন না কেনো বারবার একাউন্ট জিরো হবেই। ধন্যবাদ।
ForexStar
2020-12-01, 08:34 PM
আমার এখন পর্যন্ত একাউনট জিরো করার অভিজ্ঞতা নেই, কেননা আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার। এখন পর্যন্ত কোন ট্রেড করিনি তাই একাউন্ট জিরো করার মতো তিক্ত স্বাদ এখনো হয়নি। তবে শুনেছি এট অনেক কষ্ট দায়ক। অনেকে খাওয়া-দাওয়া ছেড়ে দেন, মাথাব্যথা থাকে, কেউবা কষ্ট নিতে না পেরে মার্কেট থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে নেয়। তবে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। ফরেক্স মার্কেটে শুরতে সবাই একাউন্ট জিরো করে থাকেন। লস না করে কেউ সফল ট্রেডার হতে পারে না। এসব লস থেকে বের হতে হলে অবশ্যই আমাদের ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে ট্রেডিং করতে হবে। এর জন্য প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে, ডেমো প্রাকটিস করতে হবে। ডেমো প্রকটিসের মাধমে দক্ষতা বাড়াতে হবে। কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো প্রাকটিস করতে হবে।
Tapujyoti
2020-12-01, 09:45 PM
আমি ফরেক্সে পোস্ট থেকে যে সামান্য আয় করেছি তা দিয়েই ট্রেড শুরু করেছি। আমি আহামরি কোনো লাভের আশা নিয়ে ট্রেড করছি না। তারপরও চাই লাভ না হলেও যেন ক্ষতির সম্মুুনা হই। কাজেই একাউন্ট জিরো যেন না হয় সে বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।
md mehedi hasan
2020-12-21, 10:47 AM
ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে তারা তাদের একাউন্ট শূন্য করে নি।আমি ফরেক্স মার্কেটে প্রায় পাচ বছর ধরে আছি।এই পাচ বছর আমি কতবার যে আমার একাউন্ট জিরো করেছি বলতে পারবো না।তবে এখন আমি আমার একটি একাউন্ট টিকে রাখতে খুব চেষ্টা করছি।সঠিক ভাবে মানিমেনেজমেন্ট করছি।অভার ট্রেড করা থেকে বিরত আছি।দেখা যাক আমি আমার এই একাউন্ট টি কত দিন ধরে রাখতে পারি।
বিশেষ করে নতুন ট্রেডাররা বারবার একাউন্ট জিরো করে ফেলেন। ফরেক্সে ট্রেডারদের বড় একটা অংশের সমস্যা হলো বার বার একাউন্ট জিরো করা। অনেককেই দেখা যায় দু’একটি ট্রেডে লস করে সেটা পুষিয়ে নেয়ার জন্য বড় লটে ট্রেড নিয়ে বসেন। সেখানেও ঐ একই রেজাল্ট আবারো লস, ফলে একাউন্ট জিরো করে ফেলেন তখন হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকেই বিদায় নিয়ে যান। এর পিছনে দুটি ব্যাপার ইন্ধন যোগায়- ১। লোভ ২। অধৈর্য্যতা । ফরেক্স মর্কেটে ব্যর্থতার পিছনে এগুলোই বড় কারন। আমরা অনেক সময় ১০০ বা ২০০ ডলার ইনভেস্ট করে ৫০০ ডলার প্রফিট করার স্বপ্ন দেখি। বেশি বেশি মার্কেট এনালাইসিস ও ডেমো প্রাকটিস না করেই ট্রেড নিয়ে বসি যার ফলে লস করতে হয়। আপনি নিয়ম মেনে ইনভেস্ট না করলে আপনি যত হাজার ডলারই ইনভেস্ট করেন না কেনো বারবার একাউন্ট জিরো হবেই। ধন্যবাদ।
