PDA

View Full Version : বিভ্রাটের কবলে গুগল সেবা



DhakaFX
2020-12-14, 07:31 PM
বিশ্বের বিভিন্ন অংশে বিভ্রাটের কবলে পড়েছে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎই ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা। প্রতিষ্ঠানের অন্যান্য সেবা ব্যবহার করা না গেলেও সার্চ ইঞ্জিন ঠিকঠাক মতোই কাজ করছিল। ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো।
যেসব এলাকায় বিভ্রাটে পড়েছে গুগল সেবা, ডাউন ডিটেক্টের ম্যাপ দেখুন:
http://forex-bangla.com/customavatars/1967738371.jpg

DhakaFX
2020-12-17, 02:04 PM
একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বিভ্রাটের শিকার হয়েছে গুগলের জিমেইল সেবা। মঙ্গলবার বিশ্বজুড়ে অনেক জিমেইল গ্রাহক সমস্যার সম্মুখীন হয়েছেন বলে নিশ্চত করেছে গুগল। প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, সেবার পরিস্থিতি জানানোর পাতায় গুগল বলেছে, ইনবক্সে ঢুকতে পারলেও “এরর বার্তা, সংযোগে বেশি বাধা এবং অন্যান্য অপ্রত্যাশিত আচরণের” সম্মুখীন হতে পারেন গ্রাহক। পূর্বাঞ্চলীয় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) সময় ছয়টা ৫১ মিনিটে এই সমস্যা সমাধান হয়েছে।একদিন আগেই বিশ্বজুড়ে বড় বিভ্রাটের শিকার হয়েছে জিমেইল, ইউটিউব এবং গুগল ডকস-সহ প্রতিষ্ঠানের আরও অনেক সেবা।
মঙ্গলবার অনেক গ্রাহক অভিযোগ করেছেন, তারা ইনবক্সে ঢুকতে পারছেন না। আবার অনেক গ্রাহক বলেছেন, কারও অ্যাড্রেসে ইমেইল পাঠাতে গেলে ফিরতি বার্তা আসছে। প্রোটোনমেইল বলেছে, জিমেইল গ্রাহককে পাঠানো ইমেইল “স্থায়ীভাবে ফেরত আসছে”, মূল প্রেরকের কাছে ‘এরর’ বার্তা যাচ্ছে। গুগলের ক্লাউড গেইমিং সেবা স্টেডিয়াতেও সমস্যা দেখা গেছে। তবে, এটি জিমেইলের সঙ্গে জড়িত কি না, তা স্পষ্ট নয়। ভার্জকে গুগল জানিয়েছে, সমস্যার কারণে “কিছু গ্রাহক গেইম চালু করতে পারছেন না।” এই সমস্যা সমাধান হয়েছে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় চারটা ৩১ মিনিটে।
http://forex-bangla.com/customavatars/1082134340.jpg