PDA

View Full Version : অদক্ষতা সামান্য সময়ের জন্য অাপনাকে মার্ক



mamun93
2015-07-30, 06:12 AM
অনেকেই ফরেক্সে কোন দক্ষতা ছাড়াই ট্রেড করতে এসেছে এবং প্রফিটও করেছে মাঝে মধ্যে তারা মনে করে দক্ষতা কোন বিষয় না মার্কেটের ট্রেন্ডতো উভয় দিকেই উঠানামা করে প্রফিটতো কোরবই। তাদেরকে বলতে চাই প্রফিট হয়তো আপনি করবেন তবে সামান্য সময়ের জন্য কারন ঐ মার্কেট ট্রেন্ডই আপনাকে একসময় বড় ধরনের লসের দিকে নিয়ে যেয়ে আপনাকে মার্কেটে দেউলিয়া করে দেবে। এ ব্যাপারে আপনার অভিমত কি?

hmnayem
2015-07-30, 09:37 AM
কথা কিন্তু সত্য । এভাবে ট্রেড করতে থাকলে খুব বেহসি পরিমাণ লাভ তো সম্ভব ই না বরঞ্চ এই মার্কেট আপনাকে দেওলিয়া করে দিতে পারে । তাই ট্রেড করার আগে ট্রেড শিখুন । বুঝে শুনে তারপর ট্রেড করুন ।

AbuRaihan
2015-07-30, 03:12 PM
আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ৤ আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ রূপে সত্য ৤ কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা ৤ আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে ৤

fxover
2015-09-25, 07:23 AM
হ্যাঁ আন্দেজে ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী । আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে । ফরেক্স থেকে যেমন লাভ করা যায় তেমন এখানে অনেকে লসও করে তাই শিখেই ফরেক্স করেন তার আগে নয় ।

monorom
2015-09-25, 04:09 PM
ভালো দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট এ কেউ টিকে থাকতে পারবে না । আপনি প্রথম এ দক্ষতা ছাড়া ট্রেড করে হইত লাভ করতে পারেন কিন্তু ঐ লাভ টুকু আপনি খুব বেশি সময় ধরে রাখতে পারবেন না । ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে আপনাকে ফরেক্স ব্যবসা খুব ভালো ভাবে শিখতে হবে । আপনি যত বেশি ফরেক্স মার্কেট এ দক্ষ হয়ে উঠবেন তত বেশি আপনি এই মার্কেট থেকে মুনাফা আয় করতে পারবেন ।

swadip chakma
2015-09-25, 04:46 PM
শুদু যে ফরেক্স মার্কেট দক্ষ হওয়া প্রয়োজন তা নয়,সব কিছু করতে গেলে দক্ষ হওয়া দরকার,তাই ফরেক্স মার্কেট এ দক্ষ ট্রেডার ছাড়া ট্রেড করলে সামান্য লস হতে পারে,তবে যখন মার্কেট বুজতে পারবে তখন তেমন অসুবিধা হয় না।কেন না সে মার্কেট কে এনালাইসিস করতে পারে বা লস করতে করতে দক্ষ হয়ে উঠে।

TselimRezaa
2015-09-30, 12:31 PM
আমি আপনার সাথে এব্যপারে পুরোপুরি একমত। কারন আমি নিজেই এর ভুক্তভুগী। প্রথম দিকে আমি মোটেও প্রফিট করতে পারতাম না। তারপর কিছুদিন বেশ প্রফিট করতে পেরেছিলাম। এরপর আবার আমার আগের অবস্থা হয়। শুধু একাউন্ট জিরো করে ফেলি। তাই আমি বলি দক্ষ না হয়ে ন্ট্রেড করতে আসলে ঝুকি থেকেই যায়। লপরে দেউলিয়া হতে হয়

mpapayar
2015-10-09, 09:12 AM
আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ সত্য কারণ কথা ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ।প্রথম দিকে আমি মোটেও প্রফিট করতে পারতাম না। তারপর কিছুদিন বেশ প্রফিট করতে পেরেছিলাম। এরপর আবার আমার আগের অবস্থা হয়। শুধু একাউন্ট জিরো করে ফেলি। তাই আমি বলি দক্ষ না হয়ে ন্ট্রেড করতে আসলে ঝুকি থেকেই যায়।

swadip chakma
2015-10-09, 09:34 AM
আপনারা যা বলেছেন আসলে সবই সত্যি,সামান্য অদক্ষতা যে কোন মূহুত্তে ফরেক্স এ লস হয়ে যেতে পারে যার ফলে একজন ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়তে বেশি দিন সময় লাগবে না, তাই ফরেক্স এ ভাল করে দক্ষ হওয়া একান্ত প্রয়োজন নাহলে ফরেক্স মার্কেট এ যে কোন সমস্যা সমুখিন হওয়ার সম্ভাবনা থাকবে।

RUBEL MIAH
2015-10-09, 12:50 PM
কথায় আছে , পচা শামুকে পা কাটে । কোনো কিছু যদি সামান্য পরিমানেও অবহেলো করা হয় তাহলেও তা নিয়ে অনেক দূর্ভোগ পোহাতে হয় । ফরেক্স হল এমনই একটি ব্যবসা যা সামান্য পরিমানেও যদি অবহেলা হয়ে খাকে তাহলেও পরবর্তীতে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় । সুতরাং অদক্ষতা সামান্য সময়ের জন্যে হয়ে গেলে ফরেক্স ব্যবসায় লাভবানের সম্ভবনা কম থাকে । সুতরাং আমাদের সামান্য সময়ের জন্যে ও যদি অবহেলা করা হয় তাহলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় ।

pips
2015-10-09, 02:06 PM
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেট এর সফলতা লাভের মূল চাবিকাঠি ই হচ্ছে দক্ষতা। দক্ষতা ছাড়া কেউ যদি ফরেক্স এ আসেন তারা হয়ত বা কিছু সময়ের জন্য লাভ করতে পারবেন তবে হ্যা আপনাকে মনে রাখতে হবে যে এই লাভ ই আপনাকে এক সময় বড় লস এর মুখে ঠেলে দিবে। তাই আগে ফরেক্স সম্পকে ভাল করে জানুন এবং ফরেক্স এর উপর ভাল দক্ষতা অজন করুন তারপর ফরেক্স এ ট্রেড করুন।

FxAhsan
2015-10-11, 10:52 PM
প্রথম প্রথম আপনি ফরেক্সে লাভ যতই করেন না কেন আপনি যদি ফরেক্সে দক্ষ না হোন আপনি দেউলিয়া হবেন এটা নিশ্চিত।আপনি যদি কোটি টাকা নিয়েও নামেন তাহলেও টিকে থাকতে পারবেন না।

