View Full Version : ট্রেডারদের কখনই বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস হতে
Montu Zaman
2020-11-26, 04:00 PM
হবেফরেক্স মার্কেটে ট্রেডাররা কিছু গুরুতর ভুল করে থাকে যা তাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে
১.বড় মূলধনের ঝুকিঃএটা কম বেশি সকল ট্রেডারদের প্রত্যাশা যে তারা ফরেক্স মার্কেটে বিশাল আকারে লাভ অর্জন করবে। উদাহারন্সরুপ, অনেক ট্রেডার আছে এই ধরনের ধারনা নিয়ে তারা ১টি সিঙ্গেল ট্রেডে বিশাল অ্যামাউন্ট এর ঝুঁকি নেয়। এটা সবসময় সত্য না যে আপনি যত বড় ঝুকি নিবেন তার রিটার্নটাও তত বড় হবে। এটা ১টি কমন জিনিস যে ১টি সিঙ্গেল ট্রেডে আপনার মূলধনের ১% এর বেশি ঝুঁকি নেয়া উচিৎ নয়। এমনকি প্রফেশনাল ট্রেডাররাও ১% এর বেশি ঝুঁকি নিয়ে থাকেনা।
২.অবাস্তবপূর্ণ ট্রেড প্রত্যাশাঃফরেক্স মার্কেটে পরিবর্তনশীলতা অনেক বেশি যা কিনা একজন ট্রেডারকে সবসময় ঝুঁকির মধ্যে রাখে। মার্কেট মাঝেমাঝে অযৌক্তিকপূর্ণ এবং অবাস্তব কিছু আচরন করে থাকে যার জন্য সকল ট্রেডারকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
৩.অ্যাভারেজিং ডাউনের প্রক্রিয়াঃযখন ট্রেডাররা ট্রেডে প্রবেশ করে তখন তাদের এভারেজিং ডাউন অপশন অ্যাপ্লাই করার কোন প্রকার ইচ্ছা থাকে না। কিন্তু যখন তাদের প্রত্যাশা বাড়তে থাকে তখন তারা প্রকৃত আউটকাম না বোঝেই অ্যাভারেজিং ডাউন কনসেপ্ট এ ঝুকে থাকে। তারা তদের পজিশন দীর্ঘ সময়ের জন্য ধরে রাখে।
৪.যথাযথ অবস্থানঃআমরা সকলেই যানি যে ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল এবং যে সকল কিছুই আমাদের চারপাশে ঘটুকনা কেন ফরেক্স মার্কেটে তার প্রভাব একটু হলেও পরে। আমরা মাঝেমাঝে কিছু পরিকল্পনা এবং সিদ্ধান্ত আগে থেকে আঁচ করতে পারি কিন্তু কখনই সঠিকভাবে ট্রেডের প্রয়োগ আগে থকে আঁচ করতে পারিনা। এই কারনে এটা সবাইকে আগে থেকে বলে রাখা উচিৎ আপনি আপনার বিনিয়োগকে নিরাপদে রাখুন যাতে করে ট্রেড প্রয়োগের পূর্বানুমান আপনার সাফল্যে বাধা না হতে পারে।
৫.নিউজের পরপরই ট্রেডিং অথবা ইভেন্ট ব্রেক আউট এর পরঃএটা সবসময়ই দেখা যায় যে কোন একটা ইভেন্টের ব্রেকাউট হওয়ার পরপরই মার্কেট খুব ঊর্ধ্বমুখী আচরন করে থাকে। এই সকল প্রতিক্রিয়া মঝেমাঝে চরমমাত্রায় হয়ে থাকে। এই সময়গুলোতে ট্রেড নেয়া থেকে খুবই লস হতে পারে। এই কারনে সকল ট্রেডারদের এই সকল ট্রেন্ড এবং পরিবর্তনশীলতা স্থির হওয়ার আগ পর্যন্ত ট্রেডারদের অবশ্যই অপেক্ষায় থাকতে হয়।
৬.মার্কেট ক্লোজ হওয়ার আগ মুহূর্তে মার্কেটে প্রবেশঃএটা সবসময় দেখা যায় যে শুক্রুবারে মার্কেট একটু বেশি পরিবর্তনশীল থাকে। শুক্রুবারে অনেক কিছু ঘটে থাকে যা কিনা ট্রেডকে প্রভাবিত করে থাকে। মাসের শেষটাতেও একই দেখা যায়। এ কারনে কখনই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে ট্রেডে ফোকাস করা উচিৎ নয়। আপনি যদি ক্লোজিং সময়ে ট্রেডে প্রবেশ করে থাকেন তাহলে আপনি আপনার ট্রেডে সপ্তাহ শেষে পরবর্তী বিজিনেস ডে এর জন্য অবস্থান করুন।
