PDA

View Full Version : ফরেক্সে ট্রেড করে কি কখনো রাতের ঘুম হারাম করেছেন ?



arifmunshi
2020-11-28, 12:56 PM
আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন ট্রেড ছিল আমার কাছে মহা চাপের, অল্প কিছু প্রফিডের আশায় রাতের পর রাত জেগে থাকতাম। তখন স্টপ লস বা টেক প্রফিড সেট করতে পারতাম না। অনেক সময় ভুল ট্রেড দিতাম ফলে ট্রেড লসের দিকে যেত, তাই রাতেও প্রচুর অপেক্ষা করতাম কখন লস থেকে সামান্য লাভ হবে। চোখে ঘুম থাকত ঘুমাতে পারতাম না কেননা ট্রেড আমার পক্ষে না এসে বিপক্ষে আসত রাতের পর রাত জেগে থাকতাম কখন প্রফিড আসবে। আপনার বেলায় কি কখনো এমন হয়েছে ? হলে শেয়ার করুন.....।

Santo00
2020-11-28, 01:13 PM
নতুন সময় আমারও এমন হতো এখন আর হয়না। এখন স্টপ লস সেট করে রাখি ও টেক প্রফিড সেড করে রাখি।

Md.shohag
2020-11-28, 01:43 PM
ভালো একটি কথা বলছেন যখন আমি নতুন ছিলাম তখন সারা রাত যেগে থাম।বতর্মানে ফরেক্স এর নানান আমার সমনে চলে এসেছে তাই এখন আর রাত যাগতে হয় না। আমি ট্রেম চলাকালে রাতে ঘুমানোর আগে tp মেরে রাখি এতে করে ঘুম হারাম করা লাগে না।

Titu
2020-11-28, 02:34 PM
আগে জাগতাভ এখন আর রাত জাগিনা।

JoyantyThakur71
2020-11-28, 07:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য রাতের ঘুম হারাম করার প্রয়োজন হয় না। আপনার এনালাইসিস যদি ঠিক থাকে এবং সঠিক সময়ে ট্রেড ধরে থাকেন তাহলে টেনশন করার প্রয়োজন নেই। শুধু স্টপ লস এবং টেক প্রফিট টুলস দুইটি ব্যবহার করবেন। টেক প্রফিট অপশনে আপনি কত পিপস প্রফিট হলে আপনার ট্রেড ক্লোজ করতে চান সেই পিপস উল্লেখ করে দিন। মার্কেট যখন ওই পজিশনে চলে যাবে তখন আপনার প্রফিট হয়ে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। অন্যদিকে অতিরিক্ত ঝুঁকি এড়াতে আপনি কত পিপস লসে আপনার ট্রেড ক্লোজ করতে চান সেটা স্টপ লস অপশনে উল্লেখ করে দিন তাহলে ওই পরিমাণ লস হয়ে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ফলে অতিরিক্ত লস থেকে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

Starship
2020-11-28, 10:56 PM
আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন ট্রেড ছিল আমার কাছে মহা চাপের, অল্প কিছু প্রফিডের আশায় রাতের পর রাত জেগে থাকতাম। তখন স্টপ লস বা টেক প্রফিড সেট করতে পারতাম না। অনেক সময় ভুল ট্রেড দিতাম ফলে ট্রেড লসের দিকে যেত, তাই রাতেও প্রচুর অপেক্ষা করতাম কখন লস থেকে সামান্য লাভ হবে। চোখে ঘুম থাকত ঘুমাতে পারতাম না কেননা ট্রেড আমার পক্ষে না এসে বিপক্ষে আসত রাতের পর রাত জেগে থাকতাম কখন প্রফিড আসবে। আপনার বেলায় কি কখনো এমন হয়েছে ? হলে শেয়ার করুন.....।

আপনি আমার প্রথম ট্রেড এর কথা মনে করে দিলেন। দীর্ঘদিন ডেমো অ্যাকাউন্টে ট্রেড করার পাশাপাশি যখন আমি রিয়েল একাউন্টে প্রথম ট্রেড করি সেইদিন রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। প্রতিটা সময় আমার জন্য খুবই এক্সাইটেডমেন্ট ছিল। কিছুক্ষণ পরপর আমি মার্কেট এর অবস্থা পর্যবেক্ষণ করতাম। সেদিন রাতে ঘুমানোর পর কিছুক্ষণ পর পর ঘুম থেকে জেগে উঠলাম এবং মার্কেট আপডেট দেখতাম। কখন প্রফিট হবে? কখন ট্রেড ক্লোজ করবো? এ বিষয়ে সব সময় উৎসাহ ও কৌতূহল কাজ করতো।