Shariar
2015-10-11, 11:14 PM
অনেক সুন্দর পোস্ট করেছেন,আপনার পোস্ট টির জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

shakawath
2015-10-28, 03:18 PM
এমন অনেকেই আছে যারা কিছু না জেনেশুনে ফরেক্সে আসে। হয়ত কিছু লাভ করে আর ভাবে এভাবেই তো লাভ করতে পারি, বেশিকিছুর দরকার নেই। আর দক্ষতা অভিজ্ঞতা এদের কাছে কোন ব্যাপারই না। কিন্তু এরা যতই লাভ করুক কোন না কোন সময় ধরা খাবে। মার্কেট প্রতিটা ট্রেডার এর পরীক্ষা নেয়। অনেক ভাল ট্রেডার ও ধরা খেয়ে যায় এখানে ভাই।

Rina akter
2015-10-29, 07:27 AM
হ্যা ভাই আপনাদের মত আমারও একই মত।অনেকেই মনে করেন ফরেক্স বুঝি খুব সহজ একটি ব্যবসা তাই অনেকেই আসে এখানে অতি সহজে ব্যবসা করতে এই ফরেক্স।তারা বুজেনা যে পচা শামুকে পা কাটা আর ফরেক্স এ ব্যবসা করা এক কথা নয়।ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে আগে ফরেক্স সর্ম্পকে জানতে হবে হবে জ্ঞান অর্জন করতে তাহলে আর আপনি সামান্য অদক্ষতা আর ফরেক্স মাকেটে লস করবেনা।ধন্যবাদ

samrat
2015-10-29, 10:00 AM
দক্ষতা ছারা লাভ করা যাবে কিন্তু তা বেশি দিনের জন্য নয়। দক্ষতা না নিয়ে ট্রেড করতে লাগলে আমরা অল্প তেই ঝরে পরতে পারি । আপনারা কি মনে করেন । আসলে দক্ষতা ছারা কিছুই হয়না ।
আমরা বেশির ভাগ লসন করি অদক্ষতার কারণে ।

raju0000
2015-10-29, 10:23 AM
আসলে অদক্ষ ত্রেদার রা কখনই উন্নয়ন করতে পারে না, তারা অনেকেই ভাবেন ট্রেডিং হছে ভাগ্যের খেলা বা ইটা হছে জুয়া, মানে আপনি বাই অথবা সেল নিয়ে ভাগ্যের বশবর্তী হয়ে বসে থাকবেন, তারা ট্রেডিং বলতে মূলত এটাই বুঝেন্ম, তাই তাদেরকে নিজেদেরকে আগে ট্রেডিং শিক্ষার মাধমে ট্রেডিং করার জপ্ন্ন প্রস্তুত করে নিতে হবে. তারপর মাঠে নামতে হবে.

skemon5747
2015-10-29, 03:22 PM
এটা ঠিক যে অনেক অদক্ষ ফরেক্স ট্রেডার রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ের তেমন কিছু জানে না কেবল জানে কিভাবে ট্রেড ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয় আর তারাও প্রফিট করে তবে তা সাময়িক সময়ের জন্য তবে এটি নিশ্চিত যে তাদের অদক্ষতাই তাদেরকে বড় ধরনের লসের মাধ্যমে মার্কেটে সর্বশান্ত করবে।

yasir arafat
2015-10-29, 09:55 PM
এ ধরণের অভিঙ্গতা যাদের থাকে তারাই মার্কেট নষ্ট করে ফেলছে বা তাদের নিজেদের মূলধনটাই হারিয়ে ফেলছে।আপনি বাই সেল দিয়ে আন্দাজে ট্রেড করে সময়িক সময়ের জন্য কিছু হয়তো প্রফিট করতে পারেন ।কিন্তু এর পরবর্তী সময়ে কি হবে তা কি একবার ভেবে দেখেছেন।সুতরাং আগে নিজেকে এ বিষয়ে ভালভাবে গড়ে তুলতে হবে এবং তারপর ট্রেড করতে হবে।

sharifulbaf
2016-01-15, 09:08 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক সময় আমরা অদক্ষতার সাথে ফরেক্স ট্রেডিং করে থাকি ফলে আমরা অনেক লস করে ফেলি,তাই আমাদের উচিৎ ভালভাবে ফরেক্স শিক্ষা গ্রহন করে যদি ফরেক্স মার্কেট এ এনালাই করে ফরেক্স ট্রেডিং করে থাকি তাহলে আমাদের অনেক প্রফিট হবে।

maziz6989
2016-01-15, 10:31 PM
একটা প্রচলিত কথা হল ফরেক্স মার্কেট এ যে কেউ প্রফিট করতে পারে কিন্তু সবাই ঠিকে থাকতে পারে না। এখানে ঠিকে থাকতে গেলে দরকার জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, ধৈর্য , শ্রম দেওয়ার মানসিকতা ইত্যদি অত্যাবশ্যকীয় গুনাবলী। এখানে অনেকে ট্রেডিং না শিখেই হিউজ প্রফিট করতে পারে কিন্তু লং রানে তাকে আর খুজে পাওয়া যাবে না। তাই যারা ফরেক্স মার্কেট ঠিকে থাকবেন বলে এসেছেন সঠিক জিনিস নিন।

Md Akter Hossain
2016-01-15, 11:03 PM
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেট এর সফলতা লাভের মূল চাবিকাঠি ই হচ্ছে দক্ষতা। দক্ষতা ছাড়া কেউ যদি ফরেক্স এ আসেন তারা হয়ত বা কিছু সময়ের জন্য লাভ করতে পারবেন তবে হ্যা আপনাকে মনে রাখতে হবে যে এই লাভ ই আপনাকে এক সময় বড় লস এর মুখে ঠেলে দিবে। তাই আগে ফরেক্স সম্পকে ভাল করে জানুন এবং ফরেক্স এর উপর ভাল দক্ষতা অজন করুন তারপর ফরেক্স এ ট্রেড করুন।

আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো । আসলেই দক্ষতা ছাড়া কোন ব্যবসায়েই ভালো করা যায় না । আর সেটা যদি ফরেক্স মার্কেটে হয় তাহলে তো আর প্রশ্নই আসে না । দক্ষতা ছাড়া ট্রেড করলে হয়তো সাময়িকের জন্যে আনতাজে কিছু প্রফিট করা যায় তবে কিছুদিনের মধ্যেই অাপনি আপনার অ্যাকাউন্ট খালি করবেন ।