৭.বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস করুনঃট্রেডারদের কখনই বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস হতে হবে। এখানে আরেকটি ব্যাপারে সতর্ক থাকতে হবে আর তা হল কখনই এক স্ট্রাটেজি থেকে আরেকটিতে ঘন ঘন পরিবর্তিত হওয়া যাবেনা। একটি সিঙ্গেল স্ট্রাটেজিতে ফোকাস হওয়া ভালো। মাঝমাঝে আপনার স্ট্রাটেজির বেক-টেস্ট করা উচিৎ। তারপর আপনি যদি বুঝতে পারেন যে আপনার স্ট্রাটেজি আপনাকে সফলতা এনে দিচ্ছে তখন আপনি তা লাইভ অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারেন।উপরের সব কথাগুলো শুধুমাত্র আপনাদের সফল ট্রেডে সহায়তা করার জন্য
swognonry
2020-11-28, 04:01 AM
equifax credit score (https://mc-pe.net/user/shellamam/) xyk free credit score karma (https://dobraksiazka.net/user/Lattrerge/) tei transunion free credit report (https://www.battle-scape.com/members/93535-Avagmagloff&tab=vbs-notifications) yqk credit scoring (http://www.orenwiki.ru/index.php?title=How_To_Check_Your_Credit_Report) jag how to improve my credit score (https://telegra.ph/How-To-Check-Your-Credit-Report-11-22) cfd get my credit report (https://writeablog.net/barbercalf5/check-credit-score-why-you-need-to-check-your-credit-score) gup transunion free credit report annual (http://www.forexratestoday.com/forexforum/members/veptacalefe.html) dag check credit score for free (http://skiindustry.org:/forum/member.php?action=profile&uid=326928) scw free credit score credit report (https://www.longisland.com/profile/costjump9) zrb credit reporting (https://www.instructables.com/member/lacemark4/) stq myfreecreditreport (http://139.159.252.49/upload3/home.php?mod=space&uid=721315) euk free credit report equifax (https://www.pcb.its.dot.gov/PageRedirect.aspx?redirectedurl=https://inet.katz.pitt.edu/studentnet/mba/Lists/casediscussion/Flat.aspx?RootFolder=%2Fstudentnet%2Fmba%2FLists%2 Fcasediscussion%2FTips%20on%20Improving%20Your%20C redit%20Report) ktp experian credit report free (http://www.orenwiki.ru/index.php?title=How_To_Check_Your_Credit_Report) qpd perfect credit score (https://britva.ru/forum/memberlist.php?mode=viewprofile&u=36800) pgt freeze credit report (https://italentos.win/wiki/Free_Credit_Report) rya free yearly credit report (http://39.106.54.203/home.php?mod=space&uid=261670) rvn yearly free credit report (https://zzb.bz/H9ajv) ynn chase credit score (https://enlinea.unitex.edu.mx/forums/user/calfpest9) app free credit report government (http://www.130w.cn/home.php?mod=space&uid=55) kjp how to credit score (https://alibiseal7.de.tl/This-is-our-blog/index.htm?forceVersion=desktop)