ABDUSSALAM2020
2020-11-28, 11:21 PM
ফরেক্সে ট্রেড করে কি কখনো রাতের ঘুম হারাম করেছেন ?
আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন ট্রেড ছিল আমার কাছে মহা চাপের, অল্প কিছু প্রফিডের আশায় রাতের পর রাত জেগে থাকতাম। তখন স্টপ লস বা টেক প্রফিড সেট করতে পারতাম না। অনেক সময় ভুল ট্রেড দিতাম ফলে ট্রেড লসের দিকে যেত, তাই রাতেও প্রচুর অপেক্ষা করতাম কখন লস থেকে সামান্য লাভ হবে। চোখে ঘুম থাকত ঘুমাতে পারতাম না কেননা ট্রেড আমার পক্ষে না এসে বিপক্ষে আসত রাতের পর রাত জেগে থাকতাম কখন প্রফিড আসবে। আপনার বেলায় কি কখনো এমন হয়েছে ? হলে শেয়ার করুন.....।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

EmonFX
2020-11-29, 10:36 AM
একবার দুইবার নয়, ফরেক্স ট্রেডিং করে অনেকবার রাতের ঘুম নষ্ট করেছি। বিশেষ করে যদি ট্রেড ওপেন থাকে এবং সেটা যদি লসে থাকে তখন কিছুতেই আর রাতে ঘুম আসতে চায় না। তন্দ্রা আসলেও আবার বারবার ঘুম ভেঙ্গে যায়। বারবার দেখি ট্রেডের কি অবস্থা মার্কেট ব্যাক করলো কিনা। আমার মনে হয় প্রত্যেকের সাথেই এমনটি ঘটে থাকে। বিশেষ করে বিগেনার ট্রেডারদের ক্ষেত্রে একটু বেশিই হয়। শুরুতে এ ধরনের চাপ নেয়া আসলেই কষ্টকর। তবে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে সমস্যা অনেকটা দূর হয়ে যায়। একটা সময়ে এটি স্বাভাবিক এবং ব্যবসায়ের একটি অংশ ভেবে তেমন আর টেনশন হয় না।

SHARIFfx
2020-11-29, 11:19 AM
আপনি যদি মানিমেনেজমান্ট করে ট্রেড না করেন তা হলে রাতের ঘুম হারাম হতে পারে। তাই আপনার উচিত মানিমেনেজমান্ট করে ট্রেড নেওয়া। ভালো করে এনালাইসিস করে সঠিক এন্ট্রি নেওয়া। লসে ট্রেড দরে না রেখে ২০-৩০ পিপ্স লসে গেলে ট্রেড ক্লোজ করে দেওয়া। বিশেষ করে ট্রেন্ডের বিপরীতে ট্রেড না করা।

rakib.r
2020-11-29, 02:21 PM
আসলে নতুন নতুন থাকা অবস্থায় অনেকের ই এমন সমস্যা হয়েই থাকে। আমি এক বছর যাবত ফরেক্স ট্রেড করতেছি। আমি শুরুরে আসলে প্রফিটের পিছে দৌড়াইনি ,আমি এখনো আসলে প্রফিটের পিছে দৌড়াই না। আমি শুরু থেকেই আসলে মাথায় একটা ব্যাপার ঢুকায়া নিছি যে এখানে যত বেশি সময় দেয়া যাবে তত ই মার্কেট টা বুঝা যাবে আর যখন মার্কেট টা ভালো ভাবে বুঝা যাবে তখন প্রফিট এম্নিতেই চলে আসবে

ForexStar
2020-11-29, 02:50 PM
আসলে আমি ফরেক্স মার্কেটে নতুন তাই এমন অভিজ্ঞতা এখনো হয়নি। তবে সিনিয়রদের কাছ থেকে শুনেছি অনেকেই রাতের ঘুম হারাম করেছেন, বিষেশ করে যখন ট্রেড ওপেন থাকে এবং সেটা লসের দিকে থাকে। কোন ট্রেড লসে রেখে কিছুতেই ঘুম আসে না। যখন ট্রেড ওপেন থাকে তখন সবসময়ই টেনশন কাজ করে যেকোন সময় আরো লসের দিকে যেতে পারে এই ভেবে। আসলে সমস্যাটা বেশিরভাগ দেখা যায় নতুন ট্রেডারদের মধ্যে। প্রথমিক পর্যায়ে আবেগ এবং নার্ভাসনেস কাজ করে। তবে সময়ের সাথে সাথে যখন অভিজ্ঞতা বৃদ্ধি পায় তখন আর এমনটা হয় না।

FRK75
2021-06-24, 07:51 PM
মার্কেটে ট্রেড করার জন্য রাতের ঘুম হারাম করার প্রয়োজন হয় না। আপনার এনালাইসিস যদি ঠিক থাকে এবং সঠিক সময়ে ট্রেড ধরে থাকেন তাহলে টেনশন করার প্রয়োজন নেই। শুধু স্টপ লস এবং টেক প্রফিট টুলস দুইটি ব্যবহার করবেন। টেক প্রফিট অপশনে আপনি কত পিপস প্রফিট হলে আপনার ট্রেড ক্লোজ করতে চান সেই পিপস উল্লেখ করে দিন। মার্কেট যখন ওই পজিশনে চলে যাবে তখন আপনার প্রফিট হয়ে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। অন্যদিকে অতিরিক্ত ঝুঁকি এড়াতে আপনি কত পিপস লসে আপনার ট্রেড ক্লোজ করতে চান সেটা স্টপ লস অপশনে উল্লেখ করে দিন তাহলে ওই পরিমাণ লস হয়ে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে।