PDA

View Full Version : কোন তারিখ বোনাস আসে না



micky1212
2020-12-11, 03:04 PM
কোন তারিখ বোনাস আসে না

EmonFX
2020-12-11, 04:55 PM
ফরেক্স বাংলা ফোরামের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের বোনাস প্রদান করা হয়। বিশেষ কোন টেকনিক্যাল প্রব্লেম বা অন্য কোনো কারণ ছাড়া সাধারণত নির্ধারিত সময়ের মধ্যেই বোনাস প্রদান করা হয়। করণা প্যানডেমিক এর কারণে গত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বোনাস প্রদান করা হয়েছে 23 এবং 22 তারিখে। এবং অক্টোবর মাসের বোনাস প্রদান করা হয়েছে 18 তারিখে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং কোন ধরনের টেকনিক্যাল প্রব্লেম না হলে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের বোনাস এ মাসের 15 তারিখের মধ্যে পাওয়া যেতে পারে। সে হিসেবে আশা করা যায় 3 /4 দিনের মধ্যে নভেম্বর মাসের বোনাস পাওয়া যেতে পারে।

micky1212
2020-12-11, 05:30 PM
EmonFX, hello

Starship
2021-03-22, 11:25 PM
সাধারণত আমাদের বোনাস দেয়া হয় মাসিক ভিত্তিতে। মাস শেষে যে পরিমাণ পোস্ট হয় সেই অনুযায়ী পোস্টের মান এবং কোয়ালিটির ভিত্তিতে বোনাস প্রদান করে থাকেন ব্রোকার। সাধারণত বোনাস আমাদের 10 থেকে 15 তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও বিভিন্ন ধরনের সমস্যার কারণে টা দিতে একটু দেরি হয়। তবে এই সমস্যা ক্ষণস্থায়ী। তাই আমরা বলতে পারি যে জানুয়ারি মাসের বোনাস ফেব্রুয়ারি মাসে 10 থেকে 20 তারিখের মধ্যে প্রদান করে থাকে।

KAZIMAJHARULISLAM
2021-03-23, 06:44 AM
সাধারনত প্রতি মাসের মানসম্মত পোষ্ট এর জন্য ফোরাম কতৃপক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ বোনাস দিয়ে থাকেন।আর এই বোনাস প্রতি মাসের ১৫ থেকে ২০ তারিখের ভিতরে,ফোরামে সংযুক্ত আপনার ট্রেডিং একাউন্ট এর ব্যালেস্ন এ যুক্ত হয়ে যাবে।তবে সাময়িক কিছু সমস্যার কারণে এই তারিখ কিছু টা পরবর্তিত হয়।তবে সেই সমস্যা ক্ষনস্থায়ী, এবং তার মানে এই নয় যে,আপনি বোনাস পাবেনই না*। অবশ্যই আপনি বোনাস পাবেন।যেমন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বোনাস এই মাসের ১৭ তারিখে যুক্ত হয়েছে। তাই চিন্তা মুক্ত হয়ে, নিয়মিত মানসম্মত লেখালেখি করে যান। কেননা বোনাস আপনি পাবেনই।