qgqkg (http://backstage.su/forum/threads/24-5-2015-polety-na-paraplanax-s-backstage-moscow-v.6/page-6#post-655) pugee (http://troitsaforum.ru/viewtopic.php?f=2&t=3610&p=4038#p4038) rgvwv (http://forums.arabsbook.com/threads/240815/#post-1006344) usopx (http://varshavka158.ru/forum/viewtopic.php?f=2&t=9&p=2499#p2499) tkwdh (http://www.forex09.com/showthread.php?3196-%D0%B5%C2%A4%E2%80%93%D0%B6%C2%B1%E2%80%A1%D0%B4%D 1%94%C2%A4%D0%B6%C2%98%E2%80%9C%D0%B5%D0%8F%D0%87% D0%B9%D1%9C%C2%A0%D0%B5%D1%92%E2%80%94%D0%BF%D1%98 %D1%9F&p=44454&posted=1#post44454) psyju (http://www.workglove.ru/viewtopic.php?f=13&t=842&p=53972#p53972) eotgv (http://ww2.ww.w.videogame-reviews.net/viewtopic.php?f=10&t=49428452&p=53197879#p53197879) ulwih (https://rostov-drivers-club.ru/index.php?/forums/topic/7228-yiuqj/#comment-7315) zfryh (http://wlk-wow.com/viewtopic.php?f=14&t=1733&p=2864#p2864) svdgc (http://crazyreds.dk/forum/viewtopic.php?f=3&t=23530&p=80561#p80561) wylur (http://vietmediaf.net/threads/7020/#post-61288) iyzpv (http://www.supercity.at/blog/allgemein/supercity/brenk-mc-eiht/comment-page-4478#comment-1511713) rgwbq (http://siheluntan.thinkcore.cn/forum.php?mod=viewthread&tid=33&extra=) vavrd (http://vietmediaf.net/threads/7020/#post-61277) jskje (http://surdonika.ru/forum/messages/forum1/topic1380/message2228/?result=reply#message2228) cqfaq (https://forums.chrisbelldesigns.com/topic/893-lets-talk-about-the-new-way-add-oncfg/?page=2#comment-14174) mnfxt (https://rostov-drivers-club.ru/index.php?/forums/topic/11-%D0%B4%D0%B5%D0%B2%D1%83%D1%88%D0%BA%D0%B0%D0%BC-%D0%B7%D0%B0-%D1%80%D1%83%D0%BB%D1%91%D0%BC-%D0%BF%D0%BE%D1%81%D0%B2%D1%8F%D1%89%D0%B0%D0%B5%D 1%82%D1%81%D1%8F/#comment-7314) wrebp (http://fizzleblood.net/viewtopic.php?f=4&t=1344644&p=2092593#p2092593) ivkmc (http://krasko-pult.ru/forum/messages/forum1/topic762/message3701/?result=reply#message3701) yfqjb (http://c64radio.com/phase5/index.php?topic=8332.new#new) munaz (http://forum.worldsellers.ru/threads/%D0%90%D0%B1%D1%83%D0%B7%D0%BE%D1%83%D1%81%D1%82%D 0%BE%D0%B9%D1%87%D0%B8%D0%B2%D1%8B%D0%B5-%D0%B2%D0%B8%D1%80%D1%82%D1%83%D0%B0%D0%BB%D1%8C%D 0%BD%D1%8B%D0%B5-%D1%81%D0%B5%D1%80%D0%B2%D0%B5%D1%80%D0%B0-%D0%B2-%D0%B0%D1%80%D0%B5%D0%BD%D0%B4%D1%83-vps-vds-%D0%BE%D1%82-160-%D1%80%D1%83%D0%B1-%D0%B2-%D0%BC%D0%B5%D1%81%D1%8F%D1%86.149690/#post-162123)