এতো বার এই ফরেক্স ব্যবসায় মার্জিন কল পেয়েছি যা বলে শেষ করা যাবে না । এমনকি গত সপ্তাহে ২৬০০$ লস করেছি যেখানে শুধু আমার মূলধন ছিল ৯৬৭$ কিন্তু স্ক্রিল ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি নি বলে কোন ওয়িথড্র দিতে পারি নাই । আর এখন মার্জিন কল পেয়ে বসে আছি । মার্কেটের মুভমেন্ট যতই বেপরোয়া হোক না কেন একজন ট্রেডারের যদি স্ট্রেটেজি সঠিক থাকে তাহলে সে মার্জিন কল পাবে না । কিন্তু আমি জানা সত্তেও লোভে পড়ে এতো ডলার লস করে বসে আছি ।
Devdas
2021-07-30, 07:41 PM
হ্যা ভাই আমি ফরেক্স এ নতুন অবস্থায় অনেক বার ফরেক্স এর একাউন্ট জিরো করেছিলাম। এভাবে একাউন্ট জিরো অভিজ্ঞতায় আমি অনেকটা অতীষ্ট হয়েগিয়েছিলাম কিন্তু আমি ফরেক্স থেকে ঝরে যাই নি। আমি নিজেকে নিয়ন্ত্রন করে আমি আবার ফরেক্স করা শুরু করি এবং আমি তারপর থেকে আমি প্রফিট করা শুরু করি। প্রথমে অবস্থায় একাউন্ট জিরো হবে এটা স্বাভাবিক। একাউন্ট জিরো না হলে ফরেক্স এ হিরো হওয়া যায় না। প্রায় সব ট্রেডার গন ই কম আর বেশী একাউন্ট জিরো করেছিলেন।
Mas26
2021-07-30, 08:33 PM
ফরেক্স মার্কেটে আসলে অ্যাকাউন্ট জিরো করার রেকর্ডটা অনেকেরই অনেক বেশি আমার ক্ষেত্রেও কম না কিন্তু আমি এখন চেষ্টা করি যাতে লোকে আমার অ্যাকাউন্ট কখনো জিরোনা হয় আমার পাঁচ থেকে সাত বার দীর্ঘ 2 বছরের মধ্যে আমার অ্যাকাউন্ট জিরো হয়েছে।
Starship
2021-07-31, 02:05 PM
ইতিপূর্বে বারবার ট্রেড করে এমন কোন ট্রেডার নেই যে ব্যালেন্স জিরো করেনি। কেননা ফরেক্সে সামান্য ট্রেডের ভুলের জন্য পর্যাপ্ত মাশুল দিতে হয়। যার ফলে নিজের প্রফিট তো দূরের কথা নিজের ব্যালেন্স হারাতে হয়েছে। ইতিপূর্বে আমি বেশ কয়েকবার ব্যালেন্স জিরো করেছি। আরে ব্যালেন্স জিরো করার পেছনে আমি যে সকল কারণ খুঁজে পেয়েছি তা হলো নিজের অভিজ্ঞতার অভাব। এছাড়াও ট্রেড করার জন্য যে সকল নিয়ম কানুন জানা দরকার সেগুলো অভাব ছিল। আমার কাছে সবচাইতে বড় যে বিষয়টা মনে হয়েছে অতিরিক্ত লোভের কারণে মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করাটাই আমার বারবার ব্যালেন্স জিরো করার মূল কারণ।
samun
2021-11-23, 04:01 PM
বারবার কি বলছেন অসংখ্যবার আমি ব্যালেন্স জিরো করেছে এমনকি চলতি মাসে পাওয়া বোনাসও আমি শূন্য করে ফেলেছি আসলে এটি কিসের জন্য হয়েছে আমি সঠিকভাবে বুঝতে পারছিনা আমার দক্ষতা এবং অভিজ্ঞতাকে যথেষ্ট পরিমাণে কাজে লাগিয়ে মার্কেট দীর্ঘসময় এনালাইসিস করে নিউজ পরবর্তী সময়ে আমি ট্রেড নিলেও সেটা পজেটিভ আসেনি অবশ্যই আমার কোনো না কোনো দুর্বলতা রয়েছে হয়তোবা এটিকে আমি আরো বেশী ঝালাই করে সুন্দরভাবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও সুন্দরভাবে ট্রেড করার জন্য ভবিষ্যতে এর প্রস্তুতি নিচ্ছি
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.