PDA

View Full Version : ফরেক্স সিগন্যাল কি এবং কিভাবে ব্যাবহার কর



smartroni1996
2015-07-31, 10:39 PM
আমি ফরেক্সে একেবারে নতুন।এখন বিভিন্ন জায়গায় সিগন্যাল সম্পর্কে শুনতেছ্ ।কিনাতু জানিনা সিগন্যাল কি বা কিভাবে ব্যাবহার করতে হয়।কউ বলবেন প্লিজ?

maziz6989
2015-08-03, 08:12 PM
বিভিন্ন সাকসেস ফুল ট্রেডাররা অনেক সময় ফ্রি সিগন্যাল শেয়ার করে। অনেক সময় অনেকে পেইড সিগন্যালও দেয়। যাই হোক যদি কারো সিগন্যাল আপনার কাছে মনে হয় আপনার সাথে যায় তবে অন্য কারো এনালাইসিস নির্ভর অন্ধের মত অনুকরণকে বলে সিগন্যাল ট্রেডিং। তবে যদি ট্রেডিং শিখতে চান তবে নিজে এনলাইস করতে শিখুন।

Fxaziz
2015-10-11, 10:51 AM
অনেক সফল ট্রেডররা অনেক সময় ফ্রি সিগন্যাল শেয়ার করে । অনেক সময় অনেক ফেইক সিগন্যাল ও দেয় । তবে আপনি এই গুলো না দেখে আপনার অভিগুতার উপর কাজ করা ভালো হবে । ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনাকে কেও ভালো সিগন্যাল দিবেনা।সবাই ছাইবে আপনাকে ফরেক্স মার্কেট থেকে আপনাকে সরিয়ে দিতে।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনার নিজের এনালাইসিস এ কাজে লাগান।আসাকরি এই ভাবে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।

joynew
2015-10-13, 01:58 AM
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন।

Momen
2015-10-17, 07:13 PM
ফরেক্স সিগন্যাল এমন একটি বিষয় যার উপর ভিত্তি করে আপনি ট্রেড ওপেন করবেন। অর্থাৎ সিগন্যাল ভাল এলে বাই না আসলে সেল দেয় অনেকে। কিন্তু মার্কেট সব সময় সিগন্যাল মেনে চলে না।

mlbasumata
2015-10-23, 03:43 PM
অনেকে ফরেক্স ট্রেডিং-এর সহজ রাস্তা খোঁজে। ফরেক্স সিগনালও এরকম একটি রাস্তা। বিভিন্ন সাইট আছে যেগুলি মাসিক ফীর বিনিময়ে সিগনাল প্রদান করে, অর্থাৎ কখন ট্রেড অপেন করবেন এবং টিপি ও এস এল কি হবে বলে দেয়। অনেক সফল ট্রেডাররাও নাকি ফ্রী সিগনাল দেয় কিন্তু আমি এখনও পাই নি।

M G R Rasel
2015-10-23, 03:50 PM
ফরেক্স সিগ্নাল মুলত সাজেসন হিসেবে কাজ করে,
ট্রেডিং মার্কেট কখন কি অবস্থাতে থাকে ফরেক্স সিগ্নাল আমাদের কে তার সঙ্কেত দিয়ে থাকে।

HKProduction
2015-12-07, 11:41 AM
সিগনাল অনুসরণ করে ট্রেড করাটা অনেক কঠিন ব্যাপার। এতে অনেক সময় ভুল ট্রেডের কারণে অনেক ক্ষতি হয়ে যায়। সিগনাল দেখে ট্রেড না করাটাই ভাল। আমরা যদি ডেমো ট্রেড অনুশীলন করি তবে এমনিতেই ট্রেড শিখতে পারব। তাই আমাদেরকে অধিক পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।

MotinFX
2015-12-21, 10:59 AM
ফরেক্স মার্কেটে অনেক এক্সপার্ট ট্রেডার প্রি সিগনাল দিয়ে থাকে তাদের কে অন্ধের মত অনুসরন না করে নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করা শিখুন। তাহলে নিজের একটি ট্রেডিং প্লাটপর্ম তৈরি হবে।