Audhidul
2016-01-16, 12:23 AM
ভালো দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট এ টিকে থাকা যায় না । এনালাইসিস ছাড়া ট্রেড করলে সাময়িক অনেক লাভ হবে ।কিনতু ফরেক্স মার্কেট এ প্রতষ্ঠিত হতে গেলে একজন ট্রেডারকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে । নতুবা ফরেক্স ট্রেডিং তার থেকে অনেক দূরে চলে যাবে ।

basaki
2016-01-16, 08:46 AM
অদক্ষতা এং অনবিজ্ঞতা দুটুই অনেক খারাপ বলে আমি মনে করি যে কোন ব্যবসা করার কেত্রে। আর ফরেক্স মার্কেটে আপনিব্যদি অনবিজ্ঞ হন তাহলে দেখবেন যে আপনি ফরেক্স মার্কেট থেকে লাভের পরিবর্তে আপনার অনেক লস হচ্ছে। তাই অবিজ্ঞ হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করাটাই অনেক ভাল।

Realifat
2016-01-16, 09:20 AM
আমার অভিমত আপনার অনুরূপ। ফরেক্স ট্রেডিং ব্যবসায় এ অনেক অদক্ষ ট্রেডার ট্রেডিং করতে আসে। তারা মনে করে ফরেক্স খুবই সহজ। হয়তো তারা কিছু সময় প্রফিট করে কিন্তু তারা সেই প্রফিট কখনই নিয়মিত করতে পারেনা। কারন অদক্ষতার জন্যই তারা মার্কেট থেকে একসময় প্রচুর লস করবে এবং মার্কেট থেকে বিদায় নেবে।

MotinFX
2016-01-16, 01:28 PM
আপনার কথাটা আমার জন্য বলেছেন কারন আমি ট্রেন্ড ধরে ট্রেড করছি লস ছাড়া লাভের মুখছি উঠানোর আগেও আবার লস হয়ে গেছে। আমি বুঝতেছি না কিভাবে এনাইলাইসিস করলে ট্রেড গুলো আমার পক্ষে আসবে। সেই সম্পর্কে আপনাদের কাছে সুন্দর একটা এনালাইসিস টুরস চাচ্ছি যা আমার পক্ষে এনালাইসিসটা সহজ হয়।

sumekus
2016-01-19, 05:03 AM
ভুল ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী । আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে ।

mim191
2016-01-19, 09:05 AM
কথাটা সম্পূর্ণ রূপে সত্য ৤ কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা ৤ আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে ৤।

Marufa
2016-02-13, 10:15 PM
আমি অনেক নতুন ট্রেডার কে চিনি যারা মার্কেট টেন্ড ওপরে উঠলে সেল এবং নিচে নামলে বাই দেয় । একটু মুনাফা করলেই লাফালাফি শুরু করে দেয় । আবার একটু লস হলেই হতাশ হয়ে যায় । এরা শেখার ব্যাপারে মোটেও আগ্রহী নয় । এরা ট্রেডিং এর আগাছা । সাময়িক ভাবে এরা কিছু লাভ করলেও অচিরেই তারা মার্কেট থেকে আউট হয়ে যাবে ।

razu777
2016-02-13, 10:18 PM
আমার মনে হয় আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ রূপে সত্য ৤ কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা ৤ আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে।

MdMintuHossen2016
2016-02-13, 11:19 PM
আমিও াাপনার সাথে এ ব্যাপারে পুরোপুরি ভাবে একমত যে অনেক ট্রেডার এমন রয়েছেন যারা মনে করে দক্ষতা অভিজ্ঞতা কোন বিষয় না ফরেক্সে ট্রেড করলেইতো প্রফিট লাভ করা যায় তাদেরকে বলব হ্যা আপনারা হয়তোবা সামান্য সময়ের জন্য প্রফিটের মুখ দেখেছেন তবে এটির ধারাবাহিকতা কখনই আপনি বজায়ে রাখতে পারবেন না আর তার জন্য আপনার অদক্ষতাই দ্বায়ী।

real80
2016-03-17, 07:28 PM
ফরেক্স মার্কেটে করা প্রতিটি ট্রেডেই আমাদের নিজেদের দক্ষতার পরিচয় দিতে হয়। তা না হলে আমাদের লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স মার্কেট সর্বদা পরিবর্তনশীল একটি মার্কেট। এই মার্কেটে প্রতিনিয়ত প্রাইস পরিবর্তিত হতে থাকে। তাই আমাদের করা প্রতিটি ট্রেড এর আগে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নিজের অদক্ষতার কারনে কোন ভুল না হয়ে যায়।

rahmot255
2016-03-17, 08:57 PM
অবশ্যই ধন্যবাদ জানাই আপনাকে এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ৤ আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ রূপে সত্য ৤ কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা ৤ আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে ৤

Md Akter Hossain
2016-03-17, 10:24 PM
অবশ্যই । ফরেক্স মার্কেটে আপনার সামান্যতম অদক্ষতা বড় খতির কারণ হতে পারে । কেননা এথানে আপনি যদি দক্ষকা ছাড়া ট্রেড করেন তাহলে আপনাকে লস করতে হবে । কখনোই আপনি প্রফিট করতে পারবেন না । তাই আমার মতে দক্ষতা অর্জন ছাড়া রিয়ালে ট্রেড করা উচিত নয় ।

darda7538
2016-03-18, 03:06 AM
আন্দাজে ট্রেড করে ফরেক্স মার্কেট টিকে থাকা কোন দিন ও সম্ভব নয় । ফরেক্স মার্কেট এ টিকতে হলে আপনাকে ফরেক্স এর নিয়ম এবং মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে । আপনি আন্দাজে ট্রেড করে হয়ত কিছু দিন লাভ করতে পারবেন কিন্তু দিন শেষে আপনি দেখবেন আপনি লস এর তালিকায় আছেন । এ মার্কেট এ কোন কিছু সামান্য পরিমাণে অবহেলা করা হয় তাহলে আপনি লুজার হবেন ।

Sahed
2016-03-18, 09:37 AM
হ্যা ভাই আমি আপনার সাথে একমত এই ব্যাপারে । ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়ংকর একটি বিষয় । যারা মার্কেটে এসে মনে করে যে ফরেক্স মার্কেট তো খুবই সহজ একটি ব্যাপার এটি নিয়ে পড়াশুনা করার কি দরকার তাদের মার্কেটে প্রফিট করাটা হবে সীমিত কয়েক দিনের জন্য । তারপর মার্কেট থেকে দেউলিয়া হয়ে যাবে ।

Moon
2016-06-10, 05:30 PM
অদক্ষতার কারণেই তো ফরেক্সে ৯৫% নতুন ট্রেডার লস করে । কেননা ফরেক্স করতে হলে নিজেকে আগে দক্ষ করে নিতে হবে । অন্যথায় যা বিনিয়োগ করা হবে সব টাকাই চলে যাবে । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা ভাল করে খেয়াল করলে দেখতে পাব যে এটার মাধ্যমে তারাই লাভবান হতে পেরেছে যারা পরিশ্রম করে লেগে থাকতে পেরেছে ।

