PDA

View Full Version : স্বর্ণের দরপতন বেশি দিন স্থায়ী নাও হতে পারে



786.ariful.islam.bd
2020-12-05, 09:33 PM
হঠাৎ করেই স্বর্ণের বাজারে বড় পতন দেখা দেয়। করোনা মহামারীর কারণে স্বর্ণের বাজারে টানা চাঙ্গা ভাব বজায় ছিল। সম্প্রতি মূল্যবান ধাতুটির দামে বড় পতন দেখেছে বিশ্ববাসী। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে চার মাসের সর্বনিম্নে নেমেছে। মূলত নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে ওষুধ কোম্পানিগুলোর আশাবাদী খবরে মূল্যবান ধাতুটির এ দরপতন। তবে স্বর্ণের বাজারে বিদ্যমান দরপতন বেশি দিন স্থায়ী নাও হতে পারে। ফরাসি বিনিয়োগ প্রতিষ্ঠান সোসিয়েতে জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের বর্তমান দরপতন সাময়িক। ২০২১ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) নাগাদ মূল্যবান ধাতুটির দাম বর্তমানের তুলনায় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হতে পারে।