Log in

View Full Version : ইসলামের দৃষ্টিতে ফরেক্স



786.ariful.islam.bd
2020-11-30, 05:02 PM
প্রথমেই বলি ফরেক্স ট্রেডিং হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা। সেসব দেশের সেন্ট্রাল ব্যাংক কর্তৃক তাদের মুদ্রার একটা ইন্টারেস্ট রেট থাকে। আপনি ফরেক্স ট্রেড করলে সেই ইন্টারেস্ট রেট আপনার বেলায়ও প্রযোজ্য হবে। এই ইন্টারেস্ট মুসলিমদের জন্য হারাম। এই ঝামেলা দূর করার জন্য প্রায় সব ব্রোকার আজকাল ইন্টারেস্ট ফ্রি একাউন্ট / ইসলামিক একাউন্ট / মুসলিম ফ্রেন্ডলি একাউন্ট সাপোর্ট করে যেখানে ঐ ইন্টারেস্ট হিসাব হয় না। তাহলে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট যেটা হারাম সেটা থেকে আমরা মুক্ত।

jasminbd
2020-12-01, 04:43 PM
ফরেক্স ট্রেডিং হালাল ব্যবসা যদি আপনি সুদ মুক্ত বা সোয়াপ ফ্রী অ্যাকাউন্ট খুলে ট্রেড করেন। ফরেক্স ট্রেডিং করতে হলে প্রথমে এই বিষয়ে শিক্ষা গ্রহন করতে হয়। এখানে লাভ লস উভয়ের সম্ভাবনা রয়েছে। এখানে আপনার মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। ফরেক্স অন্যান্য যেকোনো ব্যবসার মত ব্যবসার ধরন হচ্ছে কোন কিছু কিনে তার লাভে বিক্রি করা। ধরুন কোন দোকানদার একটি চকলেটের যদি ৫ টাকা দিয়ে কিনে তাহলে সে তার ৫ টাকার বেশি দামে সেই চকলেট সে তার গ্রাহকদের কাছে বিক্রি করবে। ফরেক্সেও একই একজন ট্রেডার সে যে প্রাইসে কারেন্সি পেয়ার বাই করে পরে সে তা বেশি দামে বিক্রি করে তা থেকে প্রফিট করার চেষ্টা করে। তাই বারে বারে বলছি ফরেক্স ১০০% হালাল ব্যবসা।

ForexStar
2020-12-01, 07:01 PM
ইসলামের দৃষ্টিতে ফরেক্স কতোটা বৈধ সেটা একজন মুফতি হয়তো ভালো বলতে পারবেন, তবে আমার ধারনা ও যুক্তিতে যেটা মনে হয় সেটা ব্যাখ্যা করছি।এই বিষয়ে একেক জন হয়তো একেক রকম ব্যাখ্যা দিবেন, তবে আমি মনে করি ফরেক্স একটি হালাল ব্যবসা। হালাল কিনা সেটা বলার আগেই আমাদের হালালের সংগা জানতে হবে। কোন ব্যবসাকে হালাল বলতে হলে সর্বপ্রথম যে সর্ত তা হলো ঐ ব্যবসায় লাভ-লসের ঝুকি থাকতে হবে। সেক্ষেত্রে বলতে হবে এটি হালাল, কেননা ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে লাভ-লসের ঝুকি নিতে হয়। হালালের পররতী সর্ত হলো আপনাকে মেধা, শ্রম, সময় ও অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি এখানে সে সর্তটিও পুরন করছেন। আপনাকে মেধা, শ্রম, সময় এবং অর্থ বিনিয়োগ করতে হচ্ছে।
সুতরাং এটাকে একটি হালাল ব্যবসা বলবো। আমি আমার থিঙ্কিং তুলে ধরলাম, আপনি আপনার মতো করে ভাবতে পারেন। তবে আমি ইউটিউবে দু’একজন স্কলারের বক্তব্য শুনেছি, তারা এটাকে ইসলামের দৃষ্টিতে হালাল বলে আখ্যা দিয়েছেন।

Devdas
2021-07-30, 09:00 PM
ইসলামের দৃষ্টিতে ফরেক্সকে অনেকেই সুদের ব্যবসা বা জুয়া মনে করে থাকেন। ফরেক্স কোন প্রকার জুয়া ব্যবসা নয়। ফরেক্স একটি আন্তজার্তিক মুদ্রা ক্রয়-বিক্রয় করার একটি স্থান। এখানে বিভিন্ন দেশে মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যেমে কারেন্সি ট্রেড করার মধ্যেমে যা প্রফিট করে থাকেন তাই ফরেক্স। ফরেক্স একটি হালাল ব্যসসা। এখানে হারাম বলতে কিছুই নেই। অনেক মুসলিম দেশেও এই ফরেক্স করে অর্থের চাহিদা মেটাচ্ছে।

Starship
2021-07-30, 11:37 PM
ব্যবসা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল তবে সে ব্যবসা শরীয়ত সম্মত হতে হবে। বাংলাদেশের যেমন শেয়ার বিজনেস ঠিক তেমনি ফরেস্ট বিলিজ একই প্রক্রিয়ায় চালিত হয়। ফরেক্স মার্কেটে যখন কেউ সুদ গ্রহণ করে থাকে তখনই ফরেক্স ব্যবসা হারাম হয়ে যায়। আরে হারাম সুদ আপনি নিবেন কিনা সেটা অ্যাকাউন্ট ওপেন করার সময় নির্ধারণ করে দিতে হয়। তাই আপনার একাউন্টে যদি সুদ মুক্ত চিহ্নিত করে ওপেন করেন তাহলে সেটা সুদ মুক্ত হবে এবং ফরেক্স আপনার জন্য হালাল হবে।

Mas26
2021-07-31, 11:03 AM
আসলে আমরা অনেকেই জানি যে যদি আমরা সোয়াপ মুক্ত একাউন্ট ওপেন করি তাহলে হয়তোবা আমাদের এটা শুধু মুক্ত একাউন্ট হয়ে গেল। এবং ব্যবসায় লাভ লস হয়ে থাকে সে ক্ষেত্রে ফরেক্সে লাভ লস আছে সে দিক থেকে বিবেচনা করলে ফরেক্সকে আমরা হালাল ব্যবসা বলতেই পারি। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কতটা হালাল সে সম্পর্কে আমার সঠিক কোনো তথ্য জানা নাই।যদি এই সম্পর্কে ইসলামিক ভাবে কারো কোন আরও গভীর জ্ঞান থাকে তাহলে জানালে অনেক ট্রেডারদের জন্য উপকার হইত।