PDA

View Full Version : আমেরিকার ‘ব্ল্যাক ফ্রাইডে’ কি আসলেই ব্ল্যাক?



786.ariful.islam.bd
2020-11-24, 11:21 AM
প্রতি বছর নভেম্বরের একটি শুক্রবারকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে উদযাপন করে আমেরিকানরা। নামটা শুনে অনেকেই দিনটাকে অলক্ষুণে মনে করে থাকেন। মনে করেন, অশুভ বলেই হয়তো আমেরিকানরা দিনটাকে ‘ব্ল্যাক’ বলে অভিহিত করে। আসলে কিন্তু তা নয়। ব্ল্যাক ফ্রাইডে আমেরিকার জনগণের কাছে বহু আকাঙ্খিত একটি দিন। অনেক আমেরিকান সারা বছর ধরে শুধুমাত্র এই দিনটির আশায় বসে থাকেন। এই দিনে আমেরিকার প্রায় সব ব্যবসায়ীরা তাদের পণ্য অস্বাভাবিক মূল্য ছাড়ে বিক্রি করে দেয়। ফলে আমেরিকায় সারা বছরে যে পরিমাণ বেচা-কেনা হয়, তার প্রায় অর্ধেক পরিমাণ হয় শুধুমাত্র এই একটি দিনেই। ২৭ শে নভেম্বর ২০২০ ব্ল্যাক ফ্রাইডে উদযাপন করা হবে।