PDA

View Full Version : ফরেক্স এ আপনি কার মাধ্যমে আসছেন।



bokkar00
2020-11-26, 09:17 AM
ফরেক্স এ আপনি কার মাধ্যমে আসছেন, ফরেক্স এ আপনি কেমন সুযোগ শুভিদা পান, আমি যেমন আমর বর ভাইয়ের মাধ্যমে ফরেক্স এ আসছি আপনি কার মাধ্যমে আসলেন, আপনার গল্প টা বলে জান।

EmonFX
2020-11-26, 10:21 AM
প্রত্যেকেরই ফরেক্স কারো না কারো মাধ্যমেই এসেছেন। আমিও এর ব্যতিক্রম নই। আমার ফরেক্সে আসার মাধ্যম হলো দুজন সিনিয়র ট্রেডার। তারা দু'জনে বর্তমানে ফরেক্সে সফল ট্রেডার এবং ভালো আর্ন করে যাচ্ছেন। তারাই আমার ফরেক্স শিক্ষাগুরু ও তাদের হাত ধরেই ফরেক্সে আসা এবং ট্রেডিং চালিয়ে যাচ্ছি। তাদের কাছ থেকে আমি ফরেক্সের অনেক কিছু শিখেছি এবং এখনো শিখে যাচ্ছি। প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হই এবং তাদের মাধ্যমে এ সমস্যা সমাধান করার পথ খুঁজি। তারা প্রতিনিয়ত আমাকে যেকোনো জটিলতার জন্য সাহায্য করে থাকেন। আশা করছি ফরেক্স সংক্রান্ত যেকোনো জটিলতায় তাদেরকে সবসময় কাছে পাবো।

ForexStar
2020-11-26, 11:37 AM
আমার ফরেক্সে পদার্পণ এক ভাইয়ের হাত ধরে। মূলত ওনার কাছ থেকে আমি ফরেক্স সম্পর্কে জানতে পারি এবং ওনার কাছেই আমার ফরেক্সের হাতে খড়ি। আসলে আমার ফরেক্সের শিক্ষাগুরু বলা যায় দুইজন। তাদের কাছ থেকেই আমি ফরেক্স এর ব্যাপারে শিক্ষা গ্রহণ করি। তাদের কাছ থেকে ফরেক্স সম্পের্কে অনেক কিছু শিখতে পেরেছি এবং এখনো শিখে যাচ্ছি। যেকোনো সমস্যার ক্ষেত্রে তারা অনেক সাহায্য করে থাকেন। পাশাপাশি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ও ভিডিও দেখে ফরেক্স এর দক্ষতা বৃদ্ধি করছি। এখন আমি আমার ফরেক্স জ্ঞান সমৃদ্ধ করার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আমি আশা করছি হয়তো একদিন নিজেকে ভালো মানের ট্রেডার হিসেবে প্রতিষ্ঠা করতে পারব, যদি ধৈর্য ধরে ফরেক্স ট্রেডিং করে যেতে পারি। এখন আমি আমার অন্যান্য কাজ শেষ করার পরে বাকিটা সময় পরেই দিয়ে থাকি যাতে করে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারি এবং একজন সফল ট্রেডার হতে পারি।

Mas26
2020-11-26, 02:12 PM
প্রত্যেকেরই ফরেক্স কারো না কারো মাধ্যমেই এসেছেন। আমিও এর ব্যতিক্রম নই। আমার ফরেক্সে আসার মাধ্যম হলো দুজন সিনিয়র ট্রেডার। তারা দু'জনে বর্তমানে ফরেক্সে সফল ট্রেডার এবং ভালো আর্ন করে যাচ্ছেন। তারাই আমার ফরেক্স শিক্ষাগুরু ও তাদের হাত ধরেই ফরেক্সে আসা এবং ট্রেডিং চালিয়ে যাচ্ছি। তাদের কাছ থেকে আমি ফরেক্সের অনেক কিছু শিখেছি এবং এখনো শিখে যাচ্ছি। প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হই এবং তাদের মাধ্যমে এ সমস্যা সমাধান করার পথ খুঁজি। তারা প্রতিনিয়ত আমাকে যেকোনো জটিলতার জন্য সাহায্য করে থাকেন। আশা করছি ফরেক্স সংক্রান্ত যেকোনো জটিলতায় তাদেরকে সবসময় কাছে পাবো।

