Log in

View Full Version : ইন্টারডে ট্রেডিং বলতে কি বোঝায়।



Smd
2020-12-02, 09:58 PM
অনেকে বলে থাকে ইন্টারডে ট্রেডিং অনেক লাভজনক। এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার আছে তাদের মতামত আশা করছি কিভাবে এনালাইসিস করবো আর কারেন্সি ভিত্তিক কোনো সময় জোন আছে কি।

ABDUSSALAM2020
2020-12-02, 09:59 PM
ইন্টারডে ট্রেডিং বলতে কি বোঝায়।
অনেকে বলে থাকে ইন্টারডে ট্রেডিং অনেক লাভজনক। এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার আছে তাদের মতামত আশা করছি কিভাবে এনালাইসিস করবো আর কারেন্সি ভিত্তিক কোনো সময় জোন আছে কি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

habibi
2020-12-03, 05:01 PM
অনেকে বলে থাকে ইন্টারডে ট্রেডিং অনেক লাভজনক। এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার আছে তাদের মতামত আশা করছি কিভাবে এনালাইসিস করবো আর কারেন্সি ভিত্তিক কোনো সময় জোন আছে কি।

ইন্ট্রাডে ট্রেডিং বলতে কোন কারেন্সি পেয়ার বা স্টক একই দিনে বাই সেল করাকে বোঝায়। অর্থাৎ আপনি যদি কোন পেয়ার বা স্টক একই দিনে ওপেন করলে সেই দিনই যদি ক্লোজ করে দেয় তবে তা হবে ইন্ট্রাডে ট্রেডিং। একে ডে ট্রেডিংও বলা হয়ে থাকে।আপনি যদি লং টার্ম ট্রেডার হন তবে ফরেক্স মার্কেটে এটি আপনাকে ভাল প্রফিট দিতে পারে। এমনকি শর্টটার্ম ট্রেডাররাও ইন্ট্রাডে ট্রেডিং স্ট্রেটেজি ব্যবহার করে প্রফিট করতে পারেন।

উদাহরণ স্বরূপ- ধরুন আপনি eur/usd কারেন্সি পেয়ারে সকালে 1.1200 তে বাই অর্ডার দিয়েছেন। এখন ৪ ঘণ্টায় দেখলেন যে মার্কেট বেড়ে 1.1300 তে উঠেছে। এমন আপনি ট্রেডটি ১০০ পিপ্স প্রফিট এর সাথে ক্লোজ করে দিলেন। তার মানে আপনি একদিন ১০০ ডলার প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে গেলেন এটিই হল ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ভালভাবে আনালস্যসিস করতে হয়। এর জন্য কিছু ইনডিকেটর খুব কাজে যেমন-
মুভিং এভারেজ
বলিঞ্জার ব্যান্ড
মমেন্টাম অসিলেটর
রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই)

তবে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে আমি রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স(rsi) ইনডিকেটর ব্যবহার করি। rsi ইনডিকেটর যখন ওভারবাই জোনে থাকে তখন আমি সেল ট্রেড নেয়। আর যখন ওভারসোল্ড জোনে থাকে তখন আমি বাই ট্রেড নেই।