PDA

View Full Version : স্টপ লস অর্ডার কি?



Mahidul84
2020-11-27, 10:26 AM
স্টপ লস অর্ডার হচ্ছে বিনিয়োগকারীদের ক্ষতির সীমাবদ্ধতা রক্ষার একটি টোল এবং সংক্ষিপ্ত ও দীর্ঘ অবস্থানে রাখার জন্য হোল্ডিং এর কাজ করতে পারে। স্টপ লস ব্যবহার করে আমরা ফরেক্স ব্যবসার এ্যাকাউন্টি রক্ষার জন্য ব্যবহার করতে পারি। এছাড়াও প্রত্যেক ট্রেডারের উচিত স্টপ লস ব্যবহার করা, যার ফলে তাদের এ্যাকাউন্টি বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে সক্ষম হবেন।

Starship
2021-03-09, 07:14 PM
স্টপ লস হলো ফরেক্স ট্রেড করে মার্কেট আমাদের বিপরীতে অবস্থান করলে যে স্থানে লস স্বীকার করতে চায় উক্ত পয়েন্টে মার্কেট টার্চ করলে অটোমেটিক ভাবে যে প্রক্রিয়ার ট্রেডটি ক্লোজ হয় সেটাই স্টপ লস। স্টপ লস ব্যবহার করে আমাদের একাউন্ট জিরো করা থেকে রক্ষা করতে পারি। আমি স্টপ লস না ব্যবহার করার কারণে ইতিপূর্বে অনেকবার ব্যালেন্স হারিয়েছি। স্টপ লস ও টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ টুলস ট্রেড করার ক্ষেত্রে। এর ফলে আমরা অনলাইনে না থেকেও ট্রেড করে প্রফিট বা লস প্রতিরোধ করতে পারি।

EmonFX
2021-03-10, 09:52 AM
স্টপ লস অর্ডার এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি একটা নির্দিষ্ট প্রাইসে বন্ধ করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার সাথে আমি সহমত পোষন করছি। তবে ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস ব্যবহারের কিছু good side থাকলেও এর bad side -ও কিন্ত কম নয়। আসলে স্টপ লস ব্যবহার করলে নিজের মেধার ইউটিলাইজ করা হয় না। নিজেকে যাচাই করা যায় না। তার থেকে বরং স্টপ লস ব্যবহার না করে ছোটে ছোট লটে সর্ট টাইমে ট্রেড করা ভালো তাতে করে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফরেক্সে মার্কেটে কেউ লস না করে সফল ট্রেডার হতে পারে না। আজ যার সফল ট্রেডার তারা একদিনে সফল হয়নি। অনেক সাধনা অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারা সফল হয়েছেন। ফরেক্সে স্টপ লস ব্যবহার করলে হয়তো অনেক সময় ব্যলেন্স জিরো হওয়ার হাত থেকে বেচে থাকা যায় তার পরেও বলবো স্টপ লস ব্যবহার না করে ট্রেড করে নিজেকে দক্ষ ট্রেডার গড়তে মনোযোগী হওয়া উচিত। তবে শুরুর দিকে অবশ্যই একজন ট্রেডারকে স্টপ লস অর্ডার ব্যাবহার করা উচিত। অভিজ্ঞতা বৃদ্ধি পেলে তখন স্টপ লস অর্ডার ব্যবহার না করলেও চলে।

KAZIMAJHARULISLAM
2021-03-10, 10:35 AM
আপনার লসের পরিমাণ কমিয়ে, একাউন্ট নিরাপদে রাখার জন্য চমৎকার একটি টুলস হলো স্টপ লস। কেননা একজন ট্রেডারের পক্ষে প্রতিটা মুহূর্তেই মার্কেটের প্রতি খেয়াল রাখা, মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব নয়।অন্যদিকে মার্কেট আপন গতিতে বহমান। তাই আমার অনুপস্থিতিতে যেন মার্কেটে বড় কোন পরিবর্তনের ফলে,আমার একাউন্ট যেন ঝুঁকির মুখে না পড়ে, সেইজন্য একটি নির্দিষ্ট প্রাইসে ট্রেড সেট করাই হলো স্টপ লস। অর্থাৎ ঐ অবস্থায় ট্রেড ক্লোজ হয়ে, লসের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে।তবে দীর্ঘমেয়াদি অনুপস্থিতিতি ছাড়া, আমাদের স্টপ লস ব্যবহার নিয়ন্ত্রত বা সীমাবদ্ধ রাখা উচিত।

md mehedi hasan
2021-05-21, 07:36 PM
আপনি একটি ট্রেড ওপেন করলে যদি ট্রেড টি আপনার বিপরীতে যায় তাহলে কত ডলার রিক্স নিবেন সেই অনুযায়ী মার্জিন ব্যবহার কে স্টাপলস বলে।ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডার এর উচিত স্টাপলস ব্যবহার করে ট্রেড করা।এতে করে অনেক অনাকাঙিক্ষত ঝুঁকির হাত থেকে আপনার একাউন্ট্ রক্ষা পাবে।আপনি যদি ফরেক্স মার্কেটে স্টাপলস ব্যবহার না করেন তাহলে আপনার একাউন্ট্ খুব তারা তারি ফাকা হয়ে যাবে।