PDA

View Full Version : নীলগিরি চুড়া, বান্দরবান



FXBD
2020-12-15, 07:39 PM
বান্দরবান শহর থেকে নীলগিরি চূড়ার দূরত্ব ৪৬ কিলোমিটার আবর চিম্বুকের দূরত্ব ২৮ কিলোমিটার। তাই চিম্বুক ও নীলগিরি দুটি চূড়ায় অপরূপ দৃশ্য একদিনেই উপভোগ করা যায়। নীলগিরিতে স্বর্গদৃশ্য হল রাশি রাশি মেঘমালা, এ যেন স্বর্গের কাছাকাছি মর্ত্যের সাজানো বাগান।
13135
কীভাবে যাবেন
ঢাকা থেকে সায়েদাবাদ, কলাবাগান, পান্থপথ, ফকিরাপুল থেকে শ্যামলী, হানিফ, ইউনিক, ডলফিন, এস আলম প্রভৃতি বাস রাত ১০-১১টার মধ্যে বান্দরবান শহরের উদ্দেশে ছেড়ে যায়। আবার বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি, প্রাইভেট কার, আতুল নামের সিএনজি (বেবি ট্যাক্সি) করে নীলগিরি যেতে পারেন। নীলগিরি ছাড়াও বান্দরবান জেলায় মেঘলা পর্যটন কমপ্লেক্স, শৈলপ্রপাত, নীলাচল, মিলনছড়ি, চিম্বুক, বগা লেকসহ অসংখ্য নান্দনিক জায়গা রয়েছে। থাকার জন্য বান্দরবান শহরে রয়েছে অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটেল।