Log in

View Full Version : ফোরামে নতুন সদস্য হিসেবে সিনিয়র ট্রেডারদের পরামর্শ চাই।



ForexStar
2020-11-24, 10:20 PM
ডিয়ার সিনিয়র ট্রেডার্স,
আমি ফরেক্স ফোরামে একজন নতুন সদস্য। নতুন হিসেবে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ চাই। কিভাবে ভালোভাবে ফরেক্স সম্পর্কে শিখতে পারবো, দৈনিক কতো ঘন্টা সময় দিতে হবে, সফল ট্রেডার হতে হলে কি কি নিয়ম মেনে ট্রেড করতে হবে বিস্তারিত জানতে চাই। আশা করছি আপনার ট্রেডিং অভিজ্ঞতা থেকে সুন্দর পরামর্শ দিবেন। ধন্যবাদ...

IslamMdMerajul
2020-11-24, 11:40 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন হিসেবে কাজ করছে। তাদের আমি বলব যে তারা ফরেক্স মার্কেট সম্পর্কে প্রথমে ভালোভাবে বুঝবে এবং ভালোভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিবে। তারপর ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করবেন। আর ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট সম্পর্কে ভালো এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এছাড়া ট্রেড করার সময় বেশি ধৈর্য হারা হওয়া যাবে না। আর ফরেক্স মার্কেটে ট্রেড এর সময় বেশী লোভ করা যাবে না। এগুলো ত্যাগ করতে পারলে অবশ্যই ফরেক্স মার্কেটে ভালো কিছু করা সম্ভব।

ABDUSSALAM2020
2020-11-24, 11:40 PM
ফোরামে নতুন সদস্য হিসেবে সিনিয়র ট্রেডারদের পরামর্শ চাই।
ডিয়ার সিনিয়র ট্রেডার্স,
আমি ফরেক্স ফোরামে একজন নতুন সদস্য। নতুন হিসেবে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ চাই। কিভাবে ভালোভাবে ফরেক্স সম্পর্কে শিখতে পারবো, দৈনিক কতো ঘন্টা সময় দিতে হবে, সফল ট্রেডার হতে হলে কি কি নিয়ম মেনে ট্রেড করতে হবে বিস্তারিত জানতে চাই। আশা করছি আপনার ট্রেডিং অভিজ্ঞতা থেকে সুন্দর পরামর্শ দিবেন। ধন্যবাদ...সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

EmonFX
2020-11-25, 06:21 AM
নতুন ট্রেডারদের জন্য পরামর্শ হলো আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ফরেক্স ট্রেডিং শুরু করুন। তাতে যদি ২ বছরও অপেক্ষা করতে হয়, তবে তাই করুন।ফরেক্সে মার্কেটে সফল হতে হলে আপনাকে অনেক স্টাডি করতে হবে, ফরেক্মের ব্যপারে ইউটিউবে অনেক ভিডিও ও টিউটোরিয়াল আছে সেগুলো দেখে আপনার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে।
সর্বোপরি প্রচুর পরিমানে ডেমোতে প্রাকটিস করতে হবে। কমপক্ষে ৬ মাস ডেমোতে প্রাকটিস করতে হবে। ডেমোতে যখন আপনি অনেক ভালো করবেন তখন আস্তে আস্তে করে রিয়েল ট্রেডের দিকে এগোতে পারেন।

তাছাড়া প্রথমে হুট করে বড় লট ক্রয় করা যাবে না। ছোট ছোট লট নিয়ে নিজেকে আরো ঝলিয়ে নিতে হবে। লোভের বসবতী হয়ে রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না। শেষকথা হলো, ধৈর্য্য ধরে লেগে থাকলে সফলাতা একদিন ধরা দিবেই। এসব মেনে ট্রেড করতে পারলে আপনি ফরেক্সে একদিন না একদিন ভালো করবেনই।

DEARMUM100
2021-01-05, 07:47 PM
আমিও ফরেক্সে নতুন তবে বেশকিছু হয়কাজ করছি।ভালোলাগছে কাজ করতে।নতুনদের জন্য আমার অল্প কিছু উপদেশ নয় পরামর্শ আছে। সেগুলো হলো কতটাকা দিয়ে ট্রেড শুরু করলে ভালো হবে।কি ধরনের ট্রেড করা উচিৎ। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একাউন্ট খুলবেন। একাউন্টে ৬মাসে পরিমাণ প্র্যাকটিস করবেন। শেখা এবং জানার পরিমাণ বেশি হলে আপনি লাইভ ট্রেড করতে পারেন। তারপর বিভিন্ন ধরনের কৌশল অভিজ্ঞতা এবং বিভিন্ন এনালাইসিস সম্পর্কে জানতে হবে।ভেরিফাই সম্পর্কে জানতে হবে।

Joly
2021-01-06, 12:42 PM
আমিও ফরেক্স ফোরামে নতুন সদস্য।আমি নতুন হিসেবে কিছু কথা বলতে পারি। ফরেক্স ট্রেডিং ব্যবসা থেকে ভাল। কিছু করতে হলে নিচের কিছু কথা মেনে চলতে হবে। যেমনঃ
১। লোভ করা যাবেনা।
২।না বুঝে ট্রেড করা যাবেনা।
৩।অতিরিক্ত ট্রেড করা যাবেনা।
৪।ধর্য্য ধরে ট্রেড করতে হবে।
৫।sl & tp ছাড়া ট্রেড করা যাবেনা।

KAZIMAJHARULISLAM
2021-01-06, 02:51 PM
একজন নতুন ট্রেডার হিসেবে ফরেক্সে আপনাকে স্বাগতম। শুরুতেই আপনার প্রতি নির্দেশনা থাকবে, নিয়মিত ডেমো ট্রেডিং এর পাশাপাশি নিয়মিত ফোরাম ফলো করুন।এই সময় আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে সর্বোচ্চ আগ্রহী এবং উৎসাহী থাকতে হবে। সেই সাথে লোভকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে, মার্কেটে টিকে থাকার মানসিকতা নিয়ে ট্রেডিং করতে হবে।সফল ট্রেডারদের সফলতার পিছনে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম,অধ্যবসায় থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সর্বোপরি ফরেক্স এর প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপডেট থাকতে হবে।

jasminbd
2021-01-06, 04:26 PM
ফরেক্স বাংলা ফোরামে মেম্বারদের পক্ষ থেকে আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই ফোরাম মুলত নতুনদের শেখার জন্য ভাল একটি প্লাটফর্ম। এখানে হাজার হাজার টপিক রয়েছে যেগুলো আপনার কাজে আসতে পারে। হয়ত আপনি যে সহযোগিতা চাইছেন তা হয়ত ইতিমধ্যে কোন কোন না কোন টপিকে আলোচনা করা হয়েছে। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে প্রথমে পুরো ফোরামটি ভাল ভাবে পড়ে নিন। এই মধ্যে যদি আপনার কাঙ্খিত উত্তর না পান তাহলে আপনি আমাদের জানাতে পারেন। আমারা ফোরাম সদস্যরা আপনাকে সহায়তা করার চেষ্টা করব।