Log in

View Full Version : ফান্ডামেন্টাল নিউজের উছিলায় অনেক ডলার ইনকাম করলাম



786.ariful.islam.bd
2020-11-24, 10:58 AM
আজকে মার্কেট আমেরিকা শক্তিশালী হওয়ায় আমাকে ভালোই দিয়েছে। আপনারা সব সময় ফান্ডামেটাল + টেকনিকাল কম্বাইন্ড করে ট্রেড করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালে রেজাল্ট পাবেন। আজকে আমি আল্লাহর রহমতে ২১৫ আমেরিকার ডলার ইনকাম করতে পেরেছি এই ফান্ডামেন্টাল নিউজের উছিলায়। আলহামদুলিল্লাহ।
12945

EmonFX
2021-09-12, 08:34 PM
ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং হলো সফল ফরেক্স ট্রেডিংয়ের সর্বোত্তম পন্থা। ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিংয়ে দক্ষ ট্রেডার বেশিরভাগ সময় সফল হয়ে থাকে। ফরেক্স সফলতার জন্য ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়, যেগুলো বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এসব নিউজগুলো বিভিন্ন কারেন্সি পেয়ারের সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার একটা আগাম বার্তা দিয়ে থাকে। এসব নিউজ এনালাইসিস করে অনেকটা আইডেন্টিফাই করা সম্ভব ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। আপনি যতই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন যদি ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে যেকোনো সময়ে আপনার এনালাইসিস ভেঙে দিয়ে ফান্ডামেন্টাল নিউজ এর প্রভাবে মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। আমি বেশিরভাগ সময় নিউজ ট্রেডিং করে থাকি। দিনের অন্যান্য সময় অলস বসে থেকে যখন হাই ইম্প্যাক্ট নিউজগুলো রিলিজ হয় তখন সেটার উপরে ডিপেন্ড করে ট্রেড করে থাকি। আমি মনে করি ফরেক্স সফলতার জন্য প্রত্যেক ট্রেডারকে নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করা উচিত।

Starship
2021-09-12, 10:42 PM
ফরেক্স মার্কেটের কোন হাই ইম্পেক্ট ফান্ডামেন্টাল নিউজ থাকলে নিউজ এর রেজাল্ট এর উপর ভিত্তি করে প্রাইস পর্যাপ্ত মুভমেন্ট হয়ে থাকে। যার ফলে আমাদের একটি জুটি অনুকূলে যায় তাহলে পর্যাপ্ত প্রফিট করার সুযোগ থাকে। আবার যদি প্রত্যেক দলের অবস্থান করে তাহলে পর্যাপ্ত লস হওয়ার সম্ভাবনা থাকে। এই নিউজগুলো সময় যেমন প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তেমনি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমার মতে অল্প ব্যালেন্স দিয়ে এই নিউজ এর সময় ট্রেড করা থেকে বিরত থাকা উচিত এতে করে নিজের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।