Log in

View Full Version : ফরেক্স মার্কেটে সবাই কি লাভ করতে পারে?



ForexStar
2020-12-02, 08:45 PM
ফরেক্স মার্কেটে সবাই লাভ করার জন্য আসে কিন্তু ফরেক্সে সবাই লাভ করতে পারেনা। সবার জন্য ফরেক্স মার্কেট না, সবাই ফরেক্সে সফলতা অর্জন করতে পারেনা। ফরেক্স শুধুমাত্র ধৈর্য্যশীলদের, পরিশ্রমীদের, ডেডিকেট পারসনের জন্য। যে কেউ এখানে সফল হতে পারে না। ফরেক্স ট্রেডিং- এ সবাই সাসটেইন করতে পারেনা। প্রথমিক পর্যায়ে কিছু লস হতে পারে তাই বলে ধৈর্য্য হারানো যাবে না, হতাশ হওয়া যাবে না। মার্কেট এনালাইসিস, ডেমো প্রকটিস করে ফরেক্স এর বিষয়ে যথেষ্ঠ জ্ঞান অর্জন করে তারপর ট্রেড করতে হবে। প্রথমে ধৈর্য্য ধরে কমপক্ষে ৬ মাস ডেমোতে ট্রেড করতে হবে। ডেমোতে ভালো করতে পারলে তারপরে রিয়েল ট্রেড করতে হবে। এভাবে করে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে লাভ করা যেতো পারে।

ABDUSSALAM2020
2020-12-02, 10:00 PM
ফরেক্স মার্কেটে সবাই কি লাভ করতে পারে?
ফরেক্স মার্কেটে সবাই লাভ করার জন্য আসে কিন্তু ফরেক্সে সবাই লাভ করতে পারেনা। সবার জন্য ফরেক্স মার্কেট না, সবাই ফরেক্সে সফলতা অর্জন করতে পারেনা। ফরেক্স শুধুমাত্র ধৈর্য্যশীলদের, পরিশ্রমীদের, ডেডিকেট পারসনের জন্য। যে কেউ এখানে সফল হতে পারে না। ফরেক্স ট্রেডিং- এ সবাই সাসটেইন করতে পারেনা। প্রথমিক পর্যায়ে কিছু লস হতে পারে তাই বলে ধৈর্য্য হারানো যাবে না, হতাশ হওয়া যাবে না। মার্কেট এনালাইসিস, ডেমো প্রকটিস করে ফরেক্স এর বিষয়ে যথেষ্ঠ জ্ঞান অর্জন করে তারপর ট্রেড করতে হবে। প্রথমে ধৈর্য্য ধরে কমপক্ষে ৬ মাস ডেমোতে ট্রেড করতে হবে। ডেমোতে ভালো করতে পারলে তারপরে রিয়েল ট্রেড করতে হবে। এভাবে করে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে লাভ করা যেতো পারে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Hridoy6763
2020-12-02, 10:18 PM
ফরেক্স মার্কেট থেকে যদি সবাই লাভ করতে পারে,তাহলে ফরেক্স এর লুসার বেশি হতো না,ফরেক্স বিজিনেস থেকে সবাই প্রফিট করতে পারেনা,দক্ষ এবং অভিজ্ঞতা ছাড়া ফরেক্স বিজিনেস থেকে কেউ প্রফেশনালি লাভ করতে পারেনা,তাই ফরেক্স থেকে শুধুমাত্র তারাই প্রফিট করতে পারে,যাদের ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে অনেক।

Suruj
2020-12-03, 08:06 AM
ফরেক্স মাকের্ট এ সবাই লাভ করতে পারে না । ফরেক্স এ লাভবান হতে যেটা সব চেয়ে বেশি জরুরি সেটা হলো *ধৈর্য । ধৈর্য ছাড়া কেউ ফরেক্স এ লাভ করতে পারবে না *। এ ছাড়া মাকের্ট এ্যানালাইসিস ভালোভাবে জানা জরুরি *। মাকের্ট এ্যানালাইসিস ভালোভাবে না জানলে লস হওয়ার সম্ভাবনা বেশি। তাই ফরেক্স মাকের্ট এ সবাই লাভ করতে পারে না ।

EmonFX
2020-12-03, 08:13 AM
না, ফরেক্স মার্কেট সবার জন্য নয় এবং সবাই ফরেক্সে লাভ করতে পারে না। ফরেক্স শুধু পরিশ্রমী, অধ্যবসায়ী ও ধৈর্যশীলদের জন্য। যে যতো পরিশ্রমী এবং ধৈর্যশীল তার লাভ করার বা সফলতার সম্ভাবনাও ততো বেশি। ফরেক্সে লাভ করতে হলে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান ব্যতীত ফরেক্স ট্রেডিং করা যায় না। অনেকেই ফরেক্স সম্পর্কে এবিসি নলেজ নিয়েই ফরেক্স ট্রেডিং শুরু করে দেয় যার ফলে সফলতার বিপরীতে ব্যর্থতাকেই বরণ করতে হয়।

