PDA

View Full Version : লোকাল ডিপোজিট এর টাকা তুলতে গেলে ট্রেডাররা যে অবস্থার মুখোমুখি হয়



SUROZ Islam
2020-11-19, 03:16 PM
12912
প্রথমত ডিপোজিট এর কিছুদিনের মাঝেই যদি আপনার পুরো টাকাটা উঠানোর দরকার হয়, আর ঐ টাকা যদি আপনার একাউন্টে ডলার হিসাবে দেখা যায়, তাহলে তো ঐ টাকা এখন না উঠানোর জন্য ১০১ টা যুক্তি দেখাবে। আর বলবে-আপনি ট্রেড করুন, পরে দেখা যাবে।
২। যার মাধ্যমে ব্যাংকে ডিপোজিট করেছেন, তাকে খুব নরম ভাষায় (উনি যেনো রাগ না করেন) অনুরোধ করতে হবে।
৩। আপনি যদি নতুন হোন, তাহলে আপনার একাউন্টের নিয়ন্ত্রণ উনার হাতেই রাখতে চাইবে।
৪। ডিপোজিট এর টাকা যদি লস করে ফেলেন (আপনি নিজে ট্রেড করেই হোক বা উনি ট্রেড করেই করুক) তাহলে তো আপনার আর বলারই কিছু থাকবেনা। আবার নতুন ভাবে ডিপোজিট করে লস রিকভার করে দেবে, এইসব কথা বলে আপনাকে উৎসাহ দেবে।
৫। এজেন্ট যদি আপনার টাকা উঠিয়ে দেওয়া নিয়ে টালবাহানা শুরু করে, তাতেও আসলে আপনার কিছু থাকে না।এবং আপনি কাউকে এই ব্যপারে কিছু বলতেও পারেন না। কারণ আপনি তখন এই ভয় পান যে, আমি যদি কাউকে বলে দেই, তাহলে ঐ ব্যক্তি আমাকে আর কোনো টাকাই ফেরত দেবে না। টাকা পাবার যে ক্ষীণ আশা আছে, সেটাও শেষ হয়ে যাবে। আর এভাবেই তাদের কার্যক্রম চলমান থাকবে।

Mas26
2021-05-15, 10:53 PM
আসলে ভাইয়া আপনি যে কথাগুলো বললেন সেই পরিস্থিতিতে আমরা কি করতে পারবো আসলে তখন কি আমাদের টাকা ফেরত পাওয়ার কোন উপায় আছে নাকি নিরুপায় হয়ে থাকতে হবে জানাবেন প্লিজ।

এ ধরনের ঝামেলা করে না এমন কোন ব্রোকার হাউস কি আছে আপনার জানামতে।