MD ALAMIN ARIF
2016-06-10, 09:43 PM
ফরেক্সে কোন দক্ষতা ছাড়াই ট্রেড করতে এসেছে এবং প্রফিটও করেছে মাঝে মধ্যে তারা মনে করে দক্ষতা কোন বিষয় না । কিছু যদি সামান্য পরিমানেও অবহেলো করা হয় তাহলেও তা নিয়ে অনেক দূর্ভোগ পোহাতে হয় । ফরেক্স হল এমনই একটি ব্যবসা যা সামান্য পরিমানেও যদি অবহেলা হয়ে থাকে তাহলেও পরবর্তীতে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় ।

জ্যাক কয়েন
2016-06-10, 11:40 PM
অদক্ষতা ফরেক্সে সফলতা আনে না। সফলতা তারাই পেয়ে থাকে যারা ট্রেড করে শিখে এবং দক্ষতা অর্জন করে। একজন ট্রেডার দক্ষতা লাভ বা ট্রেড ভালো করে না শিখে ট্রেড করে সাময়িক সময়ের জন্য লাভ করে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকেতে পারে না। একটি ট্রেড করে তখনই সফলতা পাওয়া যায় যখন একজন ট্রেডারের ফরেক্স সম্পর্কে ভালো ধারনা ও অভিজ্ঞতা থাকে।

pipshunter
2016-06-12, 11:11 AM
আসলে ফরেক্স এ এই রকম অনেক ট্রেডার আছে যারা সামান্য কিছু জ্ঞান নিয়ে ট্রেড করে যাচ্ছে তারা ভাবছে প্রফিট যখন লাভ করছি তাতে আর কি সমস্যা এতে তাদের ভবিষতে একাউন্ট জিরো হবার সম্ভবনা থাকে।ফরেক্স কোন লটারি বা ভাগ্যর খেলা নয় যে প্রতি নিয়ত আপনি প্রফিট লাভ করবেন।এখানে প্রফিট অর্জন করতে আমাদের মাথা হ্যাঙ হয়ে যাই।শুইধু জ্ঞান বা দক্ষতা ছারাও ট্রেড করার কৌশল ইত্যাদি ব্যাবহার করা লাগে ট্রেড করতে।

foysalahmed
2016-06-12, 11:21 AM
আমি উপরোক্ত প্রশ্নের সাথে একমত যে কিছু নতুন ট্রেডার আছে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে এবং কি কয়েক দিন ভাল মানের প্রফিট পেয়ে থাকে তারা ভাবে এখানে শিখার কিছুই নেই শুধু ট্রেড করলেই ডলার পাওয়া যায়, পরে তারা বুঝতে পারে আমি মস্ত বড় ভুল করে ফেললাম। তখন তার আর ব্যালেন্স থাকে না।।।

dwipFX
2016-06-12, 11:40 AM
আপনি সুন্দর একটি বিষয়ে কথা বলেছেন কারন আমরা ভাল করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে তৈরি না করে আন্দাজে ট্রেড করতে থাকি তাহলে ফরেক্স মার্কেটে লস ছাড়া লাভ করা যাবেনা।তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে অনেক বেশি করে জানতে হবে তাহলে ফরেক্স মার্কেটে লস হবেনা।

HKProduction
2016-06-12, 03:58 PM
অনুমান নির্ভর কোন ট্রেডই বিশ্বাসযোগ্য নয়। আর এতে লাভেরও কোন নিশ্চয়তা থাকে না। তাই ফরেক্স বিজনেস করতে হলে খুব ভালভাবে জেনে শুনে ট্রেড করতে হয়। নতুবা লস গুনতে হয়। ট্রেড শেখার জন্য আমাদেরকে বেশি বেশি ডেমো প্রাকটিস করা উচিত।

basaki
2016-07-20, 11:05 PM
অদক্ষতা সামান্য সময়ের জন্য আপনাকে লাভ এনে দিতে পারে বলে আমি মনেনকরি কিন্তু ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল একজন ফরেক্স ট্রেডার হতে চান তবে আগে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট কে আয়েত্ত করে তবেই আপনি ফরেক্স মার্কেট থেকে লাভের আশা করতে পারেন বলে ধারনা।

MoniraMam818
2016-07-21, 12:04 AM
এমন অনেক ফরেক্স ট্রেডার রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ের উপর তেমন কোন দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ না করেও এখান থেকে আয় করতে পেরেছে ফলে তারা মনে করে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা কোন কিছুই নয়। ট্রেডিং জ্ঞান ছাড়াই এখান থেকে আয় করা যায়,আমি মনে করি এটি সম্ভাব হলেও তা সামান্য সময়ের জন্য কারন অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারনে যেকোনো সময় আপনাকে ট্রেডিং প্লাটফর্ম থেকে ঝরে পরতে হতে পারে।

rafiqulfx1
2016-07-21, 01:18 AM
আমি মনে করি ভালো দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট এ কেউ টিকে থাকতে পারবে না । আপনি প্রথম এ দক্ষতা ছাড়া ট্রেড করে হইত লাভ করতে পারেন কিন্তু ঐ লাভ টুকু আপনি খুব বেশি সময় ধরে রাখতে পারবেন না । ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে আপনাকে ফরেক্স ব্যবসা খুব ভালো ভাবে শিখতে হবে । আপনি যত বেশি ফরেক্স মার্কেট এ দক্ষ হয়ে উঠবেন তত বেশি আপনি এই মার্কেট থেকে মুনাফা আয় করতে পারবেন ।

Foyazur
2016-07-24, 04:35 PM
এই কথা ঠিক যে অনেক ট্রেডার মনে করে ফরেক্স মার্কেট বাই আর সেল দিলেই প্রফিট হবে আসলে এই কথা ঠিক না আপনে বাই অথবা সেল দিয়ে প্রফিট ও করেন তবে সেটা সামান্য সময়ের জন্য তাই আমার মতে ফরেক্স মার্কেট ভাল কিছু পেতে হলে আপনার অবিজ্ঞতার প্রয়োজন এবং ধৈর্য সহকারে ট্রেড করতে হবে।আপনে যদি ফরেক্স মার্কেট টিকে থাকতে চান তাহলে অনেক বেশি ফরেক্স সম্পর্কে অবিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে আপনে ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হতে পারবেন বলে আমি মনে করি।

alamin6969
2016-07-24, 04:54 PM
আমার মনে হয় ভালো দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট এ কেউ টিকে থাকতে পারবে না । আপনি প্রথম এ দক্ষতা ছাড়া ট্রেড করে হইত লাভ করতে পারেন কিন্তু ঐ লাভ টুকু আপনি খুব বেশি সময় ধরে রাখতে পারবেন না । ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে আপনাকে ফরেক্স ব্যবসা খুব ভালো ভাবে শিখতে হবে । আপনি যত বেশি ফরেক্স মার্কেট এ দক্ষ হয়ে উঠবেন তত বেশি আপনি এই মার্কেট থেকে মুনাফা আয় করতে পারবেন ।

Md Masud
2017-03-28, 02:30 PM
সামান্য ভুলের কারণে অামরা অনেক ক্ষতিগ্রস্থ হয়ে যেতে পারি । অামরা অন্তত ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন না করে এই কাজ করব না । অামরা ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করার চেষ্টা করব । অদক্ষতা অামরা অামাদের নিজেদের কারণেই হয় থাকে । অামরা অদক্ষভাবে এই মার্কেটে কাজ করব না ।

uzzal05
2017-05-29, 02:10 PM
জিবনের প্রথম যখন ফরেক্স ট্রেড শুরু করি তখন আমি উলটা পালটা না বুঝেও লাভ করি। আবার লস ও করে থাকি। কিন্তু তারপর ও আমি কিছু প্রফিট করি এবং সেই প্রফিট উত্তোলন করি। তবে অদক্ষ হয়ে ফরেক্স এ টিকে থাকাটা বড়ই কঠিন একটা ব্যাপার।

Mamun13
2018-01-20, 11:27 PM
অনেকেই ফরেক্সে কোন দক্ষতা ছাড়াই ট্রেড করতে এসেছে এবং প্রফিটও করেছে মাঝে মধ্যে তারা মনে করে দক্ষতা কোন বিষয় না মার্কেটের ট্রেন্ডতো উভয় দিকেই উঠানামা করে প্রফিটতো কোরবই। তাদেরকে বলতে চাই প্রফিট হয়তো আপনি করবেন তবে সামান্য সময়ের জন্য কারন ঐ মার্কেট ট্রেন্ডই আপনাকে একসময় বড় ধরনের লসের দিকে নিয়ে যেয়ে আপনাকে মার্কেটে দেউলিয়া করে দেবে। এ ব্যাপারে আপনার অভিমত কি?

ফরেক্স মার্কেটে নতুন কেউ এসে যদি উল্টাপাল্টা ভূল ট্রেড করে কিছু কিছু প্রফিট কয়েকবার পেয়ে যায় তাহলে ঐ প্রফিটই তার জন্য পরবর্তীতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দিবে৷কারন তখন সে স্বাভাবিক ভাবেই মনে করে বসবে যে-'ফরেক্স তো খুবই সোজা-বাই/সেল করলেই প্রফিট চলে আসে ! তাই সে তখন আর কষ্ট করে কিছুই শিখতে চায় না৷অথচ কয়েক দিন পরেই লস দিতে দিতে সে বুঝতে পারে ফরেক্স আসলে অনেক কষ্ট করে আয়ত্ব করে হয়৷

Mahidul84
2018-01-21, 06:34 PM
আমার মতে ফরেক্সকে কেউ যদি প্রথম অবস্থায় উল্টাপাল্টা ট্রেড ভাল প্রফিট অর্জন করতে পারে তাহলে সেটা তার জন্য ভবিষ্যতে কাল হয়ে দাড়াবে। কেননা তখন সে আর তার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল থাকবে না। বরং সে তার অদক্ষতার উপর ভিত্তি করে মার্কেট থেকে প্রফিট করতে চাইবে। আর এই লোভের কারণে সেই সব ট্রেডাররা দ্রুত মার্কেট হতে চলে যেতে বাধ্য হয়।

expkhaled
2018-01-21, 07:22 PM
আসলে ফরেক্স মার্কেটে দুই ভাবে ট্রেড করা যায়। এক বুঝে ট্রেড করা আর একটি হল না বুঝে ট্রেড করা। অধিকাংশ ট্রেডার না বুঝেই ট্রেড করে এবং কখনও কখনও লাভ ও করেন এবং এই ধরনের অবস্থায় একজন নবাগত ট্রেডার মনে করেন ট্রেডিং মনে হয় শেখা হয়ে গেছে এবং তার ট্রেডিং করার স্পিড আরও বেড়ে যায় এবং তখন শুরু হয় তার লস এবং লস ঠেকাতে আরও বড় লস অবশেষে একাউন্ট জিরো। আর খুব সংখ্যক ট্রেডার আছেন যারা বুঝে ট্রেড এবং ট্রেড করেন কম। আর যারা বুঝে ট্রেড করেন তারাই একমাত্র সত্যিকারের ট্রেডার এবং তারাই মার্কেটে টিকে থাকেন।

01797733223
2018-01-21, 08:03 PM
ভাই ফরেক্স মার্কেটে অদক্ষ মানুষের কোন স্থান নেই। সাময়িকভাবে হয়ত কিছু লাভবান হওয়া যায় তবে সেটা স্থায়ী নয়। কোন না কোন একসময় গিয়ে ধরা খেতে হবে, এছাড়া কোন উপায় নেই। তাই ফরেক্স মার্কেটে একজন ভাল মানের প্রফেশনার ট্রেডার হবার জন্য আপনাকে আমাকে ইভেনকি আমাদের সকলকেই সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমাদের দক্ষতাকে এখানে প্রমাণ করতে হবে, তানাহলে সাফল্য কোনদিনই পাওয়া সম্ভব নয়।

Grimm
2018-01-21, 08:15 PM
আমার মনে অদক্ষ লোক এই ব্যবসায় কখনই দীর্ঘসময় টিকতে পারবে না, কারণ এই ব্যবসা অনেক ঝুকিযুক্ত। আপনি যদি এই ব্যবসায় টিকতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন দক্ষ ট্রেডার হতে হবে আর দক্ষ ট্রেডার হওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে আর সবসময় এই ব্যবসা সম্পর্কে নতুন কিছু শিখার চেষ্টা করতে হবে। যদি আপনি এটি ঠিকমত করতে পারেন তাহলে আপনি যেমন দক্ষতা অর্জন করতে পারবেন তেমনি আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।

al amin
2018-02-27, 04:11 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক সময় আমরা অদক্ষতার সাথে ফরেক্স ট্রেডিং করে থাকি ফলে আমরা অনেক লস করে ফেলি,তাই আমাদের উচিৎ ভালভাবে ফরেক্স শিক্ষা গ্রহন করে যদি ফরেক্স মার্কেট এ এনালাই করে ফরেক্স ট্রেডিং করে থাকি তাহলে আমাদের অনেক প্রফিট হবে।