Marufa
2015-12-21, 06:53 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক ধরনের সিগন্যাল প্রভাইডার আছে । অনেক সিগন্যাল প্র্রভাইডার প্রফেশনালি সিগন্যাল প্রভাইড করে । তবে এত সাময়িকভাবে লাভবান হবেন । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে ।

HKProduction
2015-12-28, 12:18 PM
সিগনাল নিয়ে ট্রেড করার ভিতরে শিক্ষনীয় কিছু আছে বলে আমার মনে হয় না। এর চেয়ে ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করা অনেক ভাল। আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করাকে সব থেকে উত্তম বলে মনে করি। এতে নিজের উপর আত্ম বিশ্বাস তৈরি হয়। আর আত্ম বিশ্বাস না থাকলে ট্রেড করা যায় না।

HKProduction
2016-01-01, 08:41 PM
আপনি ট্রেডের কিছুই জানেন না। এই অবস্থায় আপনাকে কেউ বলল , আপনি এই প্রাইসে অমুক পেয়ারে একটি সেল অথবা বাই দেন। আপনাকে টেক প্রফিট এবং স্টপ লসের প্রাইসও দিয়ে দিল। আপনি এভাবে অন্যের সাহায্য নিয়ে যে ট্রেড করেন এটাকে সিগনাল নিয়ে ট্রেড করা বলে। এটা ভাল নয়।

ShariyarSojib
2016-01-05, 09:55 PM
ফরেক্স সিগনাল এর চিন্তা না করে ফরেক্স শেখার চিন্তা করুন।সিগনালে যদি কাজ করত তাহলে যারা সিগনাল দিবে তারা মিলিওনিয়ার হয়ে যেত তাই শেখার চেষ্টা করুন

maziz6989
2016-01-14, 05:55 PM
আসলে সিগন্যাল হল এমন একটা জিনিস যা একজন ট্রেডারকে দিতে পারে সফলতা অথবা ধংস। তাই আমি বলব যারা চাচ্ছেন সিগন্যাল ব্যবহার করতে তারা আগে ভাবুন আমি অন্যের সিগন্যাল কেন ব্যবহার করব। যদি আপনার কাছে মনে হয় আমার কোন ট্রেডিং সিস্টেমই বিল্ড আপ হয়নি তবে কিসের ট্রেডিং। তাই নিজে নিজের সিগন্যাল তৈরী করতে শিৃখুন।

Md Akter Hossain
2016-01-14, 07:09 PM
আমি ব্যক্তিগতভাবে সিগন্যালকে খুবই অপছন্দ করি । কেননা সিগন্যাল একজন ভালো ট্রেডারকে, তার মেধাকে ধ্বংস করে দেয় । যদিও আমি যখন ফরেক্স শিখি তখন বড় ভাইয়ের কাছ থেকে সিগন্যাল এর আশায় বসে থাকতাম । পরে এক সময় নিজেই বুঝতে পারলাম সিগন্যাল এর অপকারিতা । কারপর থেকে আর সিগন্যাল ফলো করি না ।

nelson
2016-02-03, 12:33 PM
ফরেক্স এ সিগন্যাল বলতে বুঝায় কোন ট্রেডার সে নিজে এ্যানালাইস করে বলতেছে যে মারকেট এইখান থেকে এই খানে যাবে। আর সাথে এটাও বলে এত লাভ হবে আর লস হলে এত লস হবে। আমরা সোসাল মিডিয়াতে দেখি এই রকম অনেকেই বলে। যারা সিগন্যাল দেয় তারা সবাই টাকার বিনিময়েই দেয়। তবে আমার দেখা মতে 90% সিগন্যাল প্রভাইডার ই ভূল সিগন্যাল দেয়। আমার মতে যারা ভাল ট্রেডার তারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তাদের অন্যের টাকার প্রতি লাভ নাই।

majidiqbal
2016-02-08, 03:05 PM
আপনার অভ্যস্ততার উপর সিগন্যাল বিষয়টি নির্ভরশীল । আপনি যদি কোন কাজে কারো সিগন্যালের সাহায্যে আপনার সেই কজে সফলতা আসে তাহলে আপনি ফরেক্স সিগন্যাল মেনে চলুন । নয়তো আপনি ফরেক্স মার্কেটে ফেল পরবেন। তবে ফরেক্স সিগন্যাল গ্রহণ করার আগে অবশ্যই তা যাচাই করবেন। কারণ অনেক ভুল সিগন্যাল *আপনার বিপর্যয় ঘটাতে পারে।

nasir7
2016-03-12, 08:26 AM
শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয় কিন্তু ফরেক্স বাজারে সব বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয় । আপনি এখানে একটি .... অন্যভাবে যদি চিন্তা করি এর সম্বন্ধে, তবে প্রাইস অ্যাকশান হল যা ট্রাডাররা কি করতেছে এবং কিভাবে তারা ট্রেড করছে, তাই প্রকাশ করে থাকে চার্ট এর মাধ্যমে। ... প্রাইস অ্যাকশান ট্রেডাররা ধারাবাহিক ভাবে পরিমাপ করতে পারে প্রাইসকে এবং যে কোন সিগন্যাল তারা ব্যাবহার করতে পারে ট্রেড করার জন্য বা ওপেন ট্রেড মেনেজ করার জন্য। আপনি নেটেলারে অনেক কিছু দিয়ে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন যেমন- Bitcoin, Master card, Visa Card তবে সবচেয়ে সহজ ও সুবিধা ও সবাই আমাদের দেশে বেশি ডিপোজিট কর নেটেলারে Bitcoin একাউন্ট থেকে ।

nasir7
2016-03-12, 08:41 AM
দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে। অভিজ্ঞতার অভাব... কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই ... আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ... তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া। . প্রিয় টিউনসে যুক্ত কর. বিভাগ :

nasir7
2016-03-12, 08:45 AM
বাই-সেল সিগন্যাল নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মেথড। রিভার্সাল ... পিভট পয়েন্টের ওপরে প্রাইস থাকলে মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট পয়েন্টের নিচে প্রাইস থাকলে মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)। কিভাবে পিভট পয়েন্ট ব্যবহার করে ট্রেড করবেন.....

nasir7
2016-03-12, 08:49 AM
কিভাবে ডেমো অ্যাকাউন্ট ওপেন কর... কিভাবে ... কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই . আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব পিপস এবং পিপেটিস pips (পিপস):ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে pip বা পিপ বলে। ...ফরেক্স কি? ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন..

yasir arafat
2016-04-05, 02:10 PM
ফরেক্স সিগনাল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি ট্রেডিং এর জন্য অথাত্ মার্কেট এখন বাই এর দিকে যাবে নাকি সেলের দিকে যাবে তার একটি ধারণা দেয়।সেই অনুসারে আপনাকে ট্রেড ওপেন করতে হবে।যা সিগনাল হিসেবে পরিচিত।অর্থাত্ আপনাকে ইন্ডিকেটর বা এনালাইসিস বাই সেলের জন্য যা সিগনাল দেয় তা ই ফরেক্স সিগনাল।ধন্যবাদ

nisho5533
2016-07-28, 05:56 PM
maziz6989
আমি আপনার সাথে এক মত আপনি বলেছেন বিভিন্ন সাকসেস ফুল ট্রেডাররা অনেক সময় ফ্রি সিগন্যাল শেয়ার করে। অনেক সময় অনেকে পেইড সিগন্যালও দেয়। যাই হোক যদি কারো সিগন্যাল আপনার কাছে মনে হয় আপনার সাথে যায় তবে অন্য কারো এনালাইসিস নির্ভর অন্ধের মত অনুকরণকে বলে সিগন্যাল ট্রেডিং।

