PDA

View Full Version : ফরেক্স পরিবার



Smd
2020-12-08, 11:25 AM
ফরেক্স ট্রেডিং করতে হলে একলা চলা নিতি পরিহার করা শ্রৈয়। কারন আপনি একার পক্ষে কখনোই সম্ভব নয় মার্কেট এনালাইসিস করা । তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা ।

Suruj
2020-12-08, 11:41 AM
ফরেক্স একটি বৃহৎ আয়তনের ব্যবসা । এটির আয়তন বড় হওয়ায় আমরা যারা নতুন আছি তাদের পক্ষে একা চলা সম্ভব নয় । তাই নতুনদের উচিত অভিজ্ঞদের সহায়তা নেওয়া । এভাবে নতুন ও অভিজ্ঞদের সংমিশ্রনে যে একটি ভালো সর্ম্পক তৈরি হয়েছে তাই ফরেক্স পরিবার ।

EmonFX
2021-01-12, 10:34 AM
ফরেক্স ট্রেডিং করতে হলে একলা চলা নিতি পরিহার করা শ্রৈয়। কারন আপনি একার পক্ষে কখনোই সম্ভব নয় মার্কেট এনালাইসিস করা । তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা ।

আসলেই ফরেক্স একটি পরিবারের মতো। এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞ ও অনভিজ্ঞ এবং সিনিয়র ও জুনিয়র ট্রেডার রয়েছেন। এখান থেকে বিভিন্ন সময়ে জুনিয়ার ট্রেডাররা সিনিয়রদের কাছে পরামর্শ চেয়ে থাকেন এবং সিনিয়র ট্রেডাররা জুনিয়র ট্রেডারদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সাহায্য-সহযোগিতা করে থাকেন। যেমনটা দেখা যায় একটি পরিবারের ভাইবোনদের মধ্যে। আর এমনটাই হওয়া উচিত। জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই পারস্পারিক সাহায্য-সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। তাই আমাদের সব সময় একে অপরের সাহায্য সহযোগিতা করা উচিত। সবাই মিলে একটি কাজ সম্মিলিতভাবে চেষ্টা করলে সফলতা পাওয়া অনেকটা সহজ হয়ে যায়।

ABDUSSALAM2020
2021-01-12, 10:51 AM
ফরেক্স ট্রেডিং করতে হলে একলা চলা নিতি পরিহার করা শ্রৈয়। কারন আপনি একার পক্ষে কখনোই সম্ভব নয় মার্কেট এনালাইসিস করা । তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা ।ফরেক্স একটি বৃহৎ আয়তনের ব্যবসা । এটির আয়তন বড় হওয়ায় আমরা যারা নতুন আছি তাদের পক্ষে একা চলা সম্ভব নয় । তাই নতুনদের উচিত অভিজ্ঞদের সহায়তা নেওয়া । এভাবে নতুন ও অভিজ্ঞদের সংমিশ্রনে যে একটি ভালো সর্ম্পক তৈরি হয়েছে তাই ফরেক্স পরিবার ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

KAZIMAJHARULISLAM
2021-01-12, 04:41 PM
আসলে আমি মনে করি,যেদিন আপনি প্রথম ডেমো প্র্যাকটিস শুরু করেছেন,বা ফোরামে প্রথম পোস্ট করেছেন,বা পোষ্টের প্রতুত্তর দিয়েছেন,সেদিন থেকেই আপনি ফরেক্স পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। কেননা ফরেক্স ফোরাম সত্যিকারেই একটা পরিবার।একটা পরিবারে সদস্য,যেমন অন্য সদস্যের সমস্যার সমাধান বা গাইডলাইন দিয়ে থাকে, তেমনি আপনি ও ফরেক্সে উদ্ভুত যে কোন সমস্যার সমাধান,সিনিয়রের থেকে নিতে পারবেন।সেই সাথে আপনি কিভাবে আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন,এবং আপনি আপনার কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন,সেই সম্পর্কেও গাইডলাইন দিয়ে থাকে সিনিয়র ট্রেডাররা। তাই আমি বলব যে অবশ্যই ফরেক্স একটি পরিবার।এমন একটি পরিবার যেখানে পরিবারের একটি সদস্য, অন্য সদস্য কে উপরে উঠতে বা উন্নতি করতে সহযোগিতা করে ,কোনো রকম কোনো স্বার্থ ছাড়াই।

md mehedi hasan
2021-01-12, 06:57 PM
ফরেক্স মার্কেট এ একে অন্যকে সাহায্য করলে অনেক ভাল হবে।কিন্ত আমাদের যে অবস্থা আমরা বিনিময় ছাড়া কাউকে সাহায্য করতে প্রস্তুত নই।আসলে এটা ঠিক না।আমরা কয়েক জন ট্রেডার মিলে যদি একটি গ্রুপ তৈরি করে ট্রেড করি তাহলে আমাদের ট্রেড এর উইনিং রেশিও ভাল হবে।এরং একে অপরের সাথে ট্রেডিং এর অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমেই আমাদের স্কিল বৃদ্ধি পাবে।

Starship
2021-01-13, 07:37 AM
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ফরেক্সে সফল হওয়ার জন্য পরিবারের ন্যায় অন্য সকল সদস্য সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়। পরিবারের কোন সদস্য সমস্যা সম্মুখীন হলে যেমন অন্য সদস্যরা এগিয়ে আসে ঠিক ফরেক্স এর ক্ষেত্রেও আমাদের তাই করা উচিত। কেননা পড়েছে একার পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়, এখানে একে অপরের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। বিশেষ করে ফোরামের সে ক্ষেত্রে কোয়ালিটি সম্পন্ন পোস্টে লাইক প্রদান করা এতে করে অনুগত কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে উৎসাহ প্রদান হয়। তাহলে এক সময় আমরা সকলেই সফল হতে পারবো।

NEWVISION2020
2021-01-13, 08:28 AM
এটা নিঃসন্দেহে ঠিক যে ফরেক্স ট্রেডিং এর সকল সদস্য একটি প্রতিবারের ন্যায়।কারণ এখানে কোন একজন ট্রেডার নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করতে পারে না। অর্থাৎ একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থাকার পাশাপাশি প্রফিট করতে হলে অবশ্যই অন্য ট্রেডারের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়। কেননা ফরেক্সের আয়তন এতটাই বিশাল যে কোন একজন ট্রেডারের পক্ষে সম্পূর্ণরূপে আয়ত্ত করা সম্ভব না, আর এ কারণেই একজন ট্রেডার অন্য ট্রেডারের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকে। আর এটা সবথেকে বেশি দেখা যায় একজন নতুন ট্রেডারের দিকে তাকালে কারণ অধিকাংশ সময় একজন নতুন ট্রেডার অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকে। যেটা একটা ফ্যামিলির ছোটরা বড়দের কাছ থেকে পেয়ে থাকে।তাই আমিও মনে প্রাণে বিশ্বাস করি আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করি অবশ্যই আমাদের একটা পরিবারের ন্যায় কাজ করা উচিত। আশা করি তাহলেই আমরা ফরেক্স মার্কেট থেকে খুব ভালো পরিমাণে প্রফিট করতে সক্ষম হব।