riponinsta
2018-03-08, 01:03 PM
আপনি ঠিক বলছেন ফরেক্স মার্কেট এ কেও যদি ট্রেড করতে চাই তাহলে তাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে হবে আর যা শিখল তা ফরেক্স মার্কেট এ কাজে লাগাতে হবে তাহলে সে একজন ফরেক্স মার্কেট এ ভাল ট্রেডার হতে পারবে ফরেক্স মার্কেট এ ২ থেকে ১ টা ট্রেড লাভ করা মানে সে ভাল ট্রেডার না যে ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করে আর লাভ ধরে রাখে সে ফরেক্স মার্কেট এ ভাল ট্রেডার

nahida
2018-03-08, 04:02 PM
ফরেক্স মার্কেটে লাভ কমবেশি সবাই করেছে কিন্তু এই লাভ অনেকেরই সাময়িক সময়ের জন্য।কারন এখানে নিয়মিত লাভ করতে হলে নিজেকে দক্ষ করে তুলতে হবে।ফরেক্স মার্কেটে দক্ষতা ছাড়া এখানে কোনভাবেই প্রফিট নিয়ে টিকে থাকা সম্ভব নয়।

iloveyou
2018-03-08, 08:18 PM
আসলে ফরেক্স মার্কেটে ভালভাবে ব্যবসা করে প্রফিট করার জন্য আপনার মধ্যে সেরকম দক্ষতা থাকতে হবে। কারন এখানে যদি আপনি একটু উনিশ-বিশ করেন, তাহলে সেটাই আপনাকে এখানে মার্ক করে রাখবে, আর এটাই হল আপনার অদক্ষতা। তাই ফরেক্স মার্কেটে আপনাকে সব সময় সর্তকতা অবলম্বন করে, সবদিক বিবেচনা করে তারপর একটা টেডের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

sofi
2018-04-03, 12:38 AM
আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ৤ আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ রূপে সত্য ৤ কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা ৤ আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে ৤

sanwar04
2018-08-11, 11:25 AM
ফরেক্সে ইনকাম করতে চাইলে দক্ষতা নিয়ে আসতে হবে।

rafiuqlislam
2018-08-11, 12:27 PM
ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।অদক্ষতা আপনাকে সাফল্য/প্রফিট দিতে পারে কিন্ত সেটা সামান্য সময়ের জন্য।মার্কেটে প্রফিট করে টিকে থাকতে হলে ফরেক্স বিষয়ে স্টাডি করে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে।অদক্ষতা নিয়ে ট্রেড করলে আপনি এক সময় নিস্ব হবেন এতে সন্দেহের অবকাশ নেই।

lanzuu
2018-08-11, 02:13 PM
অল্প বিদ্যা ভয়ংকারী। ট্রেড না জেনে না বুঝে হয়ত ট্রেড করে প্রফিট করতে পারবেন কিন্তু লং রানে টিকে থাকতে পারবেন না। মার্কেট সদা পরিবর্তনশীল। বিভিন্ন সময় মার্কেটের গতি প্রকৃতি অনুসরন করে আপনার ট্রেডিং প্ল্যান বদলাতে হবে, সংশোধন করতে হবে, লস মেনে নেবার মানসিকতা তৈরি করতে হবে। যদি কিছুই না জানেন বা অল্প স্বল্প জানেন তাহলে এক সময় ঠিকই হোচট খাবেন। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে নিজেকে উপযোগী করে তুলুন তারপর আসুন ট্রেডিং জগতে।

Mahidul84
2018-08-12, 07:41 PM
কথায় আছে না অল্প বিদ্যা ভয়ংকর, কারণ আমার জানা মতে এই মার্কেটে অনেক ট্রেডার আছে না জেনে না বুঝে ভাল প্রফিটের আশায় ওভার ট্রেডিং ট্রেড করে। ফলে তার দক্ষতা ও অভিজ্ঞতা অভাবে এই মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারে না। কারণ মার্কেট কখন কোন দিকে মোড় নিবে সেটা বুঝা বড় মুশকিল হয়ে পড়ে। এজন্য আপনাকে আগে সঠিক প্ল্যান নিয়ে ট্রেডিং কৌশল পরিচালনা করার মত মন মানসিকতা অর্জন করতে হবে। কারণ এই মার্কেটে অদক্ষতার কোন মূল্যায়ন নেই, এখানে মূল্যায়ন হতে চাইলে আপনাকে অবশ্যই আগে মার্কেট সম্পর্কে গভীরভাবে জ্ঞান চর্চা ও কৌশলগুলো সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে। তাহলে আপনি সফলতা ভোগ করতে পারবেন।

yasir
2018-08-12, 10:23 PM
অদক্ষতা সামান্য সময়ের জন্য আপনাকে লাভ এনে দিতে পারে বলে আমি মনেনকরি কিন্তু ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল একজন ফরেক্স ট্রেডার হতে চান তবে আগে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট কে আয়েত্ত করে তবেই আপনি ফরেক্স মার্কেট থেকে লাভের আশা করতে পারেন বলে ধারনা।

martin
2018-09-13, 08:43 PM
আমি মনে করি ভালো দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট এ কেউ টিকে থাকতে পারবে না । আপনি প্রথম এ দক্ষতা ছাড়া ট্রেড করে হইত লাভ করতে পারেন কিন্তু ঐ লাভ টুকু আপনি খুব বেশি সময় ধরে রাখতে পারবেন না । ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে আপনাকে ফরেক্স ব্যবসা খুব ভালো ভাবে শিখতে হবে । আপনি যত বেশি ফরেক্স মার্কেট এ দক্ষ হয়ে উঠবেন তত বেশি আপনি এই মার্কেট থেকে মুনাফা আয় করতে পারবেন ।

Md_MhorroM
2018-09-13, 10:48 PM
আমি বলবো ফরেক্স মার্কেটে করা প্রতিটি ট্রেডেই আমাদের নিজেদের দক্ষতার পরিচয় দিতে হয়। তা না হলে আমাদের লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স মার্কেট সর্বদা পরিবর্তনশীল একটি মার্কেট। এই মার্কেটে প্রতিনিয়ত প্রাইস পরিবর্তিত হতে থাকে। তাই আমাদের করা প্রতিটি ট্রেড এর আগে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নিজের অদক্ষতার কারনে কোন ভুল না হয়ে যায়।

marjahan
2018-09-15, 05:19 PM
ভুল ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী । আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে ।

Mahidul84
2018-09-15, 06:56 PM
ভাই ফরেক্স এমন একটি মার্কেট এখানে হয়তো ভুল ট্রেড করে দুএকটি ভাল প্রফিট উপার্জন করতে পারবেন। কিন্তু সব সময় আপনার অদক্ষতা কাজে আসবে না বরং বেশির ভাগ সময় আপনাকে মূলধন জিরো করে দিতে পারে। অতএব ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই আগে এই মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি ট্রেডিং এর কৌশল এর অভিজ্ঞতাগুলো কঠোর মনোযোগ সহকারে জানতে হবে। এছাড়াও মার্কেটের বর্তমান ও ভবিষ্যতে কি অবস্থায় রূপ নিতে পারেন সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নতুবা আপনি আপনার অদক্ষতার জ্ঞান দিয়ে এই মার্কেটে কখনই টিকে থাকতে পারবেন না।

sr ritu
2018-09-23, 01:39 AM
অনেকেই মনে করেন ফরেক্স বুঝি খুব সহজ একটি ব্যবসা তাই অনেকেই আসে এখানে অতি সহজে ব্যবসা করতে এই ফরেক্স।তারা বুজেনা যে পচা শামুকে পা কাটা আর ফরেক্স এ ব্যবসা করা এক কথা নয়।ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে আগে ফরেক্স সর্ম্পকে জানতে হবে হবে জ্ঞান অর্জন করতে তাহলে আর আপনি সামান্য অদক্ষতা আর ফরেক্স মাকেটে লস করবেনা।

Ripon Ahmmed999
2018-09-23, 11:00 AM
হ্যা এটা পুরাপুরি সত্য। যারা ফরেক্স কিছু বোঝে না তাদের উচিত ফরেক্স বিষয়ে জ্ঞান নিয়ে পরে ফরেক্সে কাজ করা।
ধন্যবাদ

Yousuf Habib
2018-09-23, 11:09 AM
আমরা যাহারা ট্রেডার আছি আমরা ও এখনো ভাল ভাবে মার্কেট বুঝতে পারিনি কারণ আমরা এখোনো মাঝে মাঝে ছোট বড় মিলে লাভ নস করি তহলে কি আমাদের দক্ষতা কম আছে না বেশী আছে বুঝিনা, তাই আমি বলব একটু হলেও দক্ষতা ছাড়া ফরেস্ক মার্কেট করা ঠিক হবেনা, হয়তো দক্ষতা ছাড়া আপনাকে বড় ধরণে লস হতে পারে।

Panna1989
2019-08-25, 05:29 PM
আমরা জানি ভাই ফরেক্স এমন একটি মার্কেট এখানে হয়তো ভুল ট্রেড করে দুএকটি ভাল প্রফিট উপার্জন করতে পারবেন। কিন্তু সব সময় আপনার অদক্ষতা কাজে আসবে না বরং বেশির ভাগ সময় আপনাকে মূলধন জিরো করে দিতে পারে। অতএব ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই আগে এই মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি ট্রেডিং এর কৌশল এর অভিজ্ঞতাগুলো কঠোর মনোযোগ সহকারে জানতে হবে। এছাড়াও মার্কেটের বর্তমান ও ভবিষ্যতে কি অবস্থায় রূপ নিতে পারেন সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নতুবা আপনি আপনার অদক্ষতার জ্ঞান দিয়ে এই মার্কেটে কখনই টিকে থাকতে পারবেন না।

KGF
2019-08-25, 07:57 PM
অদক্ষতা ফরেক্সে সফলতা আনে না। সফলতা তারাই পেয়ে থাকে যারা ট্রেড করে শিখে এবং দক্ষতা অর্জন করে। একজন ট্রেডার দক্ষতা লাভ বা ট্রেড ভালো করে না শিখে ট্রেড করে সাময়িক সময়ের জন্য লাভ করে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকেতে পারে না। একটি ট্রেড করে তখনই সফলতা পাওয়া যায় যখন একজন ট্রেডারের ফরেক্স সম্পর্কে ভালো ধারনা ও অভিজ্ঞতা থাকে।

Rion
2019-08-25, 08:08 PM
ভুল ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী ।আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে।

Mazharul777
2019-09-05, 08:50 PM
আমার মতে আন্দাজে ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী । আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে । ফরেক্স থেকে যেমন লাভ করা যায় তেমন এখানে অনেকে লসও করে তাই শিখেই ফরেক্স করেন তার আগে নয় ।

TanjirKhandokar1994
2019-10-29, 12:23 PM
আমিও তাই মনে করি অদক্ষতা দিয়ে কোন কাজ করলে হয়তো সাময়িক সময়ের জন্য টিকে থাকা সম্ভব কিন্তু দীর্ঘ সময়ে টিকে থাকা সম্ভব না। আর ফরেক্সে তো একেবারেই না। কেননা ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। এখানে কাজ করতে হলে প্রথমেই প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন এর বিকল্প কিছু নাই। এটা যে শুধু ফরেক্স ট্রেডিং এর জন্য তা কিন্তু নয় আপনি যে কোন কাজেই অদক্ষ হলে সেখানে বেশি দিন টিকে থাকতে পারবেননা। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করা।

abilkis7
2019-10-30, 07:25 PM
অদক্ষতা আপনাকে সামান্য সময়ের জন্য হয়ত ভাগ্যের ক্রমে অনেক লাভ এতে দিতে পারে। কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে এবং সৎ ভাবে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স শিখতে হবে।

ARD
2019-10-30, 07:50 PM
বাজার ব্যর্থতার কারণগুলির মধ্যে রয়েছে: ইতিবাচক এবং নেতিবাচক বাহ্যতা, পরিবেশ সংক্রান্ত উদ্বেগ, জনসাধারণের পণ্যগুলির অভাব, যোগ্যতার পণ্যগুলির আন্ডারপ্রোভিশন, শুল্কের পণ্যগুলির overprovision এবং একচেটিয়া ক্ষমতার অপব্যবহার

KF84
2019-10-30, 11:49 PM
আসলে আপনি সত্যিই বলেছেন । একজন অদক্ষ ট্রেডারও ফরেক্স থেকে লাভ করে থাকে কিন্তু তাই বলে সে ফরেক্সে টিকে থাকতে পারেনা । আর এই খানেই একজন দক্ষ এবং অদক্ষ ট্রেডারের মধ্যে বিশাল পার্থক্য হয়ে দাড়ায় । লাভ কম বেশী সবাই করে থাকি কিন্তু মাস শেষে ওই ট্রেডারই সফল যে লসের চেয়ে লাভ বেশী করে কিন্তু তার ক্যাপিটাল এর কোন রিস্ক না নিয়েই । আর এভাবেই একজন দক্ষ ট্রেডার দিনের পর দিন ফরেক্সে টিকে থাকে এবং অভিজ্ঞতা অর্জন করে নিজেকে আরও পরিনত ট্রেডার হিসেবে গড়ে তোলে ।

