PDA

View Full Version : পাখিপ্রেমী মানুষ



DhakaFX
2020-12-13, 08:01 PM
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিদিন সকালে হাজারও শালিকের সমাবেশ হয়। ভোরের আলো ফোটার সঙ্গে ঝাঁক ঝাঁকে আসা পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারপাশ। চা দোকানি আলম চৌকিদার ও শালিকের দল একসঙ্গে বিপুলসংখ্যক শালিক দেখতে ভিড় করে থাকে উৎসুক মানুষ। কয়েক বছর ধরে শালিকদের খাবার দিচ্ছেন স্থানীয় চা দোকানি আলম চৌকিদার। পাখিদের জন্য প্রতিদিন ৫০০-৬০০ টাকার পাউরুটি কিনতে হয়। চা বিক্রি থেকে আয় খুব বেশি না হলেও আলম চৌকিদার শালিকের প্রতি ভালোবাসা থেকে খাবার দেন। পাউরুটি কারখানা বন্ধ থাকলে নিজে সেদ্ধ রুটি তৈরি করে পাখিদের দিয়েছেন।
বিভিন্ন কারণে মাঝে মধ্যে শালিক আহত হলে প্রয়োজনীয় সেবা করেন আলম চৌকিদার। তাকে স্থানীয়রা প্রয়োজনীয় সহযোগিতা করেন। পাখির সংখ্যা অনুপাতে পর্যাপ্ত খাবার না দিতে পারার আক্ষেপ আছে দরদি মানুষটির। উড়ে এসে জড়ো হয়ে খাবার খেয়ে পাখিরা ঘুরে বেড়াতে থাকে আপন মনে। আবারও পরদিন ভোরে দলে দলে ফিরে আসে শালিক। এভাবেই চলছে দিনের পর দিন...
13098

Mas26
2021-05-08, 12:01 AM
আসলে সত্যি কথা বলতে পাখি আমার অনেক ভালো লাগে কিন্তু পাখি পালার মত সামর্থ্য আছে কিন্তু এটি বোরিং লাগে কারণ পাখি উড়তে দেখতে ভালো লাগে খোলামেলা পরিবেশে স্বাধীনভাবে বসবাস করবে এটাই আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমি পাখি বন্দি করে রাখবে এটা আমার কাছে মোটেই ভাল লাগেনা। আর যারা বন্দী করে রাখে পাখি তাদেরও আমার ভাল লাগেনা কিন্তু পাখি দেখতে আমার খুবই ভালো লাগে। মুকত অাকাশে পাখি উড়া দেখতে অামার অনেক ভালো লাগে।