md mehedi hasan
2020-12-03, 02:24 PM
আমাদের মত ট্রেডারদের এক মাত্র বড় সমস্যা হলো স্ট্রেজি।আজ আমরা এই স্ট্রেজি দিয়ে ট্রেড করি সফল না হলে আবার অন্য স্ট্রেজি।এভাবেই আমরা বছরের পর বছর ঘুরপাক খাচ্ছি।অসলে এতো স্ট্রেজির পিছনে না দৌড়ে একটি স্ট্রেজি নিয়ে কাজ করতে হবে।যতখন না পর্যন্ত আমরা সফল হচ্ছি ততো খন আমাদের প্রাক্টিস চালিয়ে যেতে হবে।
EmonFX
2020-12-23, 12:16 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য নিজের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বিভিন্ন জনের কাছ থেকে স্ট্রাটেজি নিয়ে ট্রেড করে থাকে। আবার একটি স্ট্র্যাটেজিতে সফল না হলে অন্য একটি স্ট্র্যাটেজি এপ্লাই করে, যেটা ফরেক্স সফলতার জন্য অনেক বড় বাধা। ফরেক্স মার্কেটে এন্ট্রি লেভেল প্রবেশদ্বার হলো ডেমো ট্রেডিং। একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির সবচেয়ে ভালো উপায় হলো দীর্ঘদিন ধরে ডেমো ট্রেডিং কন্টিনিউ করা।
রিয়েল ট্রেডিং প্রবেশ করার পূর্বে কেউ যদি কমপক্ষে ছয় মাস ডেমো ট্রেডিং করে নেয় তাহলে নিশ্চিত ভাবেই সে একজন সফল ট্রেডার এ পরিণত হতে পারবে। ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এর মধ্যে তেমন কোন পার্থক্য করা যায় না। পার্থক্য যেটুকু তা হলো ডেমো ট্রেডিংয়ে প্রফিট করলে সেটা উত্তোলন করা যায়না কিন্তু রিয়েল ট্রেডিং এ প্রফেট করলে সেটা উত্তোলন করা যায়।
তবে ডেমো ট্রেডিং এর প্রফিটকৃত অর্থ কাজে না লাগলেও ডেমো ট্রেডিং এর অভিজ্ঞতা আপনাকে রিয়েল ট্রেডিং এর সুপারহিরো হতে অনেক বেশি সাহায্য করে থাকবে। ডেমো ট্রেডিং আমরা আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করে সংশোধন করে নিজেকে প্রস্তুত করতে পারি। আমাদের ভুলগুলো ডেমো ট্রেডিং এর মাধ্যমে শনাক্ত করে সেখানে সংশোধন করা উচিত। আমরা অনেকেই এই কাজটা করি না বিধায় লসের বৃত্ত থেকেও পুরোপুরি বের হয়ে আসতে পারি না। আর তাছাড়া বারবার অন্যের স্ট্রাটেজি দিয়ে ট্রেড না করে নিজেই নিজের স্ট্র্যাটেজি তৈরি করে ট্রেড করা উচিত।
jahidfuture
2020-12-29, 09:44 AM
আপনি সঠিক বলেছেন, যখনই মানুষ তার ভুল গুলোর দিকে দেখে তখনই সে পিছিয়ে পড়ে। আমাদের সকলের উচিৎ ভুল গুলোর দিকে লক্ষ্য না করে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী সময়ে ভুল না করার চেষ্টা করা। কেননা যখনই মানুষ পূর্বের ভুল গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখনই সে নিরাশ বা হতাশ হয়ে যাবে যা তার পরবর্তী জীবনের জন্য অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা আছে।