Leee
2019-10-31, 09:06 AM
দক্ষতা ছাড়া মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। যারা এই চিন্তা নিয়ে বসে আছেন যে মার্কেট ট্রেন্ড তো ঘুরেফিরে ব্যাক করবেই সুতরাং যত্রতত্র ট্রেড করলেও মুনাফা হবেই। ভাই দেখা যায় অনেক সময় মার্কেট জায়গায় ব্যাক করলেও মাঝে মাঝে আর ব্যাক করে না তখন আপনার পুরো ব্যালেন্স জিরো করে দিয়ে যাবে। দক্ষতা ছাড়া আপনি ভুলভাল দু একবার প্রফিট করলেও নিয়মিত লাভ করতে পারবেন না। সর্বক্ষণ চাপে থেকে ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকতে হবে। তাই ট্রেডিং দক্ষতার কোন বিকল্প ফরেক্স মার্কেটে নেই। মার্কেটে টিকে থাকতে এবং নিয়মিত প্রফিট করতে আপনাকে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করতে হবেই।

samirarman
2019-10-31, 09:49 AM
আমি মনে করি যে, এমন অনেকেই আছে যারা কিছু না জেনেশুনে ফরেক্সে আসে। হয়ত কিছু লাভ করে আর ভাবে এভাবেই তো লাভ করতে পারি, বেশিকিছুর দরকার নেই। আর দক্ষতা অভিজ্ঞতা এদের কাছে কোন ব্যাপারই না। কিন্তু এরা যতই লাভ করুক কোন না কোন সময় ধরা খাবে। মার্কেট প্রতিটা ট্রেডার এর পরীক্ষা নেয়। অনেক ভাল ট্রেডার ও ধরা খেয়ে যায় ।

Hredy
2020-03-15, 04:28 PM
আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ৤ আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ রূপে সত্য ৤ কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা ৤ আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে ৤

Fxxx
2020-03-15, 04:32 PM
আপনি সুন্দর একটি বিষয়ে কথা বলেছেন কারন আমরা ভাল করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে তৈরি না করে আন্দাজে ট্রেড করতে থাকি তাহলে ফরেক্স মার্কেটে লস ছাড়া লাভ করা যাবেনা।তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে অনেক বেশি করে জানতে হবে তাহলে ফরেক্স মার্কেটে লস হবেনা।

Sapna1212
2020-03-15, 04:35 PM
জিও, আমার প্রিয় ভাই, আপনি ঠিক বলেছেন এবং আমি আপনার সাথে একমত যে আমরা কিছু সময়ের জন্য অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছি। তবেই আমরা সফল হতে পারব এবং ফরেক্সে, আমাদের এটিতে দীর্ঘ সময়ের জন্য কাজ করা দরকার এবং এটি করে আমরা বাজারকে সংরক্ষণ করতে সক্ষম হব।

Kane
2020-03-15, 04:37 PM
হ্যাঁ আন্দেজে ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী । আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে । ফরেক্স থেকে যেমন লাভ করা যায় তেমন এখানে অনেকে লসও করে তাই শিখেই ফরেক্স করেন তার আগে নয় ।

amreta
2020-03-15, 05:29 PM
আপনি যদি কঠোর পরিশ্রমের ফসল কাটাতে চান তবে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সফলতা অর্জন করতে পারেন আপনি কঠোর পরিশ্রম করলে আপনি গর্বিত সাফল্য অর্জন করতে পারেন। আপনি যদি আমার সাথে কথা বলেন, আপনি অবশ্যই সফল হতে হবে।

Rx100
2020-03-15, 05:31 PM
একটা প্রচলিত কথা হল ফরেক্স মার্কেট এ যে কেউ প্রফিট করতে পারে কিন্তু সবাই ঠিকে থাকতে পারে না। এখানে ঠিকে থাকতে গেলে দরকার জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, ধৈর্য , শ্রম দেওয়ার মানসিকতা ইত্যদি অত্যাবশ্যকীয় গুনাবলী। এখানে অনেকে ট্রেডিং না শিখেই হিউজ প্রফিট করতে পারে কিন্তু লং রানে তাকে আর খুজে পাওয়া যাবে না। তাই যারা ফরেক্স মার্কেট ঠিকে থাকবেন বলে এসেছেন সঠিক জিনিস নিন।

Jid13
2020-03-15, 05:35 PM
অবশ্যই । ফরেক্স মার্কেটে আপনার সামান্যতম অদক্ষতা বড় খতির কারণ হতে পারে । কেননা এথানে আপনি যদি দক্ষকা ছাড়া ট্রেড করেন তাহলে আপনাকে লস করতে হবে । কখনোই আপনি প্রফিট করতে পারবেন না । তাই আমার মতে দক্ষতা অর্জন ছাড়া রিয়ালে ট্রেড করা উচিত নয় ।

Habibur shaikh
2020-03-31, 07:41 PM
ফরেক্স মাধ্যমে কাজ করার জন্য বিশেষ দক্ষতা থাকা দরকার। অদক্ষ হলে এই মাধ্যম থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়। সেক্ষেত্রে অধিক মুনাফা অর্জন করা যায় না অদক্ষ হলে.... ধন্যবাদ।

XXXTentacion
2020-04-12, 02:36 PM
बाजार में, पिछली चार मुद्राओं को खरीदने और बेचने में 80% का व्यापार होता है।लेकिन किस लिए?ही है, जब आप यूरो खरीदना चाहते हैं, तो आप इसके लिए क्या भुगतान करेंगे? और जब आप यूरो बेचना चाहते हैं, तो आपको क्या मिलेगा?और जब आप येन खरीदना चाहते हैं, तो आप क्या भुगतान करेंगे? और जब आप येन बेचना चाहते हैं, तो आपको क्या मिलेगा?अमेरिकी डॉलर परछली मुद्राओं की खरीद और बिक्री से निपटना अमेरिकी

smbiplob
2020-04-12, 04:42 PM
আমরা জানি ভালো দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট এ আমরা টিকে থাকতে পারবো না । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমেই প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন এবং এর বিকল্প কিছু নাই। মনে রাখবেন এটা যে শুধু ফরেক্স ট্রেডিং এর জন্য তা কিন্তু নয় আপনি যে কোন কাজেই অদক্ষ হলে সেখানে বেশি দিন টিকে থাকতে পারবেন না আর এই কারণে আমাদের সকলের ফরেক্স মার্কেটে এ দক্ষ ও অভিজ্ঞ হয়ে ট্রেড করা উচিৎ ।