যে কেউ চাইলেই ফরেক্সে সফলতা অর্জন করতে পারে না তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করে লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং কার্য পরিচালনা করতে হবে। আমরা সবাই সফলতা অর্জন করতে চাই বাট সেই সফলতা অর্জন করার জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে নারাজ। ফরেক্সে সফল হতে হলে প্রচুর স্টাডি ও এনালাইসিস করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তাহলেই আপনি মার্কেটে টিকে থাকবেন এবং লাভ করতে পারবেন।

md mehedi hasan
2020-12-03, 08:23 AM
ফরেক্স মার্কেটে যদি সবাই লাভ করতো তাহলে সবাই অন্য পেশা বাদ দিয়ে ফরেক্স করতো।একটা কথা মনে রাখবেন ফরেক্স মার্কেটে শুধু প্রফেশনাল মানের ট্রেডাররা নিয়মত প্রফিট করতে পারে।ফরেক্স মার্কেটে প্রফিট করা যে কত কঠিন শুধু তারাই জানে যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে।আর যারা নিয়মিত প্রফিট করে তারা জানে এই নিয়মিত প্রফিট করতে কতটা কষ্ট কর পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে শুধু তারাই জানে।

Starship
2021-03-21, 08:53 AM
ফরেক্স মার্কেট থেকে সকল ট্রেডার ই কম বেশি লাভের আশায় ট্রেড করে থাকে। তবে কেউ সফল ট্রেডার হতে পারে আবার কেউ সফল ট্রেডার হতে পারেনা। যারাই সফল ট্রেডার হতে পারে আয় করতে পারে। এমনকি যারা সফল ট্রেডার হতে পেরেছেন তাদের পিছনে অনেক অক্রান্ত পরিশ্রম ও ধৈর্য রয়েছে। তারা রাতদিন অনেক পরিশ্রমের মাধ্যমে ফরেক্স অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে সফলতা অর্জন করেছেন। এমনকি জ্ঞান বৃদ্ধি করেছে ফরেক্স সম্পর্কে তবে সকল ট্রেডারদের পক্ষেই সফল হওয়া সম্ভব হয় যদি পুরাতন সফল অভিজ্ঞ ট্রেডারদের মত পরিশ্রম করে থাকে। তাহলে অবশ্যই সফলতা সকলেই বয়ে আনতে পারবে ও আয় করা সম্ভব।

KAZIMAJHARULISLAM
2021-03-21, 09:09 AM
একই ক্লাসে প্রতিটি শিক্ষার্থীকেই তো একই স্যারেরা পড়ান,সবাই কি প্রথম হয়??সবার রেজাল্ট কি সমান হয়? ফরেক্স মার্কেট ও ঐরকম। এইখানে শুধু দিকনির্দেশনা পেলেই হবে না, সেই সাথে আপনাকে কঠোর পরিশ্রম করে, পুনঃ পুনঃ চেষ্টা করতে হবে। বারবার অনুশীলনের মাধ্যমে ট্রেডিং সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ধৈর্য ধারণ করে, দীর্ঘদিন ডেমো ট্রেডিং করতে হবে, ফরেক্স এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে নিজেকে আপডেট রাখতে হবে। আপনি যদি এই কষ্ট গুলো সহ্য করতে পারেন, তাহলে আপনিও নিয়মিত লাভ করতে পারবেন। অন্যথায় আপনার ও বলতে হবে, ফরেক্স মার্কেট আমার জন্য নয়।

samun
2021-10-31, 10:42 PM
ফরেক্স মার্কেটে প্রতিবছর যে পরিমাণ ট্রেডার আসেন তার 100 ভাগের 95 ভাগ ট্রেডার্স খুব সহজেই ফরেক্স থেকে বিতাড়িত হন এবং বাকি 5 পার্সেন্ট ট্রেডার ধৈর্য সর্য পরিশ্রম করে দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে টিকে থাকার প্রধান কারণ হলো একটি আর তা হল ধৈর্য যদি কোন ট্রেডার ধৈর্য ধরে ফরেক্স মার্কেটে কাজ করতে পারে এবং আয় করার টার্গেট নিয়ে ফরেক্স এ জ্ঞান অর্জন করতে পারে তাহলে সে সফলতা অর্জন করতে পারবে