fatema begum
2016-07-31, 11:58 PM
আমরা ফরেক্সে কখন বাইদিব বা সেল দিব তার একটি সার্কেলকে আমরা সিগনাল বলে থাকি।আমাদের স্ট্রাটেজিগুলো ঠিক একই ভাবে আমাদেরকে সিগনাল দিয়ে থাকে।সুতরাং তা থেকে আমরা কিছু না কিছু প্রফিট করতে পারি।আর আমাদের কাছে তা সিগনাল হিসেবে পরিচিত।

vodrolok
2016-09-10, 03:47 PM
ফরেক্স সিগন্যাল হচ্ছে অন্য ট্রেডার যে ট্রেড করবে তা স্বয়ংক্রিয়ভাবে আপনার টার্মিনালে আপনার একাউন্টে ওপেন হয়ে যাওয়া। এই কাজটা mql কোম্পানি পরিচালিত সফটওয়ারের মাধ্যমে হয়ে থাকে। যেখান থেকে আপনি কপি করতে চান তার ট্রেডের সিগন্যাল চলে আসবে সেই সফটওয়ারের মাধ্যমে আপনার টার্মিনালে। আপনার টার্মিনাল যদি ওপেন থাকে তাহলে সেই ট্রেড আপনার টার্মিনাল ওপেন করে নিবে।

msisohel
2016-12-13, 11:50 PM
সিগন্যাল একটি প্যাকেজ প্রোগ্রাম অর্থাৎ অন্যের সংকেতে নিজের ট্রেড করা বা পরের বুদ্ধীতে চলা।

riponinsta
2016-12-14, 04:03 PM
ফরেক্স সিগন্যাল হল এমন একটা বিসই হল যে আপনাকে ফরেক্স সিগন্যাল দিবে সে বলে দিবে আপনাকে কতাই টেড করতে হবে কতাই টেড বন্দ করতে হবে । আপনি ফরেক্স সিগন্যাল পাবার পর ফরেক্স মার্কেট চালু করে তার কথা মত টেড চালু করে টিপি স্তপ লস সেট করবেন । এই ভাবে ফরেক্স সিগন্যাল দিয়ে টেড করতে হই আর লাভ করতে পারবেন ।

edottc
2017-02-02, 09:31 AM
সিগন্যাল বলতে কোন দিক নির্দেশনার প্রতীক কে বুঝায় । ফরেক্স সিগন্যাল হল মার্কেট কোন দিকে যাবে তার দিক নির্দেশনা দেয় সিগন্যাল যে সব সময় কার্য কর তা নয় কিন্তু সেটা আবার অল্প সময়ের মধ্যে দিক পরিবর্তন করতে পারে।

Montu Zaman
2021-07-29, 01:27 PM
ফরেক্স সিগন্যাল বা ট্রেড আইডিয়া হল ট্রেড সেটআপ, যা আপনার পক্ষে বাণিজ্য করার জন্য একটি উচ্চ সম্ভাবনা, দুর্দান্ত ঝুঁকির থেকে পুরষ্কারের প্রস্তাব দেয়। আমরা আপনাকে ঠিক দেখাব যে পেশাদাররা কী করছে, সুনির্দিষ্ট প্রবেশ মূল্য প্রদান করে, লাভ (টিপি) এবং স্টপ লস (এসএল) সরবরাহ করে। আমরা টার্গেট করছি এমন মূল্য হ'ল মুনাফাটি গ্রহণ করুন এবং লোকসানগুলি বন্ধ করুন কোনও বাণিজ্যের অবৈধতার পয়েন্ট। এটি একটি সুরক্ষা জাল হিসাবে কাজ করে যার অর্থ যখন দাম এই দামে পৌঁছায়, আপনাকে ব্যবসায়ের বাইরে নিয়ে যায় এবং একটি উল্লেখযোগ্য ক্ষতি রোধ করে।
14964