এছাড়া সকলের মনে রাখার উচিৎ মানুষ মাত্রই ভুল।
SaifulRahman
2021-01-24, 06:04 PM
হরেকরকম স্ট্রাটেজি,টাইমফ্ েম, এসব দেখে নতুনদের টিকে থাকতে কষ্ট হয়ে যায়। তাই বেশির ভাগই নতুনরাই ঝড়ে পড়ে। লাথি উষ্ঠা খাইয়া কিছু টিকে থাকে এরাই পরে গিয়ে সফল ট্রেডার হয়। কথা হল যেকোন ফিল্ডে ২/৩ বছর সময় দিলে একজন ব্যক্তি সব শিখে যায়, তখন তার কাছে নতুন আর কিছুই থাকেনা। অভিজ্ঞতাকে বেস করে সে এগিয়ে যেতে পারে। যেহেতু নতুন অবস্থায় টিকে থাকতে হলে কি কি স্ট্রাটেজি বা পেয়ার বা টাইমফ্রেম কাজে দেয় এসব নতুনদের ধরতে একটু অসুবিধে হয়। তাই নতুন ট্রেডারদের সাবধান থাকতে হবে।
13513
zubair
2021-01-27, 05:22 PM
যারা প্রফেশনাল ট্রেডার তারা আগে থেকেই প্লান করে থাকে। প্লান মাফিক কাজ করেন বিধায় তারা সহিজে লস করেন না। আর প্লান ছাড়া যারা ফরেক্স করবনে সে অব্যশোই ধরা খাবেন। ফরেক্স এ সফলতা পাওয়ার জন্য আ,আদের সকল্কে প্লান করতে হবে।
zubair
2021-01-30, 08:46 AM
হবেফরেক্স মার্কেটে ট্রেডাররা কিছু গুরুতর ভুল করে থাকে যা তাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে
১.বড় মূলধনের ঝুকিঃএটা কম বেশি সকল ট্রেডারদের প্রত্যাশা যে তারা ফরেক্স মার্কেটে বিশাল আকারে লাভ অর্জন করবে। উদাহারন্সরুপ, অনেক ট্রেডার আছে এই ধরনের ধারনা নিয়ে তারা ১টি সিঙ্গেল ট্রেডে বিশাল অ্যামাউন্ট এর ঝুঁকি নেয়। এটা সবসময় সত্য না যে আপনি যত বড় ঝুকি নিবেন তার রিটার্নটাও তত বড় হবে। এটা ১টি কমন জিনিস যে ১টি সিঙ্গেল ট্রেডে আপনার মূলধনের ১% এর বেশি ঝুঁকি নেয়া উচিৎ নয়। এমনকি প্রফেশনাল ট্রেডাররাও ১% এর বেশি ঝুঁকি নিয়ে থাকেনা।
২.অবাস্তবপূর্ণ ট্রেড প্রত্যাশাঃফরেক্স মার্কেটে পরিবর্তনশীলতা অনেক বেশি যা কিনা একজন ট্রেডারকে সবসময় ঝুঁকির মধ্যে রাখে। মার্কেট মাঝেমাঝে অযৌক্তিকপূর্ণ এবং অবাস্তব কিছু আচরন করে থাকে যার জন্য সকল ট্রেডারকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
Mas26
2021-05-28, 11:28 PM
ফরেক্স মার্কেটে পরিবর্তনশীলতা অনেক বেশি যা কিনা একজন ট্রেডারকে সবসময় ঝুঁকির মধ্যে রাখে। মার্কেট মাঝেমাঝে অযৌক্তিকপূর্ণ এবং অবাস্তব কিছু আচরন করে থাকে যার জন্য সকল ট্রেডারকে অবশ্যই সতর্ক থাকতে হবে।যারা প্রফেশনাল ট্রেডার তারা আগে থেকেই প্লান করে থাকে। প্লান মাফিক কাজ করেন বিধায় তারা সহিজে লস করেন না। আর প্লান ছাড়া যারা ফরেক্স করবনে সে অব্যশোই ধরা খাবেন। ফরেক্স এ সফলতা পাওয়ার জন্য আ,আদের সকল্কে প্লান করতে হবে।এভাবেই আমরা বছরের পর বছর ঘুরপাক খাচ্ছি।অসলে এতো স্ট্রেজির পিছনে না দৌড়ে একটি স্ট্রেজি নিয়ে কাজ করতে হবে।যতখন না পর্যন্ত আমরা সফল হচ্ছি ততো খন আমাদের প্রাক্টিস চালিয়ে যেতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.