PDA

View Full Version : উভয়মূখী ট্রেড নেয়া কতোট যৌক্তিক?



ForexStar
2020-12-03, 10:21 PM
ইনস্টাফরেক্সে বোনাস একাউন্ট পরিচালনার ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়ার কোন সুযোগ নেই।তবে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়া যায়। আপনি যদি বোনাস একাউন্ট পরিচালনা করে থাকেন তাহলে একই সাথে উভয়মূখী ট্রেড নেয়ার নিয়ম নেই। এটা করে থাকলে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার ট্রেডিং একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি রিয়েল একাউন্ট পরিচালনা করেন তাহলে আপনি উভয়মূখী ট্রেড নিতে পারেন। তার পরেও বলবো উভয়মূখী ট্রেড নেয়া স্মার্ট ট্রেডিং নয়। আপনি হয়তোএকটি ট্রেডে প্রফিট করলেন কিন্তু অন্য ট্রেডে অনেক বেশি লস করতে পারেন। তাই আমাদের একাউন্ট সুরক্ষিত রাখতে এ ধরনের ট্রেডিং অবশ্যই পরিহার করা উচিত। এটা কখনোই স্মার্ট ট্রেডিং নয়।

ABDUSSALAM2020
2020-12-03, 11:36 PM
উভয়মূখী ট্রেড নেয়া কতোট যৌক্তিক?
ইনস্টাফরেক্সে বোনাস একাউন্ট পরিচালনার ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়ার কোন সুযোগ নেই।তবে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়া যায়। আপনি যদি বোনাস একাউন্ট পরিচালনা করে থাকেন তাহলে একই সাথে উভয়মূখী ট্রেড নেয়ার নিয়ম নেই। এটা করে থাকলে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার ট্রেডিং একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি রিয়েল একাউন্ট পরিচালনা করেন তাহলে আপনি উভয়মূখী ট্রেড নিতে পারেন। তার পরেও বলবো উভয়মূখী ট্রেড নেয়া স্মার্ট ট্রেডিং নয়। আপনি হয়তোএকটি ট্রেডে প্রফিট করলেন কিন্তু অন্য ট্রেডে অনেক বেশি লস করতে পারেন। তাই আমাদের একাউন্ট সুরক্ষিত রাখতে এ ধরনের ট্রেডিং অবশ্যই পরিহার করা উচিত। এটা কখনোই স্মার্ট ট্রেডিং নয়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

EmonFX
2020-12-05, 11:19 AM
ফরেক্স মার্কেটে একই সাথে উভয়মুখী ট্রেড নেয়া ঠিক নয়। এটা আপনার ব্যালেন্স এর উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাতে করে হয়তো আপনি দু-একটি ট্রেডে ভালো করতে পারেন কিন্তু এভারেজে অনেক বড় লস করার পসিবিলিটি আছে। দেখা গেল একদিকের ট্রেডে আপনি কিছু প্রফিট নিয়ে ক্লোজ করে দিলেন এবং লসে থাকা ট্রেডটি আগের জায়গায় ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলেন কিন্তু দেখা গেল আগের জায়গায় ফিরে না আসে মার্কেট একই দিকে যেতে থাকলো এবং অনেক বড় লস হলো তখন আপনি বড় বড় এমাউন্টের লস নিয়ে ট্রেডটি ক্লোজ করলেন। সামগ্রিকভাবে লসের পাল্লাই তখন ভারী হয়ে যায়।

তাছাড়া বোনাস একাউন্টের ক্ষেত্রে উভয়মুখী ট্রেড নেয়ার সুযোগ নেই। তাতে করে কর্তৃপক্ষ আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে উভয়মুখি ট্রেড নিতে পারবেন।

Starship
2021-03-04, 11:53 PM
সাধারণত ফরেক্সে তিনমুখী ট্রন্ড মুভমেন্ট করে থাকে। তারমধ্যে হলো ঊর্ধ্বমুখী ট্রেন্ড নিম্নমুখী ট্রেন্ডনএবং সমান্তরাল ট্রেন্ড। আর ট্রেডিং অভিজ্ঞতা অর্জনের পর আপনি যখন রিয়েল অ্যাকাউন্ট ডিলিট করবেন তখন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন মুভমেন্টে নেবেন। সেটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড হতে পারে আবার নিম্নমুখী ট্রেন্ড হতে পারে। সেটা পূর্ব থেকে নির্ধারণ করা কঠিন। তার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি মার্কেট মুভমেন্ট সম্পর্কে ট্রেড করার সিদ্ধান্ত নিতে পারবেন।

KAZIMAJHARULISLAM
2021-03-05, 08:12 AM
একইসময়ে উভয়মুখী ট্রেড নেয়া, একজন স্মার্ট ট্রেডার এর কাজ হতে পারে না। কেননা মার্কেট ট্রেন্ড নির্দিষ্ট যেকোনো একদিকে থাকে।বড় কোন নিউজের ফলে,মার্কেট আকস্মিক পরিবর্তন না হওয়া পর্যন্ত একই ধারাতে চলতে থাকে।তখন যদি আপনি উভয়মুখী ট্রেড নেন,সম পরিমাণ লাভ হওয়ায় পাশাপাশি সম পরিমাণ লসও হবে।যাতে করে লাভের ট্রেড ক্লোজ করলে, মার্জিন লেভেল কমে যাবে। তাই আমাদের একাউন্ট নিরাপদে রেখে, নিয়মিত উপার্জন করতে, আমাদের সকলেরই উচিত, উপযুক্ত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে,ট্রেন্ড এর দিকে খেয়াল রেখেই ট্রেডে এন্ট্রি নেয়া।

Devdas
2021-03-05, 07:54 PM
আমার মতে ফরেক্স এ ট্রেড করা এবং ফরেক্স থেকে আয় করার মধ্যে অনেক নিয়ম কানুন আছে। কেউ যদি ফরেক্স এ ট্রেড করার ফলে ৩টি ট্রেড এ একটি লাভ ও অপর দিকে ২টিতে লস । এভাবে একাউন্ট এ ব্যালেন্স উইথড্র করলে আপনার একাউন্টটি ফরেক্স টিম আপনার একাউন্টটি ব্যান করে দিতে পারে। ব্যালেন্স আপনি তখন ইউথড্র করবেন যখন আপনি আপনার সমস্ত ট্রেড ক্লোজ করে আপনার অতিরিক্ত প্রফিট করেছেন তখন আপনি উইথড্র দিতে পারেন। এতে করে আপনি আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন এবং পুনরায় ফরেক্স করে যেতে পারবেন।