FiruFx
2020-11-26, 04:59 PM
যেকেউ ফরেক্স মার্কেটে আসে কোনো না কোনো মাধ্যমের হাত ধরে । আমিও ঠিক তেমনি আমার সাবেক বয় ফ্রেন্ডের হাত ধরেই এখানে এসেছি । আমাকে সে ফরেক্স বিষয় সম্পর্কে জানতে সহায়তা করে আসছে প্রতিনিয়ত । সে এখন ফরেক্সে ট্রেড করে অনেক আয় করে নিজেকে অনেকটা স্বাবলম্বী করতে পেরেছে । তাঁর প্রতি আমার অনেক শুভকামনা রইলো । সে যাতে ভবিষ্যতে এই ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক বেশি লাভবান হতে পারে ।

Starship
2021-03-07, 06:55 PM
ফরেক্সে আসার পেছনে সবচেয়ে বেশি যার অবদান আছে যার কথা না বলেই নয় তিনি আমার বন্ধু আমার ভাই। তার মাধ্যমে আমি ফরেক্সে আসি। তিনি আমাকে ফরেক্সে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত ফরেক্স বিষয়ে সহায়তা করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ফরেক্স এর সাথে জড়িত। একজন সফল ও অভিজ্ঞ ট্রেডার। ফরেক্সে শেখার ক্ষেত্রে সঠিক গাইড লাইন দ্বারা ফরেক্স শিখতে পারলে ফরেক্স সহজ মনে হবে তা না হলে ফরেক্স থেকে ইনকাম করা কঠিন জয়ে দাড়াবে।

KAZIMAJHARULISLAM
2021-03-08, 06:40 AM
ফরেক্সে আমার যিনি গুরু, তিনি আমার আপন বড়ো ভাই।আমি আজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। কেননা আমর আম্মু সবসময় একটা কথা বলেন,তাহলো মানুষ একপ্লেট খাবার দিয়ে বাঁচাতে পারেনা, কিন্তু একটা সুপরামর্শ,সু-বুদ্ধি দিয়ে বাঁচাতে পারে। তেমনি আমর ভাইয়া আমি ফরেক্স সম্পর্কে,এর সুফল সম্পর্কে জানিয়েছেন, এবং সেই শুরু থেকেই, প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করে,আমাকে মোটিভেশন করে যাচ্ছেন।আজ আমি ফরেক্স সম্পর্কে,যেটুকুই জানি,তার পুরো ক্রেডিটই আমার আপলাইন, আমার বড় ভাইকে দিবো। এবং সেইসাথে আজীবন কৃতজ্ঞ থাকব।

samun
2021-03-08, 12:18 PM
ফরেক্স মার্কেট বলতে আমি প্রথমবারের মতো আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। বন্ধু আমাকে ফরেক্স করার জন্য উৎসাহিত করে পরবর্তীতে আমি তার নিকট থেকে কাজটি ভালোভাবে দেখে বুঝে শুনে ফরেক্স মার্কেটে পদার্পণ করি ফরেক্স থেকে আমি খুব ভালো একটি ফিডব্যাক পেয়েছি এবং পাচ্ছি আমার বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ কারন সে আমাকে ফরেক্স মার্কেটের মতন একটি স্থানে প্লাটফর্ম তৈরি করে দিয়েছে

rakib.r
2021-03-08, 08:43 PM
ফরেক্স চিনাইলে এক বড় ভাই সেই ২০১৩ সালে কিন্তু তখন ব্যাপার টা এত গুরুত্ব সহকারে নেই নাই যত টা এখন নিছি। আর তখন এত বড় ও ছিলাম না যে আসলে বুঝতে পারবো যে কোন ব্যাপার টা আসলে অনেক বেশি হেল্প করবে লাইফের জন্য। কিন্তু এখন ঠিকি আফসোস করতেছি যে ক্যান তখন থেকে আমি ফরেক্স টা শিখতে পারলাম না তাহলে আজ আমার অবস্থান টা কি হইতো তাই ভাবতেছি